অলকানন্দা রায়, ঢাকা
দিন দিন অনলাইননির্ভরতা আমাদের বাড়ছে। ইন্টারনেট ও প্রযুক্তির ব্যবহার এখন রোজকার বিষয় সবার জীবনে। বিভিন্ন ডিভাইস থেকে ইন্টারনেটের মাধ্যমে আমরা প্রত্যেকেই প্রায় প্রতিদিন বিভিন্ন রকমের ডেটা আদান-প্রদান বা শেয়ার করে থাকি। ইন্টারনেট ব্যবহারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে যতই উন্নত হচ্ছে নিরাপত্তাব্যবস্থা, ততই শক্তিশালী হচ্ছে হ্যাকাররাও। আপনার গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়ে তা ব্যবহার করে নিজের লাভের অংশটা বুঝে নেওয়ার জন্য হাঁ করে বসে আছে তারা।
কী করবেন?
আপনির ই-মেইল অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন অ্যাকাউন্টের সিকিউরিটি আরও বাড়াতে হবে, সেটা যেভাবেই হোক। এর জন্য দিন দিন বাজারে আসছে নতুন প্রযুক্তি। সেগুলোর সঙ্গে অভ্যস্তও হয়ে যাচ্ছি আমরা ধীরে ধীরে। ডিভাইসগুলোর দুই স্তরের নিরাপত্তাব্যবস্থার পর এ ক্ষেত্রে নতুন সংযোজন ফিজিক্যাল সিকিউরিটি। সাইবার সিকিউরিটির অনন্য এ ডিভাইসটি সদ্য বাজারে এসেছে।
কীভাবে সুরক্ষা দেয়
সোজাভাবে বললে, এটি আপনার কম্পিউটার বা মোবাইল ফোনের জন্য একটি চাবি। বিভিন্ন সাইবার আক্রমণ, ডেটা চুরি, ক্ষতি এবং অবৈধ অ্যাকসেস থেকে নিজেদের বাঁচানোর জন্য এই বিশেষ চাবিটি তৈরি করা হয়েছে। এই চাবি ব্যবহার করলে কোনো হ্যাকার আপনার মেইল আইডি হ্যাক করতে পারবে না; অর্থাৎ চাবিটি যতক্ষণ আপনার হাতে থাকবে, ততক্ষণ আপনি সুরক্ষিত। এটি অনলাইনজগতে আপনার সর্বশেষ নিরাপত্তাবলয়।
কীভাবে ব্যবহার করবেন
প্রথমেই আপনি যদি আপনার ই-মেইল অ্যাকাউন্টটিতে এই সিকিউরিটি কি ব্যবহার করতে চান, তবে মেইলে ঢুকে প্রোফাইল পিকচার বা ছবির অংশে ক্লিক করুন। সেখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। সেখান থেকে নতুন একটি ট্যাব খুলবে। বাম পাশে সিকিউরিটি বলে একটি অপশন আসবে। নিচে গেলে পাবেন টু স্টেপ ভেরিফিকেশন, সেটি অন করুন।
শক্তিশালী পাসওয়ার্ড এবং দুই স্তরের ভেরিফিকেশন সিস্টেমের পর অ্যাকাউন্ট নিরাপদ করতে এবার এসেছে ফিজিক্যাল সিকিউরিটি কি।
পাসওয়ার্ড দিলেই টু স্টেপ ভেরিফিকেশন পেজটা খুলবে। নিচের দিকে যান। দেখবেন সিকিউরিটি কি বলে একটা অপশন আছে। সেখানে ক্লিক করলে পাবেন ফিজিক্যাল সিকিউরিটি কি সংযুক্তকরণের অপশন। সেখানে দুটি অপশন থাকে—একটি মোবাইল অন্যটি ফিজিক্যাল সিকিউরিটি কি। এবার সিকিউরিটি কি অপশন সিলেক্ট করুন। মোবাইল ফোনে বা কম্পিউটারে কি-টি ঢুকিয়ে টাচ করুন। কারণ, মানুষের স্পর্শ ছাড়া কোনো রোবটিক স্পর্শে এটি কাজ করবে না। এরপর সিকিউরিটি কি অ্যালাউ করার অপশন আসবে। সেটি অ্যালাউ করে দিতে হবে। তারপর সিকিউরিটি কি-এর নাম দিতে হবে। এরপরই কেবল আপনার ফিজিক্যাল সিকিউরিটি কি কাজ করতে শুরু করবে। এরপর যতবার আপনি আপনার ই-মেইল খুলতে যাবেন, কি-টি মোবাইলে বা কম্পিউটারে ঢুকিয়ে টাচ না করলে ই-মেইল খুলবে না।
ধরন
এই ডিভাইসগুলোর বেশ কয়েকটি ধরন পাওয়া যায়। এর কোনোটি একেবারে বেসিক। সেগুলো নির্দিষ্ট ডিভাইসে ব্যবহার করা যায়। কোনোটিতে আছে নেওয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসিসংবলিত। এগুলো ব্যবহারের সময় মোবাইল বা কম্পিউটারেও সেই ফিচারটি থাকতে হবে। কোনোটিতে আছে ইউএসবি টাইপ সি ও লাইটেনিং কানেক্টর। আবার কোনোটিতে ইউএসবি টাইপ সির সঙ্গে আছে ফিঙ্গারপ্রিন্ট-সুবিধা।
কোথায় পাবেন ও দরদাম
ফিডো সার্টিফায়েড এই চাবিগুলো অনেক কোম্পানির আছে। বাংলাদেশের বাজারে এসব সিকিউরিটি কি বাজারজাত করছে আহলিয়া আইসিটি। আহলিয়া আইসিটির ওয়েবসাইট থেকে সরাসরি কেনার সুবিধা আছে। অনেক ধরনের ফিজিক্যাল সিকিউরিটি কি বাজারে আছে, ৩ হাজার ৩০০ থেকে শুরু করে সাড়ে ৯ হাজার টাকার মধ্যে। এই দামের মধ্যে আপনার পছন্দের ফিজিক্যাল সিকিউরিটি কি আপনি কিনতে পারবেন।
দিন দিন অনলাইননির্ভরতা আমাদের বাড়ছে। ইন্টারনেট ও প্রযুক্তির ব্যবহার এখন রোজকার বিষয় সবার জীবনে। বিভিন্ন ডিভাইস থেকে ইন্টারনেটের মাধ্যমে আমরা প্রত্যেকেই প্রায় প্রতিদিন বিভিন্ন রকমের ডেটা আদান-প্রদান বা শেয়ার করে থাকি। ইন্টারনেট ব্যবহারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে যতই উন্নত হচ্ছে নিরাপত্তাব্যবস্থা, ততই শক্তিশালী হচ্ছে হ্যাকাররাও। আপনার গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়ে তা ব্যবহার করে নিজের লাভের অংশটা বুঝে নেওয়ার জন্য হাঁ করে বসে আছে তারা।
কী করবেন?
আপনির ই-মেইল অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন অ্যাকাউন্টের সিকিউরিটি আরও বাড়াতে হবে, সেটা যেভাবেই হোক। এর জন্য দিন দিন বাজারে আসছে নতুন প্রযুক্তি। সেগুলোর সঙ্গে অভ্যস্তও হয়ে যাচ্ছি আমরা ধীরে ধীরে। ডিভাইসগুলোর দুই স্তরের নিরাপত্তাব্যবস্থার পর এ ক্ষেত্রে নতুন সংযোজন ফিজিক্যাল সিকিউরিটি। সাইবার সিকিউরিটির অনন্য এ ডিভাইসটি সদ্য বাজারে এসেছে।
কীভাবে সুরক্ষা দেয়
সোজাভাবে বললে, এটি আপনার কম্পিউটার বা মোবাইল ফোনের জন্য একটি চাবি। বিভিন্ন সাইবার আক্রমণ, ডেটা চুরি, ক্ষতি এবং অবৈধ অ্যাকসেস থেকে নিজেদের বাঁচানোর জন্য এই বিশেষ চাবিটি তৈরি করা হয়েছে। এই চাবি ব্যবহার করলে কোনো হ্যাকার আপনার মেইল আইডি হ্যাক করতে পারবে না; অর্থাৎ চাবিটি যতক্ষণ আপনার হাতে থাকবে, ততক্ষণ আপনি সুরক্ষিত। এটি অনলাইনজগতে আপনার সর্বশেষ নিরাপত্তাবলয়।
কীভাবে ব্যবহার করবেন
প্রথমেই আপনি যদি আপনার ই-মেইল অ্যাকাউন্টটিতে এই সিকিউরিটি কি ব্যবহার করতে চান, তবে মেইলে ঢুকে প্রোফাইল পিকচার বা ছবির অংশে ক্লিক করুন। সেখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। সেখান থেকে নতুন একটি ট্যাব খুলবে। বাম পাশে সিকিউরিটি বলে একটি অপশন আসবে। নিচে গেলে পাবেন টু স্টেপ ভেরিফিকেশন, সেটি অন করুন।
শক্তিশালী পাসওয়ার্ড এবং দুই স্তরের ভেরিফিকেশন সিস্টেমের পর অ্যাকাউন্ট নিরাপদ করতে এবার এসেছে ফিজিক্যাল সিকিউরিটি কি।
পাসওয়ার্ড দিলেই টু স্টেপ ভেরিফিকেশন পেজটা খুলবে। নিচের দিকে যান। দেখবেন সিকিউরিটি কি বলে একটা অপশন আছে। সেখানে ক্লিক করলে পাবেন ফিজিক্যাল সিকিউরিটি কি সংযুক্তকরণের অপশন। সেখানে দুটি অপশন থাকে—একটি মোবাইল অন্যটি ফিজিক্যাল সিকিউরিটি কি। এবার সিকিউরিটি কি অপশন সিলেক্ট করুন। মোবাইল ফোনে বা কম্পিউটারে কি-টি ঢুকিয়ে টাচ করুন। কারণ, মানুষের স্পর্শ ছাড়া কোনো রোবটিক স্পর্শে এটি কাজ করবে না। এরপর সিকিউরিটি কি অ্যালাউ করার অপশন আসবে। সেটি অ্যালাউ করে দিতে হবে। তারপর সিকিউরিটি কি-এর নাম দিতে হবে। এরপরই কেবল আপনার ফিজিক্যাল সিকিউরিটি কি কাজ করতে শুরু করবে। এরপর যতবার আপনি আপনার ই-মেইল খুলতে যাবেন, কি-টি মোবাইলে বা কম্পিউটারে ঢুকিয়ে টাচ না করলে ই-মেইল খুলবে না।
ধরন
এই ডিভাইসগুলোর বেশ কয়েকটি ধরন পাওয়া যায়। এর কোনোটি একেবারে বেসিক। সেগুলো নির্দিষ্ট ডিভাইসে ব্যবহার করা যায়। কোনোটিতে আছে নেওয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসিসংবলিত। এগুলো ব্যবহারের সময় মোবাইল বা কম্পিউটারেও সেই ফিচারটি থাকতে হবে। কোনোটিতে আছে ইউএসবি টাইপ সি ও লাইটেনিং কানেক্টর। আবার কোনোটিতে ইউএসবি টাইপ সির সঙ্গে আছে ফিঙ্গারপ্রিন্ট-সুবিধা।
কোথায় পাবেন ও দরদাম
ফিডো সার্টিফায়েড এই চাবিগুলো অনেক কোম্পানির আছে। বাংলাদেশের বাজারে এসব সিকিউরিটি কি বাজারজাত করছে আহলিয়া আইসিটি। আহলিয়া আইসিটির ওয়েবসাইট থেকে সরাসরি কেনার সুবিধা আছে। অনেক ধরনের ফিজিক্যাল সিকিউরিটি কি বাজারে আছে, ৩ হাজার ৩০০ থেকে শুরু করে সাড়ে ৯ হাজার টাকার মধ্যে। এই দামের মধ্যে আপনার পছন্দের ফিজিক্যাল সিকিউরিটি কি আপনি কিনতে পারবেন।
ঢাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও উন্নত করতে এবং লোডশেডিং কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি পূর্বাভাস মডেল তৈরি করেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী হালিমা হক।
৪ ঘণ্টা আগেএয়ারপডে হিয়ারিং এইড ফিচার যোগ করার পর এবার আরেকটি যুগান্তকারী ফিচার নিয়ে কাজ করছে অ্যাপল। কোম্পানিটি তাদের এয়ারপডে ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা করছে, যা এআই ফিচারগুলোকে সমর্থন করবে এবং ব্যবহারকারীর আশপাশের পরিবেশ...
১০ ঘণ্টা আগেমানুষের মস্তিষ্কের জীবিত কোষ দিয়ে কম্পিউটার তৈরি করল অস্ট্রেলিয়ার স্টার্টআপ কর্টিকাল ল্যাবস। কোম্পানিটি একে ‘বিশ্বের প্রথম কোড ডিপ্লয়েবল বায়োলজিক্যাল কম্পিউটার’ হিসেবে ঘোষণা করেছে। এটি মানব মস্তিষ্কের কোষ এবং সিলিকন হার্ডওয়্যার একত্রিত করে তরল নিউরাল নেটওয়ার্ক তৈরি করেছে, যা এআই প্রযুক্তির একটি...
১১ ঘণ্টা আগেঅ্যাপলকে আগামী ৯০ দিনের মধ্যে ব্যবহারকারীদের অ্যাপ স্টোর বাইপাস করে অ্যাপ সাইডলোডিং বা থার্ড পার্টি অ্যাপ ইনস্টলের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে ব্রাজিলের একটি আদালত। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ভ্যালর ইকোনোমিকো’–এ তথ্য জানিয়েছে।
১৪ ঘণ্টা আগে