অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের পছন্দের যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ও সহজে একে অপরের সঙ্গে যোগাযোগ করা যায়। এর অনেক ফিচারের মধ্যে ‘ভিউ ওয়ান্স’ ফিচারটি বেশ জনপ্রিয়। তবে সম্প্রতি, আইফোনের ক্ষেত্রে এই ফিচারে একটি ত্রুটি দেখা গেছে, যা ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলছে।
ভিউ ওয়ান্স ফিচার কি
ভিউ ওয়ান্স ফিচারের মাধ্যমে পাঠানো ছবি, ভিডিও ও ভয়েস মেসেজের মতো মিডিয়া প্রাপক একবার দেখার ফেললে তা স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায়। এর মাধ্যমে ব্যবহারকারীরা এমন কনটেন্ট পাঠাতে পারেন যেগুলো প্রাপক দেখার পর আর পুনরায় অ্যাকসেস করা যাবে না।
ব্যবহারকারীর গোপনীয়তাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে হোয়াটসঅ্যাপ। তাই ফিচারটি যুক্ত করেছিল মেটা।
তবে ভিউ ওয়ান্স ফিচারের একটি গুরুতর ত্রুটি আবিষ্কৃত হয়েছে যা হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের গোপনীয়তার ঝুঁকি তৈরি করছে। যেসব মিডিয়া একবার দেখার পর মুছে যাওয়ার কথা ছিল, সেই শেয়ার করা মিডিয়া পরবর্তীতেও অ্যাকসেস করতে পারছে প্রাপক। তবে ত্রুটিটি শুধু আইফোনে কাজ করছে।
ব্যবহারকারীরা ‘ভিউ ওয়ান্স’ ফিচারটি এড়িয়ে চলছে যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন এবং এরপর ওপরের ডান দিকে তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
২. মেনু থেকে সেটিংসে ট্যাপ করুন এবং ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ অপশনে ট্যাপ করুন।
৩. এরপর ‘ম্যানেজ স্টোরেজ’-এ ট্যাপ করুন।
৪. নিচে স্ক্রল করে সেই কন্টাক্ট খুঁজে বের করুন, যিনি আপনাকে ভিউ ওয়ান্স মিডিয়া পাঠিয়েছেন। তাদের নামের ওপর ট্যাপ করুন।
৫. তারপর ‘শর্ট বাই’ অপশন থেকে ‘নিউয়েস্ট ফার্স্ট’ নির্বাচন করুন।
৬. ভিউ ওয়ান্স মিডিয়াটি এখন তালিকায় দেখা যাবে, যা আবারও দেখা যাবে।
যারা এই ফিচারটি ব্যবহার করে সংবেদনশীল বা ব্যক্তিগত কনটেন্ট শেয়ার করেন, তাদের জন্য এটি একটি গুরুতর গোপনীয়তা ঝুঁকি তৈরি করে।
ব্যবহারকারীদের আস্থা পুনরুদ্ধারে এই সমস্যা দ্রুত সমাধান করতে হবে হোয়াটসঅ্যাপের মূল কোম্পানিকে মেটাকে। কোম্পানি থেকে এই সমস্যা সমাধানের আশা করা হচ্ছে। তবুও ‘ভিউ ওয়ান্স’ ফিচারটি ব্যবহারের সময় ব্যবহারকারীদের সতর্ক থাকা উচিত। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত সংবেদনশীল কনটেন্ট শেয়ার করা এড়িয়ে চলা উচিত।
তথ্যসূত্র: ডিজিট ইন
বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের পছন্দের যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ও সহজে একে অপরের সঙ্গে যোগাযোগ করা যায়। এর অনেক ফিচারের মধ্যে ‘ভিউ ওয়ান্স’ ফিচারটি বেশ জনপ্রিয়। তবে সম্প্রতি, আইফোনের ক্ষেত্রে এই ফিচারে একটি ত্রুটি দেখা গেছে, যা ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলছে।
ভিউ ওয়ান্স ফিচার কি
ভিউ ওয়ান্স ফিচারের মাধ্যমে পাঠানো ছবি, ভিডিও ও ভয়েস মেসেজের মতো মিডিয়া প্রাপক একবার দেখার ফেললে তা স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায়। এর মাধ্যমে ব্যবহারকারীরা এমন কনটেন্ট পাঠাতে পারেন যেগুলো প্রাপক দেখার পর আর পুনরায় অ্যাকসেস করা যাবে না।
ব্যবহারকারীর গোপনীয়তাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে হোয়াটসঅ্যাপ। তাই ফিচারটি যুক্ত করেছিল মেটা।
তবে ভিউ ওয়ান্স ফিচারের একটি গুরুতর ত্রুটি আবিষ্কৃত হয়েছে যা হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের গোপনীয়তার ঝুঁকি তৈরি করছে। যেসব মিডিয়া একবার দেখার পর মুছে যাওয়ার কথা ছিল, সেই শেয়ার করা মিডিয়া পরবর্তীতেও অ্যাকসেস করতে পারছে প্রাপক। তবে ত্রুটিটি শুধু আইফোনে কাজ করছে।
ব্যবহারকারীরা ‘ভিউ ওয়ান্স’ ফিচারটি এড়িয়ে চলছে যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন এবং এরপর ওপরের ডান দিকে তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
২. মেনু থেকে সেটিংসে ট্যাপ করুন এবং ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ অপশনে ট্যাপ করুন।
৩. এরপর ‘ম্যানেজ স্টোরেজ’-এ ট্যাপ করুন।
৪. নিচে স্ক্রল করে সেই কন্টাক্ট খুঁজে বের করুন, যিনি আপনাকে ভিউ ওয়ান্স মিডিয়া পাঠিয়েছেন। তাদের নামের ওপর ট্যাপ করুন।
৫. তারপর ‘শর্ট বাই’ অপশন থেকে ‘নিউয়েস্ট ফার্স্ট’ নির্বাচন করুন।
৬. ভিউ ওয়ান্স মিডিয়াটি এখন তালিকায় দেখা যাবে, যা আবারও দেখা যাবে।
যারা এই ফিচারটি ব্যবহার করে সংবেদনশীল বা ব্যক্তিগত কনটেন্ট শেয়ার করেন, তাদের জন্য এটি একটি গুরুতর গোপনীয়তা ঝুঁকি তৈরি করে।
ব্যবহারকারীদের আস্থা পুনরুদ্ধারে এই সমস্যা দ্রুত সমাধান করতে হবে হোয়াটসঅ্যাপের মূল কোম্পানিকে মেটাকে। কোম্পানি থেকে এই সমস্যা সমাধানের আশা করা হচ্ছে। তবুও ‘ভিউ ওয়ান্স’ ফিচারটি ব্যবহারের সময় ব্যবহারকারীদের সতর্ক থাকা উচিত। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত সংবেদনশীল কনটেন্ট শেয়ার করা এড়িয়ে চলা উচিত।
তথ্যসূত্র: ডিজিট ইন
মার্কিন সরকারকে অর্ধেক শেয়ার দিয়ে টিকটকের সঙ্গে একীভূত হওয়ার নতুন প্রস্তাব দিল যুক্তরাষ্ট্রে স্টার্টআপ পারপ্লেক্সিটি এআই। সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে এসব তথ্য জানিয়ে সংবাদ সংস্থা রয়টার্স।
১১ ঘণ্টা আগেবিশ্বব্যাপী বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে যুক্তরাষ্ট্র। তবে ‘ডিপসিক-আর ১’ নামের নতুন ওপেন সোর্স রিজনিং মডেল চালুর মাধ্যমে ওপেনএআই ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বীদের কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন করল চীনা স্টার্টআপ ডিপসিক। এই মডেলটির আরও চমকপ্রদ বিষয় হলো—এটি তৈরিতে এবং...
১২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর যুক্তরাষ্ট্রে আবার পুরোদমে কার্যক্রম শুরু করেছে টিকটক। তবে এই আদেশ অনুযায়ী, আগামী আড়াই মাসের মধ্যে চীনা মালিকানাধীন প্ল্যাটফর্মটির ব্যবসা যেকোনো মার্কিন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে হবে। তাই টিকটকের ব্যবসা কিনতে আগ্রহী প্রকাশ করেছে বেশ...
১৫ ঘণ্টা আগেজিমেইল বা অন্য কোনো গুগল অ্যাকাউন্টে লগ ইন করার সময় প্রায়ই একটি সাধারণ অনুরোধের সম্মুখীন হন ব্যবহারকারীরা। প্ল্যাটফর্মটির ফোন নম্বর সংগ্রহ করার জন্য বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে প্রধান কারণ হলো—অ্যাকাউন্টের সুরক্ষা।
২ দিন আগে