প্রযুক্তি ডেস্ক, ঢাকা
সম্প্রতি চীনের বাজারে উন্মোচন হয়েছে ওয়ান প্লাসের নতুন ফোন ‘ওয়ান প্লাস ১১’। বিশ্লেষকদের অনুমান, চলতি বছরেই প্রতিষ্ঠানটি বাজারে আরও কিছু ডিভাইস আনবে। তবে এগুলোর সবই যে স্মার্টফোন হবে তা নয়। জানা গেছে, ডিভাইসগুলোর মধ্যে ট্যাবলেটও রয়েছে। শিগগিরই ভারতের বাজারে আসতে যাচ্ছে ডিভাইসটি।
ট্যাবলেট বাজারজাতের প্রকল্পটিকে ‘অ্যারাইস’ নাম দিয়েছে ওয়ান প্লাস। ধারণা করা হচ্ছে, ডিভাইসটি ‘ওয়ান প্লাস ট্যাব’ বা ‘ওয়ান প্লাস প্যাড’ নামে বাজারে আসবে। তবে যে ডিভাইসটি নিয়ে এত কথা হচ্ছে, ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য নেই। তবে বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী জুনে এটি বাজারে আসবে।
ভারতের বাজারে বাজারজাত করা হবে বলে অনেকে ধারণা করছেন ট্যাবলেটটি সাশ্রয়ী মূল্যেই পাওয়া যাবে। বিভিন্ন প্রতিবেদনের সূত্র অনুযায়ী, বাজারে থাকা অপোর একটি ট্যাবের ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়েই ওয়ান প্লাসের ট্যাবলেটের এই ডিজাইন করা হয়েছে। তবে দুটি ডিভাইসের মধ্যে অন্য কোনো কিছুর মিল থাকার সম্ভাবনা নেই। ডিভাইসে ১০ দশমিক ৩৬ ইঞ্চির টুকে রেজল্যুশনের আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে। প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০। এ ছাড়া ট্যাবটিতে ৭ হাজার ১০০ এমএএইচের ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং-সুবিধা থাকবে। ওয়ান প্লাস নিজেদের পণ্যে ভালো হার্ডওয়্যারই দিয়ে আসছে। ট্যাবলেটের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হবে না বলে আশা করছেন প্রযুক্তিবিদেরা।
সূত্র: নাইন টু ফাইভ গুগল
সম্প্রতি চীনের বাজারে উন্মোচন হয়েছে ওয়ান প্লাসের নতুন ফোন ‘ওয়ান প্লাস ১১’। বিশ্লেষকদের অনুমান, চলতি বছরেই প্রতিষ্ঠানটি বাজারে আরও কিছু ডিভাইস আনবে। তবে এগুলোর সবই যে স্মার্টফোন হবে তা নয়। জানা গেছে, ডিভাইসগুলোর মধ্যে ট্যাবলেটও রয়েছে। শিগগিরই ভারতের বাজারে আসতে যাচ্ছে ডিভাইসটি।
ট্যাবলেট বাজারজাতের প্রকল্পটিকে ‘অ্যারাইস’ নাম দিয়েছে ওয়ান প্লাস। ধারণা করা হচ্ছে, ডিভাইসটি ‘ওয়ান প্লাস ট্যাব’ বা ‘ওয়ান প্লাস প্যাড’ নামে বাজারে আসবে। তবে যে ডিভাইসটি নিয়ে এত কথা হচ্ছে, ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য নেই। তবে বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী জুনে এটি বাজারে আসবে।
ভারতের বাজারে বাজারজাত করা হবে বলে অনেকে ধারণা করছেন ট্যাবলেটটি সাশ্রয়ী মূল্যেই পাওয়া যাবে। বিভিন্ন প্রতিবেদনের সূত্র অনুযায়ী, বাজারে থাকা অপোর একটি ট্যাবের ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়েই ওয়ান প্লাসের ট্যাবলেটের এই ডিজাইন করা হয়েছে। তবে দুটি ডিভাইসের মধ্যে অন্য কোনো কিছুর মিল থাকার সম্ভাবনা নেই। ডিভাইসে ১০ দশমিক ৩৬ ইঞ্চির টুকে রেজল্যুশনের আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে। প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০। এ ছাড়া ট্যাবটিতে ৭ হাজার ১০০ এমএএইচের ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং-সুবিধা থাকবে। ওয়ান প্লাস নিজেদের পণ্যে ভালো হার্ডওয়্যারই দিয়ে আসছে। ট্যাবলেটের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হবে না বলে আশা করছেন প্রযুক্তিবিদেরা।
সূত্র: নাইন টু ফাইভ গুগল
স্যামসাং গ্যালাক্সি এস ২৫ সিরিজের চতুর্থ এবং শেষ ফোন হল গ্যালাক্সি এস ২৫ এজ। এই মডেল আগামী মাসে আনুষ্ঠানিকভাবে বাজারে আসার বেশ সম্ভাবনা রয়েছে। তবে এর আগে ফোনটি সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য ফাঁস হয়েছে, যা ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা প্রদান করছে। এমনকি এর সম্ভাব্য দাম সম্পর্কেও জানা গেছে।
৭ ঘণ্টা আগেওপেনএআই-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রিজনিং মডেলগুলো তৈরি করতে শুরু করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এসব মডেলগুলো ডেভেলপারদের কাছে বিক্রির উদ্যোগও নিতে পারে কোম্পানিটি। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে ‘দ্য ইনফরমেশন’ এসব তথ্য জানিয়েছে।
১১ ঘণ্টা আগেডিজিটাল যুগে যোগাযোগের জন্য বহুল ব্যবহৃত প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। একসময় এটি শুধু ব্যক্তিগত ম্যাসেজিং অ্যাপ হিসেবে পরিচিত ছিল। তবে এখন এটি ব্যবসা, ব্র্যান্ডের প্রচার-প্রচারণা এবং বৃহত্তর শ্রোতাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেল নামক নতুন ফিচারটি এ
১২ ঘণ্টা আগেস্মার্টফোনের সবচেয়ে সংবেদশীল অংশ হলো ডিভাইসের স্ক্রিন। হাত থেকে পড়ে গেলে তা সহজেই ভেঙে যেতে পারে। তাই ফোন কেনার সঙ্গে সঙ্গে স্ক্রিন প্রটেক্টর লাগিয়ে থাকেন অনেকেই। এটি মূল স্ক্রিনকে একটি অতিরিক্ত সুরক্ষা দেয়। টেম্পারড গ্লাস থেকে শুরু করে লিকুইড কোটিং পর্যন্ত, বিভিন্ন ধরনের স্ক্রিন প্রটেক্টর বাজারে...
১ দিন আগে