অনলাইন ডেস্ক
আইওএস ও অ্যান্ড্রয়েডের গ্রাহকদের জন্য বিনা মূল্যে চ্যাটজিপিটির ভয়েস ফিচার চালু করেছে ওপেনএআই। এর মাধ্যমে টাইপ না করেই ভয়েসের সাহায্যে চ্যাটবটের সঙ্গে চ্যাট করা যাবে। চ্যাটবটও নিজস্ব ভয়েসের মাধ্যমে উত্তর দেবে। অ্যাপলের সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্টের মতো এটি কাজ করে।
স্যাম অল্টম্যানের সিইও পদ নিয়ে অনেক নাটকীয়তার মধ্যেই গত বুধবার এই ফিচারের ঘোষণা দেয় ওপেনএআই। চ্যাটজিপিটির ভয়েস ফিচারটি এর আগে শুধু চ্যাটজিপিটি প্লাস ও এন্টারপ্রাইজ সাবস্ক্রাইবাররা ব্যবহার করতে পারত।
এই ফিচার বিনা মূল্যে ব্যবহারের জন্য উন্মোচন করা হয়েছে বলে এক্স (টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে ঘোষণা দেয় ওপেনএআই। এক পোস্টে বলা হয়েছে, ‘ফিচারটি ব্যবহারের জন্য অ্যাপটি ডাউনলোড করুন এবং হেডফোনের আইকনটি চেপে চ্যাটবটের সঙ্গে আলাপ শুরু করুন।’ ফিচারটি নিয়ে এক্স প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য এই ফিচার নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস ৩৬০। চ্যাট উইন্ডোর ড নিচের দিকে ডান পাশের হেডফোন আইকোনের মাধ্যমে ফিচারটি ব্যবহার করা যাবে। আইকোনে ট্যাপ করলে গ্রাহককে ‘চ্যাট উইথ ভয়েস’ নামে ফিচারটির পরিচিতি পর্ব স্ক্রিনে দেখাবে। প্রতিটি ভয়েস চ্যাট ট্র্যান্সক্রিপশন হিসেবে চ্যাট হিস্টোরিতে সেভ থাকবে। তবে চ্যাটের অডিও ক্লিপ প্ল্যাটফর্মটিতে জমা থাকবে না। অ্যাপটি ব্যবহারকারীর ভাষাও চিহ্নিত করতে পারবে। নির্ভুলভাবে ভয়েস চিহ্নিত করার জন্য সেটিংসে গিয়ে গ্রাহকেরা পছন্দের ভাষাটি নির্বাচন করতে পারবে।
আলাপের জন্য প্ল্যাটফর্মটিতে পাঁচ ধরনের ভয়েস যুক্ত করা হয়েছে। গ্রাহকেরা এসব ভয়েস থেকে পছন্দমতো একটি ভয়েস বাছাই করতে পারবে। চ্যাটজিপিটিকে ডিভাইসের মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দেওয়া পর এই ভয়েস ফিচার ব্যবহার করা যাবে।
বিনা মূল্যের এই ফিচারে বর্তমান সময়ের বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। কারণ বিনা মূল্যের চ্যাটজিপিটিতে জানুয়ারি ২০২২ পর্যন্ত তথ্য পাওয়া যায়। ২০২৩ সালের তথ্য পেতে চ্যাটজিপিটি প্ল্যাসের সাবস্ক্রাইবার হতে হবে।
চ্যাটজিপিটি প্লাস ও এন্টারপ্রাইজ সাবস্ক্রাইবারদের জন্য গত সেপ্টেম্বরে ভয়েস কনভারসেশন ফিচারটি উন্মুক্ত করা হয়। নতুন ফিচারটি তৈরির জন্য পেশাদের ডাবিং শিল্পীদের সঙ্গে কাজ করে কোম্পানিটি। চ্যাটবট বুঝতে পারে এমন প্রশ্ন ভয়েসের মাধ্যমে জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে তার জবাব দেবে চ্যাটজিপিটি। এই ফিচারে কোম্পানির নতুন টেক্সট টু স্পিচ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
আইওএস ও অ্যান্ড্রয়েডের গ্রাহকদের জন্য বিনা মূল্যে চ্যাটজিপিটির ভয়েস ফিচার চালু করেছে ওপেনএআই। এর মাধ্যমে টাইপ না করেই ভয়েসের সাহায্যে চ্যাটবটের সঙ্গে চ্যাট করা যাবে। চ্যাটবটও নিজস্ব ভয়েসের মাধ্যমে উত্তর দেবে। অ্যাপলের সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্টের মতো এটি কাজ করে।
স্যাম অল্টম্যানের সিইও পদ নিয়ে অনেক নাটকীয়তার মধ্যেই গত বুধবার এই ফিচারের ঘোষণা দেয় ওপেনএআই। চ্যাটজিপিটির ভয়েস ফিচারটি এর আগে শুধু চ্যাটজিপিটি প্লাস ও এন্টারপ্রাইজ সাবস্ক্রাইবাররা ব্যবহার করতে পারত।
এই ফিচার বিনা মূল্যে ব্যবহারের জন্য উন্মোচন করা হয়েছে বলে এক্স (টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে ঘোষণা দেয় ওপেনএআই। এক পোস্টে বলা হয়েছে, ‘ফিচারটি ব্যবহারের জন্য অ্যাপটি ডাউনলোড করুন এবং হেডফোনের আইকনটি চেপে চ্যাটবটের সঙ্গে আলাপ শুরু করুন।’ ফিচারটি নিয়ে এক্স প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য এই ফিচার নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস ৩৬০। চ্যাট উইন্ডোর ড নিচের দিকে ডান পাশের হেডফোন আইকোনের মাধ্যমে ফিচারটি ব্যবহার করা যাবে। আইকোনে ট্যাপ করলে গ্রাহককে ‘চ্যাট উইথ ভয়েস’ নামে ফিচারটির পরিচিতি পর্ব স্ক্রিনে দেখাবে। প্রতিটি ভয়েস চ্যাট ট্র্যান্সক্রিপশন হিসেবে চ্যাট হিস্টোরিতে সেভ থাকবে। তবে চ্যাটের অডিও ক্লিপ প্ল্যাটফর্মটিতে জমা থাকবে না। অ্যাপটি ব্যবহারকারীর ভাষাও চিহ্নিত করতে পারবে। নির্ভুলভাবে ভয়েস চিহ্নিত করার জন্য সেটিংসে গিয়ে গ্রাহকেরা পছন্দের ভাষাটি নির্বাচন করতে পারবে।
আলাপের জন্য প্ল্যাটফর্মটিতে পাঁচ ধরনের ভয়েস যুক্ত করা হয়েছে। গ্রাহকেরা এসব ভয়েস থেকে পছন্দমতো একটি ভয়েস বাছাই করতে পারবে। চ্যাটজিপিটিকে ডিভাইসের মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দেওয়া পর এই ভয়েস ফিচার ব্যবহার করা যাবে।
বিনা মূল্যের এই ফিচারে বর্তমান সময়ের বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। কারণ বিনা মূল্যের চ্যাটজিপিটিতে জানুয়ারি ২০২২ পর্যন্ত তথ্য পাওয়া যায়। ২০২৩ সালের তথ্য পেতে চ্যাটজিপিটি প্ল্যাসের সাবস্ক্রাইবার হতে হবে।
চ্যাটজিপিটি প্লাস ও এন্টারপ্রাইজ সাবস্ক্রাইবারদের জন্য গত সেপ্টেম্বরে ভয়েস কনভারসেশন ফিচারটি উন্মুক্ত করা হয়। নতুন ফিচারটি তৈরির জন্য পেশাদের ডাবিং শিল্পীদের সঙ্গে কাজ করে কোম্পানিটি। চ্যাটবট বুঝতে পারে এমন প্রশ্ন ভয়েসের মাধ্যমে জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে তার জবাব দেবে চ্যাটজিপিটি। এই ফিচারে কোম্পানির নতুন টেক্সট টু স্পিচ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ নতুন চারটি ফিচার চালু করল গুগল। প্রতারণামূলক বা স্ক্যাম বার্তা থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি ফিচারগুলো নিরাপদে লোকেশন শেয়ারের সুবিধা, ওয়েব ব্রাউজিংয়ের সময় দাম দেখা ও গাড়ি পার্ক করা অবস্থায় বিনোদন পাওয়ার সুযোগ দেবে।
২ ঘণ্টা আগেসেমিকন্ডাক্টর শিল্পের ভর্তুকি আইন বাতিল করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য গত মঙ্গলবার মার্কিন আইনপ্রণেতাদের উদ্দ্যেশ্য তিনি বলেন, তাঁদের উচিত ২০২২ সালের ঐতিহাসিক দ্বিদলীয় আইনটি বাতিল করা। সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন ও তৈরির জন্য ৫২ দশমিক ৭ বিলিয়ন বা ৫ হাজার ২৭০ কোটি ডলার...
৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারসহ নতুন আইপ্যাড এয়ার উন্মোচন করেছে অ্যাপল। এই ডিভাইসে এম ৩ চিপ ব্যবহার করা হয়েছে। আইপ্যাড এয়ার এর এই নতুন সংস্করণটি ২০২২ সালের এম ১ আইপ্যাড এয়ার–এর চেয়েও দ্বিগুণ গতিতে কাজ করবে।
৪ ঘণ্টা আগেআমরা প্রায়ই হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠাই। তবে অনেক সময় পাঠানো ফাইলের গুণমান বা রেজল্যুশন কমে যায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও শেয়ার করার সময় এটি সমস্যার কারণ হতে পারে। তবে হোয়াটসঅ্যাপে একটি সহজ সেটিং পরিবর্তন করলেই এই সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব।
৯ ঘণ্টা আগে