Ajker Patrika

আইফোনের দুই মডেলের উৎপাদন বন্ধ করল অ্যাপল

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ২৮
এই মডেলে এ১৫ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে। ছবি: ম্যাকরিউমার
এই মডেলে এ১৫ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে। ছবি: ম্যাকরিউমার

আইফোন ১৬ই উন্মোচনের পরপর দুটি পুরোনো মডেলের উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সেগুলো হলো—আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস। ২০২২ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির বার্ষিক স্মার্টফোন আপডেটের অংশ হিসেবে মডেল দুটি বাজারে এসেছিল। তবে দোকানে বা মজুতে থাকা ফোনগুলো বিক্রি হতে থাকবে।

অ্যাপলের উচ্চ-প্রো সংস্করণের মডেলগুলোর চেয়ে কম দাম বিক্রি হয় এই মডেল দুটি। তাদের উৎপাদন বন্ধ হওয়ার সময় আইফোন ১৪-এর মূল্য ছিল ৫৯৯ ডলার, আর আইফোন ১৪ প্লাসের মূল্য ছিল ৬৯৯। এটি তাদের প্রাথমিক বাজারে মূল্য—আইফোন ১৪ (৭৯৯ ডলার) এবং আইফোন ১৪ প্লাসের (৮৯৯ ডলার) তুলনায় কম।

বিশেষত্ব ও ফিচার

আইফোন ১৪ মডেলে ৬ দশমিক ১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে আর আইফোন ১৪ প্লাস মডেলে ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে—যা অ্যাপলের প্রো মডেল ছাড়া প্রথম বড় স্ক্রিন অপশন হিসেবে পাওয়া যায়। পূর্ববর্তী বছরগুলোর মতো আইফোন ১৪ মিনি তৈরি করেনি অ্যাপল। কারণ, ছোট ৫ দশমিক ৪ ইঞ্চি স্ক্রিন মডেলের পরিবর্তে বড় আইফোন ১৪ প্লাস মডেলটি নিয়ে এসেছিল কোম্পানিটি।

এই দুই মডেলই এ১৫ বায়োনিক চিপসেট রয়েছে, যা আইফোন ১৩-এ প্রথমবারের মতো যুক্ত করা হয়েছিল। এ১৫ বায়োনিক চিপের ৫-কোর জিপিইউ গ্রাফিকসের কার্যকারিতা উন্নত করেছে। পাশাপাশি, নতুন ক্র্যাশ ডিটেকশন প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা গাড়ি দুর্ঘটনা শনাক্ত করতে সক্ষম এবং ব্যবহারকারী অচেতন হলে স্বয়ংক্রিয়ভাবে জরুরি সেবার সঙ্গে যোগাযোগ করে। এ ছাড়া ‘ইমার্জেন্সি এসওএস ভিয়া স্যাটেলাইট’ ফিচারও যুক্ত ছিল, যা সেলুলার বা ওয়াই-ফাই কানেকটিভিটি ছাড়া বিপদগ্রস্ত এলাকার ব্যবহারকারীদের জরুরি সেবার সঙ্গে যোগাযোগ করার সুযোগ দেয়।

ক্যামেরা এবং ফটোগ্রাফি

কম আলোতে ছবি তোলার ক্ষেত্রে সাহায্য করার জন্য ক্যামেরা সিস্টেমে নতুন ফটোনিক ইঞ্জিন প্রযুক্তি যুক্ত করা হয়েছিল। এ ছাড়া, আইফোন ১৪-এ প্রথমবারের মতো ট্রুডেপথ ক্যামেরায় অটো ফোকাস প্রযুক্তি যুক্ত করা হয়। এটি সেলফি এবং ভিডিও কলের জন্য চিত্রের স্পষ্টতা আরও বাড়িয়েছে।

অ্যাপল কখনোই এক বছর মাঝামাঝি সময়ে একটি প্রধান আইফোন মডেল বন্ধ করেনি। এখন আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাসের স্থান নেবে নতুন মডেলগুলো, যা প্রযুক্তিগত দিক থেকে আরও উন্নত এবং নতুন ফিচার-সংবলিত হবে।

তথ্যসূত্র: ম্যাকরিউমার

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত