অলকানন্দা রায়, ঢাকা
দিন দিন অনলাইননির্ভরতা আমাদের বাড়ছে। ইন্টারনেট ও প্রযুক্তির ব্যবহার এখন রোজকার বিষয় সবার জীবনে। বিভিন্ন ডিভাইস থেকে ইন্টারনেটের মাধ্যমে আমরা প্রত্যেকেই প্রায় প্রতিদিন বিভিন্ন রকমের ডেটা আদান-প্রদান বা শেয়ার করে থাকি। ইন্টারনেট ব্যবহারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে যতই উন্নত হচ্ছে নিরাপত্তাব্যবস্থা, ততই শক্তিশালী হচ্ছে হ্যাকাররাও। আপনার গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়ে তা ব্যবহার করে নিজের লাভের অংশটা বুঝে নেওয়ার জন্য হাঁ করে বসে আছে তারা।
কী করবেন?
আপনির ই-মেইল অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন অ্যাকাউন্টের সিকিউরিটি আরও বাড়াতে হবে, সেটা যেভাবেই হোক। এর জন্য দিন দিন বাজারে আসছে নতুন প্রযুক্তি। সেগুলোর সঙ্গে অভ্যস্তও হয়ে যাচ্ছি আমরা ধীরে ধীরে। ডিভাইসগুলোর দুই স্তরের নিরাপত্তাব্যবস্থার পর এ ক্ষেত্রে নতুন সংযোজন ফিজিক্যাল সিকিউরিটি। সাইবার সিকিউরিটির অনন্য এ ডিভাইসটি সদ্য বাজারে এসেছে।
কীভাবে সুরক্ষা দেয়
সোজাভাবে বললে, এটি আপনার কম্পিউটার বা মোবাইল ফোনের জন্য একটি চাবি। বিভিন্ন সাইবার আক্রমণ, ডেটা চুরি, ক্ষতি এবং অবৈধ অ্যাকসেস থেকে নিজেদের বাঁচানোর জন্য এই বিশেষ চাবিটি তৈরি করা হয়েছে। এই চাবি ব্যবহার করলে কোনো হ্যাকার আপনার মেইল আইডি হ্যাক করতে পারবে না; অর্থাৎ চাবিটি যতক্ষণ আপনার হাতে থাকবে, ততক্ষণ আপনি সুরক্ষিত। এটি অনলাইনজগতে আপনার সর্বশেষ নিরাপত্তাবলয়।
কীভাবে ব্যবহার করবেন
প্রথমেই আপনি যদি আপনার ই-মেইল অ্যাকাউন্টটিতে এই সিকিউরিটি কি ব্যবহার করতে চান, তবে মেইলে ঢুকে প্রোফাইল পিকচার বা ছবির অংশে ক্লিক করুন। সেখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। সেখান থেকে নতুন একটি ট্যাব খুলবে। বাম পাশে সিকিউরিটি বলে একটি অপশন আসবে। নিচে গেলে পাবেন টু স্টেপ ভেরিফিকেশন, সেটি অন করুন।
শক্তিশালী পাসওয়ার্ড এবং দুই স্তরের ভেরিফিকেশন সিস্টেমের পর অ্যাকাউন্ট নিরাপদ করতে এবার এসেছে ফিজিক্যাল সিকিউরিটি কি।
পাসওয়ার্ড দিলেই টু স্টেপ ভেরিফিকেশন পেজটা খুলবে। নিচের দিকে যান। দেখবেন সিকিউরিটি কি বলে একটা অপশন আছে। সেখানে ক্লিক করলে পাবেন ফিজিক্যাল সিকিউরিটি কি সংযুক্তকরণের অপশন। সেখানে দুটি অপশন থাকে—একটি মোবাইল অন্যটি ফিজিক্যাল সিকিউরিটি কি। এবার সিকিউরিটি কি অপশন সিলেক্ট করুন। মোবাইল ফোনে বা কম্পিউটারে কি-টি ঢুকিয়ে টাচ করুন। কারণ, মানুষের স্পর্শ ছাড়া কোনো রোবটিক স্পর্শে এটি কাজ করবে না। এরপর সিকিউরিটি কি অ্যালাউ করার অপশন আসবে। সেটি অ্যালাউ করে দিতে হবে। তারপর সিকিউরিটি কি-এর নাম দিতে হবে। এরপরই কেবল আপনার ফিজিক্যাল সিকিউরিটি কি কাজ করতে শুরু করবে। এরপর যতবার আপনি আপনার ই-মেইল খুলতে যাবেন, কি-টি মোবাইলে বা কম্পিউটারে ঢুকিয়ে টাচ না করলে ই-মেইল খুলবে না।
ধরন
এই ডিভাইসগুলোর বেশ কয়েকটি ধরন পাওয়া যায়। এর কোনোটি একেবারে বেসিক। সেগুলো নির্দিষ্ট ডিভাইসে ব্যবহার করা যায়। কোনোটিতে আছে নেওয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসিসংবলিত। এগুলো ব্যবহারের সময় মোবাইল বা কম্পিউটারেও সেই ফিচারটি থাকতে হবে। কোনোটিতে আছে ইউএসবি টাইপ সি ও লাইটেনিং কানেক্টর। আবার কোনোটিতে ইউএসবি টাইপ সির সঙ্গে আছে ফিঙ্গারপ্রিন্ট-সুবিধা।
কোথায় পাবেন ও দরদাম
ফিডো সার্টিফায়েড এই চাবিগুলো অনেক কোম্পানির আছে। বাংলাদেশের বাজারে এসব সিকিউরিটি কি বাজারজাত করছে আহলিয়া আইসিটি। আহলিয়া আইসিটির ওয়েবসাইট থেকে সরাসরি কেনার সুবিধা আছে। অনেক ধরনের ফিজিক্যাল সিকিউরিটি কি বাজারে আছে, ৩ হাজার ৩০০ থেকে শুরু করে সাড়ে ৯ হাজার টাকার মধ্যে। এই দামের মধ্যে আপনার পছন্দের ফিজিক্যাল সিকিউরিটি কি আপনি কিনতে পারবেন।
দিন দিন অনলাইননির্ভরতা আমাদের বাড়ছে। ইন্টারনেট ও প্রযুক্তির ব্যবহার এখন রোজকার বিষয় সবার জীবনে। বিভিন্ন ডিভাইস থেকে ইন্টারনেটের মাধ্যমে আমরা প্রত্যেকেই প্রায় প্রতিদিন বিভিন্ন রকমের ডেটা আদান-প্রদান বা শেয়ার করে থাকি। ইন্টারনেট ব্যবহারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে যতই উন্নত হচ্ছে নিরাপত্তাব্যবস্থা, ততই শক্তিশালী হচ্ছে হ্যাকাররাও। আপনার গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়ে তা ব্যবহার করে নিজের লাভের অংশটা বুঝে নেওয়ার জন্য হাঁ করে বসে আছে তারা।
কী করবেন?
আপনির ই-মেইল অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন অ্যাকাউন্টের সিকিউরিটি আরও বাড়াতে হবে, সেটা যেভাবেই হোক। এর জন্য দিন দিন বাজারে আসছে নতুন প্রযুক্তি। সেগুলোর সঙ্গে অভ্যস্তও হয়ে যাচ্ছি আমরা ধীরে ধীরে। ডিভাইসগুলোর দুই স্তরের নিরাপত্তাব্যবস্থার পর এ ক্ষেত্রে নতুন সংযোজন ফিজিক্যাল সিকিউরিটি। সাইবার সিকিউরিটির অনন্য এ ডিভাইসটি সদ্য বাজারে এসেছে।
কীভাবে সুরক্ষা দেয়
সোজাভাবে বললে, এটি আপনার কম্পিউটার বা মোবাইল ফোনের জন্য একটি চাবি। বিভিন্ন সাইবার আক্রমণ, ডেটা চুরি, ক্ষতি এবং অবৈধ অ্যাকসেস থেকে নিজেদের বাঁচানোর জন্য এই বিশেষ চাবিটি তৈরি করা হয়েছে। এই চাবি ব্যবহার করলে কোনো হ্যাকার আপনার মেইল আইডি হ্যাক করতে পারবে না; অর্থাৎ চাবিটি যতক্ষণ আপনার হাতে থাকবে, ততক্ষণ আপনি সুরক্ষিত। এটি অনলাইনজগতে আপনার সর্বশেষ নিরাপত্তাবলয়।
কীভাবে ব্যবহার করবেন
প্রথমেই আপনি যদি আপনার ই-মেইল অ্যাকাউন্টটিতে এই সিকিউরিটি কি ব্যবহার করতে চান, তবে মেইলে ঢুকে প্রোফাইল পিকচার বা ছবির অংশে ক্লিক করুন। সেখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। সেখান থেকে নতুন একটি ট্যাব খুলবে। বাম পাশে সিকিউরিটি বলে একটি অপশন আসবে। নিচে গেলে পাবেন টু স্টেপ ভেরিফিকেশন, সেটি অন করুন।
শক্তিশালী পাসওয়ার্ড এবং দুই স্তরের ভেরিফিকেশন সিস্টেমের পর অ্যাকাউন্ট নিরাপদ করতে এবার এসেছে ফিজিক্যাল সিকিউরিটি কি।
পাসওয়ার্ড দিলেই টু স্টেপ ভেরিফিকেশন পেজটা খুলবে। নিচের দিকে যান। দেখবেন সিকিউরিটি কি বলে একটা অপশন আছে। সেখানে ক্লিক করলে পাবেন ফিজিক্যাল সিকিউরিটি কি সংযুক্তকরণের অপশন। সেখানে দুটি অপশন থাকে—একটি মোবাইল অন্যটি ফিজিক্যাল সিকিউরিটি কি। এবার সিকিউরিটি কি অপশন সিলেক্ট করুন। মোবাইল ফোনে বা কম্পিউটারে কি-টি ঢুকিয়ে টাচ করুন। কারণ, মানুষের স্পর্শ ছাড়া কোনো রোবটিক স্পর্শে এটি কাজ করবে না। এরপর সিকিউরিটি কি অ্যালাউ করার অপশন আসবে। সেটি অ্যালাউ করে দিতে হবে। তারপর সিকিউরিটি কি-এর নাম দিতে হবে। এরপরই কেবল আপনার ফিজিক্যাল সিকিউরিটি কি কাজ করতে শুরু করবে। এরপর যতবার আপনি আপনার ই-মেইল খুলতে যাবেন, কি-টি মোবাইলে বা কম্পিউটারে ঢুকিয়ে টাচ না করলে ই-মেইল খুলবে না।
ধরন
এই ডিভাইসগুলোর বেশ কয়েকটি ধরন পাওয়া যায়। এর কোনোটি একেবারে বেসিক। সেগুলো নির্দিষ্ট ডিভাইসে ব্যবহার করা যায়। কোনোটিতে আছে নেওয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসিসংবলিত। এগুলো ব্যবহারের সময় মোবাইল বা কম্পিউটারেও সেই ফিচারটি থাকতে হবে। কোনোটিতে আছে ইউএসবি টাইপ সি ও লাইটেনিং কানেক্টর। আবার কোনোটিতে ইউএসবি টাইপ সির সঙ্গে আছে ফিঙ্গারপ্রিন্ট-সুবিধা।
কোথায় পাবেন ও দরদাম
ফিডো সার্টিফায়েড এই চাবিগুলো অনেক কোম্পানির আছে। বাংলাদেশের বাজারে এসব সিকিউরিটি কি বাজারজাত করছে আহলিয়া আইসিটি। আহলিয়া আইসিটির ওয়েবসাইট থেকে সরাসরি কেনার সুবিধা আছে। অনেক ধরনের ফিজিক্যাল সিকিউরিটি কি বাজারে আছে, ৩ হাজার ৩০০ থেকে শুরু করে সাড়ে ৯ হাজার টাকার মধ্যে। এই দামের মধ্যে আপনার পছন্দের ফিজিক্যাল সিকিউরিটি কি আপনি কিনতে পারবেন।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগে