অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি ইনফ্লুয়েন্সারদের নিয়ে বিশ্বের প্রথম সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ীর মুকুট অর্জন করেছেন কেনজা লাইলি নামে মরক্কোর ইনফ্লুয়েন্সার। এই শিরোপার সঙ্গে ২০ হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছে লাইলি।
এআই দিয়ে বিভিন্ন একটি অ্যাভাটার তৈরি করে থাকে প্রযুক্তি কোম্পানি। কৃত্রিম মডেলগুলো ছবি দেখতে একদম বাস্তব বলে মনে হয়। এদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট থাকে। এআই ইনফ্লুয়েন্সারদের একেকজনের একেক বৈশিষ্ট্য থাকে। বিভিন্ন কাল্পনিক প্রেক্ষাপট জুড়ে দিয়ে তাদের ছবি অ্যাকাউন্টগুলোতে নিয়মিতভাবে পোস্ট করা হয়। এসব অ্যাকাউন্টের হাজার হাজার ফলোয়ার রয়েছে। বিশেষ করে ইনস্টাগ্রামে এই ধরনের ইনফ্লুয়েন্সাররা জনপ্রিয়। এমনই এআই ইনফ্লুয়েন্সাদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিজয়ী কেনজা লাইলি একজন অ্যাকটিভিস্ট ও ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার। মরক্কোর প্রথম ভার্চ্যুয়াল ইনফ্লুয়েন্সার হলো লাইলি। নিজের কনটেন্টের মাধ্যমে লাইলি মরক্কোর ঐতিহ্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চায়। এ ছাড়া বিভিন্ন খাবার, সংস্কৃতি, ফ্যাশন ও সৌন্দর্য বিষয়ে পোস্ট করে লাইলি। খুব দ্রুতই এই এআই জনপ্রিয়তা পায়। প্রায় ১ হাজার ৫০০ প্রতিযোগীকে পেছনে ফেলে পুরস্কৃত হয়েছে এই এআই।
শিরোপা জয়ের পর লাইলি বলেন, শিক্ষা ও ইতিবাচক উদাহরণের মাধ্যমে আমরা সমাজে এআইয়ের ভূমিকা সম্পর্কে আরও সচেতন ও আশাবাদী দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারি। মরক্কোর হয়ে এই পুরস্কার জিততে পেরে আমিও গর্বিত!’
গত এপ্রিলে ‘মিস এআই’ প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেয় অনলাইন প্ল্যাটফর্ম ‘ফ্যানভু’। এই প্রতিযোগিতা এআই দিয়ে তৈরি অ্যাভাটারের নাম নিবন্ধন করেছিল বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এআই ইনফ্লুয়েন্সারের চেহারা, আচরণ, অনলাইন উপস্থিতি ও প্রভাবের মতো বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে সেরা সুন্দরী নির্বাচন করা হয়। পর্যায়ক্রমে শীর্ষ সুন্দরী এআইদের বাছাই করা হয়। এর আগে শীর্ষ দশজনের নাম প্রকাশ করা হয়েছিল। এই তালিকায় বাংলাদেশি এআই ইনফ্লুয়েন্সার এলিজা খানও ছিল।
এ ছাড়া রানার্সআপ হয়েছে ফ্রান্সের লালিনা ভালিনা ও পর্তুগালের অলিভিয়া সি।
তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি ইনফ্লুয়েন্সারদের নিয়ে বিশ্বের প্রথম সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ীর মুকুট অর্জন করেছেন কেনজা লাইলি নামে মরক্কোর ইনফ্লুয়েন্সার। এই শিরোপার সঙ্গে ২০ হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছে লাইলি।
এআই দিয়ে বিভিন্ন একটি অ্যাভাটার তৈরি করে থাকে প্রযুক্তি কোম্পানি। কৃত্রিম মডেলগুলো ছবি দেখতে একদম বাস্তব বলে মনে হয়। এদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট থাকে। এআই ইনফ্লুয়েন্সারদের একেকজনের একেক বৈশিষ্ট্য থাকে। বিভিন্ন কাল্পনিক প্রেক্ষাপট জুড়ে দিয়ে তাদের ছবি অ্যাকাউন্টগুলোতে নিয়মিতভাবে পোস্ট করা হয়। এসব অ্যাকাউন্টের হাজার হাজার ফলোয়ার রয়েছে। বিশেষ করে ইনস্টাগ্রামে এই ধরনের ইনফ্লুয়েন্সাররা জনপ্রিয়। এমনই এআই ইনফ্লুয়েন্সাদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিজয়ী কেনজা লাইলি একজন অ্যাকটিভিস্ট ও ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার। মরক্কোর প্রথম ভার্চ্যুয়াল ইনফ্লুয়েন্সার হলো লাইলি। নিজের কনটেন্টের মাধ্যমে লাইলি মরক্কোর ঐতিহ্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চায়। এ ছাড়া বিভিন্ন খাবার, সংস্কৃতি, ফ্যাশন ও সৌন্দর্য বিষয়ে পোস্ট করে লাইলি। খুব দ্রুতই এই এআই জনপ্রিয়তা পায়। প্রায় ১ হাজার ৫০০ প্রতিযোগীকে পেছনে ফেলে পুরস্কৃত হয়েছে এই এআই।
শিরোপা জয়ের পর লাইলি বলেন, শিক্ষা ও ইতিবাচক উদাহরণের মাধ্যমে আমরা সমাজে এআইয়ের ভূমিকা সম্পর্কে আরও সচেতন ও আশাবাদী দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারি। মরক্কোর হয়ে এই পুরস্কার জিততে পেরে আমিও গর্বিত!’
গত এপ্রিলে ‘মিস এআই’ প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেয় অনলাইন প্ল্যাটফর্ম ‘ফ্যানভু’। এই প্রতিযোগিতা এআই দিয়ে তৈরি অ্যাভাটারের নাম নিবন্ধন করেছিল বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এআই ইনফ্লুয়েন্সারের চেহারা, আচরণ, অনলাইন উপস্থিতি ও প্রভাবের মতো বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে সেরা সুন্দরী নির্বাচন করা হয়। পর্যায়ক্রমে শীর্ষ সুন্দরী এআইদের বাছাই করা হয়। এর আগে শীর্ষ দশজনের নাম প্রকাশ করা হয়েছিল। এই তালিকায় বাংলাদেশি এআই ইনফ্লুয়েন্সার এলিজা খানও ছিল।
এ ছাড়া রানার্সআপ হয়েছে ফ্রান্সের লালিনা ভালিনা ও পর্তুগালের অলিভিয়া সি।
তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগে