অনলাইন ডেস্ক
হালকা-পাতলা নকশার ২৩ ওয়াটের সুপার ফাস্ট চার্জার আনল স্যামসাং। এতে জিএএন (গ্যালিয়াম নাইট্রাইড) উপাদান ব্যবহার করা হয়েছে, যা সিলিকনভিত্তিক চার্জারের চেয়ে হালকা ও বহনযোগ্য। আগের তুলনায় চার্জারটি হালকা হলেও এর মাধ্যমে আরও দ্রুত চার্জ দেওয়া যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
নতুন ২৩ ওয়াটের চার্জারে ইউএসবি পিডি (পাওয়ার ডেলিভারি) ৩ দশমিক শূন্য ফাস্ট চার্জিং ও পিপিএসেরও সমর্থন রয়েছে। অর্থাৎ ফোনটি স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইসে দ্রুত চার্জের সমর্থন দেবে।
স্যামসাংয়ের মতে, নিষ্ক্রিয় থাকা অবস্থায় চার্জারটি ৫ এমডব্লু বিদ্যুৎ নেয়, যেখানে পুরোনো মডেলগুলো ২০ ৫ এমডব্লু খরচ করে। সুতরাং চার্জারটি বিদ্যুৎও সাশ্রয় করবে।
এ ছাড়া, পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়ে চার্জারটি তৈরি। তাই পরিবেশেরও জন্য এই চার্জার ব্যবহার করা ভালো হবে।
বর্তমানে দক্ষিণ কোরিয়াতে চার্জারটি পাওয়া যাবে। তবে শিগগিরই অন্যান্য বাজারে এই চার্জারটি পাওয়া যাবে। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট ও স্যামসাংয়ের দোকানে চার্জারটি পাওয়া যাবে। চার্জারটি সাদা ও কালো রঙে পাওয়া যাবে। চার্জারটি দাম ২৫ হাজার ৩৯৯ কোরিয়ান ওন (১৯ ডলার)। ইউএসবি সি থেকে ইউএসবি সি চার্জিং কেব্লসহ চার্জারের দাম ৩৩ হাজার কোরিয়ান ওন (২৪ ডলার)। ইউএসবি সি কেব্লটিও সাদা ও কালো রঙে পাওয়া যাবে।
হালকা-পাতলা নকশার ২৩ ওয়াটের সুপার ফাস্ট চার্জার আনল স্যামসাং। এতে জিএএন (গ্যালিয়াম নাইট্রাইড) উপাদান ব্যবহার করা হয়েছে, যা সিলিকনভিত্তিক চার্জারের চেয়ে হালকা ও বহনযোগ্য। আগের তুলনায় চার্জারটি হালকা হলেও এর মাধ্যমে আরও দ্রুত চার্জ দেওয়া যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
নতুন ২৩ ওয়াটের চার্জারে ইউএসবি পিডি (পাওয়ার ডেলিভারি) ৩ দশমিক শূন্য ফাস্ট চার্জিং ও পিপিএসেরও সমর্থন রয়েছে। অর্থাৎ ফোনটি স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইসে দ্রুত চার্জের সমর্থন দেবে।
স্যামসাংয়ের মতে, নিষ্ক্রিয় থাকা অবস্থায় চার্জারটি ৫ এমডব্লু বিদ্যুৎ নেয়, যেখানে পুরোনো মডেলগুলো ২০ ৫ এমডব্লু খরচ করে। সুতরাং চার্জারটি বিদ্যুৎও সাশ্রয় করবে।
এ ছাড়া, পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়ে চার্জারটি তৈরি। তাই পরিবেশেরও জন্য এই চার্জার ব্যবহার করা ভালো হবে।
বর্তমানে দক্ষিণ কোরিয়াতে চার্জারটি পাওয়া যাবে। তবে শিগগিরই অন্যান্য বাজারে এই চার্জারটি পাওয়া যাবে। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট ও স্যামসাংয়ের দোকানে চার্জারটি পাওয়া যাবে। চার্জারটি সাদা ও কালো রঙে পাওয়া যাবে। চার্জারটি দাম ২৫ হাজার ৩৯৯ কোরিয়ান ওন (১৯ ডলার)। ইউএসবি সি থেকে ইউএসবি সি চার্জিং কেব্লসহ চার্জারের দাম ৩৩ হাজার কোরিয়ান ওন (২৪ ডলার)। ইউএসবি সি কেব্লটিও সাদা ও কালো রঙে পাওয়া যাবে।
বাংলাদেশ স্যাটেলাইট-১ সম্ভাব্য সৌর বিভ্রাটের কারণে ৭ মার্চ থেকে সাত দিন সম্প্রচারে সাময়িক বাধার সম্মুখীন হতে পারে। এই বিভ্রাট, সৌর উপগ্রহ হস্তক্ষেপ হিসেবেও উল্লেখ করা হয়, যখন সূর্য সরাসরি স্যাটেলাইট সংকেত প্রেরণের পেছনে চলে যায় তখন এই বিভ্রাট ঘটে।
৩ ঘণ্টা আগেস্বাস্থ্য খাতে ব্যবহারের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী ‘ড্রাগন কো-পাইলট’ উন্মোচন করল মাইক্রোসফট। এটি চিকিৎসকদের কথা শুনবে ও প্রয়োজনীয় নোট তৈরি করে দিতে পারবে।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা কিনতে আগ্রহী মার্কিন ব্যবসায়ী, উদ্যোক্তা, এবং বিনিয়োগকারী ফ্রাঙ্ক ম্যাককোর্ট। তাঁর এই অধিগ্রহণ প্রচেষ্টায় আগ্রহ প্রকাশ করেছেন রেডিটের সহ-প্রতিষ্ঠাতা এবং ভেঞ্চার ক্যাপিটালিস্ট অ্যালেক্সিস ওহানিয়ান। টিকটক কেনার ফ্রাঙ্ক ম্যাককোর্টের...
১১ ঘণ্টা আগেদেশজুড়ে প্রথমবারের মতো ওপেনসোর্স চিপ রিস্ক-ভি–এর ব্যবহার বাড়ানোর জন্য নীতিমালা প্রকাশের পরিকল্পনা করছে চীন। দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, চীন পশ্চিমা প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমানোর জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে এবং রিস্ক-ভি চিপের ব্যবহারের জন্য নীতিমালা প্রকাশ করতে যাচ্ছে।
১২ ঘণ্টা আগে