অনলাইন ডেস্ক
আইফোন ১৬ সিরিজে কী কী ফিচার আসবে, তা জানার জন্য পুরো বিশ্বের প্রযুক্তিপ্রেমীরা উন্মুখ হয়ে আছে। কিছুদিন পরপরই ফোনটি নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এখন পর্যন্ত জানা গেছে, আইফোনের ক্যামেরা ও চার্জিংয়ের জন্য ব্যবহৃত ম্যাগসেফ রিং নকশায় কিছুটা পরিবর্তন আনতে পারে অ্যাপল।
আইফোন তৈরির একটি ছাঁচের ছবি প্রকাশ করেছে ফরাসি কেস প্রস্তুতকারক কোম্পানি শপসিস্টেম। ছাঁচের ছবি থেকে বোঝা যায়, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের ক্যামেরার লেআউটে পরিবর্তন আসছে এবং আগের মডেলগুলোর তুলনায় এবারের ম্যাগসেফ রিংটি চিকন হবে।
২০২০ সালের আইফোন ১২-এ প্রথম ম্যাগসেফ প্রযুক্তি ব্যবহার করে অ্যাপল। এর মাধ্যমে কোনো কেবলের সাহায্য (ওয়্যারলেস) ছাড়াই আইফোন চার্জ দেওয়া যায়।
ছাঁচের ছবি থেকে আরও বোঝা যায়, আইফোন ১৫-এর তুলনায় আইফোন ১৬-এর ম্যাগসেফ রিংয়ের চুম্বক ও কয়েলগুলো চিকন করা হবে।
শপসিস্টেম বলছে, চিকন ম্যাগসেফের কারণে আইফোন মোটা হবে না এবং একে আরও সহজভাবে চার্জ দেওয়া যাবে। তবে নতুন এই ম্যাগসেফ রিংয়ের কারণে ফোনের ভেতরের যন্ত্রাংশের আকারেও পরিবর্তন আসতে পারে।
এ ছাড়া আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের ক্যামেরার নকশায় পরিবর্তন আসবে। আইফোনের ১৬ ক্যামেরা আগের মডেলের তুলনায় কিছুটা ছোট হবে এবং লেন্সগুলো ওষুধের খোলসের (পিল শেপড) আকৃতির হবে।
এর আগে আইফোন ১৬-এর বিভিন্ন ছবি ফাঁস হয়েছে। তবে এবারের ছাঁচগুলোর ছবি অন্য ছবির তুলনায় কিছুটা বিশ্বাসযোগ্যই মনে হয়।
আইফোন ১৬ প্রো মডেলের নকশা আইফোন ১৫ প্রো-এর মতো হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আইফোন ১৬ প্রো-তে আরও উন্নত ও শক্তিশালী লেন্স ব্যবহার করা হতে পারে।
আইফোনে ১৬-এর ক্যামেরায় নতুন নকশার কারণে এতে স্পেশাল ভিডিও ধারণ করার সুবিধা থাকতে পারে।
তথ্যসূত্র: টমস গাইড
আইফোন ১৬ সিরিজে কী কী ফিচার আসবে, তা জানার জন্য পুরো বিশ্বের প্রযুক্তিপ্রেমীরা উন্মুখ হয়ে আছে। কিছুদিন পরপরই ফোনটি নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এখন পর্যন্ত জানা গেছে, আইফোনের ক্যামেরা ও চার্জিংয়ের জন্য ব্যবহৃত ম্যাগসেফ রিং নকশায় কিছুটা পরিবর্তন আনতে পারে অ্যাপল।
আইফোন তৈরির একটি ছাঁচের ছবি প্রকাশ করেছে ফরাসি কেস প্রস্তুতকারক কোম্পানি শপসিস্টেম। ছাঁচের ছবি থেকে বোঝা যায়, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের ক্যামেরার লেআউটে পরিবর্তন আসছে এবং আগের মডেলগুলোর তুলনায় এবারের ম্যাগসেফ রিংটি চিকন হবে।
২০২০ সালের আইফোন ১২-এ প্রথম ম্যাগসেফ প্রযুক্তি ব্যবহার করে অ্যাপল। এর মাধ্যমে কোনো কেবলের সাহায্য (ওয়্যারলেস) ছাড়াই আইফোন চার্জ দেওয়া যায়।
ছাঁচের ছবি থেকে আরও বোঝা যায়, আইফোন ১৫-এর তুলনায় আইফোন ১৬-এর ম্যাগসেফ রিংয়ের চুম্বক ও কয়েলগুলো চিকন করা হবে।
শপসিস্টেম বলছে, চিকন ম্যাগসেফের কারণে আইফোন মোটা হবে না এবং একে আরও সহজভাবে চার্জ দেওয়া যাবে। তবে নতুন এই ম্যাগসেফ রিংয়ের কারণে ফোনের ভেতরের যন্ত্রাংশের আকারেও পরিবর্তন আসতে পারে।
এ ছাড়া আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের ক্যামেরার নকশায় পরিবর্তন আসবে। আইফোনের ১৬ ক্যামেরা আগের মডেলের তুলনায় কিছুটা ছোট হবে এবং লেন্সগুলো ওষুধের খোলসের (পিল শেপড) আকৃতির হবে।
এর আগে আইফোন ১৬-এর বিভিন্ন ছবি ফাঁস হয়েছে। তবে এবারের ছাঁচগুলোর ছবি অন্য ছবির তুলনায় কিছুটা বিশ্বাসযোগ্যই মনে হয়।
আইফোন ১৬ প্রো মডেলের নকশা আইফোন ১৫ প্রো-এর মতো হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আইফোন ১৬ প্রো-তে আরও উন্নত ও শক্তিশালী লেন্স ব্যবহার করা হতে পারে।
আইফোনে ১৬-এর ক্যামেরায় নতুন নকশার কারণে এতে স্পেশাল ভিডিও ধারণ করার সুবিধা থাকতে পারে।
তথ্যসূত্র: টমস গাইড
স্বাস্থ্য খাতে ব্যবহারের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী ‘ড্রাগন কো-পাইলট’ উন্মোচন করল মাইক্রোসফট। এটি চিকিৎসকদের কথা শুনবে ও প্রয়োজনীয় নোট তৈরি করে দিতে পারবে।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা কিনতে আগ্রহী মার্কিন ব্যবসায়ী, উদ্যোক্তা, এবং বিনিয়োগকারী ফ্রাঙ্ক ম্যাককোর্ট। তাঁর এই অধিগ্রহণ প্রচেষ্টায় আগ্রহ প্রকাশ করেছেন রেডিটের সহ-প্রতিষ্ঠাতা এবং ভেঞ্চার ক্যাপিটালিস্ট অ্যালেক্সিস ওহানিয়ান। টিকটক কেনার ফ্রাঙ্ক ম্যাককোর্টের...
৫ ঘণ্টা আগেদেশজুড়ে প্রথমবারের মতো ওপেনসোর্স চিপ রিস্ক-ভি–এর ব্যবহার বাড়ানোর জন্য নীতিমালা প্রকাশের পরিকল্পনা করছে চীন। দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, চীন পশ্চিমা প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমানোর জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে এবং রিস্ক-ভি চিপের ব্যবহারের জন্য নীতিমালা প্রকাশ করতে যাচ্ছে।
৬ ঘণ্টা আগেচলতি সপ্তাহে নতুন ম্যাকবুক এয়ার উন্মোচন করবে টেক জায়ান্ট অ্যাপল। গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন কোম্পানিটির সিইও টিম কুক। দীর্ঘ প্রতীক্ষার পর ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি সংস্করণে আসতে পারে নতুন...
৭ ঘণ্টা আগে