নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মগ্ন দুপুর কিংবা মৌন বিকেল, মন খারাপে বা আনন্দ-উল্লাসে গান শোনার ইচ্ছে জাগে প্রায় সবারই। তবে যা-ই বলি না কেন, গিটার, দোতারা, বাঁশি, কিবোর্ড ইত্যাদি বাদ্যযন্ত্রের ঠিকঠাক আওয়াজ শুনতে না পেলে প্রাণ জুড়াবে না। আর তাই এসব যন্ত্রানুষঙ্গের আওয়াজ আলাদা করে পেতে হলে চাই একটি ভালো মানের সাউন্ড বক্স বা স্পিকার।
সাউন্ড সিস্টেমের আছে নানা ধরন। যেমন ২: ১, ৩: ১, ৪:১, ৫: ১; ৭: ২ স্পিকারের সাউন্ড সিস্টেম। এগুলো হলো শব্দের আউটপুট আর বেজ অ্যাম্পের সংখ্যার অনুপাত। কোনো গান বাজলে তার সঙ্গে বেজের যে বিটগুলো পড়ে, সেসব দারুণভাবে উপভোগ করা যায় বেজ অ্যাম্পে। চাইলে এর সঙ্গে আবার ছোট ছোট উফারও ব্যবহার করা যায়।
সাউন্ড সিস্টেম বাড়িতে থাকলেই তো আর হলো না, চাই সঠিক সাউন্ডও। তাই জেনে রাখা জরুরি ভালো সাউন্ড পেতে হলে করণীয় কী।
ভলিউম: ভলিউম ঠিকঠাক পয়েন্টে দেওয়া না থাকলে শোনার কাজটি ঠিকমতো হবে না। কখনো হয়তো উচ্চ শব্দে শোনা যাবে আবার কখনো খুবই আস্তে। ঝিরঝির শব্দও শোনা যেতে পারে। কিন্তু স্পষ্ট করে কিছু বোঝা যাবে না। তাই ভলিউম ঠিক করে নিতে হবে।
সেটিংস: টিভি বা অন্য যেকোনো ডিভাইসের সাউন্ডের যন্ত্র কেনার পর তার সাউন্ড মোডগুলো দেখে নিতে হবে। সেটিংসে গিয়ে বেজ কমিয়ে ট্রেবল
বাড়িয়ে যা-ই শুনুন না কেন, পরিষ্কার শোনা যাবে।
ওয়্যারলেস হেডফোন: এখন ব্লুটুথের সাহায্যে চলমান ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম পাওয়া যায়। এটি ব্যবহারের ক্ষেত্রে ডিভাইস থেকে বেশি দূরে যাওয়া যাবে না। উৎস ডিভাইস থেকে দূরে চলে গেলে এর সাউন্ড কোয়ালিটি খারাপ হয়। এ ধরনের হেডফোনে সাউন্ড বেশি বাড়ানো উচিত নয়। এতে কানের ক্ষতি করতে পারে।
মাল্টি স্পিকার সাউন্ড সিস্টেম: যাঁরা টিভি দর্শক বা টিভি থেকে মানসম্মত সাউন্ড পেতে চান, তাঁরা চাইলে টিভির বদলে আলাদা স্পিকার ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রে টিভির আউটপুট জ্যাকের সঙ্গে কানেকশন দিলেই স্পিকারে সাউন্ড আসবে এবং বাইরের স্পিকারের সাউন্ড টিভির বিল্ট ইন স্পিকার থেকে ভালো হবে।
বাজার ঘুরে: এসব সাউন্ড সিস্টেমেও আছে নানান ধরন-ধারণ। সেসব বুঝে দরদামেও আছে ওঠানামা। ৫০০ টাকা থেকে শুরু করে লাখ টাকার পণ্যও আছে বাজারে।
ট্রান্সকম, প্যানাসনিক, ফিলিপস, সনি ইত্যাদি ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম পাওয়া যায়। এগুলোর দাম ২৫ হাজার থেকে শুরু করে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। এ ছাড়া লজিটেক, ইনটেক্স, গোল্ডব্রিজ, নিউম্যান, ব্ল্যাকক্যাট, ম্যাজিক বিভিন্ন কোম্পানির সাউন্ড বক্স বাজারে পাওয়া যায়।
সাউন্ড সিস্টেমের যত্নআত্তি
মডেল: তানজিনা, ছবি: মঞ্জু আলম
মগ্ন দুপুর কিংবা মৌন বিকেল, মন খারাপে বা আনন্দ-উল্লাসে গান শোনার ইচ্ছে জাগে প্রায় সবারই। তবে যা-ই বলি না কেন, গিটার, দোতারা, বাঁশি, কিবোর্ড ইত্যাদি বাদ্যযন্ত্রের ঠিকঠাক আওয়াজ শুনতে না পেলে প্রাণ জুড়াবে না। আর তাই এসব যন্ত্রানুষঙ্গের আওয়াজ আলাদা করে পেতে হলে চাই একটি ভালো মানের সাউন্ড বক্স বা স্পিকার।
সাউন্ড সিস্টেমের আছে নানা ধরন। যেমন ২: ১, ৩: ১, ৪:১, ৫: ১; ৭: ২ স্পিকারের সাউন্ড সিস্টেম। এগুলো হলো শব্দের আউটপুট আর বেজ অ্যাম্পের সংখ্যার অনুপাত। কোনো গান বাজলে তার সঙ্গে বেজের যে বিটগুলো পড়ে, সেসব দারুণভাবে উপভোগ করা যায় বেজ অ্যাম্পে। চাইলে এর সঙ্গে আবার ছোট ছোট উফারও ব্যবহার করা যায়।
সাউন্ড সিস্টেম বাড়িতে থাকলেই তো আর হলো না, চাই সঠিক সাউন্ডও। তাই জেনে রাখা জরুরি ভালো সাউন্ড পেতে হলে করণীয় কী।
ভলিউম: ভলিউম ঠিকঠাক পয়েন্টে দেওয়া না থাকলে শোনার কাজটি ঠিকমতো হবে না। কখনো হয়তো উচ্চ শব্দে শোনা যাবে আবার কখনো খুবই আস্তে। ঝিরঝির শব্দও শোনা যেতে পারে। কিন্তু স্পষ্ট করে কিছু বোঝা যাবে না। তাই ভলিউম ঠিক করে নিতে হবে।
সেটিংস: টিভি বা অন্য যেকোনো ডিভাইসের সাউন্ডের যন্ত্র কেনার পর তার সাউন্ড মোডগুলো দেখে নিতে হবে। সেটিংসে গিয়ে বেজ কমিয়ে ট্রেবল
বাড়িয়ে যা-ই শুনুন না কেন, পরিষ্কার শোনা যাবে।
ওয়্যারলেস হেডফোন: এখন ব্লুটুথের সাহায্যে চলমান ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম পাওয়া যায়। এটি ব্যবহারের ক্ষেত্রে ডিভাইস থেকে বেশি দূরে যাওয়া যাবে না। উৎস ডিভাইস থেকে দূরে চলে গেলে এর সাউন্ড কোয়ালিটি খারাপ হয়। এ ধরনের হেডফোনে সাউন্ড বেশি বাড়ানো উচিত নয়। এতে কানের ক্ষতি করতে পারে।
মাল্টি স্পিকার সাউন্ড সিস্টেম: যাঁরা টিভি দর্শক বা টিভি থেকে মানসম্মত সাউন্ড পেতে চান, তাঁরা চাইলে টিভির বদলে আলাদা স্পিকার ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রে টিভির আউটপুট জ্যাকের সঙ্গে কানেকশন দিলেই স্পিকারে সাউন্ড আসবে এবং বাইরের স্পিকারের সাউন্ড টিভির বিল্ট ইন স্পিকার থেকে ভালো হবে।
বাজার ঘুরে: এসব সাউন্ড সিস্টেমেও আছে নানান ধরন-ধারণ। সেসব বুঝে দরদামেও আছে ওঠানামা। ৫০০ টাকা থেকে শুরু করে লাখ টাকার পণ্যও আছে বাজারে।
ট্রান্সকম, প্যানাসনিক, ফিলিপস, সনি ইত্যাদি ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম পাওয়া যায়। এগুলোর দাম ২৫ হাজার থেকে শুরু করে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। এ ছাড়া লজিটেক, ইনটেক্স, গোল্ডব্রিজ, নিউম্যান, ব্ল্যাকক্যাট, ম্যাজিক বিভিন্ন কোম্পানির সাউন্ড বক্স বাজারে পাওয়া যায়।
সাউন্ড সিস্টেমের যত্নআত্তি
মডেল: তানজিনা, ছবি: মঞ্জু আলম
ঢাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও উন্নত করতে এবং লোডশেডিং কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি পূর্বাভাস মডেল তৈরি করেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী হালিমা হক।
৪ ঘণ্টা আগেএয়ারপডে হিয়ারিং এইড ফিচার যোগ করার পর এবার আরেকটি যুগান্তকারী ফিচার নিয়ে কাজ করছে অ্যাপল। কোম্পানিটি তাদের এয়ারপডে ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা করছে, যা এআই ফিচারগুলোকে সমর্থন করবে এবং ব্যবহারকারীর আশপাশের পরিবেশ...
১০ ঘণ্টা আগেমানুষের মস্তিষ্কের জীবিত কোষ দিয়ে কম্পিউটার তৈরি করল অস্ট্রেলিয়ার স্টার্টআপ কর্টিকাল ল্যাবস। কোম্পানিটি একে ‘বিশ্বের প্রথম কোড ডিপ্লয়েবল বায়োলজিক্যাল কম্পিউটার’ হিসেবে ঘোষণা করেছে। এটি মানব মস্তিষ্কের কোষ এবং সিলিকন হার্ডওয়্যার একত্রিত করে তরল নিউরাল নেটওয়ার্ক তৈরি করেছে, যা এআই প্রযুক্তির একটি...
১১ ঘণ্টা আগেঅ্যাপলকে আগামী ৯০ দিনের মধ্যে ব্যবহারকারীদের অ্যাপ স্টোর বাইপাস করে অ্যাপ সাইডলোডিং বা থার্ড পার্টি অ্যাপ ইনস্টলের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে ব্রাজিলের একটি আদালত। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ভ্যালর ইকোনোমিকো’–এ তথ্য জানিয়েছে।
১৩ ঘণ্টা আগে