অনলাইন ডেস্ক
সাত দিনের নিলাম শেষে সবচেয়ে বেশি ৫জি তরঙ্গ কিনতে পেরেছে ভারতের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির রিলায়েন্স-জিও। প্রতিষ্ঠানটি একাই কিনেছে ১ হাজার ১০০ কোটি ডলারের তরঙ্গ। বিপরীতে আরেক শীর্ষ ধনী গৌতম আদানির ‘আদানি গ্রুপ’ কিনেছে ২৬০ কোটি ডলারের তরঙ্গ।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার নিলামে রিলায়েন্স-জিও, ভোডাফোন আইডিয়া, ভারতী এয়ারটেল এবং নতুন প্রবেশ করা আদানি ডেটা নেটওয়ার্কের কাছ থেকে আনুমানিক ১ হাজার ৯০০ ডলারের মতো পেয়েছে। ৭২ গিগাহার্টজ তরঙ্গ নিলামে তোলা হয়। ভারতের টেলিকম মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব বলেছেন, যত তরঙ্গ নিলামে তোলা হয়েছিল তার ৭১ শতাংশই বিক্রি হয়ে গেছে।
সিআরআইএসআইএল-এর গবেষণায় দেখা গেছে, নিলামে এবার বেশ ভালো সাড়া পাওয়া গেছে। গত ২০২১ সালের মার্চে হওয়া সর্বশেষ নিলামের তুলনায় প্রায় দ্বিগুণ তরঙ্গ বিক্রি হয়েছে।
এক বিবৃতিতে রিলায়েন্স গ্রুপ বলেছে, ৫জি রোল আউটের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
এদিকে আদানি গ্রুপ বেসরকারি তরঙ্গের ওপর বিড করেছে। যা নির্দিষ্ট এলাকায় যেমন বন্দর বা বিমানবন্দরগুলোতে বেশি কার্যকরী হবে। এমন একটি খাতে এরই মধ্যে আদানি গ্রুপ প্রচুর বিনিয়োগ করেছে। ফলে ৫জি বিডে তাঁদের তেমন তোড়জোড় নেই। অন্যদিকে রিলায়েন্স-জিও বিডে নেমেছে জোরেশোরেই।
আম্বানির রিলায়েন্স-জিও এখন ভারতের ইন্টারনেট মার্কেটে বেশ পরিচিত। এই খাতে আদানি গ্রুপের আবির্ভাব রিলায়েন্স-জিও'কে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি করেছে। আদানি গ্রুপের গৌতম আদামি বিল গেটসকে পেছনে ফেলে বর্তমানে বিশ্বের সেরা ধনীর তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছেন। ফলে ভারতের টেলিকমিউনিকেশন খাতে আদানি গ্রুপের আবির্ভাব আম্বানির রিলায়েন্স-জিও’র জন্য উদ্বিগ্ন হওয়ার মতোই একটি বিষয়।
উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর থেকে ভারতে ৫জি পরিষেবা শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
সাত দিনের নিলাম শেষে সবচেয়ে বেশি ৫জি তরঙ্গ কিনতে পেরেছে ভারতের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির রিলায়েন্স-জিও। প্রতিষ্ঠানটি একাই কিনেছে ১ হাজার ১০০ কোটি ডলারের তরঙ্গ। বিপরীতে আরেক শীর্ষ ধনী গৌতম আদানির ‘আদানি গ্রুপ’ কিনেছে ২৬০ কোটি ডলারের তরঙ্গ।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার নিলামে রিলায়েন্স-জিও, ভোডাফোন আইডিয়া, ভারতী এয়ারটেল এবং নতুন প্রবেশ করা আদানি ডেটা নেটওয়ার্কের কাছ থেকে আনুমানিক ১ হাজার ৯০০ ডলারের মতো পেয়েছে। ৭২ গিগাহার্টজ তরঙ্গ নিলামে তোলা হয়। ভারতের টেলিকম মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব বলেছেন, যত তরঙ্গ নিলামে তোলা হয়েছিল তার ৭১ শতাংশই বিক্রি হয়ে গেছে।
সিআরআইএসআইএল-এর গবেষণায় দেখা গেছে, নিলামে এবার বেশ ভালো সাড়া পাওয়া গেছে। গত ২০২১ সালের মার্চে হওয়া সর্বশেষ নিলামের তুলনায় প্রায় দ্বিগুণ তরঙ্গ বিক্রি হয়েছে।
এক বিবৃতিতে রিলায়েন্স গ্রুপ বলেছে, ৫জি রোল আউটের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
এদিকে আদানি গ্রুপ বেসরকারি তরঙ্গের ওপর বিড করেছে। যা নির্দিষ্ট এলাকায় যেমন বন্দর বা বিমানবন্দরগুলোতে বেশি কার্যকরী হবে। এমন একটি খাতে এরই মধ্যে আদানি গ্রুপ প্রচুর বিনিয়োগ করেছে। ফলে ৫জি বিডে তাঁদের তেমন তোড়জোড় নেই। অন্যদিকে রিলায়েন্স-জিও বিডে নেমেছে জোরেশোরেই।
আম্বানির রিলায়েন্স-জিও এখন ভারতের ইন্টারনেট মার্কেটে বেশ পরিচিত। এই খাতে আদানি গ্রুপের আবির্ভাব রিলায়েন্স-জিও'কে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি করেছে। আদানি গ্রুপের গৌতম আদামি বিল গেটসকে পেছনে ফেলে বর্তমানে বিশ্বের সেরা ধনীর তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছেন। ফলে ভারতের টেলিকমিউনিকেশন খাতে আদানি গ্রুপের আবির্ভাব আম্বানির রিলায়েন্স-জিও’র জন্য উদ্বিগ্ন হওয়ার মতোই একটি বিষয়।
উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর থেকে ভারতে ৫জি পরিষেবা শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
স্বাস্থ্য খাতে ব্যবহারের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী ‘ড্রাগন কো-পাইলট’ উন্মোচন করল মাইক্রোসফট। এটি চিকিৎসকদের কথা শুনবে ও প্রয়োজনীয় নোট তৈরি করে দিতে পারবে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা কিনতে আগ্রহী মার্কিন ব্যবসায়ী, উদ্যোক্তা, এবং বিনিয়োগকারী ফ্রাঙ্ক ম্যাককোর্ট। তাঁর এই অধিগ্রহণ প্রচেষ্টায় আগ্রহ প্রকাশ করেছেন রেডিটের সহ-প্রতিষ্ঠাতা এবং ভেঞ্চার ক্যাপিটালিস্ট অ্যালেক্সিস ওহানিয়ান। টিকটক কেনার ফ্রাঙ্ক ম্যাককোর্টের...
৪ ঘণ্টা আগেদেশজুড়ে প্রথমবারের মতো ওপেনসোর্স চিপ রিস্ক-ভি–এর ব্যবহার বাড়ানোর জন্য নীতিমালা প্রকাশের পরিকল্পনা করছে চীন। দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, চীন পশ্চিমা প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমানোর জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে এবং রিস্ক-ভি চিপের ব্যবহারের জন্য নীতিমালা প্রকাশ করতে যাচ্ছে।
৫ ঘণ্টা আগেচলতি সপ্তাহে নতুন ম্যাকবুক এয়ার উন্মোচন করবে টেক জায়ান্ট অ্যাপল। গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন কোম্পানিটির সিইও টিম কুক। দীর্ঘ প্রতীক্ষার পর ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি সংস্করণে আসতে পারে নতুন...
৭ ঘণ্টা আগে