Ajker Patrika

একসঙ্গে ১৮টি অ্যাপ চালানো যাবে যে মোবাইল ফোনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ মে ২০২৩, ০৯: ৫৪
একসঙ্গে ১৮টি অ্যাপ চালানো যাবে যে মোবাইল ফোনে

তরুণ প্রজন্মের মোবাইলে গেম খেলার প্রবণতা দিন দিন বাড়ছে। এতে ক্রমশ বাড়ছে গেমিং ফোনের চাহিদা। মূলত শক্তিশালী প্রসেসর, দুর্দান্ত ডিসপ্লের সঙ্গে ফাস্ট চার্জ হওয়া ফোন প্রয়োজন গেমিংয়ের জন্য। ইনফিনিক্স তেমনই নতুন একটি ফোন এনেছে হট ৩০ নামে। 

শক্তিশালী প্রসেসরসমৃদ্ধ হট ৩০ হতে পারে মাল্টিটাস্কিংয়ের জন্য একটি আদর্শ ফোন। এটি ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে 
তিনটি রঙে। রংগুলো হলো রেসিং ব্ল্যাক, সনিক হোয়াইট ও সার্ফিং গ্রিন। 

গেমিং ফোনের কথা উঠলে প্রথমে প্রশ্ন জাগে ফোনের ব্যাটারি ও চার্জ নিয়ে। হট ৩০-এ থাকছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা চলতে পারে সারা দিন। ৫ শতাংশ চার্জেও এই ফোন ২ ঘণ্টা পর্যন্ত কর্মক্ষম থাকতে পারে। এ ছাড়া এর ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সাহায্যে ফোনটি মাত্র ৩০ মিনিটে ৫৫ শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে। 

গেমিংয়ের অভিজ্ঞতা স্বচ্ছন্দ ও দ্রুত করতে এই ফোনে ব্যবহার করা হয়েছে শক্তিশালী হেলিও জি৮৮ প্রসেসর। ৮ কোর আর্কিটেকচার ডিজাইনে আছে সর্বোচ্চ ২.০ গিগাহার্টজের দুটি শক্তিশালী এআরএম কর্টেক্স-এ৭৫ কোর। ফলে এই মোবাইল ফোনে দ্রুত লোডিং টাইম, পাওয়ার অপটিমাইজেশন এবং ১৮টি পর্যন্ত অ্যাপ একই সঙ্গে চালানোর সুবিধা পাওয়া যাবে। মাইক্রো-অপারেশনের জন্য সময়মতো টাচ রেসপন্স পাবেন গেমাররা। কারণ, এই ফোনে থাকছে ১০৮০পি হাই রেজল্যুশনের ৬.৭৮ ইঞ্চি পারফোরেটেড স্ক্রিন, ৯০ হার্টজ হাই রিফ্রেশ রেট এবং ২৭০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট। এতে ব্যবহার করা হয়েছে লিংক বুমিং প্রযুক্তি। তাই গেমিং হতে পারে নির্ঝঞ্ঝাট। এ ছাড়া এতে আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং এফ১.৬ অ্যাপারচার সম্পন্ন ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা লেন্স। এর ফলে লাইট ইনটেক বাড়ে। এর ক্যামেরায় বিভিন্ন ধরনের নাইট ফিল্টার ব্যবহারের সুবিধা আছে।

হট ৩০ মোবাইল ফোনের দাম ১৪ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু। 

সূত্র: মিন্ট, গিজমো চায়না

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত