অনলাইন ডেস্ক
অ্যাপলের নতুন ফোন আইফোন ১৫ প্রো মডেলের দাম ১০০ থেকে ২০০ ডলার পর্যন্ত বাড়তে পারে। টাইটানিয়াম চ্যাসিস ও উন্নত ক্যামেরার জন্য এই দাম বৃদ্ধি হচ্ছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে জানিয়েছে।
আগামী ১২ সেপ্টেম্বর ‘ওয়ান্ডারলাস্ট’ ইভেন্টে অ্যাপলের আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেল বাজারে আসবে।
ডিজিটাইম সংবাদপত্রের বিশ্লেষক লুক ইন বলেন, স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম চ্যাসিস ও পেরিস্কোপ ক্যামেরা সিস্টেম ব্যবহারের জন্য আইফোন ১৫ প্রোর দাম বাড়বে। পেরিস্কোপ ক্যামেরা সিস্টেমটি ৫–৬ গুণ বেশি অপটিক্যাল জুম করতে পারবে।
তবে আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাসের দাম আগের মডেলগুলোর মতই থাকবে বলে লুক ইন দাবি করছে।
২০২৩ সালের দ্বিতীয়ার্ধে বিগত কয়েক বছরের একই সময়ের তুলনায় স্মার্টফোনের বিক্রি কম হবে ধারণা করা হচ্ছে। বৈশ্বিক অর্থনীতির সংকটের মধ্যে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ ইলেকট্রনিক পণ্যে কম ব্যয় করছে। এজন্যই বিক্রি কমবে বলে ধারণা করা হচ্ছে।
গত বছর বাজারে আসা আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্সের প্রাথমিক দাম ছিল যথাক্রমে ৯৯৯ ডলার এবং ১ হাজার ৯৯ ডলার।
আগের এক তথ্যসূত্র বলেছে, আইফোন ১৫ প্রো ফোনটির দাম প্রায় ১০০ ডলার বেড়ে ১ হাজার ৯৯ ডলার এবং আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম ২০০ ডলার বেড়ে ১ হাজার ২৯৯ ডলার হতে পারে।
এভাবে দাম বাড়লে আইফোন ১৫ প্রো ম্যাক্স হবে সবচেয়ে দামি ফোন। আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস মডেলের দাম ছিল যথাক্রমে ৭৯৯ ডলার ও ৮৯৯ ডলার।
অ্যাপলের নতুন ফোন আইফোন ১৫ প্রো মডেলের দাম ১০০ থেকে ২০০ ডলার পর্যন্ত বাড়তে পারে। টাইটানিয়াম চ্যাসিস ও উন্নত ক্যামেরার জন্য এই দাম বৃদ্ধি হচ্ছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে জানিয়েছে।
আগামী ১২ সেপ্টেম্বর ‘ওয়ান্ডারলাস্ট’ ইভেন্টে অ্যাপলের আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেল বাজারে আসবে।
ডিজিটাইম সংবাদপত্রের বিশ্লেষক লুক ইন বলেন, স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম চ্যাসিস ও পেরিস্কোপ ক্যামেরা সিস্টেম ব্যবহারের জন্য আইফোন ১৫ প্রোর দাম বাড়বে। পেরিস্কোপ ক্যামেরা সিস্টেমটি ৫–৬ গুণ বেশি অপটিক্যাল জুম করতে পারবে।
তবে আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাসের দাম আগের মডেলগুলোর মতই থাকবে বলে লুক ইন দাবি করছে।
২০২৩ সালের দ্বিতীয়ার্ধে বিগত কয়েক বছরের একই সময়ের তুলনায় স্মার্টফোনের বিক্রি কম হবে ধারণা করা হচ্ছে। বৈশ্বিক অর্থনীতির সংকটের মধ্যে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ ইলেকট্রনিক পণ্যে কম ব্যয় করছে। এজন্যই বিক্রি কমবে বলে ধারণা করা হচ্ছে।
গত বছর বাজারে আসা আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্সের প্রাথমিক দাম ছিল যথাক্রমে ৯৯৯ ডলার এবং ১ হাজার ৯৯ ডলার।
আগের এক তথ্যসূত্র বলেছে, আইফোন ১৫ প্রো ফোনটির দাম প্রায় ১০০ ডলার বেড়ে ১ হাজার ৯৯ ডলার এবং আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম ২০০ ডলার বেড়ে ১ হাজার ২৯৯ ডলার হতে পারে।
এভাবে দাম বাড়লে আইফোন ১৫ প্রো ম্যাক্স হবে সবচেয়ে দামি ফোন। আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস মডেলের দাম ছিল যথাক্রমে ৭৯৯ ডলার ও ৮৯৯ ডলার।
বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হয়। তবে ফোন হারিয়ে গেলে বা অন্য কারণে এসব মূল্যবান কথোপকথন বা গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে যেতে পারে। তাই সঠিক সময়ে ব্যাকআপ করে রাখতে হয়। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফিচারের মাধ্যমে সহজেই আপনার সমস্ত চ্যাট, মিডিয়া ফাইল ও ভয়েস...
২ ঘণ্টা আগেজাপানি প্রতিষ্ঠান শিমাদজু করপোরেশন বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি ‘এথার ক্লক ওসি জিরো টু জিরো’। স্ট্রনটিয়াম অপটিক্যাল ল্যাটিস প্রযুক্তির এই ঘড়ি এক হাজার বছরে মাত্র এক সেকেন্ড বিচ্যুত হয়। গবেষণার জন্য তৈরি ঘড়িটির দাম ৩৩ লাখ ডলার।
১৭ ঘণ্টা আগেগুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম–‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল এবং বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
১৯ ঘণ্টা আগেবিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটি এর নির্মাতা ওপেনএআই–এর সঙ্গে পাঁচ বছরের অংশীদারত্ব ঘোষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই অংশীদারত্বের মাধ্যমে অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকেরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের সুবিধা পাবেন...
২০ ঘণ্টা আগে