Ajker Patrika

ডিএনএর কৃত্রিম মৌলিক গাঠনিক উপাদান তৈরি হলো

শাহরিয়ার ফারদিন
ডিএনএর কৃত্রিম মৌলিক গাঠনিক উপাদান তৈরি হলো

প্রাণ তথা জীবনের অন্যতম মৌলিক গাঠনিক উপাদান বলে বিবেচনা করা হয় নিউক্লিওটাইডকে। মানুষের বংশগতির ধারক-বাহক বলে পরিচিত ডিএনএর মৌলিক গাঠনিক উপাদানও এটি। এবার জীবনের এই মৌলিক উপাদানটিকে পরীক্ষাগারে তৈরির দাবি করেছেন জার্মানির ইউনিভার্সিটি অব কোলনের বিজ্ঞানীরা।

এ বিষয়ে একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে ‘জার্নাল অব আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে’। নিবন্ধে বলা হয়েছে, কৃত্রিমভাবে নিউক্লিক অ্যাসিড তৈরির পথে এটি যুগান্তকারী পদক্ষেপ। তাঁরা কেবল এই নিউক্লিক অ্যাসিড কৃত্রিমভাবে সৃষ্টিই করেননি, এতে স্বাভাবিক নিউক্লিক অ্যাসিডের চেয়ে বেশ কিছু বেশি বৈশিষ্ট্যও যুক্ত করেছেন।

কৃত্রিম উপায়ে আবিষ্কৃত এই নিউক্লিকটি অ্যাসিড মানুষের দেহের ডিএনএতে স্বাভাবিক প্রক্রিয়ায় তৈরি হওয়া নিউক্লিক অ্যাসিডের চেয়ে বেশি স্থিতিশীল। এই বিষয়টি ভবিষ্যতে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে সুবিধা দেবে বলে জানিয়েছেন প্রকল্পটির অন্যতম গবেষক ড. স্টেফানি ক্যাথ শর।

ক্যাথ শর বলছেন, ‘কৃত্রিম উপায়ে তৈরি এই নিউক্লিওটাইড ব্যবহার করে ডিএনএ ও আরএনএর ছোট ছোট সিকোয়েন্স বা অ্যাপটেমারস সৃষ্টি করা সম্ভব হবে। এসব ছোট ছোট সিকোয়েন্স কোষের কর্মকাণ্ড নিয়ন্ত্রণেও ব্যবহার করা সম্ভব।’ বিশেষ করে, বিভিন্ন জটিল রোগের ক্ষেত্রে একেবারে নির্দিষ্ট কোষ ধরে ধরে প্রয়োজনীয় ওষুধ ব্যবহারের কাজটি সহজ করে দেবে এই কৃত্রিম নিউক্লিওটাইড।

এ ছাড়া মানুষের শরীরে বিভিন্ন রোগবালাই শনাক্ত করার ক্ষেত্রেও এই কৃত্রিম নিউক্লিওটাইড ব্যবহার করা সম্ভব। ড. শরের মতে, মানুষের শরীরের বিভিন্ন ধরনের প্রোটিন ভাইরাস ও অন্যান্য জৈব উপাদান শনাক্ত করার কাজেও ব্যবহার করা সম্ভব এটিকে। 

তথ্যসূত্র: সায়েন্স ডেইলি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত