অনলাইন ডেস্ক
ফোল্ডেবল ডিসপ্লেকে আরও একধাপ এগিয়ে নিতে নতুন স্মার্টফোনের ধারণা দিল মটোরোলা। ঘড়ির মত হাতের কবজিতে মুড়িয়েও ফোনটি ব্যবহার করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ফোনটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটির একটি নমুনা লেনেভো টেক ওয়ার্ল্ড ২০২৩ এর ইভেন্টে উন্মোচন লেনেভো (মটোরোলার মূল কোম্পানি) উন্মোচন করে। ফোনটিতে ৬ দশমিক ৯ ইঞ্চির ফুল এইচডি ও পোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
নমুনা ফোনটিতে অনন্য কিছু ফিচার যুক্ত করা হয়েছে। দাঁড়া করিয়ে রাখলে ফোনটি ব্যবহারকারীর জামা শনাক্ত করে এবং ম্যাচিং ওয়ালপেপার তৈরি করে। এর ফলে ফোনটিকে স্মার্টওয়াচের মত দেখা যায়। ভিডিও কলের জন্য ফোনটি চোখের সঙ্গে সংগতি রেখে সেট আপ করা যাবে।
এই ইভেন্টে এআইভিত্তিক বিভিন্ন নতুন ফিচারের ধারণা দেয় মটোরোলা। ব্যবহারকারীরা নিজেদের ছবি ফোনে আপলোড করেও এআইভিত্তিক ডিভাইস ওয়ালপেপার তৈরি করতে পারবে। কোম্পানিটি ফোন ও পিসির জন্য ‘মটোএআই’ নামের নতুন ভয়েস বা টেক্স অ্যাসিসটেন্স তৈরি করছে। এতে ব্যবহারকারীর প্রাইভেসির (গোপনীয়তা) লঙ্ঘন হবে না বলে কোম্পানিটি দাবি করছে। এ ছাড়া ভাঁজ ও ছায়া কমিয়ে আরও পরিষ্কার ছবির জন্য মটোরোলা স্মার্টফোনের ডকুমেন্ট স্ক্যানিং ফিচার উন্নয়নেও কাজ করছে।
আকৃতি পরিবর্তনকারী এই ফোন চমকপ্রদ হলেও বাণিজ্যিকভাবে কতটুকু সফলতা পাবে তা ভবিষ্যতে জানা যাবে। ফোনটির স্থায়িত্ব, আরাম এবং কেসিংয়ের মত বিষয়গুলো নিয়ে অনেক সমালোচকেরা উদ্বিগ্ন প্রকাশ করেছে। এই ফোনের সাহায্যে উদ্ভাবক হিসেবে জোরালো অবস্থান অর্জন করেছে মটোরোলা। মটোরোলা ফোল্ডিং ফোনে দিকে ঝুঁকছে। এআইয়ের ব্যবহারে গ্রাহকের অভিজ্ঞতাকে পুনরায় সংজ্ঞায়িত করতে চাইছে।
ফোল্ডেবল ডিসপ্লেকে আরও একধাপ এগিয়ে নিতে নতুন স্মার্টফোনের ধারণা দিল মটোরোলা। ঘড়ির মত হাতের কবজিতে মুড়িয়েও ফোনটি ব্যবহার করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ফোনটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটির একটি নমুনা লেনেভো টেক ওয়ার্ল্ড ২০২৩ এর ইভেন্টে উন্মোচন লেনেভো (মটোরোলার মূল কোম্পানি) উন্মোচন করে। ফোনটিতে ৬ দশমিক ৯ ইঞ্চির ফুল এইচডি ও পোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
নমুনা ফোনটিতে অনন্য কিছু ফিচার যুক্ত করা হয়েছে। দাঁড়া করিয়ে রাখলে ফোনটি ব্যবহারকারীর জামা শনাক্ত করে এবং ম্যাচিং ওয়ালপেপার তৈরি করে। এর ফলে ফোনটিকে স্মার্টওয়াচের মত দেখা যায়। ভিডিও কলের জন্য ফোনটি চোখের সঙ্গে সংগতি রেখে সেট আপ করা যাবে।
এই ইভেন্টে এআইভিত্তিক বিভিন্ন নতুন ফিচারের ধারণা দেয় মটোরোলা। ব্যবহারকারীরা নিজেদের ছবি ফোনে আপলোড করেও এআইভিত্তিক ডিভাইস ওয়ালপেপার তৈরি করতে পারবে। কোম্পানিটি ফোন ও পিসির জন্য ‘মটোএআই’ নামের নতুন ভয়েস বা টেক্স অ্যাসিসটেন্স তৈরি করছে। এতে ব্যবহারকারীর প্রাইভেসির (গোপনীয়তা) লঙ্ঘন হবে না বলে কোম্পানিটি দাবি করছে। এ ছাড়া ভাঁজ ও ছায়া কমিয়ে আরও পরিষ্কার ছবির জন্য মটোরোলা স্মার্টফোনের ডকুমেন্ট স্ক্যানিং ফিচার উন্নয়নেও কাজ করছে।
আকৃতি পরিবর্তনকারী এই ফোন চমকপ্রদ হলেও বাণিজ্যিকভাবে কতটুকু সফলতা পাবে তা ভবিষ্যতে জানা যাবে। ফোনটির স্থায়িত্ব, আরাম এবং কেসিংয়ের মত বিষয়গুলো নিয়ে অনেক সমালোচকেরা উদ্বিগ্ন প্রকাশ করেছে। এই ফোনের সাহায্যে উদ্ভাবক হিসেবে জোরালো অবস্থান অর্জন করেছে মটোরোলা। মটোরোলা ফোল্ডিং ফোনে দিকে ঝুঁকছে। এআইয়ের ব্যবহারে গ্রাহকের অভিজ্ঞতাকে পুনরায় সংজ্ঞায়িত করতে চাইছে।
অ্যাপল ব্যবহারকারীদের এনক্রিপ্টেড ক্লাউড পরিষেবাতে প্রবেশের জন্য কোম্পানিটির কাছে একটি ব্যাকডোর বা গোপন কৌশল তৈরির আদেশ দেয় যুক্তরাজ্য সরকার। মূলত অ্যাপলের আইক্লাউড ডেটা ব্যাকআপে প্রবেশের জন্য সরকারকে বিশেষ অনুমতি দেওয়ার উদ্দেশ্যে এই আদেশটি দেওয়া হয়। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করেছে অ্যাপল। সংশ্লিষ
৩৫ মিনিট আগেহোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত বিভিন্ন বার্তা আসার ফলে চ্যাটবক্সটি অনেক সময় অগোছালো মনে হতে পারে। আবার কিছু মেসেজ পড়া হয়ে গেলেও বিভিন্ন কারণে সেগুলো মুছে ফেলতেও ইচ্ছা হয় না। এসব দোটানায় থাকলে মেসেজগুলো আর্কাইভ করে রাখতে পারেন। এ ছাড়া এই ফিচারের আরেকটি সুবিধা হলো—ব্যক্তিগত চ্যাটগুলো অন্যদের কাছ থেকে গোপন করে
২ ঘণ্টা আগেঅ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ নতুন চারটি ফিচার চালু করল গুগল। প্রতারণামূলক বা স্ক্যাম বার্তা থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি ফিচারগুলো নিরাপদে লোকেশন শেয়ারের সুবিধা, ওয়েব ব্রাউজিংয়ের সময় দাম দেখা ও গাড়ি পার্ক করা অবস্থায় বিনোদন পাওয়ার সুযোগ দেবে।
১৮ ঘণ্টা আগেসেমিকন্ডাক্টর শিল্পের ভর্তুকি আইন বাতিল করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য গত মঙ্গলবার মার্কিন আইনপ্রণেতাদের উদ্দ্যেশ্য তিনি বলেন, তাঁদের উচিত ২০২২ সালের ঐতিহাসিক দ্বিদলীয় আইনটি বাতিল করা। সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন ও তৈরির জন্য ৫২ দশমিক ৭ বিলিয়ন বা ৫ হাজার ২৭০ কোটি ডলার...
১৯ ঘণ্টা আগে