স্মার্টফোনের গুরুত্বপূর্ণ ছবি আর ফোন নম্বর উদ্ধার করবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২১, ০০: ৩৩
আপডেট : ১৩ জুন ২০২১, ১৩: ২১

গুরুত্বপূর্ণ ছবি বা ফোন নম্বর যদি ডিলিট হয়ে যায় তাহলে সমাধান কী? এই প্রশ্নের উত্তর হচ্ছে ফোন থেকে মুছে যাওয়া ছবি বা নম্বর পুনরুদ্ধার করা খুব বেশি কঠিন কাজ নয়। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে উদ্ধার করবেন ছবি ও নম্বর? নিচে এই বিষয়ে আলোচনা করা হলো-

স্মার্টফোনের হারিয়ে যাওয়া নম্বর, তথ্য, ছবি ইত্যাদি উদ্ধারে নতুন অনেক অ্যাপ বের হয়েছে। গুগল প্লে স্টোর থেকে খুব সহজেই আপনি এই অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাপগুলোর যে কোনো একটি দিয়েই আপনি ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরে পাবেন।

ছবি উদ্ধারের জন্য অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে ডিলিটেড ফটো রিকভারি নামে একটি থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। এরপর আপনি অ্যাপটিতে থাকা স্ক্যান অপশন ব্যবহার করে মুহূর্তেই আপনার ছবি বা ভিডিও খুঁজে পেতে পারেন।

আইওএস অপারেটিং সিস্টেম বিশিষ্ট আইফোন ব্যবহারকারীরা হারিয়ে যাওয়া ছবি বা ভিডিও খুঁজে পাবেন সহজেই। আইফোনের সর্বশেষ সংস্করণটির ফটো অ্যাপে ডিলিটেড ফটো নামে আলাদা একটি ফোল্ডার করে দেওয়া রয়েছে। এখান থেকে সাম্প্রতিক সময়ে ডিলিট করা ছবিগুলো এক মাস পর্যন্ত সংরক্ষিত থাকে। তবে যদি স্থায়ীভাবে কিছু মুছে ফেলেন, সে ক্ষেত্রে হারিয়ে ফেলা তথ্য উদ্ধার করতে আপনাকে আই ক্লাউড বা আই টিউন্স ব্যবহার করতে হবে।

নম্বর এবং টেক্সট উদ্ধারের জন্য অ্যান্ড্রয়েড এবং অ্যাপল উভয় সিস্টেমের জন্যই আপনি সমাধান খুঁজে পাবেন।

হারিয়ে যাওয়া নম্বর, টেক্সট এমনকি উদ্ধার করতে অ্যান্ড্রয়েড ডেটা রিকভারি অ্যাপটি ডাউনলোড করে নিন গুগল প্লে স্টোর থেকে। তারপর এই অ্যাপটি চালু করে আপনি ফিরে পাবেন আপনার হারানো নম্বর, টেক্সট ইত্যাদি।

আইওএস অপারেটিং সিস্টেম বিশিষ্ট আইফোন ব্যবহারকারীরা হারিয়ে যাওয়া নম্বর, টেক্সট ফিরে পেতে আই টিউন ব্যবহার করুন। আই টিউনে প্রবেশ করার পর ওপরের ডানদিকের কোণায় ক্লিক করুন। এবার ব্যাকআপ অপশনটিতে ক্লিক করুন। এরপর আপনার আইওএস ডিভাইসটিতে আইটিউনে ব্যাকআপ হিসেবে থাকা সব নম্বরের তালিকা এবং টেক্সটগুলো আপনি নিয়ে নিন।

এভাবে অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ধরনের অপারেটিং সিস্টেমবিশিষ্ট ফোন ব্যবহারকারীরা অনায়াসেই হারিয়ে যাওয়া নম্বর, টেক্সট, ছবি, ভিডিও ইত্যাদি উদ্ধার করতে পারবেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত