Ajker Patrika

আসছে পিক্সেল ৮ সিরিজ, যা যা থাকছে

প্রযুক্তি ডেস্ক
আসছে পিক্সেল ৮ সিরিজ, যা যা থাকছে

পিক্সেল ৮ সিরিজ আনছে গুগল। কেমন হতে পারে গুগলের নতুন সিরিজের ফোনগুলো তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। গুগল বিগত কয়েকটি সিরিজে প্রতিবারই কোনো না কোনো বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। সম্প্রতি, টুইটারের নির্ভরযোগ্য একটি সূত্র পিক্সেল ৮ সিরিজের কিছু ছবি ফাঁস করে। এ ছাড়া, অনলাইনের বিভিন্ন সূত্রে ফাঁস হয়েছে এর সম্ভাব্য কনফিগারেশন সম্পর্কে নানা তথ্য।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুইফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সংস্করণে কার্ভড ডিসপ্লে ব্যবহার করতে পারে এমন অনুমান করেছিলেন অনেকে। তবে একই রকম ফ্ল্যাট ডিসপ্লেতেই থাকছে গুগল। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে থাকছে ৬ দশমিক ৫২ ইঞ্চির ২২৬৮*১০৮০ রেজ্যুলেশনের ডিসপ্লে। ফোনের সামনে একটি পাঞ্চহোল ক্যামেরা রয়েছে। আগের পিক্সেল ৭ সিরিজের সঙ্গে বেশ মিল রয়েছে নতুন মডেলটির।

গুগল পিক্সেল ৮ প্রো মডেলে প্রসেসর হিসেবে ব্যবহার করা হচ্ছে টেনসর জি৩। যার ইন্টারনাল কোড নেম ‘জুমা’। এ নিয়ে গুগল কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফোনটির বডি অ্যালুমিনিয়ামের তৈরি। ভলিউম ও পাওয়ার বাটন থাকছে ফোনের ডান দিকে। ফোনের নিচের দিকে থাকছে ইউএসবি সি পোর্ট এবং স্পিকার কাট আউট। ক্যামেরা বা স্টোরেজ সম্পর্কে এখনো তেমন কিছু জানা যায়নি।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, পিক্সেল ৮-এ থাকতে পারে ‘ভিডিও আনব্লার’ টুল। যার মাধ্যমে পিক্সেলে তোলা ভিডিও ঝাপসা হলেও তা ঝকঝকে করে দেবে এই টুল। মেশিন লার্নিং এ সাহায্যে এই টুলটি ঝাপসা ভিডিওকে আরও স্পষ্ট করে তুলবে। ফোনটি কবে বাজারে আসছে সে বিষয়েও এখনো কিছু জানা যায়নি।

এদিকে, আগামী জুনে বাজারে আসতে পারে গুগলের ফোল্ডেবল ফোন- পিক্সেল ফোল্ড।প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, পিক্সেল ফোল্ড নিয়ে এই তথ্য অনলাইনে ফাঁস করেন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট উইনফিউচারের প্রতিবেদক রোলান্ড কোয়ান্ড। তিনি বলেন, আগামী জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বাজারে আসতে পারে গুগলের পিক্সেল ফোল্ড।

গত মঙ্গলবার (১৪ মার্চ) কোয়ান্ড এক টুইটে লেখেন, পিক্সেল ফোল্ডে থাকতে পারে ২৫৬ জিবির মূল স্টোরেজ। আর ব্যবহারকারীর কাছে ডিভাইসটি আসবে কালো/ গাঢ় ধূসর বা সাদা রঙে।

বিভিন্ন সংবাদের বরাতে ভার্জ জানায়, ফোনের ডিসপ্লের আকার হবে পাঁচ দশমিক ৭৯ ইঞ্চি। আর এর ভেতরে থাকবে সাত দশমিক ৬৯ ইঞ্চি’র ফোল্ডেবল স্ক্রিন। আর এতে প্রসেসর হিসেবে থাকতে পারে গুগলের টেনসর চিপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত