অনলাইন ডেস্ক
আইফোন ১৬ সিরিজে কী কী ফিচার আসবে, তা জানার জন্য পুরো বিশ্বের প্রযুক্তিপ্রেমীরা উন্মুখ হয়ে আছে। কিছুদিন পরপরই ফোনটি নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এখন পর্যন্ত জানা গেছে, আইফোনের ক্যামেরা ও চার্জিংয়ের জন্য ব্যবহৃত ম্যাগসেফ রিং নকশায় কিছুটা পরিবর্তন আনতে পারে অ্যাপল।
আইফোন তৈরির একটি ছাঁচের ছবি প্রকাশ করেছে ফরাসি কেস প্রস্তুতকারক কোম্পানি শপসিস্টেম। ছাঁচের ছবি থেকে বোঝা যায়, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের ক্যামেরার লেআউটে পরিবর্তন আসছে এবং আগের মডেলগুলোর তুলনায় এবারের ম্যাগসেফ রিংটি চিকন হবে।
২০২০ সালের আইফোন ১২-এ প্রথম ম্যাগসেফ প্রযুক্তি ব্যবহার করে অ্যাপল। এর মাধ্যমে কোনো কেবলের সাহায্য (ওয়্যারলেস) ছাড়াই আইফোন চার্জ দেওয়া যায়।
ছাঁচের ছবি থেকে আরও বোঝা যায়, আইফোন ১৫-এর তুলনায় আইফোন ১৬-এর ম্যাগসেফ রিংয়ের চুম্বক ও কয়েলগুলো চিকন করা হবে।
শপসিস্টেম বলছে, চিকন ম্যাগসেফের কারণে আইফোন মোটা হবে না এবং একে আরও সহজভাবে চার্জ দেওয়া যাবে। তবে নতুন এই ম্যাগসেফ রিংয়ের কারণে ফোনের ভেতরের যন্ত্রাংশের আকারেও পরিবর্তন আসতে পারে।
এ ছাড়া আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের ক্যামেরার নকশায় পরিবর্তন আসবে। আইফোনের ১৬ ক্যামেরা আগের মডেলের তুলনায় কিছুটা ছোট হবে এবং লেন্সগুলো ওষুধের খোলসের (পিল শেপড) আকৃতির হবে।
এর আগে আইফোন ১৬-এর বিভিন্ন ছবি ফাঁস হয়েছে। তবে এবারের ছাঁচগুলোর ছবি অন্য ছবির তুলনায় কিছুটা বিশ্বাসযোগ্যই মনে হয়।
আইফোন ১৬ প্রো মডেলের নকশা আইফোন ১৫ প্রো-এর মতো হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আইফোন ১৬ প্রো-তে আরও উন্নত ও শক্তিশালী লেন্স ব্যবহার করা হতে পারে।
আইফোনে ১৬-এর ক্যামেরায় নতুন নকশার কারণে এতে স্পেশাল ভিডিও ধারণ করার সুবিধা থাকতে পারে।
তথ্যসূত্র: টমস গাইড
আইফোন ১৬ সিরিজে কী কী ফিচার আসবে, তা জানার জন্য পুরো বিশ্বের প্রযুক্তিপ্রেমীরা উন্মুখ হয়ে আছে। কিছুদিন পরপরই ফোনটি নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এখন পর্যন্ত জানা গেছে, আইফোনের ক্যামেরা ও চার্জিংয়ের জন্য ব্যবহৃত ম্যাগসেফ রিং নকশায় কিছুটা পরিবর্তন আনতে পারে অ্যাপল।
আইফোন তৈরির একটি ছাঁচের ছবি প্রকাশ করেছে ফরাসি কেস প্রস্তুতকারক কোম্পানি শপসিস্টেম। ছাঁচের ছবি থেকে বোঝা যায়, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের ক্যামেরার লেআউটে পরিবর্তন আসছে এবং আগের মডেলগুলোর তুলনায় এবারের ম্যাগসেফ রিংটি চিকন হবে।
২০২০ সালের আইফোন ১২-এ প্রথম ম্যাগসেফ প্রযুক্তি ব্যবহার করে অ্যাপল। এর মাধ্যমে কোনো কেবলের সাহায্য (ওয়্যারলেস) ছাড়াই আইফোন চার্জ দেওয়া যায়।
ছাঁচের ছবি থেকে আরও বোঝা যায়, আইফোন ১৫-এর তুলনায় আইফোন ১৬-এর ম্যাগসেফ রিংয়ের চুম্বক ও কয়েলগুলো চিকন করা হবে।
শপসিস্টেম বলছে, চিকন ম্যাগসেফের কারণে আইফোন মোটা হবে না এবং একে আরও সহজভাবে চার্জ দেওয়া যাবে। তবে নতুন এই ম্যাগসেফ রিংয়ের কারণে ফোনের ভেতরের যন্ত্রাংশের আকারেও পরিবর্তন আসতে পারে।
এ ছাড়া আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের ক্যামেরার নকশায় পরিবর্তন আসবে। আইফোনের ১৬ ক্যামেরা আগের মডেলের তুলনায় কিছুটা ছোট হবে এবং লেন্সগুলো ওষুধের খোলসের (পিল শেপড) আকৃতির হবে।
এর আগে আইফোন ১৬-এর বিভিন্ন ছবি ফাঁস হয়েছে। তবে এবারের ছাঁচগুলোর ছবি অন্য ছবির তুলনায় কিছুটা বিশ্বাসযোগ্যই মনে হয়।
আইফোন ১৬ প্রো মডেলের নকশা আইফোন ১৫ প্রো-এর মতো হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আইফোন ১৬ প্রো-তে আরও উন্নত ও শক্তিশালী লেন্স ব্যবহার করা হতে পারে।
আইফোনে ১৬-এর ক্যামেরায় নতুন নকশার কারণে এতে স্পেশাল ভিডিও ধারণ করার সুবিধা থাকতে পারে।
তথ্যসূত্র: টমস গাইড
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৯ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১১ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১১ ঘণ্টা আগে