প্রযুক্তি ডেস্ক
বিগত বছর সবচেয়ে বেশি ব্যবহৃত ইন্টারনেট ব্রাউজারের খেতাব পায় গুগল ক্রোম। ব্যবহারকারীর সংখ্যায় সাফারি ও মজিলা ফায়ারফক্সকেও ছাড়িয়ে গেছে এটি। ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে নিয়মিতই বিভিন্ন ফিচার আনছে ক্রোম। এরই ধারাবাহিকতায়, দ্রুত সময়ের মধ্যে ক্রোম ব্রাউজারের একাধিক ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনছে গুগল। এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে ফিচারটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, গুগল ক্রোমে বিভিন্ন এক্সটেনশন ব্যবহারের সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবে একাধিক ট্যাব ব্যবহারের সময় গুগল ক্রোম অতিরিক্ত র্যাম ও প্রসেসরের ক্ষমতা ব্যবহার করে থাকে, যা ব্যবহারকারীর অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। একাধিক ট্যাব ব্যবহারে ডিভাইসের গতিও কমে আসে। এসকল অভিযোগ আমলে নিয়ে ক্রোম ব্রাউজারে নতুন শর্টকাট ফিচার যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে গুগল।
সম্প্রতি, উইন্ডোজ, ম্যাক ও ক্রোমবুকের ডেস্কটপ সংস্করণে গুগল ক্রোম ব্রাউজারের ‘ক্রোম ১১০’ নামের হালনাগাদের অংশ হিসেবে এতে মেমোরি ও এনার্জি সেভার মোড চালু করার সিদ্ধান্ত নেয় গুগল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন দুটো ফিচারই থাকবে ডিফল্ট হিসেবে। তবে ক্রোমের সেটিংস অপশনের ‘পারফরম্যান্স’ সেকশন থেকে এগুলো বন্ধ করার সুযোগ থাকবে।
‘মেমোরি সেভার’ ব্রাউজারের অন্যান্য পেজ ও বিভিন্ন অ্যাপ চালানোর সময় আগের ট্যাবগুলোকে নিষ্ক্রিয় করে রাখবে। নিষ্ক্রিয় ট্যাবগুলোতে ক্লিক করলে সর্বশেষ যে অবস্থায় ট্যাবগুলো থেকে বেরিয়েছেন, তা আগের অবস্থা থেকেই পুনরায় ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারী।
গুগলের জানায়, ফিচারটি ক্রোম ব্রাউজারের মেমোরি খরচ ৩০ শতাংশ পর্যন্ত কমাবে। এদিকে, ল্যাপটপে ব্রাউজারটি ব্যবহারের সময় ব্যাটারির চার্জ ২০ শতাংশের নিচে নেমে এলে ‘এনার্জি সেভার’ মোড ব্রাউজারের ব্যাকগ্রাউন্ড কার্যক্রম, ভিডিও ফ্রেম রেট ও এর বিভিন্ন ‘অ্যানিমেটেড ইফেক্ট’ সীমিত করা শুরু করবে। এনার্জি সেভার মোড সক্রিয় থাকাকালীন অ্যাড্রেস বারের পাশে ‘পাতার মতো’ একটি আইকন দেখতে পাবেন ব্যবহারকারীরা।
বিগত বছর সবচেয়ে বেশি ব্যবহৃত ইন্টারনেট ব্রাউজারের খেতাব পায় গুগল ক্রোম। ব্যবহারকারীর সংখ্যায় সাফারি ও মজিলা ফায়ারফক্সকেও ছাড়িয়ে গেছে এটি। ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে নিয়মিতই বিভিন্ন ফিচার আনছে ক্রোম। এরই ধারাবাহিকতায়, দ্রুত সময়ের মধ্যে ক্রোম ব্রাউজারের একাধিক ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনছে গুগল। এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে ফিচারটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, গুগল ক্রোমে বিভিন্ন এক্সটেনশন ব্যবহারের সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবে একাধিক ট্যাব ব্যবহারের সময় গুগল ক্রোম অতিরিক্ত র্যাম ও প্রসেসরের ক্ষমতা ব্যবহার করে থাকে, যা ব্যবহারকারীর অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। একাধিক ট্যাব ব্যবহারে ডিভাইসের গতিও কমে আসে। এসকল অভিযোগ আমলে নিয়ে ক্রোম ব্রাউজারে নতুন শর্টকাট ফিচার যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে গুগল।
সম্প্রতি, উইন্ডোজ, ম্যাক ও ক্রোমবুকের ডেস্কটপ সংস্করণে গুগল ক্রোম ব্রাউজারের ‘ক্রোম ১১০’ নামের হালনাগাদের অংশ হিসেবে এতে মেমোরি ও এনার্জি সেভার মোড চালু করার সিদ্ধান্ত নেয় গুগল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন দুটো ফিচারই থাকবে ডিফল্ট হিসেবে। তবে ক্রোমের সেটিংস অপশনের ‘পারফরম্যান্স’ সেকশন থেকে এগুলো বন্ধ করার সুযোগ থাকবে।
‘মেমোরি সেভার’ ব্রাউজারের অন্যান্য পেজ ও বিভিন্ন অ্যাপ চালানোর সময় আগের ট্যাবগুলোকে নিষ্ক্রিয় করে রাখবে। নিষ্ক্রিয় ট্যাবগুলোতে ক্লিক করলে সর্বশেষ যে অবস্থায় ট্যাবগুলো থেকে বেরিয়েছেন, তা আগের অবস্থা থেকেই পুনরায় ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারী।
গুগলের জানায়, ফিচারটি ক্রোম ব্রাউজারের মেমোরি খরচ ৩০ শতাংশ পর্যন্ত কমাবে। এদিকে, ল্যাপটপে ব্রাউজারটি ব্যবহারের সময় ব্যাটারির চার্জ ২০ শতাংশের নিচে নেমে এলে ‘এনার্জি সেভার’ মোড ব্রাউজারের ব্যাকগ্রাউন্ড কার্যক্রম, ভিডিও ফ্রেম রেট ও এর বিভিন্ন ‘অ্যানিমেটেড ইফেক্ট’ সীমিত করা শুরু করবে। এনার্জি সেভার মোড সক্রিয় থাকাকালীন অ্যাড্রেস বারের পাশে ‘পাতার মতো’ একটি আইকন দেখতে পাবেন ব্যবহারকারীরা।
পাহাড়ে ওঠার কথা শুনলেই কল্পনায় চোখের সামনে ভেসে ওঠে দুর্গম পথ, ঘামঝরা শরীর আর শেষ পর্যন্ত চূড়ায় পৌঁছে যাওয়ার এক অমূল্য অভিজ্ঞতা। তবে যাঁদের গন্তব্য চীনের শানডং প্রদেশের ‘মাউন্ট তাই’য়ে, তাঁদের আর সেই সমস্ত শারীরিক কসরত করতে হবে না। কারণ, রোবটিক পা ভাড়া করে সহজেই পাহাড় চূড়ায় পৌঁছাতে পারবেন তাঁরা।
১১ ঘণ্টা আগেডিজিটাল মাধ্যমে দ্রুত লেখার জন্য প্রয়োজনীয় একটি ফিচার হলো অটোকমপ্লিট। তবে এটি কখনো কখনো ব্যবহারকারীদের বিপদও ফেলতে পারে। যদি অটোকমপ্লিট ব্যবহার করে ভুল ব্যক্তির কাছে বার্তা পাঠিয়ে থাকেন তবে এই সমস্যার সম্মুখীন শুধু আপনি একাই হননি। এমনকি একই ভুল করেছেন বিশ্বের অন্যতম সফল প্রযুক্তিবিদ লিনাস টরভাল্ডসও।
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে প্রাণীদের আবেগ বুঝতে চেষ্টা করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষকেরা। তারা এমন এআই সিস্টেম তৈরি করছেন, যা প্রাণীর মুখাবয়ব বিশ্লেষণ করে তাদের আবেগ সম্পর্কে ধারণা দেবে। এই প্রযুক্তি খামার, পশু চিকিৎসা এবং পোষ্য প্রাণীর কল্যাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন...
১৯ ঘণ্টা আগেবর্তমানে প্রযুক্তির ব্যাপক ব্যবহারসহ বিভিন্ন কারণে আমাদের পরিবেশ অনেকাংশে ক্ষতিগ্রস্ত। তবে ভালো খবর হলো, ইদানীং পরিবেশবান্ধব প্রযুক্তির উদ্ভাবনও বাড়ছে। সেগুলো আমাদের আধুনিক জীবনধারা বজায় রেখে পৃথিবী রক্ষায় সহায়তা করছে।
১৯ ঘণ্টা আগে