৮ জিবি র‍্যামের স্মার্টফোন ওয়াই২০০ নিয়ে এল ভিভো

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ২০: ৩৪
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ২১: ২৮

৮ জিবি র‍্যামের নতুন স্মার্টফোন ওয়াই২০০ ভারতের বাজারে আনল ভিভো। ৪৪ ওয়াটের চার্জিং ক্ষমতার স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপসেট ব্যবহার করা হয়েছে। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫ জি, স্যামসাং গ্যালাক্সি এম ৩৪ ও র‍েডমি নোট ১২ ৫জি মডেলগুলোর সঙ্গে এই ফোন প্রতিযোগিতা করবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ফোনটির ক্যামেরায় নাইট মোড, টাইম-ল্যাপস ভিডিও, ডুয়াল ভিউ, প্রোটেইট, স্লো মোশনসহ বিভিন্ন ফিচার রয়েছে।

ভিভো ওয়াই ২০০ এর দাম ও রং 

ভিভো ওয়াই ২০০ এর ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সনের দাম ২১ হাজার ৯৯৯ রুপি। আর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সনের দাম ২৪ হাজার ৯৯৯ রুপি।

ফোনটি জঙ্গল গ্রিন (গাঢ় সবুজ) ও ডেসার্ট গোল্ড (হালকা সোনালি) রঙে পাওয়া যাবে। 

ভিভো ওয়াই ২০০ এর স্পেসিফিকেশন 

পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা-অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর 
সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল 
নেটওয়ার্ক: ৫জি 
আয়তন: ১৬২ দশমিক ৩৫ x ৭৪ দশমিক ৮৫ x৭ দশমিক ৬৯ এমএম 
ওজন: ১৯০ গ্রাম 
ডিসপ্লে: ৬ দশমিক ৬৭ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে (১০৮০ x ২৪০০ পিক্সেলস) 
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ 
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ 
চিপসেট: ৬ এনএম স্ন্যাপড্রাগন ৪ জেন 
মেমোরি: ৮ জিবি এলপিডিডিআর ৪ এক্স 
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি বা ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫ দশমিক ২ 
আইপি রেটিং: আইপি ৫৪ 
ইউএসবি: ২ দশমিক শূন্য 
ব্যাটারি: ৪৮০০ এমএএইচ
চার্জিং: ৪৪ ওয়াট

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত