দেশের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করতে চান শুভ

Thumbnail image

জাতীয় বিশ্ববিদ্যালয়ে গণিত বিষয়ে পড়ছেন গাজীপুরের শুভ আহমেদ সানিন। পাশাপাশি করছেন ফ্রিল্যান্সিং। তাতে পেয়েছেন সাফল্য। বাংলাদেশি ফ্রিল্যান্সার হিসেবে ফাইবার ও আপওয়ার্কে হ্যাকিংয়ের আন্তর্জাতিক সার্টিফিকেট অফেনসিভ সিকিউরিটি সার্টিফায়েড প্রফেশনাল বা ওএসসিপি পেয়েছেন তিনি। শুভর ফ্রিল্যান্সার হয়ে ওঠার গল্প লিখেছেন মুহাম্মদ শফিকুর রহমান

শত বাধা পেরিয়ে
ইচ্ছা ছিল কোনো একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়বেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে। সুযোগ হয়নি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করানোর মতো অর্থনৈতিক সামর্থ্য ছিল না পরিবারের। কলেজে স্নাতক ভর্তি হওয়ার পর কাছের মানুষের উপহাস মুখ বুজে সহ্য করতে হয়েছে তাঁকে। সেই সঙ্গে ছিল সংসারের বড় ছেলে হওয়ার মানসিক চাপ।

সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং কোর্স করেন শুভ। কিন্তু বিধি বাম। আয়ের মুখ দেখতে পারেননি। এর মধ্যে হ্যাকিংয়ের কিছু কোর্স করলে সেখানেও প্রতারিত হন। ব্যর্থ হলেও হ্যাকিং বিষয়ে গুগল, ইউটিউব এবং বিভিন্ন হ্যাকিং ব্লগ পড়ে ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং, সিস্টেম হ্যাকিং, রেড টিম সম্পর্কে জানতে পারেন। একপর্যায়ে কোডম্যান বিডিতে ভর্তি হন। দিনবদলের গল্পের শুরুটা এখান থেকেই। ভবিষ্যতে বাংলাদেশের সাইবার নিরাপত্তায় কাজ করতে চান শুভ।

প্রথম আয়
কাজ শুরুর প্রায় এক বছর পর প্রথম আয়ের দেখা পান শুভ। ফাইবারে সে কাজ ছিল ৫০ ডলারের। সেটা ২০২১ সালের জুন মাস। আপওয়ার্কে এক ঘণ্টার কাজ করে প্রথম আয় করেন ১৫ ডলার। এখন ফাইবারে লেবেল ওয়ান এবং আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার শুভ।

নিজেকে গড়ে তুললে আয় হবেই
শুভ মনে করেন, দক্ষতা অর্জন এবং তা বিক্রির দক্ষতা থাকলে আয় হবেই। সে কারণে আয়ের চেয়ে নিজেকে দক্ষ করতে শুভ চেষ্টার কমতি রাখেননি। আয়ের অধিকাংশ টাকা তিনি শেখার জন্য ব্যয় করেন। সব খরচ বাদে মাসে তাঁর গড়ে আয় প্রায় দেড় লাখ টাকা।

কাজের ফিরিস্তি
শুভ ফ্রিল্যান্সিং সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ। তিনি বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে অফেনসিভ সিকিউরিটি কনসালট্যান্ট হিসেবে কন্ট্রাক্টে কাজ করেন। কোডম্যান বিডিতে তিনি এখন সিনিয়র সিকিউরিটি এক্সিকিউটিভ। ফাইবার ও আপওয়ার্ক মিলিয়ে এখন পর্যন্ত তিনি এক শর বেশি প্রকল্প শেষ করেছেন। আর মার্কেটপ্লেসের বাইরে করা প্রকল্পের সংখ্যা প্রায় চার শ। শুভর অধিকাংশ প্রকল্প সিস্টেম ও নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করা, নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা করা, ওয়েবসাইটের ম্যালওয়্যার দূর করা, নিরাপত্তাজনিত বিভিন্ন সমস্যার সমাধান করা ইত্যাদি। তাঁর ক্লায়েন্টদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ডস, ভারত ও পাকিস্তানের বিভিন্ন প্রতিষ্ঠান ও নাগরিক।

শুভর পরামর্শ
অনলাইনে বিভিন্ন ধরনের ঝুঁকি ও নিরাপত্তাহীনতার মুখোমুখি কমবেশি সবাইকে হতে হয়। এই ঝুঁকি থেকে মুক্ত থাকতে কিছু পরামর্শ দিয়েছেন শুভ।

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার
প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। কমপক্ষে ১২ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করুন, যাতে ছোট ও বড় হাতের অক্ষর, সংখ্যা এবং প্রতীক থাকে। পাসওয়ার্ড কখনোই কারও সঙ্গে শেয়ার করবেন না এবং তা নিয়মিত পরিবর্তন করুন।
সতর্ক থাকুন

  • অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে আসা ই-মেইল, লিংক বা অ্যাটাচমেন্ট খুলবেন না।
  • সন্দেহজনক ওয়েবসাইট এড়িয়ে চলুন। 
  • পাবলিক ওয়াই-ফাই ব্যবহার না করাই ভালো।
  • সংবেদনশীল তথ্য প্রদান এড়িয়ে চলুন।

সফটওয়্যার আপডেট করুন
অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন এবং অ্যান্টি  ভাইরাস সফটওয়্যার নিয়মিত আপডেট করুন। স্বয়ংক্রিয় আপডেট চালু করুন, যাতে সিস্টেম সব সময় সুরক্ষিত থাকে।

ডিভাইস সুরক্ষিত রাখুন
একটি শক্তিশালী পাসওয়ার্ড বা পিন দিয়ে মোবাইল ফোন এবং কম্পিউটার লক করুন। এগুলো যখন ব্যবহার করবেন না, তখন ডিভাইসের ওয়াই-ফাই ও ব্লটুথ বন্ধ রাখুন। একটি বিশ্বস্ত অ্যান্টি ভাইরাস এবং অ্যান্টি ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন ব্যবহার করুন।

ব্যক্তিগত তথ্য রক্ষা করুন

  • সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার করার সময় সতর্ক থাকুন। 
  • সন্দেহজনক ফোন কল বা ই-মেইলের মাধ্যমে আপনার আর্থিক ও ব্যক্তিগত তথ্য কাউকে দেবেন না। 
  • যদি মনে করেন, আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তাহলে তাৎক্ষণিক পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার 
সাইবার সিকিউরিটি একটি চাহিদাসম্পন্ন, ঝুঁকিহীন এবং অর্থকরী ক্যারিয়ার। এই কাজ জানা মানুষের চাকরি বা কাজের অভাব নেই। একজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ সরকার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। 

নতুনদের জন্য
শুভ জানিয়েছেন, সাফল্যের জন্য তিনটি বিষয় মনে রাখতে হবে—পরিশ্রম, হার না মানা মনোভাব এবং দক্ষতা অর্জন।

  • প্রথমে পছন্দের বিষয় বেছে নিন। সাইবার সিকিউরিটি ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং—এগুলোর যেকোনো একটি বেছে নিতে পারেন।
  • পছন্দের ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম বেছে নিন। আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার ডট কম, লিংকডইন, টপটাল, হ্যাকারওয়ান, বাগক্রাউড জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। 
  • একটি আকর্ষণীয় প্রোফাইল তৈরি করে কাজের প্রস্তাব পাঠান এবং বিড করুন।
  • যোগাযোগের দক্ষতা অর্জনে ইংরেজিতে ভালো জ্ঞান থাকতে হবে।
  • ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করুন।
  • খুব গুরুত্বসহকারে, ইতিবাচক রিভিউসহ কাজ সম্পন্ন করুন। 
  • কাজ না পেলে সেই সময়টুকু নিজের দক্ষতা বৃদ্ধিতে ব্যয় করুন।
  • সবক্ষেত্রে কঠোর পরিশ্রম করুন ওবং ধৈর্য ধরুন।

স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রম
ফ্রিল্যান্সিংয়ে দক্ষতাই মুখ্য। সে ক্ষেত্রে শুভ পিছিয়ে নেই। তিনি সার্টিফায়েড রেড টিম অপারেটর (সিআরটিও), সার্টিফায়েড রেড টিম প্রফেশনাল (সিআরটিপি), সার্টিফায়েড এথিক্যাল হ্যাকার (সিইএইচ), ই লার্ন সিকিউরিটি জুনিয়র পেনিট্রেশন টেস্টারসহ (ইজেপিটি) অনেক আন্তর্জাতিক হ্যাকিং কোর্স করে সনদ অর্জন করেছেন, সার্টিফিকেশন করেছেন শুভ আহমেদ সানিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত