অনলাইন ডেস্ক
কোনো পোস্ট বেশি মানুষের কাছে পৌঁছানো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ জন্য হ্যাশট্যাগ ব্যবহার করে থাকেন অনেকে। একটি নির্দিষ্ট বিষয় বা ট্রেন্ডকে চিহ্নিত করতে বিভিন্ন পোস্টে এই বিশেষ চিহ্ন (#) যুক্ত করা হয়। বিশেষ করে, ব্যবসায়িক প্রেক্ষাপটে হ্যাশট্যাগের মাধ্যমে বিভিন্ন পণ্য বা সেবার প্রচারণা খুব সহজে করা যায়।
হ্যাশট্যাগ কী
২০১৩ সালে ফেসবুকে প্রথম হ্যাশট্যাগ ফিচার চালু করা হয়। হ্যাশট্যাগ হলো—একটি শব্দ বা বাক্যাংশ যা, ‘#’ চিহ্নের সঙ্গে যুক্ত থাকে। এটি সাধারণত একটি নির্দিষ্ট বিষয় বা ট্রেন্ডের সঙ্গে সম্পর্কিত পোস্টগুলোকে এক জায়গায় সংযুক্ত করে। উদাহরণস্বরূপ, #love, #fashion, #বাংলাদেশ, #গ্রীষ্মকাল ইত্যাদি।
ফেসবুকে হ্যাশট্যাগ ব্যবহার করবেন যেভাবে
হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার পোস্টটি সহজে খুঁজে পাওয়া যায়। এদিকে সহজেই বিশেষ বিষয়ের সঙ্গে সম্পর্কিত কনটেন্ট খুঁজে পেতে পারেন ব্যবহারকারীরা।
প্রাসঙ্গিক, জনপ্রিয় ও ব্র্যান্ড বা শিল্পনির্দিষ্ট হ্যাশট্যাগের মিশ্রণ ব্যবহার করলে আপনার কনটেন্টটি ব্যবহারকারীরা সহজে খুঁজে পাবে। এর মাধ্যমে আপনার পরিচিত মানুষের বাইরে অন্য ব্যক্তিদের কাছে কনটেন্ট পৌঁছে দেওয়া যায়। এ ছাড়া ট্রেন্ডিং হ্যাশট্যাগের সঙ্গে মিলিয়ে পোস্ট করা আপনার কনটেন্টের ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়ায়।
ফেসবুকে হ্যাশট্যাগ অনলাইনে কমিউনিটি তৈরি ও ব্যবহারকারীদের মধ্যে একটি সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। এটি ব্যবহারকারীদের বিশেষ কোনো বিষয় নিয়ে আলোচনায় উৎসাহিত করে।
এ ছাড়া হ্যাশট্যাগ ব্র্যান্ডের বার্তা ও মূল্যবোধের সঙ্গে সম্ভাব্য গ্রাহকদের আরও গভীরভাবে সংযুক্ত করতে সাহায্য করবে। অতএব হ্যাশট্যাগ শুধু সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি ব্র্যান্ডের পরিচিতি ও কমিউনিটি তৈরির ক্ষেত্রেও কার্যকরী একটি কৌশল।
ফেসবুকে হ্যাশট্যাগ তৈরি করবেন যেভাবে
১. ফেসবুক চালু করুন। পোস্ট লেখার জায়গায় প্রথমে # চিহ্নটি টাইপ করুন (এটিকে হ্যাশ বা সাইন বলা হয়)।
২. তারপর আপনার পোস্টের বিষয়বস্তু বা উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কিত প্রথম শব্দটি টাইপ করুন। উদাহরণস্বরূপ, যদি আপনি একটি গ্রীষ্মকালীন ফ্যাশন সম্পর্কে পোস্ট করেন, #SummerStyle বা #FashionTips টাইপ করতে পারেন।
৩. হ্যাশট্যাগ চিহ্ন দিয়ে লিখতে শুরু করলে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে সঠিক হ্যাশট্যাগগুলো চিনে নেবে এবং সম্পর্কিত ও ট্রেন্ডিং হ্যাশট্যাগগুলোর তালিকা দেখাবে।
৪. এই তালিকা থেকে আপনার পোস্টের সঙ্গে সম্পর্কিত হ্যাশট্যাগের ওপর ট্যাপ হবে। এভাবে কাঙ্ক্ষিত হ্যাশট্যাগ পোস্টের সঙ্গে যুক্ত হবে।
৫. প্রাসঙ্গিক হ্যাশট্যাগগুলো যোগ করার পর লেখাটি পোস্ট করুন।
হ্যাশট্যাগের ব্যবহারের ক্ষেত্রে যেসব বিষয়ে লক্ষ্য রাখতে হবে
১. প্রাসঙ্গিক হ্যাশট্যাগ নির্বাচন: আপনার পোস্টের বিষয়বস্তু বা উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কিত হ্যাশট্যাগ নির্বাচন করুন। ভুল বা অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করলে পোস্টের কার্যকারিতা কমে যেতে পারে।
২. বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না: অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার পোস্টের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। সাধারণত ৩-৫টি হ্যাশট্যাগ যথেষ্ট।
৩. হ্যাশট্যাগের মাধ্যমে ট্রেন্ডিং বিষয় অনুসরণ করুন: বর্তমান জনপ্রিয় বা ট্রেন্ডিং বিষয়গুলোর সঙ্গে সম্পর্কিত হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার পোস্টের অঙ্গীকার বাড়তে পারে।
৪. ব্র্যান্ডের জন্য কাস্টম হ্যাশট্যাগ তৈরি: যদি আপনি কোনো ব্র্যান্ড বা প্রোডাক্ট প্রচার করেন, তবে একটি বিশেষ কাস্টম হ্যাশট্যাগ তৈরি করুন। হ্যাশট্যাগটি আপনার ব্র্যান্ডের সঙ্গে সম্পর্কিত রাখলে ভালো। এটি আপনার ব্র্যান্ডের পরিচিতি বাড়াতে সাহায্য করবে।
কোনো পোস্ট বেশি মানুষের কাছে পৌঁছানো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ জন্য হ্যাশট্যাগ ব্যবহার করে থাকেন অনেকে। একটি নির্দিষ্ট বিষয় বা ট্রেন্ডকে চিহ্নিত করতে বিভিন্ন পোস্টে এই বিশেষ চিহ্ন (#) যুক্ত করা হয়। বিশেষ করে, ব্যবসায়িক প্রেক্ষাপটে হ্যাশট্যাগের মাধ্যমে বিভিন্ন পণ্য বা সেবার প্রচারণা খুব সহজে করা যায়।
হ্যাশট্যাগ কী
২০১৩ সালে ফেসবুকে প্রথম হ্যাশট্যাগ ফিচার চালু করা হয়। হ্যাশট্যাগ হলো—একটি শব্দ বা বাক্যাংশ যা, ‘#’ চিহ্নের সঙ্গে যুক্ত থাকে। এটি সাধারণত একটি নির্দিষ্ট বিষয় বা ট্রেন্ডের সঙ্গে সম্পর্কিত পোস্টগুলোকে এক জায়গায় সংযুক্ত করে। উদাহরণস্বরূপ, #love, #fashion, #বাংলাদেশ, #গ্রীষ্মকাল ইত্যাদি।
ফেসবুকে হ্যাশট্যাগ ব্যবহার করবেন যেভাবে
হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার পোস্টটি সহজে খুঁজে পাওয়া যায়। এদিকে সহজেই বিশেষ বিষয়ের সঙ্গে সম্পর্কিত কনটেন্ট খুঁজে পেতে পারেন ব্যবহারকারীরা।
প্রাসঙ্গিক, জনপ্রিয় ও ব্র্যান্ড বা শিল্পনির্দিষ্ট হ্যাশট্যাগের মিশ্রণ ব্যবহার করলে আপনার কনটেন্টটি ব্যবহারকারীরা সহজে খুঁজে পাবে। এর মাধ্যমে আপনার পরিচিত মানুষের বাইরে অন্য ব্যক্তিদের কাছে কনটেন্ট পৌঁছে দেওয়া যায়। এ ছাড়া ট্রেন্ডিং হ্যাশট্যাগের সঙ্গে মিলিয়ে পোস্ট করা আপনার কনটেন্টের ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়ায়।
ফেসবুকে হ্যাশট্যাগ অনলাইনে কমিউনিটি তৈরি ও ব্যবহারকারীদের মধ্যে একটি সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। এটি ব্যবহারকারীদের বিশেষ কোনো বিষয় নিয়ে আলোচনায় উৎসাহিত করে।
এ ছাড়া হ্যাশট্যাগ ব্র্যান্ডের বার্তা ও মূল্যবোধের সঙ্গে সম্ভাব্য গ্রাহকদের আরও গভীরভাবে সংযুক্ত করতে সাহায্য করবে। অতএব হ্যাশট্যাগ শুধু সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি ব্র্যান্ডের পরিচিতি ও কমিউনিটি তৈরির ক্ষেত্রেও কার্যকরী একটি কৌশল।
ফেসবুকে হ্যাশট্যাগ তৈরি করবেন যেভাবে
১. ফেসবুক চালু করুন। পোস্ট লেখার জায়গায় প্রথমে # চিহ্নটি টাইপ করুন (এটিকে হ্যাশ বা সাইন বলা হয়)।
২. তারপর আপনার পোস্টের বিষয়বস্তু বা উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কিত প্রথম শব্দটি টাইপ করুন। উদাহরণস্বরূপ, যদি আপনি একটি গ্রীষ্মকালীন ফ্যাশন সম্পর্কে পোস্ট করেন, #SummerStyle বা #FashionTips টাইপ করতে পারেন।
৩. হ্যাশট্যাগ চিহ্ন দিয়ে লিখতে শুরু করলে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে সঠিক হ্যাশট্যাগগুলো চিনে নেবে এবং সম্পর্কিত ও ট্রেন্ডিং হ্যাশট্যাগগুলোর তালিকা দেখাবে।
৪. এই তালিকা থেকে আপনার পোস্টের সঙ্গে সম্পর্কিত হ্যাশট্যাগের ওপর ট্যাপ হবে। এভাবে কাঙ্ক্ষিত হ্যাশট্যাগ পোস্টের সঙ্গে যুক্ত হবে।
৫. প্রাসঙ্গিক হ্যাশট্যাগগুলো যোগ করার পর লেখাটি পোস্ট করুন।
হ্যাশট্যাগের ব্যবহারের ক্ষেত্রে যেসব বিষয়ে লক্ষ্য রাখতে হবে
১. প্রাসঙ্গিক হ্যাশট্যাগ নির্বাচন: আপনার পোস্টের বিষয়বস্তু বা উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কিত হ্যাশট্যাগ নির্বাচন করুন। ভুল বা অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করলে পোস্টের কার্যকারিতা কমে যেতে পারে।
২. বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না: অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার পোস্টের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। সাধারণত ৩-৫টি হ্যাশট্যাগ যথেষ্ট।
৩. হ্যাশট্যাগের মাধ্যমে ট্রেন্ডিং বিষয় অনুসরণ করুন: বর্তমান জনপ্রিয় বা ট্রেন্ডিং বিষয়গুলোর সঙ্গে সম্পর্কিত হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার পোস্টের অঙ্গীকার বাড়তে পারে।
৪. ব্র্যান্ডের জন্য কাস্টম হ্যাশট্যাগ তৈরি: যদি আপনি কোনো ব্র্যান্ড বা প্রোডাক্ট প্রচার করেন, তবে একটি বিশেষ কাস্টম হ্যাশট্যাগ তৈরি করুন। হ্যাশট্যাগটি আপনার ব্র্যান্ডের সঙ্গে সম্পর্কিত রাখলে ভালো। এটি আপনার ব্র্যান্ডের পরিচিতি বাড়াতে সাহায্য করবে।
এক্সএআই এবং এক্স ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির কিছু নির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়, যেমন: বিনিয়োগকারীরা এই শেয়ার স্থানান্তর অনুমোদন করেছে কিনা বা বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে ইত্যাদি বিষয় অস্পষ্ট।
১০ ঘণ্টা আগেফেসবুক স্টোরি একধরনের সাময়িক পোস্ট। এই ধরনের পোস্ট ২৪ ঘণ্টা ধরে দেখা যায় এবং পরে অদৃশ্য হয়ে যায়। তবে এগুলো একেবারেই ফেসবুক থেকে হারিয়ে যায় না। এগুলো আর্কাইভ নামের এক ফোল্ডারে থাকে। এই ফোল্ডারে সব স্টোরি একই সঙ্গে পাওয়া যায়।
১৮ ঘণ্টা আগেগুগল তাদের সার্চ, ম্যাপস এবং জেমিনিতে বেশ কিছু নতুন ফিচার চালু করছে। ব্যবহারকারীর ছুটির পরিকল্পনা করতে এগুলো সাহায্য করবে। এসব নতুন ফিচার অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। ব্যবহারকারীরা আগে যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি থেকে ছুটির পরিকল্পনা তৈরি করতে অভ্যস্ত ছিলেন, তেমনি গুগলের টুলগুলো
১ দিন আগেওপেনএআইয়ের এর চ্যাটজিপিটি-এর নতুন ইমেজ জেনারেটর চালু হওয়ার পর স্টুডিও জিবলি স্টাইলে তৈরি হওয়া ছবি তুমুল ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই জাপানি অ্যানিমেশন স্টুডিওটি স্পিরিটেড অ্যাওয়ে, মাইনেইবোর টোটোরো, প্রিন্সেস মনোনোকে, হাওলস মুভিং কাসল মতো ক্লাসিক কিছু মুভির জন্য জনপ্রিয়। চ্যাটজিপিটির
১ দিন আগে