অনলাইন ডেস্ক
অ্যাপল ওয়াচ ১০-এর বিজ্ঞাপন দিয়েই অ্যাপলের বার্ষিক আয়োজন ‘ইটস গ্লোটাইম’ শুরু হয়। গত সোমবার এই আয়োজনে অ্যাপল ওয়াচ সিরিজ ১০ ও অ্যাপল ওয়াচ আলট্রা ২-এর নতুন রং উন্মোচন করেছে অ্যাপল। নতুন সিরিজটিতে দুটি সংস্করণের স্মার্ট ঘড়ি অন্তর্ভুক্ত রয়েছে। অ্যাপলের স্মার্ট ঘড়িগুলোর মধ্যে সবচেয়ে হালকা-পাতলা সংস্করণ এটি এবং এগুলোর পর্দার আকারও সবচেয়ে বড়।
স্মার্ট ঘড়ির সঙ্গে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপল ইন্টেলিজেন্সও যুক্ত করা হয়েছে। এ জন্য এগুলোতে নতুন চিপসেটও যুক্ত করা হয়েছে।
অ্যাপল ওয়াচ সিরিজ ১০ ও ওয়াচ আলট্রা ২-এর দাম ও রং
অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর অ্যালুমিনিয়াম ৪২ এমএম জিপিএস সংস্করণের দাম ৩৯৯ ডলার (প্রায় ৪৭ হাজার ৭২০ টাকা)।
অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর অ্যালুমিনিয়াম ৪২ এমএম জিপিএস সংস্করণের জিপিএস + সেলুলার সংস্করণের দাম ৪৯৯ ডলার (প্রায় ৫৯ হাজার ৬৮০ কোটি টাকা)।
অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর টাইটানিয়াম ৪২ এমএম জিপিএস + সেলুলার সংস্করণের দাম ৬ ৯৯ ডলার (প্রায় ৮৩ হাজার ৬০১ টাকা)।
অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর টাইটানিয়াম ৪৬ এমএম জিপিএস + সেলুলার সংস্করণের দাম ৭৪৯ ডলার (প্রায় ৮৯ হাজার ৫৮১ টাকা)।
আর নতুন অ্যাপল ওয়াচ আলট্রা ২-এর নতুন কালো সংস্করণের দাম ৭৯৯ ডলার (প্রায় ৯৫ হাজার ৫৬১ টাকা)
অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর রং
অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর অ্যালুমিনিয়াম সংস্করণটি সিলভার (ধূসর), রোজ গোল্ড ও জেট ব্ল্যাক (কালো) রঙে পাওয়া যাবে।
অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর টাইটানিয়াম সংস্করণটি ন্যাচারাল, গোল্ড ও স্লেট রঙে পাওয়া যাবে।
স্মার্ট ঘড়িগুলো প্রি-অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে। আর ঘড়িগুলো আগামী ২০ সেপ্টেম্বর থেকে বাজারে আসবে।
অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর স্পেসিফিকেশন
অ্যাপলের মতে, অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর নতুন একটি প্রশস্ত ওলেড গোলাকৃতির ডিসপ্লে নিয়ে এসেছে। এর মাধ্যমে বার্তা ও পাসকোড আরও সহজে টাইপ করা যাবে। এটি অ্যাপলের স্ট্যান্ডার্ড অ্যাপল ওয়াচ সিরিজের মধ্যে সর্ববৃহৎ ডিসপ্লে নিয়ে এসেছে, যা পূর্বসূরি মডেলগুলোর তুলনায় ৪০ শতাংশ বেশি উজ্জ্বল বলে দাবি করা হচ্ছে।
এ ছাড়া এটি অ্যাপলের আগের স্মার্টওয়াচগুলোর চেয়ে চিকন। এর পুরুত্ব মাত্র ৯ দশমিক ৭ এমএম। ঘড়িটি অ্যালুমিনিয়াম ও টাইটানিয়াম দুটি ফ্রেম সংস্করণে পাওয়া যাবে। অ্যাপল ওয়াচ ৯ সিরিজের স্টেইনলেস স্টিলের তুলনায় টাইটানিয়াম সংস্করণটি অনেক হালকা।
স্মার্টওয়াচটিতে নতুন এস ১০ চিপসেট ব্যবহৃত হয়েছে, যার চার-কোর নিউরাল ইঞ্জিন রয়েছে। চিপসেটটি ৩০ শতাংশ ছোট বলে দাবি করেছে অ্যাপল। ইনবিল্ট স্পিকার যুক্ত করায় ব্যবহারকারীরা এখন তাদের স্মার্টওয়াচে সরাসরি মিউজিক এবং পডকাস্ট শুনতে পারবে।
এই স্মার্টওয়াচ ৫০ মিটার পর্যন্ত পানি প্রতিরোধী। অ্যাপলের মতে, স্মার্টওয়াচটি কোম্পানির অন্যান্য ঘড়ির তুলনায় দ্রুত চার্জ হবে। এটি মাত্র ৩০ মিনিট চার্জে ৮০ শতাংশ চার্জ হবে।
এই সিরিজের ঘড়ির আরেকটি উল্লেখযোগ্য ফিচার হলো স্লিপ অ্যাপনিয়া শনাক্তকরণ ফিচার। এতে একটি নতুন অ্যাক্সেলারোমিটার যুক্ত করা হয়েছে, যা শ্বাস-প্রশ্বাসের পরিমাপ করতে পারে। এ ছাড়া এই স্মার্টওয়াচ একনাগাড়ে ঘুমের মাত্রাও পর্যবেক্ষণ করে। মেশিন লার্নিং ব্যবহার করে অ্যাপল প্রতি ৩০ দিনে এ তথ্য বিশ্লেষণ করে এবং ব্যবহারকারীদের ঘুমের চক্রে কোনো অস্বাভাবিকতা রয়েছে কি না, তা জানিয়ে দেবে। ফিচারটি ১৫০টি দেশে পাওয়া যাবে বলে জানা গেছে।
অ্যাপল ওয়াচ আলট্রা ২
অ্যাপল তাদের নতুন রঙের আলট্রা ওয়াচ উন্মোচন করেছে। স্মার্টওয়াচটির স্থায়িত্ব ও পারফরম্যান্সের জন্য দৃঢ় টাইটানিয়াম কেস যুক্ত করা হয়েছে। স্ক্রিনে যেন সহজে দাগ না পড়ে সে জন্য স্ক্র্যাচ প্রতিরোধী স্যাফায়ার ফ্রন্ট ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে। স্মার্টওয়াচে ডুয়েল-ফ্রিকোয়েন্সি জিপিএস এবং উন্নত পজিশনিং সফটওয়্যার অন্তর্ভুক্ত রয়েছে। ফলে আরও উন্নত লোকেশনের তথ্য দেখাতে পারবে স্মার্টওয়াচটি। দৌড়বিদ, সাইক্লিস্ট ও সাঁতারুদের অ্যাথলেটিক কার্যক্রম পরিমাপ করার জন্য আলট্রা ২-তে বিভিন্ন পরিমাপক যুক্ত করা হয়েছে।
আলট্রা ২-তে আরও কিছু বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে, যেমন—ডাইভিংয়ের জন্য একটি ডেপথ গেজ, অফলাইন ম্যাপসের সঙ্গে কাস্টম রুট তৈরির সুবিধা এবং হাইকিংয়ের জন্য টার্ন-বাই-টার্ন নেভিগেশন। এতে একটি উন্নত কম্পাস অ্যাপ রয়েছে, যা প্রয়োজনীয় তথ্য যেমন অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং ওয়ে পয়েন্ট নেভিগেশন দেখাবে, যা দিনব্যাপী সফর বা দীর্ঘ ট্র্যাকিংয়ের জন্য খুবই উপকারী।
ডেপথ সেন্সরের মাধ্যমে ঘড়িটি স্বয়ংক্রিয় স্ট্রোক শনাক্তকরণ এবং ল্যাপ কাউন্টের তথ্য দেখাতে পারবে। এগুলো সাঁতার প্রশিক্ষণের জন্য খুবই প্রয়োজনীয় তথ্য।
স্মার্ট ঘড়িটি ৯৫ শতাংশ পুনর্ব্যবহৃত গ্রেড ৫ টাইটানিয়াম দিয়ে তৈরি, যা সাধারণত মহাকাশশিল্পে ব্যবহৃত হয়।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস, ইন্ডিয়া টুডে
অ্যাপল ওয়াচ ১০-এর বিজ্ঞাপন দিয়েই অ্যাপলের বার্ষিক আয়োজন ‘ইটস গ্লোটাইম’ শুরু হয়। গত সোমবার এই আয়োজনে অ্যাপল ওয়াচ সিরিজ ১০ ও অ্যাপল ওয়াচ আলট্রা ২-এর নতুন রং উন্মোচন করেছে অ্যাপল। নতুন সিরিজটিতে দুটি সংস্করণের স্মার্ট ঘড়ি অন্তর্ভুক্ত রয়েছে। অ্যাপলের স্মার্ট ঘড়িগুলোর মধ্যে সবচেয়ে হালকা-পাতলা সংস্করণ এটি এবং এগুলোর পর্দার আকারও সবচেয়ে বড়।
স্মার্ট ঘড়ির সঙ্গে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপল ইন্টেলিজেন্সও যুক্ত করা হয়েছে। এ জন্য এগুলোতে নতুন চিপসেটও যুক্ত করা হয়েছে।
অ্যাপল ওয়াচ সিরিজ ১০ ও ওয়াচ আলট্রা ২-এর দাম ও রং
অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর অ্যালুমিনিয়াম ৪২ এমএম জিপিএস সংস্করণের দাম ৩৯৯ ডলার (প্রায় ৪৭ হাজার ৭২০ টাকা)।
অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর অ্যালুমিনিয়াম ৪২ এমএম জিপিএস সংস্করণের জিপিএস + সেলুলার সংস্করণের দাম ৪৯৯ ডলার (প্রায় ৫৯ হাজার ৬৮০ কোটি টাকা)।
অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর টাইটানিয়াম ৪২ এমএম জিপিএস + সেলুলার সংস্করণের দাম ৬ ৯৯ ডলার (প্রায় ৮৩ হাজার ৬০১ টাকা)।
অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর টাইটানিয়াম ৪৬ এমএম জিপিএস + সেলুলার সংস্করণের দাম ৭৪৯ ডলার (প্রায় ৮৯ হাজার ৫৮১ টাকা)।
আর নতুন অ্যাপল ওয়াচ আলট্রা ২-এর নতুন কালো সংস্করণের দাম ৭৯৯ ডলার (প্রায় ৯৫ হাজার ৫৬১ টাকা)
অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর রং
অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর অ্যালুমিনিয়াম সংস্করণটি সিলভার (ধূসর), রোজ গোল্ড ও জেট ব্ল্যাক (কালো) রঙে পাওয়া যাবে।
অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর টাইটানিয়াম সংস্করণটি ন্যাচারাল, গোল্ড ও স্লেট রঙে পাওয়া যাবে।
স্মার্ট ঘড়িগুলো প্রি-অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে। আর ঘড়িগুলো আগামী ২০ সেপ্টেম্বর থেকে বাজারে আসবে।
অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর স্পেসিফিকেশন
অ্যাপলের মতে, অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর নতুন একটি প্রশস্ত ওলেড গোলাকৃতির ডিসপ্লে নিয়ে এসেছে। এর মাধ্যমে বার্তা ও পাসকোড আরও সহজে টাইপ করা যাবে। এটি অ্যাপলের স্ট্যান্ডার্ড অ্যাপল ওয়াচ সিরিজের মধ্যে সর্ববৃহৎ ডিসপ্লে নিয়ে এসেছে, যা পূর্বসূরি মডেলগুলোর তুলনায় ৪০ শতাংশ বেশি উজ্জ্বল বলে দাবি করা হচ্ছে।
এ ছাড়া এটি অ্যাপলের আগের স্মার্টওয়াচগুলোর চেয়ে চিকন। এর পুরুত্ব মাত্র ৯ দশমিক ৭ এমএম। ঘড়িটি অ্যালুমিনিয়াম ও টাইটানিয়াম দুটি ফ্রেম সংস্করণে পাওয়া যাবে। অ্যাপল ওয়াচ ৯ সিরিজের স্টেইনলেস স্টিলের তুলনায় টাইটানিয়াম সংস্করণটি অনেক হালকা।
স্মার্টওয়াচটিতে নতুন এস ১০ চিপসেট ব্যবহৃত হয়েছে, যার চার-কোর নিউরাল ইঞ্জিন রয়েছে। চিপসেটটি ৩০ শতাংশ ছোট বলে দাবি করেছে অ্যাপল। ইনবিল্ট স্পিকার যুক্ত করায় ব্যবহারকারীরা এখন তাদের স্মার্টওয়াচে সরাসরি মিউজিক এবং পডকাস্ট শুনতে পারবে।
এই স্মার্টওয়াচ ৫০ মিটার পর্যন্ত পানি প্রতিরোধী। অ্যাপলের মতে, স্মার্টওয়াচটি কোম্পানির অন্যান্য ঘড়ির তুলনায় দ্রুত চার্জ হবে। এটি মাত্র ৩০ মিনিট চার্জে ৮০ শতাংশ চার্জ হবে।
এই সিরিজের ঘড়ির আরেকটি উল্লেখযোগ্য ফিচার হলো স্লিপ অ্যাপনিয়া শনাক্তকরণ ফিচার। এতে একটি নতুন অ্যাক্সেলারোমিটার যুক্ত করা হয়েছে, যা শ্বাস-প্রশ্বাসের পরিমাপ করতে পারে। এ ছাড়া এই স্মার্টওয়াচ একনাগাড়ে ঘুমের মাত্রাও পর্যবেক্ষণ করে। মেশিন লার্নিং ব্যবহার করে অ্যাপল প্রতি ৩০ দিনে এ তথ্য বিশ্লেষণ করে এবং ব্যবহারকারীদের ঘুমের চক্রে কোনো অস্বাভাবিকতা রয়েছে কি না, তা জানিয়ে দেবে। ফিচারটি ১৫০টি দেশে পাওয়া যাবে বলে জানা গেছে।
অ্যাপল ওয়াচ আলট্রা ২
অ্যাপল তাদের নতুন রঙের আলট্রা ওয়াচ উন্মোচন করেছে। স্মার্টওয়াচটির স্থায়িত্ব ও পারফরম্যান্সের জন্য দৃঢ় টাইটানিয়াম কেস যুক্ত করা হয়েছে। স্ক্রিনে যেন সহজে দাগ না পড়ে সে জন্য স্ক্র্যাচ প্রতিরোধী স্যাফায়ার ফ্রন্ট ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে। স্মার্টওয়াচে ডুয়েল-ফ্রিকোয়েন্সি জিপিএস এবং উন্নত পজিশনিং সফটওয়্যার অন্তর্ভুক্ত রয়েছে। ফলে আরও উন্নত লোকেশনের তথ্য দেখাতে পারবে স্মার্টওয়াচটি। দৌড়বিদ, সাইক্লিস্ট ও সাঁতারুদের অ্যাথলেটিক কার্যক্রম পরিমাপ করার জন্য আলট্রা ২-তে বিভিন্ন পরিমাপক যুক্ত করা হয়েছে।
আলট্রা ২-তে আরও কিছু বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে, যেমন—ডাইভিংয়ের জন্য একটি ডেপথ গেজ, অফলাইন ম্যাপসের সঙ্গে কাস্টম রুট তৈরির সুবিধা এবং হাইকিংয়ের জন্য টার্ন-বাই-টার্ন নেভিগেশন। এতে একটি উন্নত কম্পাস অ্যাপ রয়েছে, যা প্রয়োজনীয় তথ্য যেমন অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং ওয়ে পয়েন্ট নেভিগেশন দেখাবে, যা দিনব্যাপী সফর বা দীর্ঘ ট্র্যাকিংয়ের জন্য খুবই উপকারী।
ডেপথ সেন্সরের মাধ্যমে ঘড়িটি স্বয়ংক্রিয় স্ট্রোক শনাক্তকরণ এবং ল্যাপ কাউন্টের তথ্য দেখাতে পারবে। এগুলো সাঁতার প্রশিক্ষণের জন্য খুবই প্রয়োজনীয় তথ্য।
স্মার্ট ঘড়িটি ৯৫ শতাংশ পুনর্ব্যবহৃত গ্রেড ৫ টাইটানিয়াম দিয়ে তৈরি, যা সাধারণত মহাকাশশিল্পে ব্যবহৃত হয়।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস, ইন্ডিয়া টুডে
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৫ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৭ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৯ ঘণ্টা আগে