অনলাইন ডেস্ক
আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের দ্রুত গরম হওয়ার সমস্যা সমাধানে নতুন সফটওয়্যার নিয়ে কাজ করছে অ্যাপল। অ্যাপলের বিভিন্ন বিষয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ম্যাকরিউমার দাবি করছে, আইওএস ১৭.০. ৩ ভার্সনটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে অ্যাপল।
অ্যাপল নির্দিষ্ট কোনো ত্রুটি সম্পর্কে তথ্য দেয়নি। তবে কোম্পানি বলছে, নতুন সফটওয়্যার আপডেটের মাধ্যমে এ১৭ প্রো চিপের কর্মদক্ষতা কমবে না। অতিরিক্ত গরমের জন্য আইফোন ১৫ প্রো-এর টাইটানিয়াম ফ্রেম দায়ী নয় এবং হার্ডওয়্যারেরও কোনো ঘাটতি নেই।
এ ছাড়া একই ত্রুটিগুলো আইওএস ১৭.১ আপডেটেও ঠিক করা হবে, যা অক্টোবরের শেষের দিকে বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে।
আইওএস ১৭-এর থার্ড পার্টি অ্যাপ যেমন—ইনস্টাগ্রাম, অ্যাসফাল্ট ৯ ও উবার অ্যাপগুলো আইফোনের এ১৭ প্রো চিপের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। সমস্যাগুলো সমাধানে অ্যাপল অ্যাপ ডেভেলপারদের সঙ্গে কাজ করছে। ফলস্বরূপ, ইনস্টাগ্রাম ও উবার অ্যাপ নতুন আপডেট নিয়ে এসেছে। তার পরও দ্রুত গরম হওয়ার বিষয়টির সুরাহা হয়নি।
তবে আইফোন ১৫ প্রো-এর সব ব্যবহারকারীর ফোন অত্যধিক গরম হয়নি। কতসংখ্যক ব্যবহারকারীর ফোনে এমন সমস্যা হয়েছে, তা স্পষ্ট নয়।
আইওএস ১৭-এর নতুন আপডেট আসা পর্যন্ত আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্সের অতিরিক্ত গরম হওয়া ঠেকাতে কিছু পদক্ষেপ গ্রহণ করা যায়। ফোনের কন্ট্রোল সেন্টার বা সেটিংসের ব্যাটারি সেকশনে গিয়ে ‘লো পাওয়ার মোড’ চালু করতে হবে। এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে সচল থাকা অ্যাপগুলো বন্ধ হয়ে যাবে, রিফ্রেশ ৬০ হার্টজ হবে এবং ব্রাইটনেস লেভেলও কমবে। সরাসরি সূর্যের আলোর নিচে বা অতিরিক্ত গরম পরিবেশে ফোনগুলো বেশিক্ষণ রাখা যাবে না।
আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের দ্রুত গরম হওয়ার সমস্যা সমাধানে নতুন সফটওয়্যার নিয়ে কাজ করছে অ্যাপল। অ্যাপলের বিভিন্ন বিষয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ম্যাকরিউমার দাবি করছে, আইওএস ১৭.০. ৩ ভার্সনটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে অ্যাপল।
অ্যাপল নির্দিষ্ট কোনো ত্রুটি সম্পর্কে তথ্য দেয়নি। তবে কোম্পানি বলছে, নতুন সফটওয়্যার আপডেটের মাধ্যমে এ১৭ প্রো চিপের কর্মদক্ষতা কমবে না। অতিরিক্ত গরমের জন্য আইফোন ১৫ প্রো-এর টাইটানিয়াম ফ্রেম দায়ী নয় এবং হার্ডওয়্যারেরও কোনো ঘাটতি নেই।
এ ছাড়া একই ত্রুটিগুলো আইওএস ১৭.১ আপডেটেও ঠিক করা হবে, যা অক্টোবরের শেষের দিকে বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে।
আইওএস ১৭-এর থার্ড পার্টি অ্যাপ যেমন—ইনস্টাগ্রাম, অ্যাসফাল্ট ৯ ও উবার অ্যাপগুলো আইফোনের এ১৭ প্রো চিপের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। সমস্যাগুলো সমাধানে অ্যাপল অ্যাপ ডেভেলপারদের সঙ্গে কাজ করছে। ফলস্বরূপ, ইনস্টাগ্রাম ও উবার অ্যাপ নতুন আপডেট নিয়ে এসেছে। তার পরও দ্রুত গরম হওয়ার বিষয়টির সুরাহা হয়নি।
তবে আইফোন ১৫ প্রো-এর সব ব্যবহারকারীর ফোন অত্যধিক গরম হয়নি। কতসংখ্যক ব্যবহারকারীর ফোনে এমন সমস্যা হয়েছে, তা স্পষ্ট নয়।
আইওএস ১৭-এর নতুন আপডেট আসা পর্যন্ত আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্সের অতিরিক্ত গরম হওয়া ঠেকাতে কিছু পদক্ষেপ গ্রহণ করা যায়। ফোনের কন্ট্রোল সেন্টার বা সেটিংসের ব্যাটারি সেকশনে গিয়ে ‘লো পাওয়ার মোড’ চালু করতে হবে। এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে সচল থাকা অ্যাপগুলো বন্ধ হয়ে যাবে, রিফ্রেশ ৬০ হার্টজ হবে এবং ব্রাইটনেস লেভেলও কমবে। সরাসরি সূর্যের আলোর নিচে বা অতিরিক্ত গরম পরিবেশে ফোনগুলো বেশিক্ষণ রাখা যাবে না।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ নতুন চারটি ফিচার চালু করল গুগল। প্রতারণামূলক বা স্ক্যাম বার্তা থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি ফিচারগুলো নিরাপদে লোকেশন শেয়ারের সুবিধা, ওয়েব ব্রাউজিংয়ের সময় দাম দেখা ও গাড়ি পার্ক করা অবস্থায় বিনোদন পাওয়ার সুযোগ দেবে।
৩ ঘণ্টা আগেসেমিকন্ডাক্টর শিল্পের ভর্তুকি আইন বাতিল করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য গত মঙ্গলবার মার্কিন আইনপ্রণেতাদের উদ্দ্যেশ্য তিনি বলেন, তাঁদের উচিত ২০২২ সালের ঐতিহাসিক দ্বিদলীয় আইনটি বাতিল করা। সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন ও তৈরির জন্য ৫২ দশমিক ৭ বিলিয়ন বা ৫ হাজার ২৭০ কোটি ডলার...
৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারসহ নতুন আইপ্যাড এয়ার উন্মোচন করেছে অ্যাপল। এই ডিভাইসে এম ৩ চিপ ব্যবহার করা হয়েছে। আইপ্যাড এয়ার এর এই নতুন সংস্করণটি ২০২২ সালের এম ১ আইপ্যাড এয়ার–এর চেয়েও দ্বিগুণ গতিতে কাজ করবে।
৫ ঘণ্টা আগেআমরা প্রায়ই হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠাই। তবে অনেক সময় পাঠানো ফাইলের গুণমান বা রেজল্যুশন কমে যায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও শেয়ার করার সময় এটি সমস্যার কারণ হতে পারে। তবে হোয়াটসঅ্যাপে একটি সহজ সেটিং পরিবর্তন করলেই এই সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব।
৯ ঘণ্টা আগে