শাহরিয়ার ফারদিন
প্রাণ তথা জীবনের অন্যতম মৌলিক গাঠনিক উপাদান বলে বিবেচনা করা হয় নিউক্লিওটাইডকে। মানুষের বংশগতির ধারক-বাহক বলে পরিচিত ডিএনএর মৌলিক গাঠনিক উপাদানও এটি। এবার জীবনের এই মৌলিক উপাদানটিকে পরীক্ষাগারে তৈরির দাবি করেছেন জার্মানির ইউনিভার্সিটি অব কোলনের বিজ্ঞানীরা।
এ বিষয়ে একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে ‘জার্নাল অব আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে’। নিবন্ধে বলা হয়েছে, কৃত্রিমভাবে নিউক্লিক অ্যাসিড তৈরির পথে এটি যুগান্তকারী পদক্ষেপ। তাঁরা কেবল এই নিউক্লিক অ্যাসিড কৃত্রিমভাবে সৃষ্টিই করেননি, এতে স্বাভাবিক নিউক্লিক অ্যাসিডের চেয়ে বেশ কিছু বেশি বৈশিষ্ট্যও যুক্ত করেছেন।
কৃত্রিম উপায়ে আবিষ্কৃত এই নিউক্লিকটি অ্যাসিড মানুষের দেহের ডিএনএতে স্বাভাবিক প্রক্রিয়ায় তৈরি হওয়া নিউক্লিক অ্যাসিডের চেয়ে বেশি স্থিতিশীল। এই বিষয়টি ভবিষ্যতে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে সুবিধা দেবে বলে জানিয়েছেন প্রকল্পটির অন্যতম গবেষক ড. স্টেফানি ক্যাথ শর।
ক্যাথ শর বলছেন, ‘কৃত্রিম উপায়ে তৈরি এই নিউক্লিওটাইড ব্যবহার করে ডিএনএ ও আরএনএর ছোট ছোট সিকোয়েন্স বা অ্যাপটেমারস সৃষ্টি করা সম্ভব হবে। এসব ছোট ছোট সিকোয়েন্স কোষের কর্মকাণ্ড নিয়ন্ত্রণেও ব্যবহার করা সম্ভব।’ বিশেষ করে, বিভিন্ন জটিল রোগের ক্ষেত্রে একেবারে নির্দিষ্ট কোষ ধরে ধরে প্রয়োজনীয় ওষুধ ব্যবহারের কাজটি সহজ করে দেবে এই কৃত্রিম নিউক্লিওটাইড।
এ ছাড়া মানুষের শরীরে বিভিন্ন রোগবালাই শনাক্ত করার ক্ষেত্রেও এই কৃত্রিম নিউক্লিওটাইড ব্যবহার করা সম্ভব। ড. শরের মতে, মানুষের শরীরের বিভিন্ন ধরনের প্রোটিন ভাইরাস ও অন্যান্য জৈব উপাদান শনাক্ত করার কাজেও ব্যবহার করা সম্ভব এটিকে।
তথ্যসূত্র: সায়েন্স ডেইলি
প্রাণ তথা জীবনের অন্যতম মৌলিক গাঠনিক উপাদান বলে বিবেচনা করা হয় নিউক্লিওটাইডকে। মানুষের বংশগতির ধারক-বাহক বলে পরিচিত ডিএনএর মৌলিক গাঠনিক উপাদানও এটি। এবার জীবনের এই মৌলিক উপাদানটিকে পরীক্ষাগারে তৈরির দাবি করেছেন জার্মানির ইউনিভার্সিটি অব কোলনের বিজ্ঞানীরা।
এ বিষয়ে একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে ‘জার্নাল অব আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে’। নিবন্ধে বলা হয়েছে, কৃত্রিমভাবে নিউক্লিক অ্যাসিড তৈরির পথে এটি যুগান্তকারী পদক্ষেপ। তাঁরা কেবল এই নিউক্লিক অ্যাসিড কৃত্রিমভাবে সৃষ্টিই করেননি, এতে স্বাভাবিক নিউক্লিক অ্যাসিডের চেয়ে বেশ কিছু বেশি বৈশিষ্ট্যও যুক্ত করেছেন।
কৃত্রিম উপায়ে আবিষ্কৃত এই নিউক্লিকটি অ্যাসিড মানুষের দেহের ডিএনএতে স্বাভাবিক প্রক্রিয়ায় তৈরি হওয়া নিউক্লিক অ্যাসিডের চেয়ে বেশি স্থিতিশীল। এই বিষয়টি ভবিষ্যতে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে সুবিধা দেবে বলে জানিয়েছেন প্রকল্পটির অন্যতম গবেষক ড. স্টেফানি ক্যাথ শর।
ক্যাথ শর বলছেন, ‘কৃত্রিম উপায়ে তৈরি এই নিউক্লিওটাইড ব্যবহার করে ডিএনএ ও আরএনএর ছোট ছোট সিকোয়েন্স বা অ্যাপটেমারস সৃষ্টি করা সম্ভব হবে। এসব ছোট ছোট সিকোয়েন্স কোষের কর্মকাণ্ড নিয়ন্ত্রণেও ব্যবহার করা সম্ভব।’ বিশেষ করে, বিভিন্ন জটিল রোগের ক্ষেত্রে একেবারে নির্দিষ্ট কোষ ধরে ধরে প্রয়োজনীয় ওষুধ ব্যবহারের কাজটি সহজ করে দেবে এই কৃত্রিম নিউক্লিওটাইড।
এ ছাড়া মানুষের শরীরে বিভিন্ন রোগবালাই শনাক্ত করার ক্ষেত্রেও এই কৃত্রিম নিউক্লিওটাইড ব্যবহার করা সম্ভব। ড. শরের মতে, মানুষের শরীরের বিভিন্ন ধরনের প্রোটিন ভাইরাস ও অন্যান্য জৈব উপাদান শনাক্ত করার কাজেও ব্যবহার করা সম্ভব এটিকে।
তথ্যসূত্র: সায়েন্স ডেইলি
স্মার্টফোনের সবচেয়ে সংবেদশীল অংশ হলো ডিভাইসের স্ক্রিন। হাত থেকে পড়ে গেলে তা সহজেই ভেঙে যেতে পারে। তাই ফোন কেনার সঙ্গে সঙ্গে স্ক্রিন প্রটেক্টর লাগিয়ে থাকেন অনেকেই। এটি মূল স্ক্রিনকে একটি অতিরিক্ত সুরক্ষা দেয়। টেম্পারড গ্লাস থেকে শুরু করে লিকুইড কোটিং পর্যন্ত, বিভিন্ন ধরনের স্ক্রিন প্রটেক্টর বাজারে...
৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে জনসাধারণকে আরও ব্যক্তিগতকৃত কনটেন্ট সরবরাহের জন্য নতুন একটি বিভাগ তৈরি করবে বিবিসি নিউজ। সংবাদমাধ্যমটির প্রধান ডেবোরা টার্নেস বলেন, এআই ব্যবহার করে তাদের সংস্থা ‘এআই’ এবং ‘উদ্ভাবনের’ এর মাধ্যমে শ্রোতাদের নতুন ও আধুনিক উপায়ে সংবাদ উপস্থাপন করবে। বিশেষত তরুণদের..
৮ ঘণ্টা আগেপ্রতিনিয়ত নানা ধরনের বার্তা আদান-প্রদান করা হয় হোয়াটসঅ্যাপে। এর ফলে প্ল্যাটফর্মটি ব্যবহারের একঘেয়েমি আসতে পারে। তবে হোয়াটসঅ্যাপের চ্যাট থিম পরিবর্তন করে সেটিকে আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করা যায়। থিম পরিবর্তন করে আপনি চ্যাটের ব্যাকগ্রাউন্ড, ফন্টের রং, এবং স্টাইল কাস্টমাইজ করতে পারেন, যা আপনার চ্যাটি
১৩ ঘণ্টা আগেবর্তমানে অনেক গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হয়। তবে ফোন হারিয়ে গেলে বা অন্য কারণে এসব মূল্যবান কথোপকথন বা গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে যেতে পারে। তাই সঠিক সময়ে ব্যাকআপ করে রাখতে হয়। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফিচারের মাধ্যমে সহজেই আপনার সমস্ত চ্যাট, মিডিয়া ফাইল ও ভয়েস...
২ দিন আগে