অনলাইন ডেস্ক
যাঁরা রাজনৈতিক উদ্দেশ্যে অ্যাকাউন্ট খুলতে চান, তাঁদের জন্য এখন থেকে ‘বাধ্যতামূলক যাচাইকরণ’ চালু করবে বলে জানিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম টিকটক। সেই সঙ্গে প্ল্যাটফর্মটিতে সব ধরনের রাজনৈতিক তহবিল সংগ্রহও নিষিদ্ধ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। টিকটক কর্তৃপক্ষ বলেছে, আপাতত এই ফিচার যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এই পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রের লাখ লাখ টিকটক ব্যবহারকারীর সঙ্গে রাজনৈতিক কনটেন্টের সংযোগের ধরনে প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত বুধবার টিকটক তাদের একটি ব্লগ পোস্টে জানিয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে খোলা অ্যাকাউন্টগুলোর যাচাইকরণ প্রক্রিয়া তারা শুরু করেছে এবং এই প্রক্রিয়া সব রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের জন্য বাধ্যতামূলক করা হবে।
এদিকে টিকটকের মাধ্যমে রাজনৈতিক তহবিল সংগ্রহের নিষেধাজ্ঞার প্রক্রিয়াটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুরু করা হবে বলেও জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ।
এ ব্যাপারে টিকটক জানিয়েছে, এসব পরিবর্তনের ফলে রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলো টিকটক ব্যবহারকারীদের কাছে অনুদানের জন্য অনুরোধ করতে বা তাদের তহবিল সংগ্রহের ওয়েবসাইটের বিজ্ঞাপন প্রচার করতে পারবে না।
টিকটকের গ্লোবাল বিজনেস সলিউশনের প্রেসিডেন্ট ব্লেক চ্যান্ডলি বলেছেন, ‘রাজনৈতিক অ্যাকাউন্টগুলোকে গিফটিং, টিপিং বা ই-কমার্সের মতো ফিচারের এক্সেস দেওয়া হবে না।
ইতিমধ্যে টিকটক তাদের নীতিমালা অনুযায়ী রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে। তবে এই নিয়ম আরও কার্যকর করার জন্য প্ল্যাটফর্মটি থেকে রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোর অ্যাকাউন্ট থেকে সমস্ত বিজ্ঞাপন সম্পূর্ণরূপে সরিয়ে ফেলা হবে বলে জানা গেছে।
ভোটারদের কাছে প্রচারণা পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে টিকটক ইতিমধ্যে টিম রায়ান, সিনেটর বার্নি স্যান্ডার্স এবং এড মার্কির মতো রাজনীতিবিদদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
যাঁরা রাজনৈতিক উদ্দেশ্যে অ্যাকাউন্ট খুলতে চান, তাঁদের জন্য এখন থেকে ‘বাধ্যতামূলক যাচাইকরণ’ চালু করবে বলে জানিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম টিকটক। সেই সঙ্গে প্ল্যাটফর্মটিতে সব ধরনের রাজনৈতিক তহবিল সংগ্রহও নিষিদ্ধ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। টিকটক কর্তৃপক্ষ বলেছে, আপাতত এই ফিচার যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এই পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রের লাখ লাখ টিকটক ব্যবহারকারীর সঙ্গে রাজনৈতিক কনটেন্টের সংযোগের ধরনে প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত বুধবার টিকটক তাদের একটি ব্লগ পোস্টে জানিয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে খোলা অ্যাকাউন্টগুলোর যাচাইকরণ প্রক্রিয়া তারা শুরু করেছে এবং এই প্রক্রিয়া সব রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের জন্য বাধ্যতামূলক করা হবে।
এদিকে টিকটকের মাধ্যমে রাজনৈতিক তহবিল সংগ্রহের নিষেধাজ্ঞার প্রক্রিয়াটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুরু করা হবে বলেও জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ।
এ ব্যাপারে টিকটক জানিয়েছে, এসব পরিবর্তনের ফলে রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলো টিকটক ব্যবহারকারীদের কাছে অনুদানের জন্য অনুরোধ করতে বা তাদের তহবিল সংগ্রহের ওয়েবসাইটের বিজ্ঞাপন প্রচার করতে পারবে না।
টিকটকের গ্লোবাল বিজনেস সলিউশনের প্রেসিডেন্ট ব্লেক চ্যান্ডলি বলেছেন, ‘রাজনৈতিক অ্যাকাউন্টগুলোকে গিফটিং, টিপিং বা ই-কমার্সের মতো ফিচারের এক্সেস দেওয়া হবে না।
ইতিমধ্যে টিকটক তাদের নীতিমালা অনুযায়ী রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে। তবে এই নিয়ম আরও কার্যকর করার জন্য প্ল্যাটফর্মটি থেকে রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোর অ্যাকাউন্ট থেকে সমস্ত বিজ্ঞাপন সম্পূর্ণরূপে সরিয়ে ফেলা হবে বলে জানা গেছে।
ভোটারদের কাছে প্রচারণা পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে টিকটক ইতিমধ্যে টিম রায়ান, সিনেটর বার্নি স্যান্ডার্স এবং এড মার্কির মতো রাজনীতিবিদদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১৬ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১৮ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১৯ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১ দিন আগে