অনলাইন ডেস্ক
আগামী দুই মাসের মধ্যে ভারতে ৫জি আনছে ভারতের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপ। ৫জি আনতে আড়াই হাজার কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছে কোম্পানিটি। ৫জি পরিষেবাটি রিলায়েন্সের সহযোগী প্রতিষ্ঠান জিও’র মাধ্যমে চালু করা হবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি জানান, দিল্লি, মুম্বাইসহ প্রধান প্রধান শহরে প্রথমে উচ্চগতির ইন্টারনেট আনা হবে। ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ তা পুরো ভারত জুড়ে সম্প্রসারণ হবে।
গতকাল সোমবার রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি বলেন, রিলায়েন্সের ৫জি নেটওয়ার্ক প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হলে, এটি হবে বিশ্বের সবচেয়ে বড় ৫জি নেটওয়ার্ক প্রকল্প।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গুগলের সঙ্গে একটি সাশ্রয়ী দামের ৫জি স্মার্টফোন বাজারে আনতে কাজ করছে রিলায়েন্স। এমনটি জানিয়েছেন মুকেশ আম্বানি। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এর দাম এবং কবে নাগাদ বাজারে আনা হবে সেটিও জানানো হয়নি। ভারতে বর্তমানে সবচেয়ে কম দামের স্মার্টফোনের দাম ১৫০ ডলারের মতো।
এর আগে, চলতি মাসের শুরুতে ভারত সরকার রেকর্ড ১ হাজার ৯০০ কোটি ডলারের তরঙ্গ নিলামে বিক্রি করে। নিলামে সবচেয়ে বেশি তরঙ্গ কেনে রিলায়েন্স-জিও। নিলামে আরও অংশ নিয়েছিল-ভোডাফোন আইডিয়া, ভারতী এয়ারটেল এবং নতুন প্রবেশ করা আদানি ডেটা নেটওয়ার্ক।
উল্লেখ্য, আম্বানির রিলায়েন্স-জিও এখন ভারতের ইন্টারনেট মার্কেটে বেশ পরিচিত। এই খাতে আদানি গ্রুপের আবির্ভাব রিলায়েন্স-জিও'কে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি করেছে। চলতি বছরের অক্টোবর থেকে ভারতে ৫জি পরিষেবা শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
আগামী দুই মাসের মধ্যে ভারতে ৫জি আনছে ভারতের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপ। ৫জি আনতে আড়াই হাজার কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছে কোম্পানিটি। ৫জি পরিষেবাটি রিলায়েন্সের সহযোগী প্রতিষ্ঠান জিও’র মাধ্যমে চালু করা হবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি জানান, দিল্লি, মুম্বাইসহ প্রধান প্রধান শহরে প্রথমে উচ্চগতির ইন্টারনেট আনা হবে। ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ তা পুরো ভারত জুড়ে সম্প্রসারণ হবে।
গতকাল সোমবার রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি বলেন, রিলায়েন্সের ৫জি নেটওয়ার্ক প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হলে, এটি হবে বিশ্বের সবচেয়ে বড় ৫জি নেটওয়ার্ক প্রকল্প।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গুগলের সঙ্গে একটি সাশ্রয়ী দামের ৫জি স্মার্টফোন বাজারে আনতে কাজ করছে রিলায়েন্স। এমনটি জানিয়েছেন মুকেশ আম্বানি। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এর দাম এবং কবে নাগাদ বাজারে আনা হবে সেটিও জানানো হয়নি। ভারতে বর্তমানে সবচেয়ে কম দামের স্মার্টফোনের দাম ১৫০ ডলারের মতো।
এর আগে, চলতি মাসের শুরুতে ভারত সরকার রেকর্ড ১ হাজার ৯০০ কোটি ডলারের তরঙ্গ নিলামে বিক্রি করে। নিলামে সবচেয়ে বেশি তরঙ্গ কেনে রিলায়েন্স-জিও। নিলামে আরও অংশ নিয়েছিল-ভোডাফোন আইডিয়া, ভারতী এয়ারটেল এবং নতুন প্রবেশ করা আদানি ডেটা নেটওয়ার্ক।
উল্লেখ্য, আম্বানির রিলায়েন্স-জিও এখন ভারতের ইন্টারনেট মার্কেটে বেশ পরিচিত। এই খাতে আদানি গ্রুপের আবির্ভাব রিলায়েন্স-জিও'কে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি করেছে। চলতি বছরের অক্টোবর থেকে ভারতে ৫জি পরিষেবা শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা কিনতে আগ্রহী মার্কিন ব্যবসায়ী, উদ্যোক্তা, এবং বিনিয়োগকারী ফ্রাঙ্ক ম্যাককোর্ট। তাঁর এই অধিগ্রহণ প্রচেষ্টায় আগ্রহ প্রকাশ করেছেন রেডিটের সহ-প্রতিষ্ঠাতা এবং ভেঞ্চার ক্যাপিটালিস্ট অ্যালেক্সিস ওহানিয়ান। টিকটক কেনার ফ্রাঙ্ক ম্যাককোর্টের...
১ ঘণ্টা আগেদেশজুড়ে প্রথমবারের মতো ওপেনসোর্স চিপ রিস্ক-ভি–এর ব্যবহার বাড়ানোর জন্য নীতিমালা প্রকাশের পরিকল্পনা করছে চীন। দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, চীন পশ্চিমা প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমানোর জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে এবং রিস্ক-ভি চিপের ব্যবহারের জন্য নীতিমালা প্রকাশ করতে যাচ্ছে।
২ ঘণ্টা আগেচলতি সপ্তাহে নতুন ম্যাকবুক এয়ার উন্মোচন করবে টেক জায়ান্ট অ্যাপল। গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন কোম্পানিটির সিইও টিম কুক। দীর্ঘ প্রতীক্ষার পর ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি সংস্করণে আসতে পারে নতুন...
৪ ঘণ্টা আগেইন্টেলের সঙ্গে উৎপাদন পরীক্ষা চালাচ্ছে চিপ ডিজাইনার এনভিডিয়া এবং ব্রডকম। এ পরীক্ষার মাধ্যমে তারা ইন্টেলের উন্নত প্রযুক্তি এবং উৎপাদন সক্ষমতা নিয়ে আস্থা অর্জন করবে। পরীক্ষাগুলো ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই পরীক্ষা কয়েকমাস ধরে চলতে পারে।
৪ ঘণ্টা আগে