Ajker Patrika

পিক্সেল ৯ প্রোর মডেলের ছবি ফাঁস

অনলাইন ডেস্ক
পিক্সেল ৯ প্রোর মডেলের ছবি ফাঁস

অনলাইনে ফাঁস হলো গুগলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পিক্সেল ৯ প্রোর ছবি। এই ছবি থেকে ফোনটির সম্ভাব্য ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া যায়। সেই সঙ্গে ফোনটির সম্ভাব্য কনফিগারেশনও জানা গেছে। গুগল পিক্সেল ৯ প্রোর ডিজাইন আগের থেকে ব্যতিক্রম হবে বলে ফাঁস হওয়া ছবি থেকে ধারণা করা হচ্ছে। আইফোন মডেলের ডিসপ্লের মতো ফোনটিতে ফ্ল্যাট এজ দেখা যাবে, ক্যামেরা বারেও (যেখানে ক্যামেরা থাকে) পরিবর্তন থাকবে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট মাইস্মার্টপ্রাইসের সহযোগিতায় স্টিভ এইচ ম্যাকফ্লাই এই ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য ফাঁস করেছেন। আগের ডিজাইনের মতো ক্যামেরা আইল্যান্ডটি ডিভাইসের কিনারে সঙ্গে যুক্ত নয়। এটি অনেকটা পিক্সেল ফোল্ডের ক্যামেরা বারের মতো। কাচ দিয়ে আবৃত তিনটি ক্যামেরাকে পাশাপাশি রাখা হয়েছে। এছাড়া এই মডেলের মাধ্যমে গুগলের টেমপারেচার সেন্সর ফিচারও পিরে আসতে পারে। 

পিক্সেল ৭ ও পিক্সেল ৮ সিরিজের সঙ্গে পিক্সেল ৯ প্রো ডিভাইসটির সামনের দিকের মিল রয়েছে। সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লেতে হোল পাঞ্চ থাকবে ও ফোনটির বেজেলও (ডিসপ্লের চারপাশে বডির অংশ) চিকন হবে। পাওয়ার ও ভলিউম বাটন ফোনের ডান পাশে থাকবে। এছাড়া ইউএসবি সি পোর্ট, স্পিকার ও সিম কার্ড ট্রে ডিভাইসটির নিচের দিকে থাকতে পারে। পিক্সেল ৮ প্রো ফোনে সিম কার্ড ট্রের অবস্থান বাম পাশে ছিল। তবে সেটি এবার গুগল পরিবর্তন করেছে বলে ধারণা করা হচ্ছে। এমএমওয়েভ অ্যান্টেনা কভার ও মাইক্রোফন ডিভাইসটির ওপরে অবস্থিত। 

গুগলের নতুন পিক্সেল ফোনে ডিসপ্লে ৬ দশমিক ৫ ইঞ্চি এবং এর আয়তন ১৬২.৭ x ৭৬.৬ x ৮.৫ এমএম হতে পারে। অপরদিকে পিক্সেল ৮ প্রো ফোনটির ডিসপ্লে ৬ দশমিক ৫ ইঞ্চি ও আয়তন ১৬২.৬ x৭৬.৫ x৮.৮ এমএম। 

গত বছরে অক্টোবরে পিক্সেলের নতুন স্মার্টফোন পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রোর মোড়ক উন্মোচন করে গুগল। ‘মেড বাই গুগল ২০২৩’ ইভেন্টে আনা এই দুই ফোনে টেনসর জি৩ চিপ ও অ্যান্ড্রয়েড ১৪ ব্যবহার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত