শত বাধা পেরিয়ে
ইচ্ছা ছিল কোনো একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়বেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে। সুযোগ হয়নি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করানোর মতো অর্থনৈতিক সামর্থ্য ছিল না পরিবারের। কলেজে স্নাতক ভর্তি হওয়ার পর কাছের মানুষের উপহাস মুখ বুজে সহ্য করতে হয়েছে তাঁকে। সেই সঙ্গে ছিল সংসারের বড় ছেলে হওয়ার মানসিক চাপ।
সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং কোর্স করেন শুভ। কিন্তু বিধি বাম। আয়ের মুখ দেখতে পারেননি। এর মধ্যে হ্যাকিংয়ের কিছু কোর্স করলে সেখানেও প্রতারিত হন। ব্যর্থ হলেও হ্যাকিং বিষয়ে গুগল, ইউটিউব এবং বিভিন্ন হ্যাকিং ব্লগ পড়ে ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং, সিস্টেম হ্যাকিং, রেড টিম সম্পর্কে জানতে পারেন। একপর্যায়ে কোডম্যান বিডিতে ভর্তি হন। দিনবদলের গল্পের শুরুটা এখান থেকেই। ভবিষ্যতে বাংলাদেশের সাইবার নিরাপত্তায় কাজ করতে চান শুভ।
প্রথম আয়
কাজ শুরুর প্রায় এক বছর পর প্রথম আয়ের দেখা পান শুভ। ফাইবারে সে কাজ ছিল ৫০ ডলারের। সেটা ২০২১ সালের জুন মাস। আপওয়ার্কে এক ঘণ্টার কাজ করে প্রথম আয় করেন ১৫ ডলার। এখন ফাইবারে লেবেল ওয়ান এবং আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার শুভ।
নিজেকে গড়ে তুললে আয় হবেই
শুভ মনে করেন, দক্ষতা অর্জন এবং তা বিক্রির দক্ষতা থাকলে আয় হবেই। সে কারণে আয়ের চেয়ে নিজেকে দক্ষ করতে শুভ চেষ্টার কমতি রাখেননি। আয়ের অধিকাংশ টাকা তিনি শেখার জন্য ব্যয় করেন। সব খরচ বাদে মাসে তাঁর গড়ে আয় প্রায় দেড় লাখ টাকা।
কাজের ফিরিস্তি
শুভ ফ্রিল্যান্সিং সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ। তিনি বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে অফেনসিভ সিকিউরিটি কনসালট্যান্ট হিসেবে কন্ট্রাক্টে কাজ করেন। কোডম্যান বিডিতে তিনি এখন সিনিয়র সিকিউরিটি এক্সিকিউটিভ। ফাইবার ও আপওয়ার্ক মিলিয়ে এখন পর্যন্ত তিনি এক শর বেশি প্রকল্প শেষ করেছেন। আর মার্কেটপ্লেসের বাইরে করা প্রকল্পের সংখ্যা প্রায় চার শ। শুভর অধিকাংশ প্রকল্প সিস্টেম ও নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করা, নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা করা, ওয়েবসাইটের ম্যালওয়্যার দূর করা, নিরাপত্তাজনিত বিভিন্ন সমস্যার সমাধান করা ইত্যাদি। তাঁর ক্লায়েন্টদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ডস, ভারত ও পাকিস্তানের বিভিন্ন প্রতিষ্ঠান ও নাগরিক।
শুভর পরামর্শ
অনলাইনে বিভিন্ন ধরনের ঝুঁকি ও নিরাপত্তাহীনতার মুখোমুখি কমবেশি সবাইকে হতে হয়। এই ঝুঁকি থেকে মুক্ত থাকতে কিছু পরামর্শ দিয়েছেন শুভ।
শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার
প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। কমপক্ষে ১২ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করুন, যাতে ছোট ও বড় হাতের অক্ষর, সংখ্যা এবং প্রতীক থাকে। পাসওয়ার্ড কখনোই কারও সঙ্গে শেয়ার করবেন না এবং তা নিয়মিত পরিবর্তন করুন।
সতর্ক থাকুন
সফটওয়্যার আপডেট করুন
অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন এবং অ্যান্টি ভাইরাস সফটওয়্যার নিয়মিত আপডেট করুন। স্বয়ংক্রিয় আপডেট চালু করুন, যাতে সিস্টেম সব সময় সুরক্ষিত থাকে।
ডিভাইস সুরক্ষিত রাখুন
একটি শক্তিশালী পাসওয়ার্ড বা পিন দিয়ে মোবাইল ফোন এবং কম্পিউটার লক করুন। এগুলো যখন ব্যবহার করবেন না, তখন ডিভাইসের ওয়াই-ফাই ও ব্লটুথ বন্ধ রাখুন। একটি বিশ্বস্ত অ্যান্টি ভাইরাস এবং অ্যান্টি ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন ব্যবহার করুন।
ব্যক্তিগত তথ্য রক্ষা করুন
সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার
সাইবার সিকিউরিটি একটি চাহিদাসম্পন্ন, ঝুঁকিহীন এবং অর্থকরী ক্যারিয়ার। এই কাজ জানা মানুষের চাকরি বা কাজের অভাব নেই। একজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ সরকার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।
নতুনদের জন্য
শুভ জানিয়েছেন, সাফল্যের জন্য তিনটি বিষয় মনে রাখতে হবে—পরিশ্রম, হার না মানা মনোভাব এবং দক্ষতা অর্জন।
স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রম
ফ্রিল্যান্সিংয়ে দক্ষতাই মুখ্য। সে ক্ষেত্রে শুভ পিছিয়ে নেই। তিনি সার্টিফায়েড রেড টিম অপারেটর (সিআরটিও), সার্টিফায়েড রেড টিম প্রফেশনাল (সিআরটিপি), সার্টিফায়েড এথিক্যাল হ্যাকার (সিইএইচ), ই লার্ন সিকিউরিটি জুনিয়র পেনিট্রেশন টেস্টারসহ (ইজেপিটি) অনেক আন্তর্জাতিক হ্যাকিং কোর্স করে সনদ অর্জন করেছেন, সার্টিফিকেশন করেছেন শুভ আহমেদ সানিন।
শত বাধা পেরিয়ে
ইচ্ছা ছিল কোনো একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়বেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে। সুযোগ হয়নি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করানোর মতো অর্থনৈতিক সামর্থ্য ছিল না পরিবারের। কলেজে স্নাতক ভর্তি হওয়ার পর কাছের মানুষের উপহাস মুখ বুজে সহ্য করতে হয়েছে তাঁকে। সেই সঙ্গে ছিল সংসারের বড় ছেলে হওয়ার মানসিক চাপ।
সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং কোর্স করেন শুভ। কিন্তু বিধি বাম। আয়ের মুখ দেখতে পারেননি। এর মধ্যে হ্যাকিংয়ের কিছু কোর্স করলে সেখানেও প্রতারিত হন। ব্যর্থ হলেও হ্যাকিং বিষয়ে গুগল, ইউটিউব এবং বিভিন্ন হ্যাকিং ব্লগ পড়ে ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং, সিস্টেম হ্যাকিং, রেড টিম সম্পর্কে জানতে পারেন। একপর্যায়ে কোডম্যান বিডিতে ভর্তি হন। দিনবদলের গল্পের শুরুটা এখান থেকেই। ভবিষ্যতে বাংলাদেশের সাইবার নিরাপত্তায় কাজ করতে চান শুভ।
প্রথম আয়
কাজ শুরুর প্রায় এক বছর পর প্রথম আয়ের দেখা পান শুভ। ফাইবারে সে কাজ ছিল ৫০ ডলারের। সেটা ২০২১ সালের জুন মাস। আপওয়ার্কে এক ঘণ্টার কাজ করে প্রথম আয় করেন ১৫ ডলার। এখন ফাইবারে লেবেল ওয়ান এবং আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার শুভ।
নিজেকে গড়ে তুললে আয় হবেই
শুভ মনে করেন, দক্ষতা অর্জন এবং তা বিক্রির দক্ষতা থাকলে আয় হবেই। সে কারণে আয়ের চেয়ে নিজেকে দক্ষ করতে শুভ চেষ্টার কমতি রাখেননি। আয়ের অধিকাংশ টাকা তিনি শেখার জন্য ব্যয় করেন। সব খরচ বাদে মাসে তাঁর গড়ে আয় প্রায় দেড় লাখ টাকা।
কাজের ফিরিস্তি
শুভ ফ্রিল্যান্সিং সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ। তিনি বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে অফেনসিভ সিকিউরিটি কনসালট্যান্ট হিসেবে কন্ট্রাক্টে কাজ করেন। কোডম্যান বিডিতে তিনি এখন সিনিয়র সিকিউরিটি এক্সিকিউটিভ। ফাইবার ও আপওয়ার্ক মিলিয়ে এখন পর্যন্ত তিনি এক শর বেশি প্রকল্প শেষ করেছেন। আর মার্কেটপ্লেসের বাইরে করা প্রকল্পের সংখ্যা প্রায় চার শ। শুভর অধিকাংশ প্রকল্প সিস্টেম ও নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করা, নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা করা, ওয়েবসাইটের ম্যালওয়্যার দূর করা, নিরাপত্তাজনিত বিভিন্ন সমস্যার সমাধান করা ইত্যাদি। তাঁর ক্লায়েন্টদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ডস, ভারত ও পাকিস্তানের বিভিন্ন প্রতিষ্ঠান ও নাগরিক।
শুভর পরামর্শ
অনলাইনে বিভিন্ন ধরনের ঝুঁকি ও নিরাপত্তাহীনতার মুখোমুখি কমবেশি সবাইকে হতে হয়। এই ঝুঁকি থেকে মুক্ত থাকতে কিছু পরামর্শ দিয়েছেন শুভ।
শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার
প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। কমপক্ষে ১২ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করুন, যাতে ছোট ও বড় হাতের অক্ষর, সংখ্যা এবং প্রতীক থাকে। পাসওয়ার্ড কখনোই কারও সঙ্গে শেয়ার করবেন না এবং তা নিয়মিত পরিবর্তন করুন।
সতর্ক থাকুন
সফটওয়্যার আপডেট করুন
অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন এবং অ্যান্টি ভাইরাস সফটওয়্যার নিয়মিত আপডেট করুন। স্বয়ংক্রিয় আপডেট চালু করুন, যাতে সিস্টেম সব সময় সুরক্ষিত থাকে।
ডিভাইস সুরক্ষিত রাখুন
একটি শক্তিশালী পাসওয়ার্ড বা পিন দিয়ে মোবাইল ফোন এবং কম্পিউটার লক করুন। এগুলো যখন ব্যবহার করবেন না, তখন ডিভাইসের ওয়াই-ফাই ও ব্লটুথ বন্ধ রাখুন। একটি বিশ্বস্ত অ্যান্টি ভাইরাস এবং অ্যান্টি ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন ব্যবহার করুন।
ব্যক্তিগত তথ্য রক্ষা করুন
সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার
সাইবার সিকিউরিটি একটি চাহিদাসম্পন্ন, ঝুঁকিহীন এবং অর্থকরী ক্যারিয়ার। এই কাজ জানা মানুষের চাকরি বা কাজের অভাব নেই। একজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ সরকার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।
নতুনদের জন্য
শুভ জানিয়েছেন, সাফল্যের জন্য তিনটি বিষয় মনে রাখতে হবে—পরিশ্রম, হার না মানা মনোভাব এবং দক্ষতা অর্জন।
স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রম
ফ্রিল্যান্সিংয়ে দক্ষতাই মুখ্য। সে ক্ষেত্রে শুভ পিছিয়ে নেই। তিনি সার্টিফায়েড রেড টিম অপারেটর (সিআরটিও), সার্টিফায়েড রেড টিম প্রফেশনাল (সিআরটিপি), সার্টিফায়েড এথিক্যাল হ্যাকার (সিইএইচ), ই লার্ন সিকিউরিটি জুনিয়র পেনিট্রেশন টেস্টারসহ (ইজেপিটি) অনেক আন্তর্জাতিক হ্যাকিং কোর্স করে সনদ অর্জন করেছেন, সার্টিফিকেশন করেছেন শুভ আহমেদ সানিন।
এনভিডিয়ার নতুন ব্ল্যাকওয়েল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ যুক্ত সার্ভারগুলোতে অতিরিক্ত তাপ উৎপন্ন করেছে। এর ফলে নতুন ডেটা সেন্টার চালু করার জন্য যথেষ্ট সময় পাবে না বলে কিছু গ্রাহক উদ্বেগ প্রকাশ করেছে। গত রোববার দ্য ইনফরমেশনের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১৬ মিনিট আগেপ্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স ‘হট ৫০ প্রো প্লাস’ স্মার্টফোন উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে স্লিম স্মার্টফোন এটি। তরুণদের আধুনিক চাহিদা মেটাতে ডিভাইসে টাইটানউইং আর্কিটেকচার ডিজাইন যুক্ত করা হয়েছে।
১১ ঘণ্টা আগেস্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট নীতিমালা সম্পর্কে গণশুনানির আহ্বান জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদের স্বাক্ষর করা এই চিঠিটি বিটিআরসিতে পাঠানো হয়।
১৫ ঘণ্টা আগেপড়ালেখায় শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের ব্যবহার এখন সাধারণ বিষয়। গুগলের এআই চ্যাটবট জেমিনি এ ক্ষেত্রে বেশ জনপ্রিয়। তবে এক শিক্ষার্থীর সঙ্গে জেমিনি যা করল, তা রীতিমতো শঙ্কার বিষয়!
১ দিন আগে