Ajker Patrika

ইনস্টাগ্রামের ইমেইল অ্যাড্রেস পরিবর্তন করবেন যেভাবে 

অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রামের ইমেইল অ্যাড্রেস পরিবর্তন করবেন যেভাবে 

ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের সঙ্গে একটি ইমেইল অ্যাড্রেস লিংক বা সংযুক্ত করতে হয়। সেই ইমেইলের পাসওয়ার্ড ভুলে যায় অনেকেই। ফলে ইনস্টাগ্রাম সম্পর্কিত জরুরি ইমেইলগুলো আর দেখতে পারে না। বিশেষ করে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে টু–ফ্যাক্টর অথেনটিকেশন ফিচার চালু থাকলে অন্য ডিভাইস থেকে লগ ইন করার সময় ইমেইলে পাঠানো ভ্যারিফিকেশন কোডের প্রয়োজন হয়। এসব কারণে ইমেইল অ্যাড্রেস পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। 

ইনস্টাগ্রামের ইমেইল অ্যাড্রেস পরিবর্তন করা খুবই সহজ একটি প্রক্রিয়া। অ্যান্ড্রয়েড, আইওএস বা ওয়েব ব্রাউজার থেকে ইনস্টাগ্রামের ইমেইল অ্যাড্রেস পরিবর্তন করা যাবে। 

স্মার্টফোন থেকে ইনস্টাগ্রামের ইমেইল পরিবর্তন করবেন যেভাবে

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইমেইল পরিবর্তন করার জন্য ‘অ্যাকাউন্ট সেন্টারে’ প্রবেশ করতে হবে। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসের ক্ষেত্রেই এই কাজটি করতে হবে। 

১. ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন। নিচের দিকে ডান পাশে থাকা নিজের প্রোফাইল ছবি আইকোনে ট্যাপ করুন। 
২. এরপর ওপরের দিকে ডান কোনায় থাকা মেনু আইকোনে (অনুভূমিক তিনটি লাইন) ট্যাপ করুন। ফলে সেটিংস ও অ্যাক্টিভিটি পেজ চালু হবে। 
৩. অ্যাকাউন্ট সেন্টার অপশনে ট্যাপ করুন। 
৪. এরপর স্ক্রল করে অ্যাকাউন্ট সেটিংসে সেকশন থেকে ‘পারসোনাল ডিটেইলস’ অপশনে ট্যাপ করুন। 
৫. কন্টাক্ট ইনফোতে ট্যাপ করুন। 
৬. এরপর স্ক্রিনে দেখানো নিজের ইমেইল অ্যাড্রেসে ট্যাপ করুন। 
৭. ‘এড নিউ কন্টাক্ট’ এ ট্যাপ করুন। 
৮. ‘এড ইমেইল অ্যাড্রেস’ এ ট্যাপ করে পছন্দের মতো নতুন ইমেইল অ্যাড্রেসটি টাইপ করুন। 
৯. যে ইমেইলটি ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রাখতে চান এখন তাতে ট্যাপ করুন। ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন। 
১০. এর ফলে একটি কোড ওই ইমেইলে পাঠানো হবে। 
১১. কোডটি কপি করুন ও ইনস্টাগ্রাম টেক্সট বক্সে পেস্ট করুন। আবারও ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে ইনস্টাগ্রাম ইমেইলটি পরিবর্তন হয়ে যাবে। 

ব্রাউজার থেকে ইনস্টাগ্রামের ইমেইল পরিবর্তন করবেন যেভাবে

ডেস্কটপ থেকে পছন্দের মতো ব্রাউজার থেকে ইনস্টাগ্রামের ইমেইল পরিবর্তন করা যাবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
 ১. ব্রাউজার থেকে ইনস্টাগ্রাম ওয়েবসাইট সার্চ করুন ও এতে প্রবেশ করুন। 
২. নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন। বাম পাশের নিচের দিকে ‘মোর’ অপশনে ক্লিক করুন। 
৩. এরপর সেটিংস অপশনে ক্লিক করুন। 
৪. সেটিংস থেকে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করুন। 
৫. এরপর পারসোনাল ডিটেইলস অপশন নির্বাচন করুন ও ‘কনটাক্ট ইনফো’ অপশনে ক্লিক করুন। 
৬. ‘এড নিউ কন্টাক্ট’ অপশনে ক্লিক করুন ও এড ইমেইলে অপশন নির্বাচন করুন। নতুন ইমেইল অ্যাড্রেসটি টাইপ করুন। 
৭. যে ইমেইল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে চান তার পাশের চেক বক্সে ক্লিক করুন। এরপর নেক্সট বাটনে ক্লিক করুন। 
৮. নতুন ইমেইল অ্যাড্রেসে একটি ভ্যারিফিকেশন কোড পাঠানো হবে। 
৯. কোডটি কপি করুন ও ইনস্টাগ্রাম টেক্সট বক্সে পেস্ট করুন। আবারও ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে ইনস্টাগ্রাম ইমেইলটি পরিবর্তন হয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত