আইফোনের জন্য স্বতন্ত্র ‘জেমিনি’ আনছে গুগল

প্রযুক্তি ডেস্ক   
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১৬: ১৩
বর্তমানে কেবল ফিলিপাইনের একজন আইফোন ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে জেমিনি ব্যবহার করতে পারছেন। ছবি: নিওউইনডটনেট

সরাসরি গুগল প্লে স্টোর ব্যবহারের সুযোগ না থাকায় গুগলের অ্যাপগুলো ব্যবহার করতে বেশ ঝামেলা পোহাতে হয় আইফোন ব্যবহারকারীদের। তাঁদের স্বস্তি দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট জেমিনির স্বতন্ত্র একটি ভার্সন নিয়ে আসছে গুগল।

আগে গুগল অ্যাপের একটি নির্দিষ্ট ট্যাবের মাধ্যমে গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি ব্যবহার করতে পারতেন আইফোন ব্যবহারকারীরা।

নাইন টু ফাইভ গুগলের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোনের অ্যাপ স্টোরের জন্য ‘গুগল জেমিনি’ নামে একটি অ্যাপ আনতে কাজ করছে গুগল। আইফোন ব্যবহারকারীদের সুবিধার জন্য জেমিনির এই সংস্করণে নতুন কিছু ফিচারও যোগ করা হবে।

এই ফিচারগুলোর মধ্যে অন্যতম ‘জেমিনি লাইভ’। আইওএস ব্যবহারকারীরা এখনো এর সুবিধা পাচ্ছেন না। জেমিনি লাইভে ভয়েস কমান্ডের মাধ্যমে ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতা নিতে পারেন।

গত সেপ্টেম্বরে এই ফিচারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়। গুগল আইওএসের জন্য যে পৃথক জেমিনি নিয়ে আসছে তাতে এই ভয়েস কমান্ড ব্যবহারের সুযোগও যুক্ত করা হবে।

বর্তমানে কেবল ফিলিপাইনের একজন আইফোন ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে জেমিনি ব্যবহার করতে পারছেন। গুগল নির্দিষ্ট কিছু অঞ্চলে অ্যাপ স্টোরে জেমিনি পরীক্ষামূলকভাবে লঞ্চ করেছে। পরীক্ষা শেষে ব্যবহারকারীদের ফিডব্যাক নিয়ে অ্যাপের ত্রুটি সমাধানের পর এটি সবার জন্য উন্মুক্ত করতে পারে গুগল।

এ ছাড়া আইফোনের বিভিন্ন মডেল এবং আইওএস সংস্করণ এই নতুন ফিচার সমর্থন করবে কিনা এই নিয়েও প্রশ্ন রাখছেন ব্যবহারকারীরা। গুগল এখনো এই অ্যাপটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।

অ্যাপ স্টোরের জন্য পৃথক জেমিনি অ্যাপ হিসেবে আসবে নাকি পুরোনোতেই নতুন ফিচার যুক্ত হবে তা এখনো নিশ্চিত নয়।

ওপেনএআই–এর চ্যাটজিপিটিকে টক্কর দিতে জেমিনি লঞ্চ করে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তার এই চ্যাটবটের মাধ্যমে লেখালেখি, প্রশ্নোত্তর, শিখন, ছবি তৈরি এবং আরও অনেক কাজ করতে পারেন ব্যবহারকারীরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত