অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি ইভেন্টে একই সঙ্গে চারটি নতুন ডিভাইস উন্মোচন করল স্যামসাং। গতকালের ইভেন্টে গ্যালাক্সি ট্যাব এস ১০ প্লাস, গ্যালাক্সি ট্যাব এস ১০ আলট্রা, গ্যালাক্সি এস ২৪ এফই স্মার্টফোন এবং গ্যালাক্সি ওয়াচ এফই এলটিইর বিভিন্ন ফিচার ও ডিজাইন তুলে ধরা হয়।
গ্যালাক্সি এস ২৩ এফইয়ের উত্তরসূরি হিসেবে এসেছে গ্যালাক্সি এস ২৪ এফই স্মার্টফোন। তবে এই স্মার্টফোনের দাম আগের তুলনায় বেশি রাখা হয়েছে। আর এবার গ্যালাক্সি ট্যাব এস ১০ সিরিজের কোনো বেস সংস্করণ পাওয়া যাবে না।
গ্যালাক্সি ট্যাবের দুটি মডেলেই বিভিন্ন এআই ফিচার যুক্ত করা হয়েছে। গ্যালাক্সি ট্যাব এস ১০ আলট্রা এবং গ্যালাক্সি ট্যাব এস ১০ প্লাস উভয়েই অ্যান্টি-রিফ্লেকটিভ ডায়নামিক অ্যামলেড ২ এক্স ডিসপ্লে রয়েছে। একটি কোয়াড স্পিকার সেটআপের মধ্যে এআই ডায়ালগ বুস্ট রয়েছে এবং একটি শক্তিশালী আইপি ৬৮ রেটিং রয়েছে। উভয় ট্যাবলেট আগামী মাসে বাজারে পাওয়া যাবে।
আগের সিরিজের মতো গ্যালাক্সি ট্যাব এস ১০ সিরিজে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর পাওয়া যাবে না। এতে মিডিয়া টেক ডাইমেনসিনিটি ৯৩০০ প্লাস চিপসেট ব্যবহার করা হয়েছে।
সাধারণভাবে সাশ্রয়ী ডিভাইসে মিডিয়াটেক চিপসেট ব্যবহার করা হয়। তবে স্যামসাং দাবি করছে যে, আগের প্রজন্মের মডেলের তুলনায় এই মডেলে সিপিইউর ক্ষমতা ১৮ শতাংশ ও গ্রাফিক্সের ২৮ শতাংশ বেড়েছে।
স্যামসাং এআইভিত্তিক বিভিন্ন ফিচারের ওপর জোর দিচ্ছে। তাই ট্যাবলেটগুলোর কিবোর্ডের সঙ্গে নতুন এআই বাটনও যুক্ত হয়েছে। এর মাধ্যমে দ্রুত এআই অ্যাসিস্টেন্ট ব্যবহার করা যাবে।
গ্যালাক্সি এআই ফিচারের মধ্যে রয়েছে—স্কেচ টু ইমেজ, সার্কেল টু সার্চ ও নোট অ্যাসিস্ট। এ ছাড়া এস পেনের মাধ্যমে হাতের লেখা ভালো করার জন্যও বেশ কিছু ফিচার যুক্ত করা হবে।
উভয় ট্যাবলেটই মুনস্টোন গ্রে ও প্লাটিনাম সিলভার রঙে পাওয়া যাবে।
গ্যালাক্সি ট্যাব এস ১০ প্লাস ও গ্যালাক্সি ট্যাব এস ১০ আলট্রা এর দাম
গ্যালাক্সি ট্যাব এস ১০ প্লাসের ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করনের দাম ৯৯৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ১ লাখ ১৯ হাজার ৩৩৭ টাকা।
গ্যালাক্সি ট্যাব এস ১০ প্লাসের ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করনের দাম ১ হাজার ৯৯৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ১ লাখ ৩৩ হাজার ৬৫৭ টাকা।
গ্যালাক্সি ট্যাব এস ১০ আলট্রার ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করনের দাম ১ হাজার ৯৯৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ১ লাখ ৩৩ হাজার ৬৫৭ টাকা।
গ্যালাক্সি ট্যাব এস ১০ আলট্রার ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করনের দাম ১ হাজার ৩১৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ১ লাখ ৫৭ হাজার ৫২৫ টাকা।
গ্যালাক্সি ট্যাব এস ১০ আলট্রার ১৬ জিবি র্যাম ও ১ টিবি (টেরাবাইট) ইন্টারন্যাল স্টোরেজ সংস্করনের দাম ১ হাজার ৬১৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ১ লাখ ৯৩ হাজার ৩২৬ টাকা।
গ্যালাক্সি ট্যাব এস ১০ আলট্রা স্পেসিফিকেশন
ডিসপ্লে: অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং সহ ১৪.৬ ইঞ্চি (২৯৬০ x ১৮৪৮)
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
র্যাম: ১২ জিবি বা ১৬ জিবি
ইন্টারন্যাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি স্টোরেজ
প্রসেসর: মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ +
পেছনের ক্যামেরা: ১৩ এমপি + ৮ এমপি আল্ট্রাওয়াইড
সামনের ক্যামেরা: ১২ এমপি + ১২ এমপি আল্ট্রাওয়াইড
ব্যাটারি: ১১,২০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট
আকার: ২০৮.৬ X ৩২৬.৪ X ৫.৪ মিমি
সংযোগ: ৫জি
ওয়াই-ফাই: ৭ / ৬ ই
ব্লুটুথ সংস্করণ ৫.৩
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪.০
গ্যালাক্সি ট্যাব এস ১০ প্লাসের স্পেসিফিকেশন
ডিসপ্লে: অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং সহ ১২.৪ ইঞ্চি (২৮০০ x ১৭৫২)
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
র্যাম: ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারন্যাল স্টোরেজ: ২৫৬ জিবি ও ৫১২ জিবি
প্রসেসর: মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ +
পেছনের ক্যামেরা: ১৩ এমপি + ৮ এমপি আল্ট্রাওয়াইড
সামনের ক্যামেরা: ১২ এমপি আল্ট্রাওয়াইড
ব্যাটারি: ১০,০৯০ এমএএইচ
আকার: ১৮৫.৪ X ২৮৫.৪ X ৫.৬ মিমি
সংযোগ: ৫জি
ওয়াই-ফাই: ৭ / ৬ ই,
ব্লুটুথ সংস্করণ ৫.৩
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪.০
স্যামসাং গ্যালাক্সি ওয়াচ এফই এলটিই
স্যামসাং গ্যালাক্সি ওয়াচ এফই জুন মাসে উন্মোচন করা হয়েছিল। এবার গ্যালাক্সি ওয়াচ এফই এর একটি নতুন এলটিই সংস্করণ উন্মোচন করেছে কোম্পানিটি। অর্থাৎ যেকোনো জায়গা থেকে এখন আপনি কল নিতে, বার্তা পাঠাতে এবং আপনার অগ্রগতি ট্র্যাক করতে পারবেন। এমনকি ফোনের সংযোগ না থাকলেও।
এটি ব্ল্যাক (কালো), সিলভার (ধূসর) এবং পিংক গোল্ড (গোলাপি সোনালি) রঙে আসবে।
গ্যালাক্সি ওয়াচ এফই এলটিই–এর দাম শুরু হচ্ছে ২৪৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ২৯ হাজার ৮৩৩ টাকা থেকে।
গ্যালাক্সি এস ২৪ এফই স্মার্টফোন এর স্পেসিফিকেশন, ফিচার ও ডিজাইন
স্যামসাং গ্যালাক্সি এস ২৪ এফই স্লিক ডিজাইন সহ এসেছে। আর এর ডিসপ্লের চারপাশে চিকন বেজেল দেখা যাবে। স্মার্টফোনটির ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল এবং এর ব্যাক প্যানেলে উল্লম্ব ভাবে তিনটি ক্যামেরা সেন্সর থাকবে।
স্যামসাং গ্যালাক্সি এস ২৪ ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬ দশমিক ৭ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২ এক্স ডিসপ্লে যা সাপোর্ট করবে। এতে এক্সিনস ২৪০০ই প্রসেসর ব্যবহার করা হয়েছে,
এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ৩ এক্স অপ্টিক্যাল জুম ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে প্রো ভিজ্যুয়াল ক্যামেরা ইঞ্জিন উপস্থিত। আর এই স্মার্টফোনে গ্যালাক্সি এআই ফটো এডিটিং ফিচার দেওয়া হয়েছে, যার মধ্যে আছে জেনারেটিভ এডিট, পোট্রেট স্টুডিও, এডিট সাজেশন, ইন্সট্যান্ট স্লো মো প্রভৃতি।
ফোনটিতে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১ কাস্টম অপারেটিং সিস্টেম থাকবে। ডিভাইসটি ৭ বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে বলে কোম্পানিটি জানিয়েছে। এছাড়া এতে আছে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে আছে আইপি ৬৮ রেটিং, ৫ জি, ওয়াই-ফাই ৬ ই, ব্লুটুথ ৫.৩ ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
এই ফোনটি আগামী ৩ অক্টোবর থেকে বাজারে পাওয়া পাওয়া যাবে। এর দাম ৬৪৯ ডলার বা প্রায় ৭৭ হাজার ৪৫০ টাকা।
তথ্যসূত্র: ম্যাশাবল, ফোন এরিনা ও এনগ্যাজেট
মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি ইভেন্টে একই সঙ্গে চারটি নতুন ডিভাইস উন্মোচন করল স্যামসাং। গতকালের ইভেন্টে গ্যালাক্সি ট্যাব এস ১০ প্লাস, গ্যালাক্সি ট্যাব এস ১০ আলট্রা, গ্যালাক্সি এস ২৪ এফই স্মার্টফোন এবং গ্যালাক্সি ওয়াচ এফই এলটিইর বিভিন্ন ফিচার ও ডিজাইন তুলে ধরা হয়।
গ্যালাক্সি এস ২৩ এফইয়ের উত্তরসূরি হিসেবে এসেছে গ্যালাক্সি এস ২৪ এফই স্মার্টফোন। তবে এই স্মার্টফোনের দাম আগের তুলনায় বেশি রাখা হয়েছে। আর এবার গ্যালাক্সি ট্যাব এস ১০ সিরিজের কোনো বেস সংস্করণ পাওয়া যাবে না।
গ্যালাক্সি ট্যাবের দুটি মডেলেই বিভিন্ন এআই ফিচার যুক্ত করা হয়েছে। গ্যালাক্সি ট্যাব এস ১০ আলট্রা এবং গ্যালাক্সি ট্যাব এস ১০ প্লাস উভয়েই অ্যান্টি-রিফ্লেকটিভ ডায়নামিক অ্যামলেড ২ এক্স ডিসপ্লে রয়েছে। একটি কোয়াড স্পিকার সেটআপের মধ্যে এআই ডায়ালগ বুস্ট রয়েছে এবং একটি শক্তিশালী আইপি ৬৮ রেটিং রয়েছে। উভয় ট্যাবলেট আগামী মাসে বাজারে পাওয়া যাবে।
আগের সিরিজের মতো গ্যালাক্সি ট্যাব এস ১০ সিরিজে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর পাওয়া যাবে না। এতে মিডিয়া টেক ডাইমেনসিনিটি ৯৩০০ প্লাস চিপসেট ব্যবহার করা হয়েছে।
সাধারণভাবে সাশ্রয়ী ডিভাইসে মিডিয়াটেক চিপসেট ব্যবহার করা হয়। তবে স্যামসাং দাবি করছে যে, আগের প্রজন্মের মডেলের তুলনায় এই মডেলে সিপিইউর ক্ষমতা ১৮ শতাংশ ও গ্রাফিক্সের ২৮ শতাংশ বেড়েছে।
স্যামসাং এআইভিত্তিক বিভিন্ন ফিচারের ওপর জোর দিচ্ছে। তাই ট্যাবলেটগুলোর কিবোর্ডের সঙ্গে নতুন এআই বাটনও যুক্ত হয়েছে। এর মাধ্যমে দ্রুত এআই অ্যাসিস্টেন্ট ব্যবহার করা যাবে।
গ্যালাক্সি এআই ফিচারের মধ্যে রয়েছে—স্কেচ টু ইমেজ, সার্কেল টু সার্চ ও নোট অ্যাসিস্ট। এ ছাড়া এস পেনের মাধ্যমে হাতের লেখা ভালো করার জন্যও বেশ কিছু ফিচার যুক্ত করা হবে।
উভয় ট্যাবলেটই মুনস্টোন গ্রে ও প্লাটিনাম সিলভার রঙে পাওয়া যাবে।
গ্যালাক্সি ট্যাব এস ১০ প্লাস ও গ্যালাক্সি ট্যাব এস ১০ আলট্রা এর দাম
গ্যালাক্সি ট্যাব এস ১০ প্লাসের ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করনের দাম ৯৯৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ১ লাখ ১৯ হাজার ৩৩৭ টাকা।
গ্যালাক্সি ট্যাব এস ১০ প্লাসের ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করনের দাম ১ হাজার ৯৯৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ১ লাখ ৩৩ হাজার ৬৫৭ টাকা।
গ্যালাক্সি ট্যাব এস ১০ আলট্রার ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করনের দাম ১ হাজার ৯৯৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ১ লাখ ৩৩ হাজার ৬৫৭ টাকা।
গ্যালাক্সি ট্যাব এস ১০ আলট্রার ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করনের দাম ১ হাজার ৩১৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ১ লাখ ৫৭ হাজার ৫২৫ টাকা।
গ্যালাক্সি ট্যাব এস ১০ আলট্রার ১৬ জিবি র্যাম ও ১ টিবি (টেরাবাইট) ইন্টারন্যাল স্টোরেজ সংস্করনের দাম ১ হাজার ৬১৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ১ লাখ ৯৩ হাজার ৩২৬ টাকা।
গ্যালাক্সি ট্যাব এস ১০ আলট্রা স্পেসিফিকেশন
ডিসপ্লে: অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং সহ ১৪.৬ ইঞ্চি (২৯৬০ x ১৮৪৮)
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
র্যাম: ১২ জিবি বা ১৬ জিবি
ইন্টারন্যাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি স্টোরেজ
প্রসেসর: মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ +
পেছনের ক্যামেরা: ১৩ এমপি + ৮ এমপি আল্ট্রাওয়াইড
সামনের ক্যামেরা: ১২ এমপি + ১২ এমপি আল্ট্রাওয়াইড
ব্যাটারি: ১১,২০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট
আকার: ২০৮.৬ X ৩২৬.৪ X ৫.৪ মিমি
সংযোগ: ৫জি
ওয়াই-ফাই: ৭ / ৬ ই
ব্লুটুথ সংস্করণ ৫.৩
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪.০
গ্যালাক্সি ট্যাব এস ১০ প্লাসের স্পেসিফিকেশন
ডিসপ্লে: অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং সহ ১২.৪ ইঞ্চি (২৮০০ x ১৭৫২)
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
র্যাম: ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারন্যাল স্টোরেজ: ২৫৬ জিবি ও ৫১২ জিবি
প্রসেসর: মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ +
পেছনের ক্যামেরা: ১৩ এমপি + ৮ এমপি আল্ট্রাওয়াইড
সামনের ক্যামেরা: ১২ এমপি আল্ট্রাওয়াইড
ব্যাটারি: ১০,০৯০ এমএএইচ
আকার: ১৮৫.৪ X ২৮৫.৪ X ৫.৬ মিমি
সংযোগ: ৫জি
ওয়াই-ফাই: ৭ / ৬ ই,
ব্লুটুথ সংস্করণ ৫.৩
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪.০
স্যামসাং গ্যালাক্সি ওয়াচ এফই এলটিই
স্যামসাং গ্যালাক্সি ওয়াচ এফই জুন মাসে উন্মোচন করা হয়েছিল। এবার গ্যালাক্সি ওয়াচ এফই এর একটি নতুন এলটিই সংস্করণ উন্মোচন করেছে কোম্পানিটি। অর্থাৎ যেকোনো জায়গা থেকে এখন আপনি কল নিতে, বার্তা পাঠাতে এবং আপনার অগ্রগতি ট্র্যাক করতে পারবেন। এমনকি ফোনের সংযোগ না থাকলেও।
এটি ব্ল্যাক (কালো), সিলভার (ধূসর) এবং পিংক গোল্ড (গোলাপি সোনালি) রঙে আসবে।
গ্যালাক্সি ওয়াচ এফই এলটিই–এর দাম শুরু হচ্ছে ২৪৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ২৯ হাজার ৮৩৩ টাকা থেকে।
গ্যালাক্সি এস ২৪ এফই স্মার্টফোন এর স্পেসিফিকেশন, ফিচার ও ডিজাইন
স্যামসাং গ্যালাক্সি এস ২৪ এফই স্লিক ডিজাইন সহ এসেছে। আর এর ডিসপ্লের চারপাশে চিকন বেজেল দেখা যাবে। স্মার্টফোনটির ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল এবং এর ব্যাক প্যানেলে উল্লম্ব ভাবে তিনটি ক্যামেরা সেন্সর থাকবে।
স্যামসাং গ্যালাক্সি এস ২৪ ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬ দশমিক ৭ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২ এক্স ডিসপ্লে যা সাপোর্ট করবে। এতে এক্সিনস ২৪০০ই প্রসেসর ব্যবহার করা হয়েছে,
এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ৩ এক্স অপ্টিক্যাল জুম ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে প্রো ভিজ্যুয়াল ক্যামেরা ইঞ্জিন উপস্থিত। আর এই স্মার্টফোনে গ্যালাক্সি এআই ফটো এডিটিং ফিচার দেওয়া হয়েছে, যার মধ্যে আছে জেনারেটিভ এডিট, পোট্রেট স্টুডিও, এডিট সাজেশন, ইন্সট্যান্ট স্লো মো প্রভৃতি।
ফোনটিতে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১ কাস্টম অপারেটিং সিস্টেম থাকবে। ডিভাইসটি ৭ বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে বলে কোম্পানিটি জানিয়েছে। এছাড়া এতে আছে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে আছে আইপি ৬৮ রেটিং, ৫ জি, ওয়াই-ফাই ৬ ই, ব্লুটুথ ৫.৩ ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
এই ফোনটি আগামী ৩ অক্টোবর থেকে বাজারে পাওয়া পাওয়া যাবে। এর দাম ৬৪৯ ডলার বা প্রায় ৭৭ হাজার ৪৫০ টাকা।
তথ্যসূত্র: ম্যাশাবল, ফোন এরিনা ও এনগ্যাজেট
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
১২ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১৯ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
২০ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১ দিন আগে