প্রযুক্তি ডেস্ক
সাম্প্রতিক সময়ে স্যামসাংসহ অনেক স্মার্টফোন নির্মাতা কোম্পানি ফোল্ডেবল মোবাইল ফোন নিয়ে এসেছে। এরই মধ্যে ফোল্ডেবল ফোন এনেছে অপ্পো ও মটোরোলা। এবার ফোল্ডেবল ফোন নিয়ে আসছে গুগলও। যার নাম ‘পিক্সেল ফোল্ড’। অনলাইন ফাঁস হওয়া তথ্যমতে, আগামী জুনে বাজারে আসতে পারে গুগলের এই ফোল্ডেবল ফোন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, পিক্সেল ফোল্ড নিয়ে এই তথ্য অনলাইনে ফাঁস করেন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট উইনফিউচারের প্রতিবেদক রোলান্ড কোয়ান্ড। তিনি বলেন, আগামী জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বাজারে আসতে পারে গুগলের পিক্সেল ফোল্ড।
গত মঙ্গলবার (১৪ মার্চ) কোয়ান্ড এক টুইটে লেখেন, পিক্সেল ফোল্ডে থাকতে পারে ২৫৬ জিবির মূল স্টোরেজ। আর ব্যবহারকারীর কাছে ডিভাইসটি আসবে কালো/ গাঢ় ধূসর বা সাদা রঙে।
এর আগে বিভিন্ন সংবাদের বরাতে ভার্জ জানায়, ফোনের ডিসপ্লের আকার হবে পাঁচ দশমিক ৭৯ ইঞ্চি। আর এর ভেতরে থাকবে সাত দশমিক ৬৯ ইঞ্চি’র ফোল্ডেবল স্ক্রিন। আর এতে প্রসেসর হিসেবে থাকতে পারে গুগলের টেনসর চিপ।
সম্প্রতি ফোল্ডেবল ফোন আনার সিদ্ধান্ত নিয়েছে ওয়ানপ্লাস। চাহিদা বিবেচনা করে চলতি বছরই ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দিল্লিতে আয়োজন করা হয়েছিল ‘ক্লাউড ১১’ ইভেন্ট। সেখানে দুটি ফ্ল্যাগশিপ ফোন উন্মোচন করেছিল ওয়ানপ্লাস। ওই মডেল দুটিতে ব্যবহার করা হয়েছিল অত্যাধুনিক সব প্রযুক্তি। এবার স্পেনের বার্সেলোনা শহরে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন ঘোষণা দিয়েছে ওয়ানপ্লাস। স্যামসাং, অপ্পো, মটোরোলাকে পাল্লা দিতে প্রথমবারের মতো ফোল্ডেবল ফোন আনতে চলেছে প্রতিষ্ঠানটি। সঠিক তারিখ ঘোষণা না করা হলেও ধারণা করা হচ্ছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে উন্মোচন হতে পারে ফোনটি।
ওয়ানপ্লাসের প্রেসিডেন্ট ও সিওও কিন্ডার লিউ ইন বলেন, ‘নতুন ফোল্ডেবল স্মার্টফোন আরও দ্রুতগতির ও ভালো অভিজ্ঞতা দেবে ব্যবহারকারীদের। ওয়ানপ্লাসের অন্যতম ফ্ল্যাগশিপ মডেলও হতে চলেছে এটি।
সাম্প্রতিক সময়ে স্যামসাংসহ অনেক স্মার্টফোন নির্মাতা কোম্পানি ফোল্ডেবল মোবাইল ফোন নিয়ে এসেছে। এরই মধ্যে ফোল্ডেবল ফোন এনেছে অপ্পো ও মটোরোলা। এবার ফোল্ডেবল ফোন নিয়ে আসছে গুগলও। যার নাম ‘পিক্সেল ফোল্ড’। অনলাইন ফাঁস হওয়া তথ্যমতে, আগামী জুনে বাজারে আসতে পারে গুগলের এই ফোল্ডেবল ফোন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, পিক্সেল ফোল্ড নিয়ে এই তথ্য অনলাইনে ফাঁস করেন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট উইনফিউচারের প্রতিবেদক রোলান্ড কোয়ান্ড। তিনি বলেন, আগামী জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বাজারে আসতে পারে গুগলের পিক্সেল ফোল্ড।
গত মঙ্গলবার (১৪ মার্চ) কোয়ান্ড এক টুইটে লেখেন, পিক্সেল ফোল্ডে থাকতে পারে ২৫৬ জিবির মূল স্টোরেজ। আর ব্যবহারকারীর কাছে ডিভাইসটি আসবে কালো/ গাঢ় ধূসর বা সাদা রঙে।
এর আগে বিভিন্ন সংবাদের বরাতে ভার্জ জানায়, ফোনের ডিসপ্লের আকার হবে পাঁচ দশমিক ৭৯ ইঞ্চি। আর এর ভেতরে থাকবে সাত দশমিক ৬৯ ইঞ্চি’র ফোল্ডেবল স্ক্রিন। আর এতে প্রসেসর হিসেবে থাকতে পারে গুগলের টেনসর চিপ।
সম্প্রতি ফোল্ডেবল ফোন আনার সিদ্ধান্ত নিয়েছে ওয়ানপ্লাস। চাহিদা বিবেচনা করে চলতি বছরই ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দিল্লিতে আয়োজন করা হয়েছিল ‘ক্লাউড ১১’ ইভেন্ট। সেখানে দুটি ফ্ল্যাগশিপ ফোন উন্মোচন করেছিল ওয়ানপ্লাস। ওই মডেল দুটিতে ব্যবহার করা হয়েছিল অত্যাধুনিক সব প্রযুক্তি। এবার স্পেনের বার্সেলোনা শহরে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন ঘোষণা দিয়েছে ওয়ানপ্লাস। স্যামসাং, অপ্পো, মটোরোলাকে পাল্লা দিতে প্রথমবারের মতো ফোল্ডেবল ফোন আনতে চলেছে প্রতিষ্ঠানটি। সঠিক তারিখ ঘোষণা না করা হলেও ধারণা করা হচ্ছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে উন্মোচন হতে পারে ফোনটি।
ওয়ানপ্লাসের প্রেসিডেন্ট ও সিওও কিন্ডার লিউ ইন বলেন, ‘নতুন ফোল্ডেবল স্মার্টফোন আরও দ্রুতগতির ও ভালো অভিজ্ঞতা দেবে ব্যবহারকারীদের। ওয়ানপ্লাসের অন্যতম ফ্ল্যাগশিপ মডেলও হতে চলেছে এটি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১১ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১৩ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১৪ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১৭ ঘণ্টা আগে