নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তরুণ প্রজন্মের মোবাইলে গেম খেলার প্রবণতা দিন দিন বাড়ছে। এতে ক্রমশ বাড়ছে গেমিং ফোনের চাহিদা। মূলত শক্তিশালী প্রসেসর, দুর্দান্ত ডিসপ্লের সঙ্গে ফাস্ট চার্জ হওয়া ফোন প্রয়োজন গেমিংয়ের জন্য। ইনফিনিক্স তেমনই নতুন একটি ফোন এনেছে হট ৩০ নামে।
শক্তিশালী প্রসেসরসমৃদ্ধ হট ৩০ হতে পারে মাল্টিটাস্কিংয়ের জন্য একটি আদর্শ ফোন। এটি ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে
তিনটি রঙে। রংগুলো হলো রেসিং ব্ল্যাক, সনিক হোয়াইট ও সার্ফিং গ্রিন।
গেমিং ফোনের কথা উঠলে প্রথমে প্রশ্ন জাগে ফোনের ব্যাটারি ও চার্জ নিয়ে। হট ৩০-এ থাকছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা চলতে পারে সারা দিন। ৫ শতাংশ চার্জেও এই ফোন ২ ঘণ্টা পর্যন্ত কর্মক্ষম থাকতে পারে। এ ছাড়া এর ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সাহায্যে ফোনটি মাত্র ৩০ মিনিটে ৫৫ শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে।
গেমিংয়ের অভিজ্ঞতা স্বচ্ছন্দ ও দ্রুত করতে এই ফোনে ব্যবহার করা হয়েছে শক্তিশালী হেলিও জি৮৮ প্রসেসর। ৮ কোর আর্কিটেকচার ডিজাইনে আছে সর্বোচ্চ ২.০ গিগাহার্টজের দুটি শক্তিশালী এআরএম কর্টেক্স-এ৭৫ কোর। ফলে এই মোবাইল ফোনে দ্রুত লোডিং টাইম, পাওয়ার অপটিমাইজেশন এবং ১৮টি পর্যন্ত অ্যাপ একই সঙ্গে চালানোর সুবিধা পাওয়া যাবে। মাইক্রো-অপারেশনের জন্য সময়মতো টাচ রেসপন্স পাবেন গেমাররা। কারণ, এই ফোনে থাকছে ১০৮০পি হাই রেজল্যুশনের ৬.৭৮ ইঞ্চি পারফোরেটেড স্ক্রিন, ৯০ হার্টজ হাই রিফ্রেশ রেট এবং ২৭০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট। এতে ব্যবহার করা হয়েছে লিংক বুমিং প্রযুক্তি। তাই গেমিং হতে পারে নির্ঝঞ্ঝাট। এ ছাড়া এতে আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং এফ১.৬ অ্যাপারচার সম্পন্ন ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা লেন্স। এর ফলে লাইট ইনটেক বাড়ে। এর ক্যামেরায় বিভিন্ন ধরনের নাইট ফিল্টার ব্যবহারের সুবিধা আছে।
হট ৩০ মোবাইল ফোনের দাম ১৪ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু।
সূত্র: মিন্ট, গিজমো চায়না
তরুণ প্রজন্মের মোবাইলে গেম খেলার প্রবণতা দিন দিন বাড়ছে। এতে ক্রমশ বাড়ছে গেমিং ফোনের চাহিদা। মূলত শক্তিশালী প্রসেসর, দুর্দান্ত ডিসপ্লের সঙ্গে ফাস্ট চার্জ হওয়া ফোন প্রয়োজন গেমিংয়ের জন্য। ইনফিনিক্স তেমনই নতুন একটি ফোন এনেছে হট ৩০ নামে।
শক্তিশালী প্রসেসরসমৃদ্ধ হট ৩০ হতে পারে মাল্টিটাস্কিংয়ের জন্য একটি আদর্শ ফোন। এটি ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে
তিনটি রঙে। রংগুলো হলো রেসিং ব্ল্যাক, সনিক হোয়াইট ও সার্ফিং গ্রিন।
গেমিং ফোনের কথা উঠলে প্রথমে প্রশ্ন জাগে ফোনের ব্যাটারি ও চার্জ নিয়ে। হট ৩০-এ থাকছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা চলতে পারে সারা দিন। ৫ শতাংশ চার্জেও এই ফোন ২ ঘণ্টা পর্যন্ত কর্মক্ষম থাকতে পারে। এ ছাড়া এর ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সাহায্যে ফোনটি মাত্র ৩০ মিনিটে ৫৫ শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে।
গেমিংয়ের অভিজ্ঞতা স্বচ্ছন্দ ও দ্রুত করতে এই ফোনে ব্যবহার করা হয়েছে শক্তিশালী হেলিও জি৮৮ প্রসেসর। ৮ কোর আর্কিটেকচার ডিজাইনে আছে সর্বোচ্চ ২.০ গিগাহার্টজের দুটি শক্তিশালী এআরএম কর্টেক্স-এ৭৫ কোর। ফলে এই মোবাইল ফোনে দ্রুত লোডিং টাইম, পাওয়ার অপটিমাইজেশন এবং ১৮টি পর্যন্ত অ্যাপ একই সঙ্গে চালানোর সুবিধা পাওয়া যাবে। মাইক্রো-অপারেশনের জন্য সময়মতো টাচ রেসপন্স পাবেন গেমাররা। কারণ, এই ফোনে থাকছে ১০৮০পি হাই রেজল্যুশনের ৬.৭৮ ইঞ্চি পারফোরেটেড স্ক্রিন, ৯০ হার্টজ হাই রিফ্রেশ রেট এবং ২৭০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট। এতে ব্যবহার করা হয়েছে লিংক বুমিং প্রযুক্তি। তাই গেমিং হতে পারে নির্ঝঞ্ঝাট। এ ছাড়া এতে আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং এফ১.৬ অ্যাপারচার সম্পন্ন ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা লেন্স। এর ফলে লাইট ইনটেক বাড়ে। এর ক্যামেরায় বিভিন্ন ধরনের নাইট ফিল্টার ব্যবহারের সুবিধা আছে।
হট ৩০ মোবাইল ফোনের দাম ১৪ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু।
সূত্র: মিন্ট, গিজমো চায়না
প্রতিনিয়ত নানা ধরনের বার্তা আদান-প্রদান করা হয় হোয়াটসঅ্যাপে। এর ফলে প্ল্যাটফর্মটি ব্যবহারের একঘেয়েমি আসতে পারে। তবে হোয়াটসঅ্যাপের চ্যাট থিম পরিবর্তন করে সেটিকে আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করা যায়। থিম পরিবর্তন করে আপনি চ্যাটের ব্যাকগ্রাউন্ড, ফন্টের রং, এবং স্টাইল কাস্টমাইজ করতে পারেন, যা আপনার চ্যাটি
৪ ঘণ্টা আগেবর্তমানে অনেক গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হয়। তবে ফোন হারিয়ে গেলে বা অন্য কারণে এসব মূল্যবান কথোপকথন বা গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে যেতে পারে। তাই সঠিক সময়ে ব্যাকআপ করে রাখতে হয়। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফিচারের মাধ্যমে সহজেই আপনার সমস্ত চ্যাট, মিডিয়া ফাইল ও ভয়েস...
১ দিন আগেজাপানি প্রতিষ্ঠান শিমাদজু করপোরেশন বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি ‘এথার ক্লক ওসি জিরো টু জিরো’। স্ট্রনটিয়াম অপটিক্যাল ল্যাটিস প্রযুক্তির এই ঘড়ি এক হাজার বছরে মাত্র এক সেকেন্ড বিচ্যুত হয়। গবেষণার জন্য তৈরি ঘড়িটির দাম ৩৩ লাখ ডলার।
২ দিন আগেগুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম–‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল এবং বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
২ দিন আগে