প্রযুক্তি ডেস্ক, ঢাকা
ওয়ান প্লাস সংস্থার সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেয়ি নাথিং সংস্থার অন্যতম প্রধান। ব্রিটেনের এই ব্র্যান্ড এবার বাজারে এনেছে নাথিং ইয়ার ২ ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডস। নাথিং ইয়ার ২-তে বেশ কিছু নতুনত্ব এসেছে। এবার বাডগুলোতে করা হয়েছে ডুয়েল চেম্বার ডিজাইন। এ ছাড়া এই ইয়ারবাডগুলো প্রতিটি ইয়ারপিসে ১১.৬ মিমি কাস্টমাইজড ড্রাইভার এবং তিনটি এআই মাইক্রোফোন দিয়ে প্যাক করা হয়েছে।
এ ছাড়া ৪০ ডেসিবেল পর্যন্ত অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার রয়েছে এতে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ধরনের ডিভাইসের সঙ্গে সহজে যুক্ত হতে পারে নাথিং ইয়ার ২। এ ক্ষেত্রে নাথিং এক্স অ্যাপের সাহায্য নিতে হবে। সুইফট পেয়ার ফিচার থাকায় দ্রুত ডিভাইসের সঙ্গে সংযুক্ত হবে এই ইয়ারবাডস। এ ছাড়া উইন্ডোজ ১০ কম্পিউটারের সঙ্গেও যুক্ত হতে পারবে এটি। গেম খেলার জন্যও এই ইয়ারফোন আদর্শ। নাথিং ইয়ার ২-এ রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেকটিভিটি। এই ইয়ারফোন একটি আইপি৫৪ রেটিংপ্রাপ্ত সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট ডিভাইস। অর্থাৎ ঘাম ও পানিতে এই ইয়ারফোন নষ্ট হবে না। প্রতিটি ইয়ারবাডে একটি ৩৩ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জিং কেসে একটি ৪৮৫ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যখন অটো নয়েজ ক্যানসেলেশন ফিচারটি বন্ধ থাকে, তখন এই বাডগুলো একবার চার্জে ৩৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারে। মাত্র ১০ মিনিট চার্জে বাডগুলো ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে।
সূত্র: টেক অ্যাডভাইজার
ওয়ান প্লাস সংস্থার সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেয়ি নাথিং সংস্থার অন্যতম প্রধান। ব্রিটেনের এই ব্র্যান্ড এবার বাজারে এনেছে নাথিং ইয়ার ২ ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডস। নাথিং ইয়ার ২-তে বেশ কিছু নতুনত্ব এসেছে। এবার বাডগুলোতে করা হয়েছে ডুয়েল চেম্বার ডিজাইন। এ ছাড়া এই ইয়ারবাডগুলো প্রতিটি ইয়ারপিসে ১১.৬ মিমি কাস্টমাইজড ড্রাইভার এবং তিনটি এআই মাইক্রোফোন দিয়ে প্যাক করা হয়েছে।
এ ছাড়া ৪০ ডেসিবেল পর্যন্ত অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার রয়েছে এতে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ধরনের ডিভাইসের সঙ্গে সহজে যুক্ত হতে পারে নাথিং ইয়ার ২। এ ক্ষেত্রে নাথিং এক্স অ্যাপের সাহায্য নিতে হবে। সুইফট পেয়ার ফিচার থাকায় দ্রুত ডিভাইসের সঙ্গে সংযুক্ত হবে এই ইয়ারবাডস। এ ছাড়া উইন্ডোজ ১০ কম্পিউটারের সঙ্গেও যুক্ত হতে পারবে এটি। গেম খেলার জন্যও এই ইয়ারফোন আদর্শ। নাথিং ইয়ার ২-এ রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেকটিভিটি। এই ইয়ারফোন একটি আইপি৫৪ রেটিংপ্রাপ্ত সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট ডিভাইস। অর্থাৎ ঘাম ও পানিতে এই ইয়ারফোন নষ্ট হবে না। প্রতিটি ইয়ারবাডে একটি ৩৩ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জিং কেসে একটি ৪৮৫ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যখন অটো নয়েজ ক্যানসেলেশন ফিচারটি বন্ধ থাকে, তখন এই বাডগুলো একবার চার্জে ৩৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারে। মাত্র ১০ মিনিট চার্জে বাডগুলো ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে।
সূত্র: টেক অ্যাডভাইজার
স্মার্টফোনের সবচেয়ে সংবেদশীল অংশ হলো ডিভাইসের স্ক্রিন। হাত থেকে পড়ে গেলে তা সহজেই ভেঙে যেতে পারে। তাই ফোন কেনার সঙ্গে সঙ্গে স্ক্রিন প্রটেক্টর লাগিয়ে থাকেন অনেকেই। এটি মূল স্ক্রিনকে একটি অতিরিক্ত সুরক্ষা দেয়। টেম্পারড গ্লাস থেকে শুরু করে লিকুইড কোটিং পর্যন্ত, বিভিন্ন ধরনের স্ক্রিন প্রটেক্টর বাজারে...
৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে জনসাধারণকে আরও ব্যক্তিগতকৃত কনটেন্ট সরবরাহের জন্য নতুন একটি বিভাগ তৈরি করবে বিবিসি নিউজ। সংবাদমাধ্যমটির প্রধান ডেবোরা টার্নেস বলেন, এআই ব্যবহার করে তাদের সংস্থা ‘এআই’ এবং ‘উদ্ভাবনের’ এর মাধ্যমে শ্রোতাদের নতুন ও আধুনিক উপায়ে সংবাদ উপস্থাপন করবে। বিশেষত তরুণদের..
৮ ঘণ্টা আগেপ্রতিনিয়ত নানা ধরনের বার্তা আদান-প্রদান করা হয় হোয়াটসঅ্যাপে। এর ফলে প্ল্যাটফর্মটি ব্যবহারের একঘেয়েমি আসতে পারে। তবে হোয়াটসঅ্যাপের চ্যাট থিম পরিবর্তন করে সেটিকে আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করা যায়। থিম পরিবর্তন করে আপনি চ্যাটের ব্যাকগ্রাউন্ড, ফন্টের রং, এবং স্টাইল কাস্টমাইজ করতে পারেন, যা আপনার চ্যাটি
১৩ ঘণ্টা আগেবর্তমানে অনেক গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হয়। তবে ফোন হারিয়ে গেলে বা অন্য কারণে এসব মূল্যবান কথোপকথন বা গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে যেতে পারে। তাই সঠিক সময়ে ব্যাকআপ করে রাখতে হয়। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফিচারের মাধ্যমে সহজেই আপনার সমস্ত চ্যাট, মিডিয়া ফাইল ও ভয়েস...
২ দিন আগে