নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাগরিক সেবাকে সহজ ও জনবান্ধব করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ‘সাথী’ চালু হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও ডাক অধিদপ্তর যৌথভাবে এই অ্যাপ তৈরি করেছে। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) স্মার্ট বাংলাদেশ দিবসে এটি চালুর কথা জানানো হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে বলেছে, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে ‘ডিজিটাল ডিভাইড’ বা প্রযুক্তি ব্যবহারের সুযোগে অসমতা শূন্যের কোঠায় নামিয়ে আনার উদ্দেশ্যে এ অ্যাপ আনা হচ্ছে। ‘সাথীর’ মাধ্যমে মোবাইল এয়ার টাইমভিত্তিক সরকারি সেবার ফি পরিশোধ, স্মার্ট আর্টিকেল কালেকশন (চিঠি, ডকুমেন্ট, পার্সেল), স্মার্ট মোবাইল ডাকঘর এবং স্মার্ট পোস্ট বক্সের মতো স্মার্ট সেবা পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘অ্যাপলের সিরি কিংবা আমাজনের অ্যালেক্সার মতো’ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ হিসেবে চালু হচ্ছে ‘সাথী’। এর কাছ থেকে ব্যবহারকারী সব ধরনের তথ্য পাবেন। এটুআই উদ্ভাবিত এআই প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই অ্যাপ বিনামূল্যে প্রতিটি মোবাইলে ডাউনলোডে বিটিআরসি সর্বাত্মক সহযোগিতা করবে। সরকারের সব ধরনের ডিজিটাল সেবা, পেমেন্ট সেবা ইত্যাদি এতে সংযুক্ত থাকবে। ফলে নাগরিকেরা মোবাইলে আগের চেয়ে সহজে বেশি কাজ করতে পারবেন।
এরই মধ্যে সাথীর একটি প্রাথমিক ইন্টারফেস তৈরি হয়েছে। স্মার্ট ও ফিচার ফোন—দুই ফোনেই সাথী ব্যবহার করা যাবে। এটি অ্যাপ স্টোর বা প্লে–স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। ডাউনলোড করতে যাতে ব্যবহারকারীর কোনো ধরনের ডেটা (ইন্টারনেট) খরচ না হয়, সেই ব্যবস্থাও থাকবে। সাথী যাতে মোবাইলে খুব বেশি জায়গা না নেয় সেটা নিয়েও ভাবা হচ্ছে।
যেসব ব্যবহারকারী ইউএসএসডি বা অন্যান্য ফিচার ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, সাথীকে মুখে বললেই কানেক্ট করিয়ে দেবে সেসব সেবায়। কলসেন্টার প্রতিনিধির সঙ্গে কথা বলতে চাইলেও কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করবে সাথী। এর মাধ্যমে ধীরে ধীরে বেসরকারি অপারেটর ও বিভিন্ন সেবাকেন্দ্রের সঙ্গেও সংযোগ করা যাবে। এতে করে মোবাইলে বিভিন্ন সেবার জন্য বিভিন্ন অ্যাপের ব্যবহার কমে আসবে।
সাথীর বিভিন্ন ফিচার পর্যায়ক্রমে গ্রাহকের কাছে উন্মুক্ত করা হবে। এ ক্ষেত্রে সাথী ইনস্টল করা থাকলে নতুন কোনো ফিচার এলেই প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে স্বয়ংক্রিয়ভাবে তা আপডেট হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর এআই অ্যাসিস্ট্যান্টকে জরুরি হেল্পলাইন ৯৯৯-এর সঙ্গে সংযুক্ত করে একটি কমন এআই অ্যাসিস্ট্যান্ট গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে বিটিআরসি এবং এটুআই একসঙ্গে কাজ করবে। এছাড়া টেলিকম সেবা সংক্রান্ত অভিযোগ প্রতিকার এর জন্য জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর এআই অ্যাসিস্ট্যান্টকে প্রশিক্ষিত করে তোলা হবে।
নাগরিক সেবাকে সহজ ও জনবান্ধব করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ‘সাথী’ চালু হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও ডাক অধিদপ্তর যৌথভাবে এই অ্যাপ তৈরি করেছে। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) স্মার্ট বাংলাদেশ দিবসে এটি চালুর কথা জানানো হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে বলেছে, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে ‘ডিজিটাল ডিভাইড’ বা প্রযুক্তি ব্যবহারের সুযোগে অসমতা শূন্যের কোঠায় নামিয়ে আনার উদ্দেশ্যে এ অ্যাপ আনা হচ্ছে। ‘সাথীর’ মাধ্যমে মোবাইল এয়ার টাইমভিত্তিক সরকারি সেবার ফি পরিশোধ, স্মার্ট আর্টিকেল কালেকশন (চিঠি, ডকুমেন্ট, পার্সেল), স্মার্ট মোবাইল ডাকঘর এবং স্মার্ট পোস্ট বক্সের মতো স্মার্ট সেবা পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘অ্যাপলের সিরি কিংবা আমাজনের অ্যালেক্সার মতো’ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ হিসেবে চালু হচ্ছে ‘সাথী’। এর কাছ থেকে ব্যবহারকারী সব ধরনের তথ্য পাবেন। এটুআই উদ্ভাবিত এআই প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই অ্যাপ বিনামূল্যে প্রতিটি মোবাইলে ডাউনলোডে বিটিআরসি সর্বাত্মক সহযোগিতা করবে। সরকারের সব ধরনের ডিজিটাল সেবা, পেমেন্ট সেবা ইত্যাদি এতে সংযুক্ত থাকবে। ফলে নাগরিকেরা মোবাইলে আগের চেয়ে সহজে বেশি কাজ করতে পারবেন।
এরই মধ্যে সাথীর একটি প্রাথমিক ইন্টারফেস তৈরি হয়েছে। স্মার্ট ও ফিচার ফোন—দুই ফোনেই সাথী ব্যবহার করা যাবে। এটি অ্যাপ স্টোর বা প্লে–স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। ডাউনলোড করতে যাতে ব্যবহারকারীর কোনো ধরনের ডেটা (ইন্টারনেট) খরচ না হয়, সেই ব্যবস্থাও থাকবে। সাথী যাতে মোবাইলে খুব বেশি জায়গা না নেয় সেটা নিয়েও ভাবা হচ্ছে।
যেসব ব্যবহারকারী ইউএসএসডি বা অন্যান্য ফিচার ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, সাথীকে মুখে বললেই কানেক্ট করিয়ে দেবে সেসব সেবায়। কলসেন্টার প্রতিনিধির সঙ্গে কথা বলতে চাইলেও কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করবে সাথী। এর মাধ্যমে ধীরে ধীরে বেসরকারি অপারেটর ও বিভিন্ন সেবাকেন্দ্রের সঙ্গেও সংযোগ করা যাবে। এতে করে মোবাইলে বিভিন্ন সেবার জন্য বিভিন্ন অ্যাপের ব্যবহার কমে আসবে।
সাথীর বিভিন্ন ফিচার পর্যায়ক্রমে গ্রাহকের কাছে উন্মুক্ত করা হবে। এ ক্ষেত্রে সাথী ইনস্টল করা থাকলে নতুন কোনো ফিচার এলেই প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে স্বয়ংক্রিয়ভাবে তা আপডেট হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর এআই অ্যাসিস্ট্যান্টকে জরুরি হেল্পলাইন ৯৯৯-এর সঙ্গে সংযুক্ত করে একটি কমন এআই অ্যাসিস্ট্যান্ট গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে বিটিআরসি এবং এটুআই একসঙ্গে কাজ করবে। এছাড়া টেলিকম সেবা সংক্রান্ত অভিযোগ প্রতিকার এর জন্য জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর এআই অ্যাসিস্ট্যান্টকে প্রশিক্ষিত করে তোলা হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১৫ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১৭ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১৮ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
২১ ঘণ্টা আগে