অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর ভর করে বিশ্বের শীর্ষ কোম্পানির তালিকায় স্থান করে নিয়েছে এনভিডিয়া। ফলস্বরূপ ১০০ বিলিয়ন ডলারের মালিকদের ক্লাবে জায়গা করে নিয়েছেন কোম্পানিটির সিইও জেনসেন হুয়াং। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেস্ক অনুসারে, আজ ৩০ আগস্ট মোট ১০৩ বিলিয়ন ডলার মূল্যের সম্পদ নিয়ে তিনি বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ১৪তম স্থানে রয়েছেন। তবে এই পথ মোটেই মসৃণ ছিল না। একসময় তাকে রেস্তোরাঁর ওয়েটার হিসেবে থালাবাসনও মাজতে হয়েছে।
গত জুন মাসে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির তকমা অর্জন করে এনভিডিয়া। ২০১৯ সালের পর কোম্পানির শেয়ারদর ৩ হাজার ৭৭৬ শতাংশ বেড়েছে। কারণ, এর মধ্যে এআই প্রযুক্তির জন্য বিশেষ চিপের চাহিদাও বেড়ে যায়। আর এনভিডিয়া এআই চিপ বিক্রিতে একচেটিয়া ব্যবসা করছে। এনভিডিয়ার দর বাড়ায় সম্পত্তি বৃদ্ধি পেয়েছে জেনসেনেরও। এক দিনে তার মোট সম্পত্তিতে ৪ বিলিয়ন ডলার বা ৪০০ কোটি ডলারেরও বেশি যোগ হয়েছিল।
সম্প্রতি জেনসেন হুয়াই লিংকডিন প্রোফাইলে থাকা কর্মজীবনের অভিজ্ঞতা বেশ কিছু নেটিজেনের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বের বৃহত্তম চিপ নির্মাণ কোম্পানির নেতৃত্বে আসার গল্প বিভিন্ন সাক্ষাৎকারের তিনি প্রায়ই বলেন।
১৯৬৩ সালের ১৭ ফেব্রুয়ারি তাইওয়ানের তাইনানে জেনসেনের জন্ম। জেনসেনের যখন পাঁচ বছর বয়স, তখন তাঁর পরিবার থাইল্যান্ডে চলে যায়। ৯ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য তাঁকে আমেরিকার ওয়াশিংটনে এক আত্মীয়ের কাছে পাঠানো হয়। কেনটাকির ওনিডায় একটি স্কুলে ভর্তি হন ১০ বছর বয়সে। কয়েক বছরের মধ্যে জেনসেনের বাবা-মা আমেরিকায় চলে যান। ১৬ বছর বয়সে ওরেগনের অ্যালোহা থেকে স্কুল পাশ করার পর একটি রেস্তোরাঁয় বেয়ারার কাজে যোগ দেন জেনসেন।
তার লিংকডিন প্রোফাইল অনুসারে, ১৯৭৮ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ডেনি’স নামের একটি ডিনার-স্টাইল রেস্তোরাঁয় পাঁচ বছর কাজ করেছেন তিনি। একজন ওয়েটার (পরিচারক) ও ওয়েটারের সহকারী এই রেস্তোরাঁয় কাজ করেন। তিনি সেই রেস্তোরাঁর টেবিল ও টয়লেট পরিষ্কারসহ বাসন মাজার কাজও করতেন। এই রেস্তোরাঁয় একটি বুথে এনভিডিয়া প্রতিষ্ঠার কথা তাঁর মাথায় আসে। হুয়াং বলেছেন, তাঁর কর্মজীবনের শুরুতে স্বল্প আয় ও অভিজ্ঞতা তাঁর আজকের ব্যবসায়িক নেতৃত্বের ধরন গঠন করেছে। তিনি মনে করেন, কোনো কাজই ছোট নয়।
১৯৮৪ সালে ওরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি লাভ করেন জেনসেন হুয়াং। এরপর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। পড়াশোনা শেষ করে জেনসেন এলএসআই লজিকের কোরওয়্যারের ডিরেক্টর হিসেবে যোগ দেন। ১৯৯৩ সালে ক্রিস মালাচোস্কি ও কার্টিস প্রিয়েমের সঙ্গে মিলে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন হুয়াং।
চলতি বছরের শুরুতে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসে একটি সাক্ষাৎকার দেন হুয়াং। সাফল্যের জন্য ডেনিসে তাঁর প্রাথমিক জীবনের পরিশ্রমী কাজকে দায়ী করেন তিনি। হুয়াং গর্বের সঙ্গে বলেন, তিনি রেস্তোরাঁটিতে ‘সেরা ডিশওয়াশারের’ (যিনি থালাবাসন মাজেন) তকমা পেয়েছিলেন। এরপর বাসবয় (ওয়েটারের সহকারী) হিসেবে পদোন্নতি পান এবং এই ভূমিকা পূর্ণ মনোযোগ দিয়ে পালন করেন। হুয়াং বলেন, চাকরিগুলো সাধারণ হলেও সেগুলো তাঁকে শৃঙ্খলা, কঠোর পরিশ্রম ও সহনশীলতার অমূল্য পাঠ শিখিয়েছে।
তিনি বলেন, ‘অবশেষে আমি একজন সিইও হয়ে গেছি। এখনো আমি একজন ভালো সিইও হতে চেষ্টা করছি।’
তাঁকে দীর্ঘ সময় ধরে এসব কাজ করতে হতো এবং এর জন্য প্রচুর শারীরিক পরিশ্রম হতো। এসব অভিজ্ঞতার মাধ্যমে কাজের নৈতিকতা ও তাঁর মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলি গড়ে উঠেছে। তিনি শিখেছেন—সুযোগ যত ছোটই হোক, তার মূল্যায়ন করা উচিত এবং প্রতিটি কাজ সম্পন্ন করতে কঠোর পরিশ্রম করতে হয় তা তিনি অনুধাবন করেন।
যুক্তরাষ্ট্রের একটি সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রস্তুতকারক কোম্পানি এনভিডিয়া। এটি গ্রাফিক প্রসেসিং ইউনিট (জিপিইউ), অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই), মোবাইল কম্পিউটিং ও সিস্টেম অন চিপ ইউনিট (এসওসি) তৈরি করে তারা। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যারের ব্যবসা করে এটি বিশ্বের অন্যতম দামি কোম্পানিতে পরিণত হয়েছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে, এনডিটিভি, বিবিসি
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর ভর করে বিশ্বের শীর্ষ কোম্পানির তালিকায় স্থান করে নিয়েছে এনভিডিয়া। ফলস্বরূপ ১০০ বিলিয়ন ডলারের মালিকদের ক্লাবে জায়গা করে নিয়েছেন কোম্পানিটির সিইও জেনসেন হুয়াং। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেস্ক অনুসারে, আজ ৩০ আগস্ট মোট ১০৩ বিলিয়ন ডলার মূল্যের সম্পদ নিয়ে তিনি বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ১৪তম স্থানে রয়েছেন। তবে এই পথ মোটেই মসৃণ ছিল না। একসময় তাকে রেস্তোরাঁর ওয়েটার হিসেবে থালাবাসনও মাজতে হয়েছে।
গত জুন মাসে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির তকমা অর্জন করে এনভিডিয়া। ২০১৯ সালের পর কোম্পানির শেয়ারদর ৩ হাজার ৭৭৬ শতাংশ বেড়েছে। কারণ, এর মধ্যে এআই প্রযুক্তির জন্য বিশেষ চিপের চাহিদাও বেড়ে যায়। আর এনভিডিয়া এআই চিপ বিক্রিতে একচেটিয়া ব্যবসা করছে। এনভিডিয়ার দর বাড়ায় সম্পত্তি বৃদ্ধি পেয়েছে জেনসেনেরও। এক দিনে তার মোট সম্পত্তিতে ৪ বিলিয়ন ডলার বা ৪০০ কোটি ডলারেরও বেশি যোগ হয়েছিল।
সম্প্রতি জেনসেন হুয়াই লিংকডিন প্রোফাইলে থাকা কর্মজীবনের অভিজ্ঞতা বেশ কিছু নেটিজেনের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বের বৃহত্তম চিপ নির্মাণ কোম্পানির নেতৃত্বে আসার গল্প বিভিন্ন সাক্ষাৎকারের তিনি প্রায়ই বলেন।
১৯৬৩ সালের ১৭ ফেব্রুয়ারি তাইওয়ানের তাইনানে জেনসেনের জন্ম। জেনসেনের যখন পাঁচ বছর বয়স, তখন তাঁর পরিবার থাইল্যান্ডে চলে যায়। ৯ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য তাঁকে আমেরিকার ওয়াশিংটনে এক আত্মীয়ের কাছে পাঠানো হয়। কেনটাকির ওনিডায় একটি স্কুলে ভর্তি হন ১০ বছর বয়সে। কয়েক বছরের মধ্যে জেনসেনের বাবা-মা আমেরিকায় চলে যান। ১৬ বছর বয়সে ওরেগনের অ্যালোহা থেকে স্কুল পাশ করার পর একটি রেস্তোরাঁয় বেয়ারার কাজে যোগ দেন জেনসেন।
তার লিংকডিন প্রোফাইল অনুসারে, ১৯৭৮ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ডেনি’স নামের একটি ডিনার-স্টাইল রেস্তোরাঁয় পাঁচ বছর কাজ করেছেন তিনি। একজন ওয়েটার (পরিচারক) ও ওয়েটারের সহকারী এই রেস্তোরাঁয় কাজ করেন। তিনি সেই রেস্তোরাঁর টেবিল ও টয়লেট পরিষ্কারসহ বাসন মাজার কাজও করতেন। এই রেস্তোরাঁয় একটি বুথে এনভিডিয়া প্রতিষ্ঠার কথা তাঁর মাথায় আসে। হুয়াং বলেছেন, তাঁর কর্মজীবনের শুরুতে স্বল্প আয় ও অভিজ্ঞতা তাঁর আজকের ব্যবসায়িক নেতৃত্বের ধরন গঠন করেছে। তিনি মনে করেন, কোনো কাজই ছোট নয়।
১৯৮৪ সালে ওরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি লাভ করেন জেনসেন হুয়াং। এরপর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। পড়াশোনা শেষ করে জেনসেন এলএসআই লজিকের কোরওয়্যারের ডিরেক্টর হিসেবে যোগ দেন। ১৯৯৩ সালে ক্রিস মালাচোস্কি ও কার্টিস প্রিয়েমের সঙ্গে মিলে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন হুয়াং।
চলতি বছরের শুরুতে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসে একটি সাক্ষাৎকার দেন হুয়াং। সাফল্যের জন্য ডেনিসে তাঁর প্রাথমিক জীবনের পরিশ্রমী কাজকে দায়ী করেন তিনি। হুয়াং গর্বের সঙ্গে বলেন, তিনি রেস্তোরাঁটিতে ‘সেরা ডিশওয়াশারের’ (যিনি থালাবাসন মাজেন) তকমা পেয়েছিলেন। এরপর বাসবয় (ওয়েটারের সহকারী) হিসেবে পদোন্নতি পান এবং এই ভূমিকা পূর্ণ মনোযোগ দিয়ে পালন করেন। হুয়াং বলেন, চাকরিগুলো সাধারণ হলেও সেগুলো তাঁকে শৃঙ্খলা, কঠোর পরিশ্রম ও সহনশীলতার অমূল্য পাঠ শিখিয়েছে।
তিনি বলেন, ‘অবশেষে আমি একজন সিইও হয়ে গেছি। এখনো আমি একজন ভালো সিইও হতে চেষ্টা করছি।’
তাঁকে দীর্ঘ সময় ধরে এসব কাজ করতে হতো এবং এর জন্য প্রচুর শারীরিক পরিশ্রম হতো। এসব অভিজ্ঞতার মাধ্যমে কাজের নৈতিকতা ও তাঁর মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলি গড়ে উঠেছে। তিনি শিখেছেন—সুযোগ যত ছোটই হোক, তার মূল্যায়ন করা উচিত এবং প্রতিটি কাজ সম্পন্ন করতে কঠোর পরিশ্রম করতে হয় তা তিনি অনুধাবন করেন।
যুক্তরাষ্ট্রের একটি সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রস্তুতকারক কোম্পানি এনভিডিয়া। এটি গ্রাফিক প্রসেসিং ইউনিট (জিপিইউ), অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই), মোবাইল কম্পিউটিং ও সিস্টেম অন চিপ ইউনিট (এসওসি) তৈরি করে তারা। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যারের ব্যবসা করে এটি বিশ্বের অন্যতম দামি কোম্পানিতে পরিণত হয়েছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে, এনডিটিভি, বিবিসি
এক্সএআই এবং এক্স ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির কিছু নির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়, যেমন: বিনিয়োগকারীরা এই শেয়ার স্থানান্তর অনুমোদন করেছে কিনা বা বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে ইত্যাদি বিষয় অস্পষ্ট।
৩ দিন আগেফেসবুক স্টোরি একধরনের সাময়িক পোস্ট। এই ধরনের পোস্ট ২৪ ঘণ্টা ধরে দেখা যায় এবং পরে অদৃশ্য হয়ে যায়। তবে এগুলো একেবারেই ফেসবুক থেকে হারিয়ে যায় না। এগুলো আর্কাইভ নামের এক ফোল্ডারে থাকে। এই ফোল্ডারে সব স্টোরি একই সঙ্গে পাওয়া যায়।
৪ দিন আগেগুগল তাদের সার্চ, ম্যাপস এবং জেমিনিতে বেশ কিছু নতুন ফিচার চালু করছে। ব্যবহারকারীর ছুটির পরিকল্পনা করতে এগুলো সাহায্য করবে। এসব নতুন ফিচার অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। ব্যবহারকারীরা আগে যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি থেকে ছুটির পরিকল্পনা তৈরি করতে অভ্যস্ত ছিলেন, তেমনি গুগলের টুলগুলো
৪ দিন আগেওপেনএআইয়ের এর চ্যাটজিপিটি-এর নতুন ইমেজ জেনারেটর চালু হওয়ার পর স্টুডিও জিবলি স্টাইলে তৈরি হওয়া ছবি তুমুল ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই জাপানি অ্যানিমেশন স্টুডিওটি স্পিরিটেড অ্যাওয়ে, মাইনেইবোর টোটোরো, প্রিন্সেস মনোনোকে, হাওলস মুভিং কাসল মতো ক্লাসিক কিছু মুভির জন্য জনপ্রিয়। চ্যাটজিপিটির
৪ দিন আগে