অনলাইন ডেস্ক
অ্যাপল আইডি তৈরি করার সময়ই এর সঙ্গে একটি ইমেইল ঠিকানা লিংক বা যুক্ত করতে হয়। তবে অনেক সময় এই ইমেইল আইডি নিয়মিত ব্যবহার করা হয়ে ওঠে না। এ জন্য অনেকেই অ্যাপল আইডির সঙ্গে যুক্ত ইমেইল ঠিকানা পরিবর্তন করতে চান। আর অ্যাপল আইডির সঙ্গে ইমেইল অ্যাড্রেস সুবিধামতো পরিবর্তনের সুযোগ রয়েছে।
আইফোন, আইপ্যাড ও কম্পিউটার থেকে খুব সহজেই অ্যাপল আইডির সঙ্গে যুক্ত ইমেইল ঠিকানা পরিবর্তন করা যায়। তবে যে ইমেইল ঠিকানা লিংক বা যুক্ত করতে চাচ্ছেন, সেটি যেন অন্য কোনো অ্যাপল আইডির সঙ্গে যুক্ত না থাকে তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তার বিভিন্ন ফিচার চালু থাকলে ইমেইল অ্যাড্রেস পরিবর্তনে একটু বেশি সময় লাগতে পারে।
আইফোন ও আইপ্যাড থেকে ইমেইল আইডি পরিবর্তন করবেন যেভাবে
১. আইফোন ও আইপ্যাডের সেটিংসে প্রবেশ করুন।
২. নজিরে অ্যাকাউন্ট নামের ওপর ট্যাপর করুন। এর ফলে অ্যাপল আইডির তথ্যগুলো দেখা যাবে।
৩. নিচের দিকে থাকা ‘সাইন ইন অ্যান্ড সিকিউরিটি’ অপশন নির্বাচন করুন।
৪. ইমেইল অ্যাড্রেস পরিবর্তন করার জন্য ‘ইমেইল এন্ড ফোন নম্বরস’ অপশনে ট্যাপ করুন।
৫. পুরোনো ইমেইল অ্যাড্রেসের পাশে থাকা ‘রিমুভ’ বাটনে ট্যাপ করুন।
৬. নতুন ইমেইল আইডি যুক্ত করার জন্য ‘চুজ আনাদার ইমেইল অ্যাড্রেস’ অপশনে ট্যাপ করুন।
৭. এর পর ব্যবহারকারীই আসলেই ডিভাইসের প্রকৃত মালিক নাকি তা যাচাই করবে অ্যাপল। এ জন্য ডিভাইসের পাসকোড দিতে হবে বা বিভিন্ন নিরাপত্তা বিষয়ক প্রশ্নের উত্তর দিতে হতে পারে।
এভাবে নতুন ইমেইলটি অ্যাপল আইডির সঙ্গে যুক্ত হয়ে যাবে।
কম্পিউটার থেকে ইমেইল আইডি পরিবর্তন করবেন যেভাবে
১. অ্যাপল আইডির ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. এরপর নিজের আইডি ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন।
৩. বাম পাশের মেনু থেকে ‘পারসোনাল ইনফরমেশন’ অপশনে ক্লিক করুন।
৪. ইমেইল অ্যাড্রেস পরিবর্তন করার জন্য ‘ইমেইল এন্ড ফোন নম্বরস’ অপশনে ক্লিক করুন।
৫. ‘অ্যাড’ বাটনে ক্লিক করুন ও নতুন ইমেইল আইডিটি টাইপ করুন।
৬. এই পর্যায়ে আপনার অ্যাপল আইডিটি ভ্যারিফাই করা হবে। এ জন্য নতুন ইমেইল অ্যাকাউন্টে একটি ভ্যারিফিকেশন কোড পাঠানো হবে কোডটি সংশ্লিষ্ট টেক্সট বক্সে টাইপ করতে হবে।
অ্যাপল আইডি তৈরি করার সময়ই এর সঙ্গে একটি ইমেইল ঠিকানা লিংক বা যুক্ত করতে হয়। তবে অনেক সময় এই ইমেইল আইডি নিয়মিত ব্যবহার করা হয়ে ওঠে না। এ জন্য অনেকেই অ্যাপল আইডির সঙ্গে যুক্ত ইমেইল ঠিকানা পরিবর্তন করতে চান। আর অ্যাপল আইডির সঙ্গে ইমেইল অ্যাড্রেস সুবিধামতো পরিবর্তনের সুযোগ রয়েছে।
আইফোন, আইপ্যাড ও কম্পিউটার থেকে খুব সহজেই অ্যাপল আইডির সঙ্গে যুক্ত ইমেইল ঠিকানা পরিবর্তন করা যায়। তবে যে ইমেইল ঠিকানা লিংক বা যুক্ত করতে চাচ্ছেন, সেটি যেন অন্য কোনো অ্যাপল আইডির সঙ্গে যুক্ত না থাকে তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তার বিভিন্ন ফিচার চালু থাকলে ইমেইল অ্যাড্রেস পরিবর্তনে একটু বেশি সময় লাগতে পারে।
আইফোন ও আইপ্যাড থেকে ইমেইল আইডি পরিবর্তন করবেন যেভাবে
১. আইফোন ও আইপ্যাডের সেটিংসে প্রবেশ করুন।
২. নজিরে অ্যাকাউন্ট নামের ওপর ট্যাপর করুন। এর ফলে অ্যাপল আইডির তথ্যগুলো দেখা যাবে।
৩. নিচের দিকে থাকা ‘সাইন ইন অ্যান্ড সিকিউরিটি’ অপশন নির্বাচন করুন।
৪. ইমেইল অ্যাড্রেস পরিবর্তন করার জন্য ‘ইমেইল এন্ড ফোন নম্বরস’ অপশনে ট্যাপ করুন।
৫. পুরোনো ইমেইল অ্যাড্রেসের পাশে থাকা ‘রিমুভ’ বাটনে ট্যাপ করুন।
৬. নতুন ইমেইল আইডি যুক্ত করার জন্য ‘চুজ আনাদার ইমেইল অ্যাড্রেস’ অপশনে ট্যাপ করুন।
৭. এর পর ব্যবহারকারীই আসলেই ডিভাইসের প্রকৃত মালিক নাকি তা যাচাই করবে অ্যাপল। এ জন্য ডিভাইসের পাসকোড দিতে হবে বা বিভিন্ন নিরাপত্তা বিষয়ক প্রশ্নের উত্তর দিতে হতে পারে।
এভাবে নতুন ইমেইলটি অ্যাপল আইডির সঙ্গে যুক্ত হয়ে যাবে।
কম্পিউটার থেকে ইমেইল আইডি পরিবর্তন করবেন যেভাবে
১. অ্যাপল আইডির ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. এরপর নিজের আইডি ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন।
৩. বাম পাশের মেনু থেকে ‘পারসোনাল ইনফরমেশন’ অপশনে ক্লিক করুন।
৪. ইমেইল অ্যাড্রেস পরিবর্তন করার জন্য ‘ইমেইল এন্ড ফোন নম্বরস’ অপশনে ক্লিক করুন।
৫. ‘অ্যাড’ বাটনে ক্লিক করুন ও নতুন ইমেইল আইডিটি টাইপ করুন।
৬. এই পর্যায়ে আপনার অ্যাপল আইডিটি ভ্যারিফাই করা হবে। এ জন্য নতুন ইমেইল অ্যাকাউন্টে একটি ভ্যারিফিকেশন কোড পাঠানো হবে কোডটি সংশ্লিষ্ট টেক্সট বক্সে টাইপ করতে হবে।
বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হয়। তবে ফোন হারিয়ে গেলে বা অন্য কারণে এসব মূল্যবান কথোপকথন বা গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে যেতে পারে। তাই সঠিক সময়ে ব্যাকআপ করে রাখতে হয়। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফিচারের মাধ্যমে সহজেই আপনার সমস্ত চ্যাট, মিডিয়া ফাইল ও ভয়েস...
১ দিন আগেজাপানি প্রতিষ্ঠান শিমাদজু করপোরেশন বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি ‘এথার ক্লক ওসি জিরো টু জিরো’। স্ট্রনটিয়াম অপটিক্যাল ল্যাটিস প্রযুক্তির এই ঘড়ি এক হাজার বছরে মাত্র এক সেকেন্ড বিচ্যুত হয়। গবেষণার জন্য তৈরি ঘড়িটির দাম ৩৩ লাখ ডলার।
২ দিন আগেগুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম–‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল এবং বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
২ দিন আগেবিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটি এর নির্মাতা ওপেনএআই–এর সঙ্গে পাঁচ বছরের অংশীদারত্ব ঘোষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই অংশীদারত্বের মাধ্যমে অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকেরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের সুবিধা পাবেন...
২ দিন আগে