অনলাইন ডেস্ক
অ্যাপল স্মার্টফোনের নতুন সংস্করণ আইফোন ১৪-এর প্রাক-ক্রয়াদেশ শুরু হয়ে গেছে। শিগগিরই অফিশিয়াল স্টোরগুলোতে দেখা যাবে নতুন আইফোন। তবে নতুন সংস্করণ বলা হলেও ফিচার নিয়ে উচ্ছ্বাস দেখানোর মতো তেমন কিছু নেই বলে মনে করছেন বিদগ্ধরা। অনেকে তো ট্রল করা শুরু করেছেন। সেই মিছিলে এবার যোগ দিলেন খোদ স্টিভ জবসের মেয়ে।
অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের মেয়ে ইভ জবস আইফোনের নতুন সংস্করণ নিয়ে উপহাস করে একটি মজার মিম শেয়ার করেছেন।
গত বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে নতুন আইফোন ১৪ সিরিজ উন্মোচন করে অ্যাপল। নতুন আইফোন উন্মোচনের পরপরই ইন্টারনেটে শুরু হয়েছে মিম উৎসব! অনেকেই এটিকে আইফোন ১৩-এর সঙ্গে তুলনা করতে শুরু করেছেন।
প্রয়াত স্টিভ জবসের মেয়ে ইভ জবস নতুন আইফোনকে উপহাস করে একটি মিম শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। মিমে দেখা যাচ্ছে, একজন মধ্যবয়সী ব্যক্তি যে শার্ট পরে আছেন হুবহু একই রকম আরেকটি শার্ট হাতে ধরে ছবির জন্য পোজ দিচ্ছেন! ছবির ওপরে লেখা আছে, ‘আজ অ্যাপলের ঘোষণার পর আমি (আমার স্মার্টফোন) আইফোন ১৩ থেকে আইফোন ১৪-এ আপগ্রেড করছি।’
অবশ্য এটা সত্য যে, আইফোন ১৪ এবং ১৩-এর মধ্যে অন্তত দৃশ্যত একই। ফিচারেও বেশ মিল রয়েছে। পেছনের দিকের টুইন ক্যামেরা কনফিগারেশন এখনো রয়েছে। এ ছাড়া আগের মতোই ৬ দশমিক ১ ইঞ্চি ফ্ল্যাট সাইড ডিজাইন ডিসপ্লে।
আইফোন ১৪ প্রো সিরিজে অবশ্য বেশ উল্লেখযোগ্য নতুন বৈশিষ্ট্য রয়েছে। এতে ব্যবহার করা হয়েছে এ১৬ বায়োনিক সিপিইউ। নচটিও বেশ সুন্দর। আইফোন ১৪ প্রোর ডিজাইন এবং হার্ডওয়্যার আইফোন ১৩ প্রোর চেয়ে অনেকখানি আলাদা।
নতুন এবং ফাস্ট এ১৬ বায়োনিক চিপ এবং অলওয়েজ অন ডিসপ্লেসহ আইফোন ১৪ প্রো সিরিজে ৬ দশমিক ১ এবং ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে থাকছে। পিল-আকৃতির কাটআউটে রয়েছে ফেস আইডি, সেলফি ক্যামেরা এবং প্রাইভেসি ইন্ডিকেটর।
নতুন এ১৬ বায়োনিক চিপে রয়েছে ছয় কোরের সিপিইউ। এতে রয়েছে দুটি হাই-পারফরম্যান্স কোর যা ২০ শতাংশ কম শক্তি এবং চারটি ইফিসিয়েন্সি কোর। অ্যাপল এখন আইফোনে বিদ্যুৎ সাশ্রয়, ডিসপ্লে এবং ক্যামেরার উন্নয়নে বেশি জোর দিচ্ছে।
ক্যামেরা ফ্রন্টে ১২ মেগাপিক্সেল সেন্সরের স্থলে এবার ৪৮ মেগাপিক্সেল দিয়েছে। নতুন প্রাইমারি ক্যামেরা কম আলোতে ছবি তোলার ক্ষেত্রে আরও দক্ষ। এটিতে একটি এফ/ ১.৭৮ অ্যাপারচার এবং ২৪ মিলিমিটার ফোকাল লেন্থসহ একটি কোয়াড-পিক্সেল সেন্সর রয়েছে।
অ্যাপল নতুন আইফোনে একটি সীমিত সুবিধাযুক্ত স্যাটেলাইট যোগাযোগও অন্তর্ভুক্ত করেছে। ব্যবহারকারী ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও একটি এসওএস (জরুরি বার্তা) পাঠাতে পারবেন।
আইফোন ১৪ প্রোর দাম শুরু ৯৯৯ মার্কিন ডলার থেকে। আইফোন ১৪ প্রো ম্যাক্সের দাম শুরু হবে ১ হাজার ৯৯ ডলার থেকে। ৯ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হয়েছে। ১৬ সেপ্টেম্বর স্টোরগুলোতে পাওয়া যাবে।
আর আইফোন ১৪-এর দাম ৭৯৯ ডলার। আইফোন ১৪ প্লাসের দাম ৮৯৯ ডলার। প্রি-অর্ডার শুরু হয়েছে ৯ সেপ্টেম্বর। আইফোন ১৪ বাজারে পাওয়া যাবে ১৬ সেপ্টেম্বর থেকে, আর আইফোন ১৪ প্লাস বাজারে পাওয়া যাবে ৭ অক্টোবর থেকে।
অ্যাপল স্মার্টফোনের নতুন সংস্করণ আইফোন ১৪-এর প্রাক-ক্রয়াদেশ শুরু হয়ে গেছে। শিগগিরই অফিশিয়াল স্টোরগুলোতে দেখা যাবে নতুন আইফোন। তবে নতুন সংস্করণ বলা হলেও ফিচার নিয়ে উচ্ছ্বাস দেখানোর মতো তেমন কিছু নেই বলে মনে করছেন বিদগ্ধরা। অনেকে তো ট্রল করা শুরু করেছেন। সেই মিছিলে এবার যোগ দিলেন খোদ স্টিভ জবসের মেয়ে।
অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের মেয়ে ইভ জবস আইফোনের নতুন সংস্করণ নিয়ে উপহাস করে একটি মজার মিম শেয়ার করেছেন।
গত বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে নতুন আইফোন ১৪ সিরিজ উন্মোচন করে অ্যাপল। নতুন আইফোন উন্মোচনের পরপরই ইন্টারনেটে শুরু হয়েছে মিম উৎসব! অনেকেই এটিকে আইফোন ১৩-এর সঙ্গে তুলনা করতে শুরু করেছেন।
প্রয়াত স্টিভ জবসের মেয়ে ইভ জবস নতুন আইফোনকে উপহাস করে একটি মিম শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। মিমে দেখা যাচ্ছে, একজন মধ্যবয়সী ব্যক্তি যে শার্ট পরে আছেন হুবহু একই রকম আরেকটি শার্ট হাতে ধরে ছবির জন্য পোজ দিচ্ছেন! ছবির ওপরে লেখা আছে, ‘আজ অ্যাপলের ঘোষণার পর আমি (আমার স্মার্টফোন) আইফোন ১৩ থেকে আইফোন ১৪-এ আপগ্রেড করছি।’
অবশ্য এটা সত্য যে, আইফোন ১৪ এবং ১৩-এর মধ্যে অন্তত দৃশ্যত একই। ফিচারেও বেশ মিল রয়েছে। পেছনের দিকের টুইন ক্যামেরা কনফিগারেশন এখনো রয়েছে। এ ছাড়া আগের মতোই ৬ দশমিক ১ ইঞ্চি ফ্ল্যাট সাইড ডিজাইন ডিসপ্লে।
আইফোন ১৪ প্রো সিরিজে অবশ্য বেশ উল্লেখযোগ্য নতুন বৈশিষ্ট্য রয়েছে। এতে ব্যবহার করা হয়েছে এ১৬ বায়োনিক সিপিইউ। নচটিও বেশ সুন্দর। আইফোন ১৪ প্রোর ডিজাইন এবং হার্ডওয়্যার আইফোন ১৩ প্রোর চেয়ে অনেকখানি আলাদা।
নতুন এবং ফাস্ট এ১৬ বায়োনিক চিপ এবং অলওয়েজ অন ডিসপ্লেসহ আইফোন ১৪ প্রো সিরিজে ৬ দশমিক ১ এবং ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে থাকছে। পিল-আকৃতির কাটআউটে রয়েছে ফেস আইডি, সেলফি ক্যামেরা এবং প্রাইভেসি ইন্ডিকেটর।
নতুন এ১৬ বায়োনিক চিপে রয়েছে ছয় কোরের সিপিইউ। এতে রয়েছে দুটি হাই-পারফরম্যান্স কোর যা ২০ শতাংশ কম শক্তি এবং চারটি ইফিসিয়েন্সি কোর। অ্যাপল এখন আইফোনে বিদ্যুৎ সাশ্রয়, ডিসপ্লে এবং ক্যামেরার উন্নয়নে বেশি জোর দিচ্ছে।
ক্যামেরা ফ্রন্টে ১২ মেগাপিক্সেল সেন্সরের স্থলে এবার ৪৮ মেগাপিক্সেল দিয়েছে। নতুন প্রাইমারি ক্যামেরা কম আলোতে ছবি তোলার ক্ষেত্রে আরও দক্ষ। এটিতে একটি এফ/ ১.৭৮ অ্যাপারচার এবং ২৪ মিলিমিটার ফোকাল লেন্থসহ একটি কোয়াড-পিক্সেল সেন্সর রয়েছে।
অ্যাপল নতুন আইফোনে একটি সীমিত সুবিধাযুক্ত স্যাটেলাইট যোগাযোগও অন্তর্ভুক্ত করেছে। ব্যবহারকারী ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও একটি এসওএস (জরুরি বার্তা) পাঠাতে পারবেন।
আইফোন ১৪ প্রোর দাম শুরু ৯৯৯ মার্কিন ডলার থেকে। আইফোন ১৪ প্রো ম্যাক্সের দাম শুরু হবে ১ হাজার ৯৯ ডলার থেকে। ৯ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হয়েছে। ১৬ সেপ্টেম্বর স্টোরগুলোতে পাওয়া যাবে।
আর আইফোন ১৪-এর দাম ৭৯৯ ডলার। আইফোন ১৪ প্লাসের দাম ৮৯৯ ডলার। প্রি-অর্ডার শুরু হয়েছে ৯ সেপ্টেম্বর। আইফোন ১৪ বাজারে পাওয়া যাবে ১৬ সেপ্টেম্বর থেকে, আর আইফোন ১৪ প্লাস বাজারে পাওয়া যাবে ৭ অক্টোবর থেকে।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগে