অনলাইন ডেস্ক
অনেক জল্পনা–কল্পনা শেষে পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো বাজারে আসার তারিখ ঘোষণা করল গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরেডার এক প্রতিবেদনে বলেছে, গুগল আগামী ৪ অক্টোবর একটি ইভেন্টে নতুন পিক্সেল ডিভাইসের তালিকা প্রকাশ করবে।
অবশ্য ইভেন্টের আমন্ত্রণপত্রে কোম্পানি সরাসরি ইভেন্টে পিক্সেল ৮–এর কথা উল্লেখ করেনি। কিন্তু চুপিসারে ৮ সংখ্যাটি এক পোস্টে অন্তর্ভুক্ত করেছে। সুতরাং এই ইভেন্টে পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো থাকার সম্ভাবনা অনেক। তা ছাড়া পিক্সেল স্মার্টফোন প্রতি অক্টোবরেই বাজারে ছাড়া হয়।
ধারণা করা হচ্ছে, কোম্পানির অন্যান্য পণ্যও পিক্সেল ডিভাইসের তালিকায় থাকবে। গুগলের ঘড়ি–পিক্সেল ওয়াচ ২ এই তালিকায় থাকতে পারে।
এই ইভেন্টে পিক্সেল ফোল্ড ২, পিক্সেল ট্যাবলেট ২ বা পিক্সেল ৮এ থাকবে না। কারণ এই ফোনগুলোর আগের মডেল কিছুদিন আগেই বাজারে এসেছে।
মডেল দুটিতে নতুন কী থাকছে
প্রতিবেদনটি থেকে জানা যায়, পিক্সেল ৮–এর ক্যামেরা আরও উন্নত হবে কারণ এতে আরও শক্তিশালী চিপসেট ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে পিক্সেল ৮ প্রোতে টেম্পারেচার সেন্সর থাকতে পারে। তাই বলা যায়, এ ফোনগুলো পিক্সেলের আগের মডেলের চেয়ে ভালো হবে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নতুন ডিভাইস লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিন হবে। অনলাইনেও ইভেন্টটি দেখা যাবে। গুগল সাধারণত ইউটিউব ও অনলাইন স্টোরে ইভেন্ট লাইভ স্ট্রিম করে।
অনেক জল্পনা–কল্পনা শেষে পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো বাজারে আসার তারিখ ঘোষণা করল গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরেডার এক প্রতিবেদনে বলেছে, গুগল আগামী ৪ অক্টোবর একটি ইভেন্টে নতুন পিক্সেল ডিভাইসের তালিকা প্রকাশ করবে।
অবশ্য ইভেন্টের আমন্ত্রণপত্রে কোম্পানি সরাসরি ইভেন্টে পিক্সেল ৮–এর কথা উল্লেখ করেনি। কিন্তু চুপিসারে ৮ সংখ্যাটি এক পোস্টে অন্তর্ভুক্ত করেছে। সুতরাং এই ইভেন্টে পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো থাকার সম্ভাবনা অনেক। তা ছাড়া পিক্সেল স্মার্টফোন প্রতি অক্টোবরেই বাজারে ছাড়া হয়।
ধারণা করা হচ্ছে, কোম্পানির অন্যান্য পণ্যও পিক্সেল ডিভাইসের তালিকায় থাকবে। গুগলের ঘড়ি–পিক্সেল ওয়াচ ২ এই তালিকায় থাকতে পারে।
এই ইভেন্টে পিক্সেল ফোল্ড ২, পিক্সেল ট্যাবলেট ২ বা পিক্সেল ৮এ থাকবে না। কারণ এই ফোনগুলোর আগের মডেল কিছুদিন আগেই বাজারে এসেছে।
মডেল দুটিতে নতুন কী থাকছে
প্রতিবেদনটি থেকে জানা যায়, পিক্সেল ৮–এর ক্যামেরা আরও উন্নত হবে কারণ এতে আরও শক্তিশালী চিপসেট ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে পিক্সেল ৮ প্রোতে টেম্পারেচার সেন্সর থাকতে পারে। তাই বলা যায়, এ ফোনগুলো পিক্সেলের আগের মডেলের চেয়ে ভালো হবে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নতুন ডিভাইস লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিন হবে। অনলাইনেও ইভেন্টটি দেখা যাবে। গুগল সাধারণত ইউটিউব ও অনলাইন স্টোরে ইভেন্ট লাইভ স্ট্রিম করে।
বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হয়। তবে ফোন হারিয়ে গেলে বা অন্য কারণে এসব মূল্যবান কথোপকথন বা গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে যেতে পারে। তাই সঠিক সময়ে ব্যাকআপ করে রাখতে হয়। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফিচারের মাধ্যমে সহজেই আপনার সমস্ত চ্যাট, মিডিয়া ফাইল ও ভয়েস...
৫ ঘণ্টা আগেজাপানি প্রতিষ্ঠান শিমাদজু করপোরেশন বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি ‘এথার ক্লক ওসি জিরো টু জিরো’। স্ট্রনটিয়াম অপটিক্যাল ল্যাটিস প্রযুক্তির এই ঘড়ি এক হাজার বছরে মাত্র এক সেকেন্ড বিচ্যুত হয়। গবেষণার জন্য তৈরি ঘড়িটির দাম ৩৩ লাখ ডলার।
১৯ ঘণ্টা আগেগুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম–‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল এবং বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
২১ ঘণ্টা আগেবিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটি এর নির্মাতা ওপেনএআই–এর সঙ্গে পাঁচ বছরের অংশীদারত্ব ঘোষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই অংশীদারত্বের মাধ্যমে অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকেরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের সুবিধা পাবেন...
১ দিন আগে