অনলাইন ডেস্ক
বাড়ির নিরাপত্তার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নতুন এক উচ্চতায় পৌঁছাচ্ছে। এবার কোনো চাবি ছাড়াই নিজের চেহারা দিয়েই বাড়ির দরজা খোলা যাবে। এ জন্য স্মার্ট ডোরবেল ক্যামেরা প্রযুক্তি নিয়ে কাজ করছে অ্যাপল। এর মাধ্যমে ফেস আইডি দিয়ে দরজা তালা খোলা বা লাগানো যাবে। ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান এসব তথ্য জানিয়েছে।
গুরম্যান তার সাপ্তাহিক নিউজলেটারে জানিয়েছেন, ২০২৫ সালের শেষ নাগাদ ডিভাইসটি উন্মোচনের সম্ভাবনা রয়েছে এবং সিকিউরিটি ডিভাইস ব্যবহারের পদ্ধতি পরিবর্তন করতে পারবে।
মার্ক গুরম্যান আরও বলেন, স্মার্ট ডোরবেলটি আইফোনের ফেস আইডির মতো কাজ করবে এবং এটি বাসিন্দাদের শনাক্ত করার পর স্বয়ংক্রিয়ভাবে দরজা আনলক করবে।
স্মার্ট ডোরবেলটি কাজ করবে যেভাবে
অ্যাপলের নতুন স্মার্ট ডোরবেলটি চলতি ফেস আইডি প্রযুক্তি অবলম্বন করবে, যা ইতিমধ্যেই আইফোনসহ অ্যাপলের অন্যান্য ডিভাইসে ব্যবহৃত হচ্ছে। এর ক্যামেরাটি আপনার মুখের ছবি তুলবে ও মুখ শনাক্ত করবে। ফলে সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ঘরের দরজা খুলে যাবে।
প্রতিটি ডিভাইসে গোপনীয়তার বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে নেয় অ্যাপল এবং এই স্মার্ট ডোরবেলেও সেই প্রতিশ্রুতি বজায় রাখা হবে। সিকিউর এনক্লেভ চিপের মাধ্যমে সমস্ত বায়োমেট্রিক তথ্য প্রক্রিয়া ও সংরক্ষণ করা হবে, যা শুধুমাত্র ডিভাইসের মধ্যে থাকবে এবং কোনো বাইরের সার্ভারে যাবে না। এটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিত করবে।
মার্ক গুরম্যান মনে করেন, এই ডোরবেলটি আগে থেকেই অ্যাপল ইকোসিস্টেমে থাকা ব্যবহারকারীদের সুবিধার জন্য তৃতীয় পক্ষের হোমকিট স্মার্ট লকগুলোর সঙ্গে কাজ করতে পারে। এতে করে ব্যবহারকারীরা তাদের বর্তমান সিস্টেমের সঙ্গে সহজেই এটি সংযুক্ত করতে পারবেন। আবার, অ্যাপল একটি স্মার্ট লক কোম্পানির সঙ্গে কাজ করে একটি পুরো সিস্টেম লঞ্চ করার পরিকল্পনাও করতে পারে। ডিভাইসটি সম্ভবত অ্যাপলের নিজস্ব ‘প্রোক্সিমা’ চিপ ব্যবহার করবে, যা একটি হাইব্রিড ওয়াইফাই এবং ব্লুটুথ প্রযুক্তি। এই প্রযুক্তি পরবর্তী হোমপড এবং অ্যাপল টিভি ডিভাইসগুলোতেও ব্যবহৃত হতে পারে, এমনটিও শোনা যাচ্ছে।
স্মার্ট ডোরবেলটি অ্যাপলের একটি বড় প্রকল্পের অংশ, যার লক্ষ্য হলো অ্যাপল ইন্টিলেজেন্স-এর আওতায় তার স্মার্ট হোম ইকোসিস্টেমকে বিস্তৃত করা। ডোরবেলের বাইরেও কোম্পানিটি আরও বেশ কিছু উদ্ভাবনী স্মার্ট হোম পণ্য তৈরি করছে। এর মধ্যে একটি নতুন স্মার্ট হোম হাব রয়েছে, যা ৬ ইঞ্চি ডিসপ্লে দিয়ে ডিভাইস নিয়ন্ত্রণ, ফেসটাইম কল এবং ভিডিও প্লেব্যাক করার সুবিধা দেবে। এ ছাড়া একটি সিকিউরিটি ক্যামেরাও তৈরি করছে অ্যাপল, যা হাবের সঙ্গে সংযুক্ত হবে। এ ছাড়া গোপনীয়তাভিত্তিক ফিচারগুলো তার পণ্যগুলোতে আরও ভালোভাবে একীভূত করবে কোম্পানিটি।
ফেস আইডি সংবলিত ডোরবেলটি আমাজনের রিংয়ের মতো প্রতিষ্ঠিত প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা করতে চায়। সেখানে এটি কিছু নিরাপত্তা উদ্বেগও সৃষ্টি করেছে। সমালোচকেরা বলেন, যেকোনো ধরনের ত্রুটি বা সিস্টেমের দুর্বলতা থাকলে অযাচিত ব্যক্তিরা বাড়িতে অনধিকার প্রবেশ করতে পারে, যা বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে। তবে অ্যাপল দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীর গোপনীয়তার বিষয়টি অগ্রাধিকার দেয়ার জন্য পরিচিত এবং এই দিকটি কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা হতে পারে।
ডোরবেল ক্যামেরাটি এখনো প্রাথমিক উন্নয়নে পর্যায়ে রয়েছে। এর চূড়ান্ত ফিচার এবং উন্মোচনের তারিখ এখনো অনিশ্চিত। এই ডিভাইসটি অ্যাপল ব্যবহারকারীদের জন্য নতুন এক স্তরের সুবিধা এবং নিরাপত্তা নিয়ে আসতে পারে। পাশাপাশি কোম্পানির বৃহত্তর ইকোসিস্টেমের সঙ্গে সহজভাবে একীভূত হবে।
অ্যাপলের স্মার্ট হোমের ইকোসিস্টেম শুধুমাত্র ডোরবেল পর্যন্ত সীমাবদ্ধ হবে না। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, কোম্পানি অন্যান্য উদ্ভাবনও অন্বেষণ করছে, যেমন একটি আইপ্যাডের মতো স্মার্ট ডিসপ্লে, যা ম্যাগনেটিকভাবে (চুম্বকীয় ক্ষমতা ব্যবহার করে) দেয়ালে বা স্পিকার বেসে যুক্ত হতে পারে এবং এমনকি একটি রোবোটিক বাহুতে যুক্ত করা স্মার্ট ডিসপ্লেও তৈরি করতে পারে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
বাড়ির নিরাপত্তার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নতুন এক উচ্চতায় পৌঁছাচ্ছে। এবার কোনো চাবি ছাড়াই নিজের চেহারা দিয়েই বাড়ির দরজা খোলা যাবে। এ জন্য স্মার্ট ডোরবেল ক্যামেরা প্রযুক্তি নিয়ে কাজ করছে অ্যাপল। এর মাধ্যমে ফেস আইডি দিয়ে দরজা তালা খোলা বা লাগানো যাবে। ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান এসব তথ্য জানিয়েছে।
গুরম্যান তার সাপ্তাহিক নিউজলেটারে জানিয়েছেন, ২০২৫ সালের শেষ নাগাদ ডিভাইসটি উন্মোচনের সম্ভাবনা রয়েছে এবং সিকিউরিটি ডিভাইস ব্যবহারের পদ্ধতি পরিবর্তন করতে পারবে।
মার্ক গুরম্যান আরও বলেন, স্মার্ট ডোরবেলটি আইফোনের ফেস আইডির মতো কাজ করবে এবং এটি বাসিন্দাদের শনাক্ত করার পর স্বয়ংক্রিয়ভাবে দরজা আনলক করবে।
স্মার্ট ডোরবেলটি কাজ করবে যেভাবে
অ্যাপলের নতুন স্মার্ট ডোরবেলটি চলতি ফেস আইডি প্রযুক্তি অবলম্বন করবে, যা ইতিমধ্যেই আইফোনসহ অ্যাপলের অন্যান্য ডিভাইসে ব্যবহৃত হচ্ছে। এর ক্যামেরাটি আপনার মুখের ছবি তুলবে ও মুখ শনাক্ত করবে। ফলে সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ঘরের দরজা খুলে যাবে।
প্রতিটি ডিভাইসে গোপনীয়তার বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে নেয় অ্যাপল এবং এই স্মার্ট ডোরবেলেও সেই প্রতিশ্রুতি বজায় রাখা হবে। সিকিউর এনক্লেভ চিপের মাধ্যমে সমস্ত বায়োমেট্রিক তথ্য প্রক্রিয়া ও সংরক্ষণ করা হবে, যা শুধুমাত্র ডিভাইসের মধ্যে থাকবে এবং কোনো বাইরের সার্ভারে যাবে না। এটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিত করবে।
মার্ক গুরম্যান মনে করেন, এই ডোরবেলটি আগে থেকেই অ্যাপল ইকোসিস্টেমে থাকা ব্যবহারকারীদের সুবিধার জন্য তৃতীয় পক্ষের হোমকিট স্মার্ট লকগুলোর সঙ্গে কাজ করতে পারে। এতে করে ব্যবহারকারীরা তাদের বর্তমান সিস্টেমের সঙ্গে সহজেই এটি সংযুক্ত করতে পারবেন। আবার, অ্যাপল একটি স্মার্ট লক কোম্পানির সঙ্গে কাজ করে একটি পুরো সিস্টেম লঞ্চ করার পরিকল্পনাও করতে পারে। ডিভাইসটি সম্ভবত অ্যাপলের নিজস্ব ‘প্রোক্সিমা’ চিপ ব্যবহার করবে, যা একটি হাইব্রিড ওয়াইফাই এবং ব্লুটুথ প্রযুক্তি। এই প্রযুক্তি পরবর্তী হোমপড এবং অ্যাপল টিভি ডিভাইসগুলোতেও ব্যবহৃত হতে পারে, এমনটিও শোনা যাচ্ছে।
স্মার্ট ডোরবেলটি অ্যাপলের একটি বড় প্রকল্পের অংশ, যার লক্ষ্য হলো অ্যাপল ইন্টিলেজেন্স-এর আওতায় তার স্মার্ট হোম ইকোসিস্টেমকে বিস্তৃত করা। ডোরবেলের বাইরেও কোম্পানিটি আরও বেশ কিছু উদ্ভাবনী স্মার্ট হোম পণ্য তৈরি করছে। এর মধ্যে একটি নতুন স্মার্ট হোম হাব রয়েছে, যা ৬ ইঞ্চি ডিসপ্লে দিয়ে ডিভাইস নিয়ন্ত্রণ, ফেসটাইম কল এবং ভিডিও প্লেব্যাক করার সুবিধা দেবে। এ ছাড়া একটি সিকিউরিটি ক্যামেরাও তৈরি করছে অ্যাপল, যা হাবের সঙ্গে সংযুক্ত হবে। এ ছাড়া গোপনীয়তাভিত্তিক ফিচারগুলো তার পণ্যগুলোতে আরও ভালোভাবে একীভূত করবে কোম্পানিটি।
ফেস আইডি সংবলিত ডোরবেলটি আমাজনের রিংয়ের মতো প্রতিষ্ঠিত প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা করতে চায়। সেখানে এটি কিছু নিরাপত্তা উদ্বেগও সৃষ্টি করেছে। সমালোচকেরা বলেন, যেকোনো ধরনের ত্রুটি বা সিস্টেমের দুর্বলতা থাকলে অযাচিত ব্যক্তিরা বাড়িতে অনধিকার প্রবেশ করতে পারে, যা বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে। তবে অ্যাপল দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীর গোপনীয়তার বিষয়টি অগ্রাধিকার দেয়ার জন্য পরিচিত এবং এই দিকটি কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা হতে পারে।
ডোরবেল ক্যামেরাটি এখনো প্রাথমিক উন্নয়নে পর্যায়ে রয়েছে। এর চূড়ান্ত ফিচার এবং উন্মোচনের তারিখ এখনো অনিশ্চিত। এই ডিভাইসটি অ্যাপল ব্যবহারকারীদের জন্য নতুন এক স্তরের সুবিধা এবং নিরাপত্তা নিয়ে আসতে পারে। পাশাপাশি কোম্পানির বৃহত্তর ইকোসিস্টেমের সঙ্গে সহজভাবে একীভূত হবে।
অ্যাপলের স্মার্ট হোমের ইকোসিস্টেম শুধুমাত্র ডোরবেল পর্যন্ত সীমাবদ্ধ হবে না। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, কোম্পানি অন্যান্য উদ্ভাবনও অন্বেষণ করছে, যেমন একটি আইপ্যাডের মতো স্মার্ট ডিসপ্লে, যা ম্যাগনেটিকভাবে (চুম্বকীয় ক্ষমতা ব্যবহার করে) দেয়ালে বা স্পিকার বেসে যুক্ত হতে পারে এবং এমনকি একটি রোবোটিক বাহুতে যুক্ত করা স্মার্ট ডিসপ্লেও তৈরি করতে পারে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত সিনিয়র পলিসি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণনকে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর একটি পোস্টে এই ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২০ মিনিট আগেকম্পিউটার বা ল্যাপটপে ইউএসবি পোর্টের সারি দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে যায়। এসব ডিভাইসে কিছু কালো, কিছু নীল এমনকি অন্যান্য রঙেরও পোর্ট দেখা যায়। তবে এই রংগুলোর কোনো বিশেষত্ব রয়েছে, নাকি নির্মাতারা শুধু সুন্দর দেখানোর জন্য এগুলো যুক্ত করেছে–এমন প্রশ্ন মনে আসতেই পারে। নতুন পিসি কিনলে সাধারণত এমন কোনো...
৩ ঘণ্টা আগেশিশুদের ক্ষতিকর অনলাইন কনটেন্ট থেকে রক্ষা করতে ব্যর্থ হলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে তাদের বৈশ্বিক রাজস্বের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে—যা মেটার (ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানা প্রতিষ্ঠান) জন্য ১০ বিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫০ হাজার কোটি টাকা প্রায়)। একই সঙ্গে এই
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট গুগলকে অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা আইন লঙ্ঘন করার জন্য কোম্পানিটিকে দোষী সাব্যস্ত করার প্রস্তুতি নিচ্ছে জাপানের প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জাপানি গণমাধ্যম নিক্কেই এশিয়া এসব তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগে