অনলাইন ডেস্ক
বিশ্বের প্রায় সব দেশেই চ্যাট করার জন্য মেটা কোম্পানির মেসেঞ্জার অ্যাপ জনপ্রিয়। ফেসবুকের মেসেঞ্জার ছাড়াও আইফোনে চ্যাট করতে আইমেসেজ, হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়। তবে মেসেঞ্জার ব্যবহার করতে না চাইলে সহজেই আইফোন থেকে তা আনইনস্টল করা যাবে।
তিন উপায়ে এই কাজটি করা যায় বলে গ্যাজেট ব্রিজের এক প্রতিবেদন বলছে। হোম স্ক্রিন, অ্যাপ লাইব্রেরি ও সেটিংসের মাধ্যমে অ্যাপটি আনইনস্টল করা যাবে।
হোম স্ক্রিনের মাধ্যমে আনইনস্টল
হোম স্ক্রিনের মাধ্যমে মেসেঞ্জার আনইনস্টল করতে নিচের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে-
১. আইফোনের হোম স্ক্রিনে মেসেঞ্জার অ্যাপটি চাপুন ও ধরে রাখুন।
২. রিমুভ অ্যাপ অপশনটি চাপুন।
৩. স্ক্রিনে ‘ডিলেট অ্যাপ’ অপশন এলে কনফার্ম করুন।
অ্যাপ লাইব্রেরির মাধ্যমে আনইনস্টল
অ্যাপ লাইব্রেরিতে গিয়েও সহজে মেসেঞ্জার আনইনস্টল করা যায়। এক্ষেত্রে চারটি ধাপ অনুসরণ করতে হবে-
১. হোম স্ক্রিনে গিয়ে অ্যাপ লাইব্রেরি খুঁজে বের করুন। অ্যাপ লাইব্রেরি খুঁজে পেতে দরকার হলে বাম দিকের প্রতি পেজে স্ক্রল করুন।
২. অ্যাপ লাইব্রেরি চাপুন।
৩. নিচের দিকে স্ক্রল করে মেসেঞ্জার অ্যাপটি বের করুন ও চেপে ধরে রাখুন।
৪. ডিলেট অ্যাপ অপশনটি স্ক্রিনে আসলে কনফার্ম চাপুন।
সেটিংসর মাধ্যমে আনইনস্টল
আইফোনের সেটিংসের মাধ্যমে মেসেঞ্জার আনইনস্টল করতে তিনটি ধাপ অনুসরণ করতে হবে।
১. আইফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনটি চাপুন।
২. স্ক্রল করে আইফোন স্টোরেজ নির্বাচন করুন।
৩. নিচের দিকে স্ক্রল করে মেসেঞ্জার সিলেক্ট করুন।
মেসেঞ্জারের তথ্য (ডকুমেন্ট, ছবি) কেউ রেখে দিতে চাইলে ফোন থেকে মেসেঞ্জার আনইনস্টল না করে ‘অফলোড’ অপশনটি নির্বাচন করতে পারবেন।
মেসেঞ্জারের অফলোড করতে সেটিংসে গিয়ে জেনারেল অপশনটি নির্বাচন করতে হবে। সেখান থেকে আইফোনের স্টোরেজে গিয়ে মেসেঞ্জার অ্যাপটি খুঁজে বের করুন এবং অফলোড অপশনটি নির্বাচন করুন।
বিশ্বের প্রায় সব দেশেই চ্যাট করার জন্য মেটা কোম্পানির মেসেঞ্জার অ্যাপ জনপ্রিয়। ফেসবুকের মেসেঞ্জার ছাড়াও আইফোনে চ্যাট করতে আইমেসেজ, হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়। তবে মেসেঞ্জার ব্যবহার করতে না চাইলে সহজেই আইফোন থেকে তা আনইনস্টল করা যাবে।
তিন উপায়ে এই কাজটি করা যায় বলে গ্যাজেট ব্রিজের এক প্রতিবেদন বলছে। হোম স্ক্রিন, অ্যাপ লাইব্রেরি ও সেটিংসের মাধ্যমে অ্যাপটি আনইনস্টল করা যাবে।
হোম স্ক্রিনের মাধ্যমে আনইনস্টল
হোম স্ক্রিনের মাধ্যমে মেসেঞ্জার আনইনস্টল করতে নিচের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে-
১. আইফোনের হোম স্ক্রিনে মেসেঞ্জার অ্যাপটি চাপুন ও ধরে রাখুন।
২. রিমুভ অ্যাপ অপশনটি চাপুন।
৩. স্ক্রিনে ‘ডিলেট অ্যাপ’ অপশন এলে কনফার্ম করুন।
অ্যাপ লাইব্রেরির মাধ্যমে আনইনস্টল
অ্যাপ লাইব্রেরিতে গিয়েও সহজে মেসেঞ্জার আনইনস্টল করা যায়। এক্ষেত্রে চারটি ধাপ অনুসরণ করতে হবে-
১. হোম স্ক্রিনে গিয়ে অ্যাপ লাইব্রেরি খুঁজে বের করুন। অ্যাপ লাইব্রেরি খুঁজে পেতে দরকার হলে বাম দিকের প্রতি পেজে স্ক্রল করুন।
২. অ্যাপ লাইব্রেরি চাপুন।
৩. নিচের দিকে স্ক্রল করে মেসেঞ্জার অ্যাপটি বের করুন ও চেপে ধরে রাখুন।
৪. ডিলেট অ্যাপ অপশনটি স্ক্রিনে আসলে কনফার্ম চাপুন।
সেটিংসর মাধ্যমে আনইনস্টল
আইফোনের সেটিংসের মাধ্যমে মেসেঞ্জার আনইনস্টল করতে তিনটি ধাপ অনুসরণ করতে হবে।
১. আইফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনটি চাপুন।
২. স্ক্রল করে আইফোন স্টোরেজ নির্বাচন করুন।
৩. নিচের দিকে স্ক্রল করে মেসেঞ্জার সিলেক্ট করুন।
মেসেঞ্জারের তথ্য (ডকুমেন্ট, ছবি) কেউ রেখে দিতে চাইলে ফোন থেকে মেসেঞ্জার আনইনস্টল না করে ‘অফলোড’ অপশনটি নির্বাচন করতে পারবেন।
মেসেঞ্জারের অফলোড করতে সেটিংসে গিয়ে জেনারেল অপশনটি নির্বাচন করতে হবে। সেখান থেকে আইফোনের স্টোরেজে গিয়ে মেসেঞ্জার অ্যাপটি খুঁজে বের করুন এবং অফলোড অপশনটি নির্বাচন করুন।
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
৬ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
৮ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১১ ঘণ্টা আগে