Ajker Patrika

নাথিং কোম্পানির ইয়ারবাডস ২

প্রযুক্তি ডেস্ক, ঢাকা
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৬: ০১
নাথিং কোম্পানির ইয়ারবাডস ২

ওয়ান প্লাস সংস্থার সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেয়ি নাথিং সংস্থার অন্যতম প্রধান। ব্রিটেনের এই ব্র্যান্ড এবার বাজারে এনেছে নাথিং ইয়ার ২ ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডস। নাথিং ইয়ার ২-তে বেশ কিছু নতুনত্ব এসেছে। এবার বাডগুলোতে করা হয়েছে ডুয়েল চেম্বার ডিজাইন। এ ছাড়া এই ইয়ারবাডগুলো প্রতিটি ইয়ারপিসে ১১.৬ মিমি কাস্টমাইজড ড্রাইভার এবং তিনটি এআই মাইক্রোফোন দিয়ে প্যাক করা হয়েছে।

এ ছাড়া ৪০ ডেসিবেল পর্যন্ত অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার রয়েছে এতে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ধরনের ডিভাইসের সঙ্গে সহজে যুক্ত হতে পারে নাথিং ইয়ার ২। এ ক্ষেত্রে নাথিং এক্স অ্যাপের সাহায্য নিতে হবে। সুইফট পেয়ার ফিচার থাকায় দ্রুত ডিভাইসের সঙ্গে সংযুক্ত হবে এই ইয়ারবাডস। এ ছাড়া উইন্ডোজ ১০ কম্পিউটারের সঙ্গেও যুক্ত হতে পারবে এটি। গেম খেলার জন্যও এই ইয়ারফোন আদর্শ। নাথিং ইয়ার ২-এ রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেকটিভিটি। এই ইয়ারফোন একটি আইপি৫৪ রেটিংপ্রাপ্ত সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট ডিভাইস। অর্থাৎ ঘাম ও পানিতে এই ইয়ারফোন নষ্ট হবে না। প্রতিটি ইয়ারবাডে একটি ৩৩ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জিং কেসে একটি ৪৮৫ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যখন অটো নয়েজ ক্যানসেলেশন ফিচারটি বন্ধ থাকে, তখন এই বাডগুলো একবার চার্জে ৩৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারে। মাত্র ১০ মিনিট চার্জে বাডগুলো ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে।

সূত্র: টেক অ্যাডভাইজার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত