Ajker Patrika

বিশ্বের প্রথম ৩ লাখ কোটি ডলারের কোম্পানি হলো অ্যাপল

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৫: ৫২
বিশ্বের প্রথম ৩ লাখ কোটি ডলারের কোম্পানি হলো অ্যাপল

প্রথম কোনো কোম্পানি বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বাজারমূল্য রেকর্ড তিন ট্রিলিয়ন বা তিন লাখ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। গতকাল সোমবার প্রতিষ্ঠানটি এই মাইলফলক স্পর্শ করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।   

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ সালে প্রথমবারের মতো আইফোন সামনে আনার পর থেকে এখন পর্যন্ত অ্যাপলের শেয়ারমূল্য বেড়েছে প্রায় ৫ হাজার ৮০০ শতাংশ (৫৮০০%)। তা ছাড়া করোনা মহামারিতেও অন্যতম ব্যবসাসফল প্রতিষ্ঠান ছিল এই প্রযুক্তি জায়ান্ট। কারণ লকডাউনে বিশ্বব্যাপী তাদের গ্যাজেটগুলো উল্লেখজনক হারে বিক্রি হয়েছে। 

৩ ট্রিলিয়ন ডলার মূল্যের মাইলফলক স্পর্শ করে অ্যাপল তার সমালোচনাকারীদের মুখে কুলুপ এঁটে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিনিয়োগ প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজের বিশ্লেষক ড্যান আইভস । ট্যাবলেটে ও ম্যাক কম্পিউটারের জন্য সুপরিচিত হলেও আইফোন বিক্রিই অ্যাপলের এই সাফল্যের মূল চাবিকাঠি বলে ধারণা করা হচ্ছে । তা ছাড়া অ্যাপল স্টোরের মাধ্যমে সফটওয়্যার বিক্রি, আই ক্লাউডের মাধ্যমে স্টোরেজ স্পেস, মিউজিক ও টেলিভিশন পরিষেবাও তাদের ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ । 

১৯৭৬ সালে  ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানি অ্যাপলের যাত্রা শুরু হয় স্টিভ জবস এবং তার ব্যবসায়িক অংশীদার স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েনের হাত ধরে। ১৯৮০ সালে ১৮০ কোটি ডলার বাজারমূল্য নিয়ে স্টক মার্কেটে অভিষেক হয় এই প্রযুক্তি জায়ান্টের । অ্যাপলই প্রথম, যারা ২০১৮ সালেও স্টক মার্কেটে ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছিল ।গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে  এক নিলামে ওজনিয়াক ও জবসের তৈরি অ্যাপলের মূল কম্পিউটারটি ৪ লাখ ডলারে বিক্রি হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লালমাটিয়ায় দুই তরুণীকে যৌন হেনস্তাকারী রিংকু কারাগারে

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

ভারতে এয়ারটেলের সঙ্গে চুক্তি করল স্টারলিংক, বাংলাদেশে সেবা দেবে কোন কোম্পানি

এবার আদালত চত্বরে সাংবাদিকদের মারধর সেই বরখাস্ত এসপি ফজলুলের

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত