Ajker Patrika

পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো উন্মোচনের তারিখ ঘোষণা করল গুগল

অনলাইন ডেস্ক
পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো উন্মোচনের তারিখ ঘোষণা করল গুগল

অনেক জল্পনা–কল্পনা শেষে পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো বাজারে আসার তারিখ ঘোষণা করল গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকর‍েডার এক প্রতিবেদনে বলেছে, গুগল আগামী ৪ অক্টোবর একটি ইভেন্টে নতুন পিক্সেল ডিভাইসের তালিকা প্রকাশ করবে। 

অবশ্য ইভেন্টের আমন্ত্রণপত্রে কোম্পানি সরাসরি ইভেন্টে পিক্সেল ৮–এর কথা উল্লেখ করেনি। কিন্তু চুপিসারে ৮ সংখ্যাটি এক পোস্টে অন্তর্ভুক্ত করেছে। সুতরাং এই ইভেন্টে পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো থাকার সম্ভাবনা অনেক। তা ছাড়া পিক্সেল স্মার্টফোন প্রতি অক্টোবরেই বাজারে ছাড়া হয়। 

ধারণা করা হচ্ছে, কোম্পানির অন্যান্য পণ্যও পিক্সেল ডিভাইসের তালিকায় থাকবে। গুগলের ঘড়ি–পিক্সেল ওয়াচ ২ এই তালিকায় থাকতে পারে। 

এই ইভেন্টে পিক্সেল ফোল্ড ২, পিক্সেল ট্যাবলেট ২ বা পিক্সেল ৮এ থাকবে না। কারণ এই ফোনগুলোর আগের মডেল কিছুদিন আগেই বাজারে এসেছে। 

মডেল দুটিতে নতুন কী থাকছে
প্রতিবেদনটি থেকে জানা যায়, পিক্সেল ৮–এর ক্যামেরা আরও উন্নত হবে কারণ এতে আরও শক্তিশালী চিপসেট ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে পিক্সেল ৮ প্রোতে টেম্পারেচার সেন্সর থাকতে পারে। তাই বলা যায়, এ ফোনগুলো পিক্সেলের আগের মডেলের চেয়ে ভালো হবে। 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নতুন ডিভাইস লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিন হবে। অনলাইনেও ইভেন্টটি দেখা যাবে। গুগল সাধারণত ইউটিউব ও অনলাইন স্টোরে ইভেন্ট লাইভ স্ট্রিম করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত