
অ্যাপল ও চীনা স্মার্টফোন নির্মাতাদের টেক্কা দিতে বাজারে বছরের প্রথমেই নতুন ডিভাইস নিয়ে এল দক্ষিণ কোরীয় কোম্পানি স্যামসাং। গত বুধবার গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে এস২৫ সিরিজটি নিয়ে আসে কোম্পানিটি। এই সিরিজের মডেলগুলোকে কোয়ালকমের প্রসেসর ব্যবহার করা হয়েছে; যা আরও উন্নত এআই ফিচার প্রক্রিয়াধীনে সাহায্য করবে।
এস২৫ সিরিজে গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫ প্লাস, গ্যালাক্সি এস২৫ আলট্রা ও গ্যালাক্সি এস২৫ এজ—এই চারটি ফোন অন্তর্ভুক্ত রয়েছে। গ্যালাক্সি এস২৫ এজ ফোনটি বেশ হালকা–পাতলা হবে জানিয়েছে স্যামসাং। তবে মডেলটির বিস্তারিত ফিচার ও স্পেসিফিকেশন জানায়নি কোম্পানিটি।
এস২৫ সিরিজের উন্মোচনের পাশাপাশি স্যামসাং তাদের ওয়ানইউআই ৭ চালু করেছে। এতে এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর মূল ফিচারগুলোর মধ্যে রয়েছে—জেমিনির উন্নত ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স। এখন, স্যামসাংয়ের নিজস্ব অ্যাপ, যেমন নোটস এবং ক্যালেন্ডারের সঙ্গে একত্রিত হয়ে কাজ করবে জেমিনি অ্যাসিস্ট্যান্ট এবং লাইভ চ্যাট সমর্থন করবে। আপলোড করা ফাইল এবং ছবি নিয়েও এআই চ্যাট করতে পারবে।
এস২৫ সিরিজে অ্যান্ড্রয়েড ১৫ এবং স্যামসাংয়ের ওয়ান ইউআই ৭ অপারেটিং সিস্টেম মিলে দ্রুত প্রতিক্রিয়া এবং আরও বেশি নিরাপত্তা সুরক্ষা প্রতিশ্রুতি দেয়। ডিভাইসটি নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ৮ এলাইট প্রসেসর নিয়ে এসেছে, যা বিভিন্ন এআই ফিচার আরও ভালোভাবে প্রক্রিয়াধীন করতে পারবে।
অ্যাপলের ডাইনামিক আইল্যান্ডের মতো ‘নাও বার’ ফিচার এনেছে স্যামসাং। এটি থেকে একনজরে কাস্টমাইজ তথ্য পাওয়া যাবে। ফোনে খেলার লাইভ স্কোরের পাশাপাশি আগ্রহের ওপর ভিত্তি করে শীর্ষ সংবাদ স্বয়ংক্রিয়ভাবে এই বারে দেখানো হবে।
একইভাবে নাউ ব্রিফ নামের একটি নতুন ফিচারও দেখা যাবে। এটি সকালের শীর্ষ সংবাদ, আবহাওয়াসহ অনেক তথ্য দেখাবে। এ ছাড়া এতে কাস্টমাইজড উপাদান যেমন ক্যালেন্ডার, বেডরুমের বাতাসের তাপমাত্রা, কার্বন ড্রাই–অক্সাইডের মাত্রা ইত্যাদি যুক্ত করা যাবে। । উল্লেখ্য, ব্যবহারকারীর পারসোনালাইজড ডেটার ওপর ভিত্তি করে নাউ ব্রিফ বিভিন্ন বিষয় সুপারিশ বা রিকমেন্ড করে থাকে।
নতুন এই সিরিজে স্যামসাংয়ের নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিক্সবির উন্নত সংস্করণও থাকবে। মোবাইল ফোন থেকে শুরু করে টেলিভিশন এবং হোম অ্যাপ্লায়েন্স-স্যামসাং ইকোসিস্টেমের বিভিন্ন পণ্যে ডিজিটাল ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিক্সবি করা হয়। এবার এস২৫ সিরিজের ফোনে গুগল জেমিনি-কে যুক্ত করা হয়েছে। ফলে এসব হোম অ্যাপ্লিয়ান্সের তথ্য সরাসরি ফোনে পাওয়া যাকে। স্যামসাং বলছে, বিক্সবি ও জেমিনি একে-অন্যের পরিপূরক হিসেবে কাজ করবে।
উদাহরণস্বরূপ, যদি ফোনটি স্যামসাং গ্যালাক্সি ওয়াচ এবং স্মার্ট থার্মোস্ট্যাটের সঙ্গে সংযুক্ত থাকে, তবে এআই বুঝতে পারবে কোন তাপমাত্রায় ব্যবহারকারী ভালো ঘুম হয়। এই প্যাটার্ন শিখলে এআই স্বয়ংক্রিয়ভাবে থার্মোস্ট্যাটকে উপযুক্ত তাপমাত্রায় সেট করবে।
গ্যালাক্সি এস২৫ সিরিজের দাম ও রং
বেজ মডেলটির দাম শুরু হয়েছে ৭৯৯ দশমিক ৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৭ হাজার ৪৩৫ টাকা) থেকে যেখানে স্টোরেজ হিসেবে থাকবে ১২৮ জিবি। তবে ২৫৬ জিবি স্টোরেজ নিলে দাম কিছুটা বৃদ্ধি পাবে।
২৫৬ জিবি স্টোরেজ-সমৃদ্ধ গ্যালাক্সি এস২৫ প্লাসের প্রাথমিক দাম ৯৯৯ দশমিক ৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২১ হাজার ৭৯৪ টাকা)। এই ক্ষেত্রেও ৫১২ জিবি স্টোরেজ পেতে চাইলে কিছু অতিরিক্ত অর্থ গুনতে হবে গ্রাহককে।
গ্যালাক্সি এস২৫ আলট্রা মডেল স্টোরেজ অপশন রয়েছে তিনটি-২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি। দাম শুরু হয়েছে ১২৯৯ দশমিক ৯৯ ডলার থেকে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫৮ হাজার ৩৩২ টাকা)।
আলট্রা মডেলটি পাওয়া যাচ্ছে টাইটানিয়াম পিংকগোল্ড, টাইটানিয়াম জেটব্ল্যাক ও টাইটানিয়াম জেডগ্রিন-এই তিনটি রঙে। তবে বেজ মডেল ও প্লাস মডেলে রঙের বৈচিত্র্যে থাকছে ব্লুব্ল্যাক, কোরালরেড ও পিংকগোল্ড।
এ ২৫ মডেলটি এখন প্রি-অর্ডারের করা যাবে। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট, স্যামসাং শপ অ্যাপ এবং আমাজন, বেস্টবাই ও অন্যান্য মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে ফোনটি অর্ডার করতে পারবেন আগ্রহী গ্রাহকেরা। প্রি-অর্ডার করা গ্রাহকদের কাছে স্যামসাং তাঁদের এস ২৫ ফোন পাঠানো শুরু করবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে।
স্যামসাং এস২৫–এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল + ১০ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ২জি জিএসএম, ৩জি ইউএমটিএস, ৪জি এলটিই, ৫জি সাব ৬
আয়তন: ১৪৬.৯ x ৭০.৫ x ৭.২ এমএম
ওজন: ১৬২ গ্রাম
সিম: ডুয়েল-সিম (ন্যানো-সিম এবং এমবেডেড-সিম)
ডিসপ্লে: ৬.২ ইঞ্চি ডায়নামিক অ্যামলেড ২ এক্স
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
সাইজ: ৬ দশমিক ২ ইঞ্চি
রেজল্যুশন: ২৩৪০ x ১০৮০ (এফএইচডি+)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ানইউআই ৭
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ৮ এলিট ফর গ্যালাক্সি
সিপিইউ: অক্টাকোর, ৪. ৪৭ গিগাহার্জ + ৩.৫ গিগাহার্জ
র্যাম : ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি/ ২৫৬ জিবি/ ৫১২ জিবি
স্পিকার: স্টিরিও সাপোর্ট
ব্লুটুথ: ব্লুটুথ ভি৫.৪
এনএফসি: আছে
জিপিএস: জিপিএস, গ্লোনাস, বেইডু, গ্যালিলিও, কিউজেডএসএস
ইউএসবি: ইউএসবি টাইপ-সি, ইউএসবি ৩.২ জেন ১
ফিচার: স্যামসাং ডেক্স সাপোর্ট, স্মার্ট থিংস সাপোর্ট, ব্লুটুথ হিয়ারিং এইড সাপোর্ট
ব্যাটারি: ৪০০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট
স্যামসাং এস২৫ প্লাসের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০.০ মেগাপিক্সেল + ১০.০ মেগাপিক্সেল + ১২.০ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১২.০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ২জি জিএসএম, ৩জি ইউএমটিএস, ৪জি এলটিই, ৫জি সাব ৬
আয়তন: ১৫৮.৪ x ৭৫.৮ x ৭.৩ এমএম
ওজন: ১৯০ গ্রাম
সিম: ডুয়েল-সিম (ন্যানো-সিম এবং এমবেডেড-সিম)
ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি ডায়নামিক অ্যামলেড ২ এক্স
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
গঠন: টাচ বার
সাইজ: ৬.৭ ইঞ্চি
রেজল্যুশন: ৩১২০ x ১৪৪০ (কোয়াড এইচডি+)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েডভিত্তিক ওয়ানইউআই ৭
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ৮ এলিট ফর গ্যালাক্সি
সিপিইউ: অক্টাকোর ৪ দশমিক ৪৭ গিগাহার্টজ + ৩ দশমিক ৫ গিগাহার্টজ
র্যাম: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি/ ৫১২ জিবি
স্পিকার: স্টোরিও সাপোর্ট
ব্লুটুথ: ব্লুটুথ ভি ৫.৪
এনএফসি: আছে
জিপিএস: জিপিএস, গ্লোনাস, বেইডু, গ্যালিলিও, কিউজেডএসএস
ইউএসবি: ইউএসবি টাইপ-সি, ইউএসবি ৩.২ জেন ১
ফিচার: স্যামসাং ডেক্স সাপোর্ট, স্মার্ট থিংস সাপোর্ট, ব্লুটুথ হিয়ারিং এইড সাপোর্ট
ব্যাটারি: ৪৯০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট
স্যামসাং এস২৫ আলট্রার স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ২০০.০ মেগাপিক্সেল + ৫০.০ মেগাপিক্সেল + ৫০.০ মেগাপিক্সেল + ১০.০ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১২.০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ২জি জিএসএম, ৩জি ডব্লিউসিডিএমএ, ৪জি এলটিই এফডিডি, ৪জি এলটিই টিডিডি, ৫জি সাব ৬ এফডিডি, ৫জি সাব ৬ টিডিডি
আয়তন: ১৬২.৮ x ৭৭.৬ x ৮.২ মিলিমিটার
ওজন: ২১৮ গ্রাম
সিম: ডুয়েল সিম (ন্যানো-সিম + ই-সিম/ডুয়েল ই-সিম)
ডিসপ্লে: ৬.৯ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২ এক্স
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: উল্লেখিত নয়
গঠন: টাচ বার
সাইজ: ৬.৯ ইঞ্চি
রেজল্যুশন: ৩১২০ x ১৪৪০ (কোয়াড এইচডি+)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েডভিত্তিক ওয়ানইউআই ৭
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ৮ এলাইট
সিপিইউ: অক্টাকোর ৪.৪৭ গিগা হার্টজ, ৩. ৫ গিগা হার্টজজিপিইউ: উল্লেখিত নয়
র্যাম: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি/ ৫১২ জিবি/ ১ টিবি
স্পিকার: স্টেরিও সাপোর্ট
ব্লুটুথ: ব্লুটুথ ভি ৫.৪
জিপিএস: জিপিএস, গ্লোনাস, বেইডউ, গ্যালিলিও, কিউজেডএসএস
ইউএসবি: ইউএসবি টাইপ-সি, ইউএসবি ৩.২ জেন ১
ফিচার: এস-পেন সাপোর্ট, স্যামসাং ডেক্স সাপোর্ট
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
তথ্যসূত্র: ফোর্বস ও স্যামসাং

অ্যাপল ও চীনা স্মার্টফোন নির্মাতাদের টেক্কা দিতে বাজারে বছরের প্রথমেই নতুন ডিভাইস নিয়ে এল দক্ষিণ কোরীয় কোম্পানি স্যামসাং। গত বুধবার গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে এস২৫ সিরিজটি নিয়ে আসে কোম্পানিটি। এই সিরিজের মডেলগুলোকে কোয়ালকমের প্রসেসর ব্যবহার করা হয়েছে; যা আরও উন্নত এআই ফিচার প্রক্রিয়াধীনে সাহায্য করবে।
এস২৫ সিরিজে গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫ প্লাস, গ্যালাক্সি এস২৫ আলট্রা ও গ্যালাক্সি এস২৫ এজ—এই চারটি ফোন অন্তর্ভুক্ত রয়েছে। গ্যালাক্সি এস২৫ এজ ফোনটি বেশ হালকা–পাতলা হবে জানিয়েছে স্যামসাং। তবে মডেলটির বিস্তারিত ফিচার ও স্পেসিফিকেশন জানায়নি কোম্পানিটি।
এস২৫ সিরিজের উন্মোচনের পাশাপাশি স্যামসাং তাদের ওয়ানইউআই ৭ চালু করেছে। এতে এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর মূল ফিচারগুলোর মধ্যে রয়েছে—জেমিনির উন্নত ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স। এখন, স্যামসাংয়ের নিজস্ব অ্যাপ, যেমন নোটস এবং ক্যালেন্ডারের সঙ্গে একত্রিত হয়ে কাজ করবে জেমিনি অ্যাসিস্ট্যান্ট এবং লাইভ চ্যাট সমর্থন করবে। আপলোড করা ফাইল এবং ছবি নিয়েও এআই চ্যাট করতে পারবে।
এস২৫ সিরিজে অ্যান্ড্রয়েড ১৫ এবং স্যামসাংয়ের ওয়ান ইউআই ৭ অপারেটিং সিস্টেম মিলে দ্রুত প্রতিক্রিয়া এবং আরও বেশি নিরাপত্তা সুরক্ষা প্রতিশ্রুতি দেয়। ডিভাইসটি নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ৮ এলাইট প্রসেসর নিয়ে এসেছে, যা বিভিন্ন এআই ফিচার আরও ভালোভাবে প্রক্রিয়াধীন করতে পারবে।
অ্যাপলের ডাইনামিক আইল্যান্ডের মতো ‘নাও বার’ ফিচার এনেছে স্যামসাং। এটি থেকে একনজরে কাস্টমাইজ তথ্য পাওয়া যাবে। ফোনে খেলার লাইভ স্কোরের পাশাপাশি আগ্রহের ওপর ভিত্তি করে শীর্ষ সংবাদ স্বয়ংক্রিয়ভাবে এই বারে দেখানো হবে।
একইভাবে নাউ ব্রিফ নামের একটি নতুন ফিচারও দেখা যাবে। এটি সকালের শীর্ষ সংবাদ, আবহাওয়াসহ অনেক তথ্য দেখাবে। এ ছাড়া এতে কাস্টমাইজড উপাদান যেমন ক্যালেন্ডার, বেডরুমের বাতাসের তাপমাত্রা, কার্বন ড্রাই–অক্সাইডের মাত্রা ইত্যাদি যুক্ত করা যাবে। । উল্লেখ্য, ব্যবহারকারীর পারসোনালাইজড ডেটার ওপর ভিত্তি করে নাউ ব্রিফ বিভিন্ন বিষয় সুপারিশ বা রিকমেন্ড করে থাকে।
নতুন এই সিরিজে স্যামসাংয়ের নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিক্সবির উন্নত সংস্করণও থাকবে। মোবাইল ফোন থেকে শুরু করে টেলিভিশন এবং হোম অ্যাপ্লায়েন্স-স্যামসাং ইকোসিস্টেমের বিভিন্ন পণ্যে ডিজিটাল ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিক্সবি করা হয়। এবার এস২৫ সিরিজের ফোনে গুগল জেমিনি-কে যুক্ত করা হয়েছে। ফলে এসব হোম অ্যাপ্লিয়ান্সের তথ্য সরাসরি ফোনে পাওয়া যাকে। স্যামসাং বলছে, বিক্সবি ও জেমিনি একে-অন্যের পরিপূরক হিসেবে কাজ করবে।
উদাহরণস্বরূপ, যদি ফোনটি স্যামসাং গ্যালাক্সি ওয়াচ এবং স্মার্ট থার্মোস্ট্যাটের সঙ্গে সংযুক্ত থাকে, তবে এআই বুঝতে পারবে কোন তাপমাত্রায় ব্যবহারকারী ভালো ঘুম হয়। এই প্যাটার্ন শিখলে এআই স্বয়ংক্রিয়ভাবে থার্মোস্ট্যাটকে উপযুক্ত তাপমাত্রায় সেট করবে।
গ্যালাক্সি এস২৫ সিরিজের দাম ও রং
বেজ মডেলটির দাম শুরু হয়েছে ৭৯৯ দশমিক ৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৭ হাজার ৪৩৫ টাকা) থেকে যেখানে স্টোরেজ হিসেবে থাকবে ১২৮ জিবি। তবে ২৫৬ জিবি স্টোরেজ নিলে দাম কিছুটা বৃদ্ধি পাবে।
২৫৬ জিবি স্টোরেজ-সমৃদ্ধ গ্যালাক্সি এস২৫ প্লাসের প্রাথমিক দাম ৯৯৯ দশমিক ৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২১ হাজার ৭৯৪ টাকা)। এই ক্ষেত্রেও ৫১২ জিবি স্টোরেজ পেতে চাইলে কিছু অতিরিক্ত অর্থ গুনতে হবে গ্রাহককে।
গ্যালাক্সি এস২৫ আলট্রা মডেল স্টোরেজ অপশন রয়েছে তিনটি-২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি। দাম শুরু হয়েছে ১২৯৯ দশমিক ৯৯ ডলার থেকে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫৮ হাজার ৩৩২ টাকা)।
আলট্রা মডেলটি পাওয়া যাচ্ছে টাইটানিয়াম পিংকগোল্ড, টাইটানিয়াম জেটব্ল্যাক ও টাইটানিয়াম জেডগ্রিন-এই তিনটি রঙে। তবে বেজ মডেল ও প্লাস মডেলে রঙের বৈচিত্র্যে থাকছে ব্লুব্ল্যাক, কোরালরেড ও পিংকগোল্ড।
এ ২৫ মডেলটি এখন প্রি-অর্ডারের করা যাবে। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট, স্যামসাং শপ অ্যাপ এবং আমাজন, বেস্টবাই ও অন্যান্য মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে ফোনটি অর্ডার করতে পারবেন আগ্রহী গ্রাহকেরা। প্রি-অর্ডার করা গ্রাহকদের কাছে স্যামসাং তাঁদের এস ২৫ ফোন পাঠানো শুরু করবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে।
স্যামসাং এস২৫–এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল + ১০ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ২জি জিএসএম, ৩জি ইউএমটিএস, ৪জি এলটিই, ৫জি সাব ৬
আয়তন: ১৪৬.৯ x ৭০.৫ x ৭.২ এমএম
ওজন: ১৬২ গ্রাম
সিম: ডুয়েল-সিম (ন্যানো-সিম এবং এমবেডেড-সিম)
ডিসপ্লে: ৬.২ ইঞ্চি ডায়নামিক অ্যামলেড ২ এক্স
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
সাইজ: ৬ দশমিক ২ ইঞ্চি
রেজল্যুশন: ২৩৪০ x ১০৮০ (এফএইচডি+)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ানইউআই ৭
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ৮ এলিট ফর গ্যালাক্সি
সিপিইউ: অক্টাকোর, ৪. ৪৭ গিগাহার্জ + ৩.৫ গিগাহার্জ
র্যাম : ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি/ ২৫৬ জিবি/ ৫১২ জিবি
স্পিকার: স্টিরিও সাপোর্ট
ব্লুটুথ: ব্লুটুথ ভি৫.৪
এনএফসি: আছে
জিপিএস: জিপিএস, গ্লোনাস, বেইডু, গ্যালিলিও, কিউজেডএসএস
ইউএসবি: ইউএসবি টাইপ-সি, ইউএসবি ৩.২ জেন ১
ফিচার: স্যামসাং ডেক্স সাপোর্ট, স্মার্ট থিংস সাপোর্ট, ব্লুটুথ হিয়ারিং এইড সাপোর্ট
ব্যাটারি: ৪০০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট
স্যামসাং এস২৫ প্লাসের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০.০ মেগাপিক্সেল + ১০.০ মেগাপিক্সেল + ১২.০ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১২.০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ২জি জিএসএম, ৩জি ইউএমটিএস, ৪জি এলটিই, ৫জি সাব ৬
আয়তন: ১৫৮.৪ x ৭৫.৮ x ৭.৩ এমএম
ওজন: ১৯০ গ্রাম
সিম: ডুয়েল-সিম (ন্যানো-সিম এবং এমবেডেড-সিম)
ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি ডায়নামিক অ্যামলেড ২ এক্স
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
গঠন: টাচ বার
সাইজ: ৬.৭ ইঞ্চি
রেজল্যুশন: ৩১২০ x ১৪৪০ (কোয়াড এইচডি+)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েডভিত্তিক ওয়ানইউআই ৭
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ৮ এলিট ফর গ্যালাক্সি
সিপিইউ: অক্টাকোর ৪ দশমিক ৪৭ গিগাহার্টজ + ৩ দশমিক ৫ গিগাহার্টজ
র্যাম: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি/ ৫১২ জিবি
স্পিকার: স্টোরিও সাপোর্ট
ব্লুটুথ: ব্লুটুথ ভি ৫.৪
এনএফসি: আছে
জিপিএস: জিপিএস, গ্লোনাস, বেইডু, গ্যালিলিও, কিউজেডএসএস
ইউএসবি: ইউএসবি টাইপ-সি, ইউএসবি ৩.২ জেন ১
ফিচার: স্যামসাং ডেক্স সাপোর্ট, স্মার্ট থিংস সাপোর্ট, ব্লুটুথ হিয়ারিং এইড সাপোর্ট
ব্যাটারি: ৪৯০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট
স্যামসাং এস২৫ আলট্রার স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ২০০.০ মেগাপিক্সেল + ৫০.০ মেগাপিক্সেল + ৫০.০ মেগাপিক্সেল + ১০.০ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১২.০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ২জি জিএসএম, ৩জি ডব্লিউসিডিএমএ, ৪জি এলটিই এফডিডি, ৪জি এলটিই টিডিডি, ৫জি সাব ৬ এফডিডি, ৫জি সাব ৬ টিডিডি
আয়তন: ১৬২.৮ x ৭৭.৬ x ৮.২ মিলিমিটার
ওজন: ২১৮ গ্রাম
সিম: ডুয়েল সিম (ন্যানো-সিম + ই-সিম/ডুয়েল ই-সিম)
ডিসপ্লে: ৬.৯ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২ এক্স
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: উল্লেখিত নয়
গঠন: টাচ বার
সাইজ: ৬.৯ ইঞ্চি
রেজল্যুশন: ৩১২০ x ১৪৪০ (কোয়াড এইচডি+)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েডভিত্তিক ওয়ানইউআই ৭
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ৮ এলাইট
সিপিইউ: অক্টাকোর ৪.৪৭ গিগা হার্টজ, ৩. ৫ গিগা হার্টজজিপিইউ: উল্লেখিত নয়
র্যাম: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি/ ৫১২ জিবি/ ১ টিবি
স্পিকার: স্টেরিও সাপোর্ট
ব্লুটুথ: ব্লুটুথ ভি ৫.৪
জিপিএস: জিপিএস, গ্লোনাস, বেইডউ, গ্যালিলিও, কিউজেডএসএস
ইউএসবি: ইউএসবি টাইপ-সি, ইউএসবি ৩.২ জেন ১
ফিচার: এস-পেন সাপোর্ট, স্যামসাং ডেক্স সাপোর্ট
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
তথ্যসূত্র: ফোর্বস ও স্যামসাং

রোজ শ্যাম্পু করার পর বোতলজাত যে কন্ডিশনার আমরা ব্যবহার করি; সেগুলোর ব্যবহার করলেই যে চুল কোমল, সুন্দর ও মসৃণ থাকবে, এ কথা ভাবাটা বোকামি। চুলের সার্বিক সুস্থতার জন্য এই ঋতুতে কিছু ঘরোয়া ডিপ কন্ডিশনিং প্যাক তৈরি করেও চুলে ব্যবহার করতে হবে। এতে পুরো শীতে চুল থাকবে নরম, মসৃণ ও জেল্লাদার। দেখে নিন...
১ ঘণ্টা আগে
সঞ্চয় করার দক্ষতা নিয়ে আজ লোকে আপনার প্রশংসা করবে। তবে সাবধান! কিপটেমি আর সঞ্চয়ের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। বন্ধুদের ট্রিট দেওয়ার সময় হুট করে ‘মানিব্যাগ ভুলে রেখে এসেছি’ বা ‘আমার নেট কাজ করছে না’ বলার পুরোনো কৌশলটি আজ বন্ধুদের কাছে ধরা পড়ে যেতে পারে।
২ ঘণ্টা আগে
আমাদের দেশে ধীরে ধীরে স্যুপ খাওয়াটা জনপ্রিয় হয়ে উঠছে মূলত চায়নিজ রেস্তোরাঁগুলোর কারণে। সুস্বাদু ও বিচিত্র নুডলস স্যুপ পাওয়া যায় এখন ঢাকাসহ বিভিন্ন শহরের রেস্তোরাঁগুলোতে। ভাবার কোনো কারণ নেই, স্যুপ শুধু রেস্তোরাঁয় গিয়েই খেতে হবে। বাড়িতেও তৈরি করতে পারেন মজাদার বিভিন্ন স্যুপ।
২ ঘণ্টা আগে
নগুচি বলেছিলেন, ‘টিভিতে এভারেস্টের যে সুন্দর ছবি দেখতাম, ভেবেছিলাম পাহাড়টি তেমনই হবে। কিন্তু সেখানে গিয়ে দেখি চারদিকে শুধু আবর্জনা।’ সেই শুরু; নগুচি ২০০০ থেকে ২০০৭ সালের মধ্যে প্রায় ৯০ টন বর্জ্য সরিয়েছিলেন। কিন্তু আজ এখন সমস্যাটি আরও ভয়াবহ রূপ নিয়েছে।...
১৭ ঘণ্টা আগেফিচার ডেস্ক, ঢাকা

শীতকাল আমাদের জন্য উদ্যাপনের ঋতু হলেও চুলের জন্য আতঙ্কের। শীত বাড়ার সঙ্গে সঙ্গে চুলে নির্জীব ভাব আসার পাশাপাশি আগা ফাটার সমস্যাও বাড়তে থাকে। তাই এই ঋতুতে চুলের ডিপ কন্ডিশনিং রীতিনীতি মেনে চলা অপরিহার্য। তবে রোজ শ্যাম্পু করার পর বোতলজাত যে কন্ডিশনার আমরা ব্যবহার করি; সেগুলোর ব্যবহার করলেই যে চুল কোমল, সুন্দর ও মসৃণ থাকবে, এ কথা ভাবাটা বোকামি। চুলের সার্বিক সুস্থতার জন্য এই ঋতুতে কিছু ঘরোয়া ডিপ কন্ডিশনিং প্যাক তৈরি করেও চুলে ব্যবহার করতে হবে। এতে পুরো শীতে চুল থাকবে নরম, মসৃণ ও জেল্লাদার। দেখে নিন, কী কী ঘরোয়ার উপকরণ দিয়ে চুলের জন্য ডিপ কন্ডিশনিং প্যাক তৈরি করবেন।
পাকা কলার প্যাক
কলা খুব ভালো ময়শ্চারাইজিং উপাদান। এটি শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়া চুল নিরাময়ে সহায়ক। কলা ভিটামিন বি৬, পটাশিয়াম, প্রোটিন এবং অন্যান্য পুষ্টিতে পরিপূর্ণ। ফলে এটি মাথার ত্বক ও চুলে গভীরভাবে পুষ্টি জোগায়। কেবল একটি পাকা কলা বেটে তার সঙ্গে মধু, ডিম ও সামান্য দুধ মিশিয়ে নিন। এরপর এই পেস্ট মাথার ত্বক এবং পুরো চুলে ভালোভাবে লাগিয়ে ৩০ মিনিটের জন্য রেখে দিন। তারপর ভালো কোনো শ্যাম্পু দিয়ে চুল সুন্দর করে ধুয়ে ফেলতে পারেন। এই প্যাক ব্যবহারে চুল খুব দ্রুত ঝলমলে হয়।
দইয়ের জাদুকরি প্যাক

প্রচুর প্রোটিন ও ল্যাকটিক অ্যাসিডে ভরা দই আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী। এটি মাথার ত্বক পরিষ্কার করে, চুল মসৃণ করে মাথার ত্বকে চুলকানি দূর করতেও সহায়ক। টক দই, কলা, মধু ও জলপাই তেল দিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই প্যাক মাথার ত্বকে লাগিয়ে ৩০ মিনিটের জন্য রেখে দিন। সবশেষে ভালো মানের শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুলের স্বাস্থ্য ফেরাতে এটিকে বলা যেতে পারে জাদুকরি প্যাক। তবে যাঁদের ঠান্ডা লাগে, তাঁরা ৩০ মিনিটের পরিবর্তে ১০ মিনিট রেখে চুল ধুয়ে নিতে পারেন।
চুলের তরতাজা ভাব ফেরাবে অ্যালোভেরা
অ্যালোভেরা মাথার ত্বকের পিএইচ ভারসাম্য পুনরুদ্ধার এবং চুল বৃদ্ধির প্রক্রিয়াকে বিভিন্নভাবে সহায়তা করে। একটি পাত্রে ৪ টেবিল চামচ অ্যালোভেরা জেল লেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণ আপনার চুলে লাগিয়ে ৫ থেকে ১০ মিনিটের জন্য রেখে দিন। এরপর শ্যাম্পু করে চুলে রেগুলার কন্ডিশনার মাখুন। নিজেই টের পাবেন চুলের তরতাজা ভাব। সপ্তাহে দুবার এই প্রক্রিয়া অনুসরণ করুন।

তৈলাক্ত চুলের সেরা কন্ডিশনার আপেল সিডার ভিনেগার
আপেল সিডার ভিনেগার অ্যাসিটিক অ্যাসিডের একটি ভালো উৎস। এটি তৈলাক্ত মাথার ত্বক, খুশকি এবং কুঁকড়ে যাওয়া চুলের জন্য চমৎকার সমাধান। এটি মাথার ত্বকের পিএইচ ভারসাম্য পুনরুদ্ধার এবং ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। এর জন্য চুল ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এরপর ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার এক মগ পানির সঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণ মাথার ত্বক ও চুলে ঢেলে দিন। ৫ মিনিট ধরে আপনার মাথার ত্বক ম্যাসাজ করুন। হালকা করে চুল আবার শ্যাম্পু করে এরপর কন্ডিশনার মাখুন। সবশেষে সুন্দর করে চুল ধুয়ে নিন।
সহজ সমাধান নারকেল তেল
আমরা সবাই নারকেল তেলের বিস্ময়কর গুণাবলির কথা শুনে বড় হয়েছি। এই তেল যে চুলের যত্নে জাদুকরি উপাদান—এ কথা একেবারে মিথ্য়া নয়। এটি চুলের গোড়া মজবুত করে চুল করে তোলে নরম ও মসৃণ। নারকেল তেল দিয়ে প্রাকৃতিক কন্ডিশনার তৈরি করতে, ১ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে প্রয়োজনীয় নারকেল তেল মিশিয়ে নিন। শ্যাম্পু করার সময় এটি লাগান। ২০ মিনিট রেখে দিন এবং তারপর হালকা গরম পানি ও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শীতকাল আমাদের জন্য উদ্যাপনের ঋতু হলেও চুলের জন্য আতঙ্কের। শীত বাড়ার সঙ্গে সঙ্গে চুলে নির্জীব ভাব আসার পাশাপাশি আগা ফাটার সমস্যাও বাড়তে থাকে। তাই এই ঋতুতে চুলের ডিপ কন্ডিশনিং রীতিনীতি মেনে চলা অপরিহার্য। তবে রোজ শ্যাম্পু করার পর বোতলজাত যে কন্ডিশনার আমরা ব্যবহার করি; সেগুলোর ব্যবহার করলেই যে চুল কোমল, সুন্দর ও মসৃণ থাকবে, এ কথা ভাবাটা বোকামি। চুলের সার্বিক সুস্থতার জন্য এই ঋতুতে কিছু ঘরোয়া ডিপ কন্ডিশনিং প্যাক তৈরি করেও চুলে ব্যবহার করতে হবে। এতে পুরো শীতে চুল থাকবে নরম, মসৃণ ও জেল্লাদার। দেখে নিন, কী কী ঘরোয়ার উপকরণ দিয়ে চুলের জন্য ডিপ কন্ডিশনিং প্যাক তৈরি করবেন।
পাকা কলার প্যাক
কলা খুব ভালো ময়শ্চারাইজিং উপাদান। এটি শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়া চুল নিরাময়ে সহায়ক। কলা ভিটামিন বি৬, পটাশিয়াম, প্রোটিন এবং অন্যান্য পুষ্টিতে পরিপূর্ণ। ফলে এটি মাথার ত্বক ও চুলে গভীরভাবে পুষ্টি জোগায়। কেবল একটি পাকা কলা বেটে তার সঙ্গে মধু, ডিম ও সামান্য দুধ মিশিয়ে নিন। এরপর এই পেস্ট মাথার ত্বক এবং পুরো চুলে ভালোভাবে লাগিয়ে ৩০ মিনিটের জন্য রেখে দিন। তারপর ভালো কোনো শ্যাম্পু দিয়ে চুল সুন্দর করে ধুয়ে ফেলতে পারেন। এই প্যাক ব্যবহারে চুল খুব দ্রুত ঝলমলে হয়।
দইয়ের জাদুকরি প্যাক

প্রচুর প্রোটিন ও ল্যাকটিক অ্যাসিডে ভরা দই আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী। এটি মাথার ত্বক পরিষ্কার করে, চুল মসৃণ করে মাথার ত্বকে চুলকানি দূর করতেও সহায়ক। টক দই, কলা, মধু ও জলপাই তেল দিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই প্যাক মাথার ত্বকে লাগিয়ে ৩০ মিনিটের জন্য রেখে দিন। সবশেষে ভালো মানের শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুলের স্বাস্থ্য ফেরাতে এটিকে বলা যেতে পারে জাদুকরি প্যাক। তবে যাঁদের ঠান্ডা লাগে, তাঁরা ৩০ মিনিটের পরিবর্তে ১০ মিনিট রেখে চুল ধুয়ে নিতে পারেন।
চুলের তরতাজা ভাব ফেরাবে অ্যালোভেরা
অ্যালোভেরা মাথার ত্বকের পিএইচ ভারসাম্য পুনরুদ্ধার এবং চুল বৃদ্ধির প্রক্রিয়াকে বিভিন্নভাবে সহায়তা করে। একটি পাত্রে ৪ টেবিল চামচ অ্যালোভেরা জেল লেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণ আপনার চুলে লাগিয়ে ৫ থেকে ১০ মিনিটের জন্য রেখে দিন। এরপর শ্যাম্পু করে চুলে রেগুলার কন্ডিশনার মাখুন। নিজেই টের পাবেন চুলের তরতাজা ভাব। সপ্তাহে দুবার এই প্রক্রিয়া অনুসরণ করুন।

তৈলাক্ত চুলের সেরা কন্ডিশনার আপেল সিডার ভিনেগার
আপেল সিডার ভিনেগার অ্যাসিটিক অ্যাসিডের একটি ভালো উৎস। এটি তৈলাক্ত মাথার ত্বক, খুশকি এবং কুঁকড়ে যাওয়া চুলের জন্য চমৎকার সমাধান। এটি মাথার ত্বকের পিএইচ ভারসাম্য পুনরুদ্ধার এবং ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। এর জন্য চুল ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এরপর ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার এক মগ পানির সঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণ মাথার ত্বক ও চুলে ঢেলে দিন। ৫ মিনিট ধরে আপনার মাথার ত্বক ম্যাসাজ করুন। হালকা করে চুল আবার শ্যাম্পু করে এরপর কন্ডিশনার মাখুন। সবশেষে সুন্দর করে চুল ধুয়ে নিন।
সহজ সমাধান নারকেল তেল
আমরা সবাই নারকেল তেলের বিস্ময়কর গুণাবলির কথা শুনে বড় হয়েছি। এই তেল যে চুলের যত্নে জাদুকরি উপাদান—এ কথা একেবারে মিথ্য়া নয়। এটি চুলের গোড়া মজবুত করে চুল করে তোলে নরম ও মসৃণ। নারকেল তেল দিয়ে প্রাকৃতিক কন্ডিশনার তৈরি করতে, ১ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে প্রয়োজনীয় নারকেল তেল মিশিয়ে নিন। শ্যাম্পু করার সময় এটি লাগান। ২০ মিনিট রেখে দিন এবং তারপর হালকা গরম পানি ও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

অ্যাপল ও চীনা স্মার্টফোন নির্মাতাদের টেক্কা দিতে বাজারে বছরের প্রথমেই নতুন ডিভাইস নিয়ে এল দক্ষিণ কোরীয় কোম্পানি স্যামসাং। গত বুধবার গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে এস২৫ সিরিজটি নিয়ে আসে কোম্পানিটি। এই সিরিজের মডেলগুলোকে কোয়ালকমের প্রসেসর ব্যবহার করা হয়েছে; যা আরও উন্নত এআই ফিচার প্রক্রিয়াধীনে সাহায্য কর
২৪ জানুয়ারি ২০২৫
সঞ্চয় করার দক্ষতা নিয়ে আজ লোকে আপনার প্রশংসা করবে। তবে সাবধান! কিপটেমি আর সঞ্চয়ের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। বন্ধুদের ট্রিট দেওয়ার সময় হুট করে ‘মানিব্যাগ ভুলে রেখে এসেছি’ বা ‘আমার নেট কাজ করছে না’ বলার পুরোনো কৌশলটি আজ বন্ধুদের কাছে ধরা পড়ে যেতে পারে।
২ ঘণ্টা আগে
আমাদের দেশে ধীরে ধীরে স্যুপ খাওয়াটা জনপ্রিয় হয়ে উঠছে মূলত চায়নিজ রেস্তোরাঁগুলোর কারণে। সুস্বাদু ও বিচিত্র নুডলস স্যুপ পাওয়া যায় এখন ঢাকাসহ বিভিন্ন শহরের রেস্তোরাঁগুলোতে। ভাবার কোনো কারণ নেই, স্যুপ শুধু রেস্তোরাঁয় গিয়েই খেতে হবে। বাড়িতেও তৈরি করতে পারেন মজাদার বিভিন্ন স্যুপ।
২ ঘণ্টা আগে
নগুচি বলেছিলেন, ‘টিভিতে এভারেস্টের যে সুন্দর ছবি দেখতাম, ভেবেছিলাম পাহাড়টি তেমনই হবে। কিন্তু সেখানে গিয়ে দেখি চারদিকে শুধু আবর্জনা।’ সেই শুরু; নগুচি ২০০০ থেকে ২০০৭ সালের মধ্যে প্রায় ৯০ টন বর্জ্য সরিয়েছিলেন। কিন্তু আজ এখন সমস্যাটি আরও ভয়াবহ রূপ নিয়েছে।...
১৭ ঘণ্টা আগেআজকের পত্রিকা ডেস্ক

মেষ
সঞ্চয় করার দক্ষতা নিয়ে আজ লোকে আপনার প্রশংসা করবে। তবে সাবধান! কিপটেমি আর সঞ্চয়ের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। বন্ধুদের ট্রিট দেওয়ার সময় হুট করে ‘মানিব্যাগ ভুলে রেখে এসেছি’ বা ‘আমার নেট কাজ করছে না’ বলার পুরোনো কৌশলটি আজ বন্ধুদের কাছে ধরা পড়ে যেতে পারে। পরিবারে শান্তি বজায় থাকবে, যদি আপনি রিমোটের দখল ছেড়ে দেন। মানিব্যাগে সব সময় কিছু খুচরা টাকা রাখুন, ইজ্জত বাঁচতে পারে।
বৃষ
স্ত্রী বা পরিবারের কারোর মধুর ব্যবহারে আজ আপনি মুগ্ধ হতে পারেন, তবে এর পেছনে কোনো দামি শাড়ি, গয়না বা অনলাইন শপিংয়ের আবদার লুকিয়ে আছে কি না, তা ‘শার্লক হোমস’ স্টাইলে যাচাই করে নিন। সঞ্চয়ের জন্য দিনটি ভালো, কিন্তু লটারি জেতার আশায় অফিসের কলিগের কাছে ধার চাইবেন না। আবেগের চেয়ে আজ পেটভরা খাবারকে বেশি গুরুত্ব দিন। মিষ্টি কথায় ভুলে যাওয়ার আগে ব্যাংকের ব্যালেন্স চেক করুন।
মিথুন
মনের কথা বাড়ির লোককে বলে ফেলার জন্য আজ দারুণ দিন। তবে অফিসের বসের নামে কোনো ‘গোপন ছড়া’ বা ‘নিকনেম’ আবার ভুল করে বাড়ির হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবেন না! পুরোনো অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আবেগময় হয়ে পড়তে পারেন, সঙ্গে গামছা বা টিস্যু বক্স রাখুন। মেসেজ পাঠানোর আগে ‘রিসিভার’ কে, তা দুবার চেক করুন।
কর্কট
কারও কাছ থেকে আজ ধার নেবেন না, আর কাউকে দেবেনও না। কারণ, আজ যাকে টাকা দেবেন, তাকে খুঁজে পেতে ভবিষ্যতে আপনাকে ইন্টারপোল নিয়োগ করতে হতে পারে। সন্ধ্যার পর শরীর বেশ সতেজ থাকবে, চাইলে এক কাপ কড়া চা নিয়ে পাড়ার মোড়ে আড্ডা জমাতে পারেন। তবে পলিটিকস নিয়ে জ্ঞান দিতে যাবেন না। টাকা চাইলে ‘মানিব্যাগটা ধুতে দিয়েছি’ বলে এড়িয়ে যান।
সিংহ
বড় কোনো অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা আছে। তবে সেই টাকা হাতে আসার আগেই অনলাইনে আইফোন বা দামি গ্যাজেটের রিভিউ দেখা শুরু করবেন না। অতিরিক্ত রাগ আপনার কর্মক্ষেত্রে ক্ষতি করতে পারে। বসের ঝাড়ি খেয়েও আজ ‘মোনালিসা হাসি’ বজায় রাখার চেষ্টা করুন, এতে বস কনফিউজড হয়ে ঝাড়ি থামিয়ে দেবে। আয়নার সামনে দাঁড়িয়ে হাসার প্র্যাকটিস করুন।
কন্যা
বাড়িতে যদি অবিবাহিত কেউ থাকে, তবে আজ তার বিয়ের আলোচনা তুঙ্গে উঠতে পারে। বিয়ের মেনুতে বিরিয়ানি থাকবে কি না, তা নিয়ে আজ থেকেই তর্ক শুরু হতে পারে। খাওয়ার অভ্যাসে বদল আনুন; রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়ার আগে বিক্রেতার হাত ধোয়া কি না, তা একটু জুম করে দেখে নিন। প্রবীণদের কথা শুনুন, মাঝেমধ্যে তারা ইন্টারনেটের চেয়েও ভালো সমাধান দেন! ফুচকায় ঝাল কম দিতে বলবেন, পেটের অবস্থা ভালো নয়।
তুলা
হয়তো ভালো মনেই কাউকে উপদেশ দেবেন, কিন্তু লোকে সেটাকে পার্সোনাল অ্যাটাক হিসেবে ধরে নেবে। আজ আপনার মিষ্টি কথা মানুষের কানে ‘নিমপাতার জুস’ মনে হতে পারে। অফিসে আপনার নামে কেউ কানকথা দিতে পারে, কিন্তু উল্টো তাদের মিষ্টি খাইয়ে কনফিউজ করে দিন। চুপ থাকাই আজ আপনার সেরা অস্ত্র।
বৃশ্চিক
পাড়ার দুই খালা বা চাচির ঝগড়ায় বিচার করতে যাবেন না। অন্যের ঝামেলা মেটাতে গিয়ে নিজেই ‘ভিলেন’ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল হতে পারেন। কর্মক্ষেত্রে যুক্তিসংগত কথা বলুন। আজ আপনার কোনো পুরোনো শখ (যেমন গিটার বাজানো বা বাথরুমে গান গাওয়া) আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। অন্যের ব্যাপারে বাঁ হাত ঢোকাবেন না।
ধনু
আজ আপনার মধ্যে আধুনিক চিন্তা কাজ করবে। অফিসের কাজে এআই ব্যবহার করে বসকে চমকে দিতে পারেন; তবে সাবধান, যেন ধরা না পড়েন! সৃজনশীল কাজে সাফল্য আসবে। ভ্রমণে যাওয়ার আগে ব্যাগে ছাতা নিতে ভুলবেন না। কারণ, আবহাওয়া অফিস রোদ বললেও আজ বৃষ্টির সঙ্গে আপনার মোলাকাত হতে পারে। ল্যাপটপ চার্জ দিয়ে রাখুন।
মকর
আপনার পকেটে আজ অদৃশ্য ফুটো হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে শপিং মলে গেলে ক্রেডিট কার্ডটি বাসায় ফেলে যান। বিরোধীরা আজ আপনার ছোট কোনো ব্যাকরণগত ভুলকেও বড় করে দেখাতে পারে। তাই কথা বলার আগে মুখে ‘কাল্পনিক ফিল্টার’ ব্যবহার করুন। ‘সুলভ মূল্যে’ লেখা বোর্ড দেখলে উল্টো দিকে হাঁটুন।
কুম্ভ
দিনটি আপনার জন্য বেশ শুভ। নতুন কারোর সঙ্গে দেখা হতে পারে যে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে (সেটা বিমা কোম্পানি বা এমএলএম মার্কেটিংয়ের লোকও হতে পারে, সাবধান!)। রাতে ভালো ঘুম হওয়ার সম্ভাবনা আছে, যদি না মশার দল আপনার কানে গান গাওয়ার কনসার্ট আয়োজন করে। নেটওয়ার্ক মার্কেটিংয়ের লোকদের থেকে দূরে থাকুন।
মীন
আজ সারা দিন অফিসের বা বাড়ির কাজে এতটাই ব্যস্ত থাকবেন যে নিজের আয়নায় মুখ দেখার সময় পাবেন না। তবে এই ব্যস্ততার শেষে একটা মিষ্টি ক্লান্তি আসবে। সন্তানের বায়না মেটাতে গিয়ে পকেটে টান পড়তে পারে। শরীরের প্রতি যত্ন নিন, লিফট থাকতে সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি করতে যাবেন না। দুপুরের খাবারটা ঠিক সময়ে খেয়ে নিন।

মেষ
সঞ্চয় করার দক্ষতা নিয়ে আজ লোকে আপনার প্রশংসা করবে। তবে সাবধান! কিপটেমি আর সঞ্চয়ের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। বন্ধুদের ট্রিট দেওয়ার সময় হুট করে ‘মানিব্যাগ ভুলে রেখে এসেছি’ বা ‘আমার নেট কাজ করছে না’ বলার পুরোনো কৌশলটি আজ বন্ধুদের কাছে ধরা পড়ে যেতে পারে। পরিবারে শান্তি বজায় থাকবে, যদি আপনি রিমোটের দখল ছেড়ে দেন। মানিব্যাগে সব সময় কিছু খুচরা টাকা রাখুন, ইজ্জত বাঁচতে পারে।
বৃষ
স্ত্রী বা পরিবারের কারোর মধুর ব্যবহারে আজ আপনি মুগ্ধ হতে পারেন, তবে এর পেছনে কোনো দামি শাড়ি, গয়না বা অনলাইন শপিংয়ের আবদার লুকিয়ে আছে কি না, তা ‘শার্লক হোমস’ স্টাইলে যাচাই করে নিন। সঞ্চয়ের জন্য দিনটি ভালো, কিন্তু লটারি জেতার আশায় অফিসের কলিগের কাছে ধার চাইবেন না। আবেগের চেয়ে আজ পেটভরা খাবারকে বেশি গুরুত্ব দিন। মিষ্টি কথায় ভুলে যাওয়ার আগে ব্যাংকের ব্যালেন্স চেক করুন।
মিথুন
মনের কথা বাড়ির লোককে বলে ফেলার জন্য আজ দারুণ দিন। তবে অফিসের বসের নামে কোনো ‘গোপন ছড়া’ বা ‘নিকনেম’ আবার ভুল করে বাড়ির হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবেন না! পুরোনো অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আবেগময় হয়ে পড়তে পারেন, সঙ্গে গামছা বা টিস্যু বক্স রাখুন। মেসেজ পাঠানোর আগে ‘রিসিভার’ কে, তা দুবার চেক করুন।
কর্কট
কারও কাছ থেকে আজ ধার নেবেন না, আর কাউকে দেবেনও না। কারণ, আজ যাকে টাকা দেবেন, তাকে খুঁজে পেতে ভবিষ্যতে আপনাকে ইন্টারপোল নিয়োগ করতে হতে পারে। সন্ধ্যার পর শরীর বেশ সতেজ থাকবে, চাইলে এক কাপ কড়া চা নিয়ে পাড়ার মোড়ে আড্ডা জমাতে পারেন। তবে পলিটিকস নিয়ে জ্ঞান দিতে যাবেন না। টাকা চাইলে ‘মানিব্যাগটা ধুতে দিয়েছি’ বলে এড়িয়ে যান।
সিংহ
বড় কোনো অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা আছে। তবে সেই টাকা হাতে আসার আগেই অনলাইনে আইফোন বা দামি গ্যাজেটের রিভিউ দেখা শুরু করবেন না। অতিরিক্ত রাগ আপনার কর্মক্ষেত্রে ক্ষতি করতে পারে। বসের ঝাড়ি খেয়েও আজ ‘মোনালিসা হাসি’ বজায় রাখার চেষ্টা করুন, এতে বস কনফিউজড হয়ে ঝাড়ি থামিয়ে দেবে। আয়নার সামনে দাঁড়িয়ে হাসার প্র্যাকটিস করুন।
কন্যা
বাড়িতে যদি অবিবাহিত কেউ থাকে, তবে আজ তার বিয়ের আলোচনা তুঙ্গে উঠতে পারে। বিয়ের মেনুতে বিরিয়ানি থাকবে কি না, তা নিয়ে আজ থেকেই তর্ক শুরু হতে পারে। খাওয়ার অভ্যাসে বদল আনুন; রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়ার আগে বিক্রেতার হাত ধোয়া কি না, তা একটু জুম করে দেখে নিন। প্রবীণদের কথা শুনুন, মাঝেমধ্যে তারা ইন্টারনেটের চেয়েও ভালো সমাধান দেন! ফুচকায় ঝাল কম দিতে বলবেন, পেটের অবস্থা ভালো নয়।
তুলা
হয়তো ভালো মনেই কাউকে উপদেশ দেবেন, কিন্তু লোকে সেটাকে পার্সোনাল অ্যাটাক হিসেবে ধরে নেবে। আজ আপনার মিষ্টি কথা মানুষের কানে ‘নিমপাতার জুস’ মনে হতে পারে। অফিসে আপনার নামে কেউ কানকথা দিতে পারে, কিন্তু উল্টো তাদের মিষ্টি খাইয়ে কনফিউজ করে দিন। চুপ থাকাই আজ আপনার সেরা অস্ত্র।
বৃশ্চিক
পাড়ার দুই খালা বা চাচির ঝগড়ায় বিচার করতে যাবেন না। অন্যের ঝামেলা মেটাতে গিয়ে নিজেই ‘ভিলেন’ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল হতে পারেন। কর্মক্ষেত্রে যুক্তিসংগত কথা বলুন। আজ আপনার কোনো পুরোনো শখ (যেমন গিটার বাজানো বা বাথরুমে গান গাওয়া) আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। অন্যের ব্যাপারে বাঁ হাত ঢোকাবেন না।
ধনু
আজ আপনার মধ্যে আধুনিক চিন্তা কাজ করবে। অফিসের কাজে এআই ব্যবহার করে বসকে চমকে দিতে পারেন; তবে সাবধান, যেন ধরা না পড়েন! সৃজনশীল কাজে সাফল্য আসবে। ভ্রমণে যাওয়ার আগে ব্যাগে ছাতা নিতে ভুলবেন না। কারণ, আবহাওয়া অফিস রোদ বললেও আজ বৃষ্টির সঙ্গে আপনার মোলাকাত হতে পারে। ল্যাপটপ চার্জ দিয়ে রাখুন।
মকর
আপনার পকেটে আজ অদৃশ্য ফুটো হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে শপিং মলে গেলে ক্রেডিট কার্ডটি বাসায় ফেলে যান। বিরোধীরা আজ আপনার ছোট কোনো ব্যাকরণগত ভুলকেও বড় করে দেখাতে পারে। তাই কথা বলার আগে মুখে ‘কাল্পনিক ফিল্টার’ ব্যবহার করুন। ‘সুলভ মূল্যে’ লেখা বোর্ড দেখলে উল্টো দিকে হাঁটুন।
কুম্ভ
দিনটি আপনার জন্য বেশ শুভ। নতুন কারোর সঙ্গে দেখা হতে পারে যে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে (সেটা বিমা কোম্পানি বা এমএলএম মার্কেটিংয়ের লোকও হতে পারে, সাবধান!)। রাতে ভালো ঘুম হওয়ার সম্ভাবনা আছে, যদি না মশার দল আপনার কানে গান গাওয়ার কনসার্ট আয়োজন করে। নেটওয়ার্ক মার্কেটিংয়ের লোকদের থেকে দূরে থাকুন।
মীন
আজ সারা দিন অফিসের বা বাড়ির কাজে এতটাই ব্যস্ত থাকবেন যে নিজের আয়নায় মুখ দেখার সময় পাবেন না। তবে এই ব্যস্ততার শেষে একটা মিষ্টি ক্লান্তি আসবে। সন্তানের বায়না মেটাতে গিয়ে পকেটে টান পড়তে পারে। শরীরের প্রতি যত্ন নিন, লিফট থাকতে সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি করতে যাবেন না। দুপুরের খাবারটা ঠিক সময়ে খেয়ে নিন।

অ্যাপল ও চীনা স্মার্টফোন নির্মাতাদের টেক্কা দিতে বাজারে বছরের প্রথমেই নতুন ডিভাইস নিয়ে এল দক্ষিণ কোরীয় কোম্পানি স্যামসাং। গত বুধবার গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে এস২৫ সিরিজটি নিয়ে আসে কোম্পানিটি। এই সিরিজের মডেলগুলোকে কোয়ালকমের প্রসেসর ব্যবহার করা হয়েছে; যা আরও উন্নত এআই ফিচার প্রক্রিয়াধীনে সাহায্য কর
২৪ জানুয়ারি ২০২৫
রোজ শ্যাম্পু করার পর বোতলজাত যে কন্ডিশনার আমরা ব্যবহার করি; সেগুলোর ব্যবহার করলেই যে চুল কোমল, সুন্দর ও মসৃণ থাকবে, এ কথা ভাবাটা বোকামি। চুলের সার্বিক সুস্থতার জন্য এই ঋতুতে কিছু ঘরোয়া ডিপ কন্ডিশনিং প্যাক তৈরি করেও চুলে ব্যবহার করতে হবে। এতে পুরো শীতে চুল থাকবে নরম, মসৃণ ও জেল্লাদার। দেখে নিন...
১ ঘণ্টা আগে
আমাদের দেশে ধীরে ধীরে স্যুপ খাওয়াটা জনপ্রিয় হয়ে উঠছে মূলত চায়নিজ রেস্তোরাঁগুলোর কারণে। সুস্বাদু ও বিচিত্র নুডলস স্যুপ পাওয়া যায় এখন ঢাকাসহ বিভিন্ন শহরের রেস্তোরাঁগুলোতে। ভাবার কোনো কারণ নেই, স্যুপ শুধু রেস্তোরাঁয় গিয়েই খেতে হবে। বাড়িতেও তৈরি করতে পারেন মজাদার বিভিন্ন স্যুপ।
২ ঘণ্টা আগে
নগুচি বলেছিলেন, ‘টিভিতে এভারেস্টের যে সুন্দর ছবি দেখতাম, ভেবেছিলাম পাহাড়টি তেমনই হবে। কিন্তু সেখানে গিয়ে দেখি চারদিকে শুধু আবর্জনা।’ সেই শুরু; নগুচি ২০০০ থেকে ২০০৭ সালের মধ্যে প্রায় ৯০ টন বর্জ্য সরিয়েছিলেন। কিন্তু আজ এখন সমস্যাটি আরও ভয়াবহ রূপ নিয়েছে।...
১৭ ঘণ্টা আগেফিচার ডেস্ক

আমাদের দেশে ধীরে ধীরে স্যুপ খাওয়াটা জনপ্রিয় হয়ে উঠছে মূলত চায়নিজ রেস্তোরাঁগুলোর কারণে। সুস্বাদু ও বিচিত্র নুডলস স্যুপ পাওয়া যায় এখন ঢাকাসহ বিভিন্ন শহরের রেস্তোরাঁগুলোতে। ভাবার কোনো কারণ নেই, স্যুপ শুধু রেস্তোরাঁয় গিয়েই খেতে হবে। বাড়িতেও তৈরি করতে পারেন মজাদার বিভিন্ন স্যুপ। কিন্তু মনে রাখা চাই, মাংস দিয়ে কিছু স্যুপ রান্না করতে গেলে খানিক সময় লাগবে। তারপরই উপভোগ করা যাবে মজাদার স্যুপ।
আপনাদের জন্য দুটি স্যুপের রেসিপি রইল।
লানঝাউ বিফ নুডলস স্যুপ, চীন
চীনে নুডলস দিয়ে তৈরি খাবার ও চায়নিজ নুডলস স্যুপ রেসিপির কোনো ঘাটতি নেই। বলা হয়, এর বৈচিত্র্য চীনের ভূগোলের মতোই বিশাল এবং প্রতিটি অত্যন্ত সুস্বাদু। কিন্তু অসংখ্য নুডলস ডিশের, বিশেষ করে নুডলস স্যুপের মধ্যে যেটি বিশেষভাবে উল্লেখযোগ্য, তা হলো লানঝাউ বিফ নুডলস স্যুপ।
সুস্বাদু, স্বচ্ছ ঝোল, পাতলা করে কাটা গরুর মাংস, নরম চায়নিজ মুলার ফালি, প্রচুর ধনেপাতা ও পেঁয়াজ কলি, গাঢ় লাল মরিচের তেল এবং হাতে তৈরি নুডলস দিয়ে রান্না করা হয় লানঝাউ বিফ নুডলস স্যুপ।
উপকরণ
৪ পাউন্ড গরুর মাংস, ১ কেজি গরুর হাঁটুর মাংস, অর্ধেক ভাজা মুরগি, ১০ কাপ পানি, ১ লিটার চিকেন স্টক, স্বাদ অনুযায়ী লবণ, ছোট চায়নিজ মুলার অর্ধেক, ১ পাউন্ড তাজা বা শুকনো সাদা নুডলস, গরম মরিচের তেল, পেঁয়াজ কলি, ধনেপাতা।
মসলা মিশ্রণের জন্য
৭টি তারকা মৌরি, ১২টি লবঙ্গ, ১টি দারুচিনি, ৫টি তেজপাতা, ৬টি বড় স্যান্ড জিঞ্জারের টুকরো, দেড় চা-চামচ মৌরি বীজ, ১ চা-চামচ জিরা বীজ, ২ চা-চামচ সিচুয়ান গোলমরিচ, দেড় চা-চামচ সাদা গোলমরিচ, ৫টি লিকোরিস মূলের টুকরো, ৩টি শুকনো কমলার খোসা, ১টি কালো এলাচি।
গরম মরিচের তেলের জন্য
এক কাপের ৪ ভাগের ৩ ভাগ তেল, ২টি তারকা মৌরি, ছোট দারুচিনির অর্ধেক, আধা চা-চামচ সিচুয়ান গোলমরিচ, ৩ টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, ১ চা-চামচ লবণ, সামান্য চিনি।
প্রস্তুত প্রণালি
মাংসের হাড়গুলো ধুয়ে নিন। ৪০০ ডিগ্রি তাপমাত্রায় বেকিং শিটে ৪৫ মিনিট বেক করে নিন। একটি বড় পাত্রে পানি ফুটিয়ে তাতে গরুর হাঁটুর মাংস এবং মুরগির মাংস যোগ করুন। সবকিছু আবার ফুটতে দিন। একবার ফুটে উঠলে হাঁটুর মাংস এবং মুরগি বের করে নিয়ে পানি ফেলে দিন এবং পাত্রটি পরিষ্কার করে নিন।
এরপর গরুর হাঁটুর মাংস এবং মুরগি আবার পাত্রে দিন। সঙ্গে বেক করে নেওয়া হাড়। এর সঙ্গে আরও ১০ কাপ পানি এবং ৪ কাপ চিকেন স্টক যোগ করুন। মসলার সব উপকরণ একত্র করে একটি পাতলা কাপড়ে পুঁটলি করে শক্তভাবে বেঁধে মসলার মিশ্রণ তৈরি করুন। এটি পাত্রে রেখে দিন। এরপর পাত্রে পরিমাণমতো লবণ দিয়ে সবকিছু ফুটতে দিন।
একবার ফুটে উঠলে আঁচ কমিয়ে দিয়ে প্রায় ২ ঘণ্টা ধরে সেদ্ধ হতে দিন। ২ ঘণ্টা পরে গরুর হাঁটুর মাংস বের করে সরিয়ে রাখুন। বাকি অংশে কাটা মুলা যোগ করে আরও ঘণ্টাখানেক সেদ্ধ হতে দিন। তারপর মসলার ব্যাগ, মুরগির হাড় বের করে ফেলে দিন। ঝোলে লবণের স্বাদ নিন এবং প্রয়োজন হলে মসলা সমন্বয় করুন। এতে স্যুপের বেজ তৈরি হয়ে যাবে।
উপকরণগুলো সেদ্ধ হওয়ার সময় মরিচের তেল তৈরি করে ফেলুন। একটি ছোট পাত্রে তেল, তারকা মৌরি, দারুচিনি এবং সিচুয়ান গোলমরিচ নিন। খুব কম আঁচে সবকিছু ধীরে ধীরে ১৫ মিনিট একসঙ্গে ভুনে নিন। একটি ছাঁকনি চামচ দিয়ে মসলাগুলো তেল থেকে আলাদা করে নিন। এরপর প্রায় ৫ মিনিট তেল ঠান্ডা করে তাতে মরিচগুঁড়া যোগ করে সেই হালকা গরম তেলে ধীরে ধীরে ভুনে নিন; যতক্ষণ না খুব সুগন্ধ ছড়ায়। লাল হয়ে গেলে তাতে লবণ ও চিনি মেশাতে হবে।
একবার ঝোল ও মরিচের তেল তৈরি হয়ে গেলে, আলাদা পাত্রে প্যাকেটের নির্দেশ অনুযায়ী নুডলস রান্না করুন। সেদ্ধ নুডলস ৬টি বাটিতে ভাগ করুন। ঠান্ডা হওয়া গরুর হাঁটুর মাংস পাতলা করে কেটে নুডলসের ওপর সাজান। এরপর তাতে একে একে ঝোল, মুলা, এক চামচ গরম মরিচের তেল এবং এক মুঠো করে কুচি করা পেঁয়াজ কলি এবং ধনেপাতা যোগ করে পরিবেশন করুন।

ইয়াইলা চোর্বাসি, তুরস্ক
তুরস্কের স্যুপের নাম ইয়াইলা চোর্বাসি। এর প্রধান উপকরণ সেদ্ধ চাল বা বার্লি। এর সঙ্গে যোগ করা হয় দই। বিশ্বাস করা হয়, এটি শীতকালে সর্দি প্রতিরোধ করে; কিছু তুর্কি হাসপাতালে সুস্থ হয়ে ওঠা রোগীদের দই স্যুপ পরিবেশন করা হয়।
শুকনো পুদিনা গুঁড়া দইয়ের হালকা টক স্বাদকে ভারসাম্যপূর্ণ করে তোলে। তাজা পাউরুটির সঙ্গে এটি পরিবেশন করুন।
উপকরণ
বাসমতী বা জেসমিনসহ যেকোনো ধরনের সাদা চাল, গ্রিক দই বা সাধারণ দই, স্যুপ ঘন করতে ডিম ও ময়দার সংমিশ্রণ, শুকনো পুদিনাপাতার গুঁড়া।
প্রস্তুত প্রণালি
যে চাল ব্যবহার করবেন, স্বাভাবিকের চেয়ে তাতে বেশি পানি দিয়ে প্রথমে নরম করে ভাত রান্না করুন। পানি ও ভাত এই স্যুপের ভিত্তি। একটি বাটিতে দই, ডিম, ময়দা ও লবণ ভালো করে মিশিয়ে নিন। পানি কমে গেলে ভাতে আরও পানি যোগ করুন এবং ভালোভাবে নাড়ুন। হয়ে গেলে নামিয়ে নিন। এরপর সুবিধামতো পাত্র নিয়ে ধীরে ধীরে ভাত ও পানি দই ও ডিমের মিশ্রণে যোগ করুন এবং ভালোভাবে নাড়তে থাকুন। এরপর এই পুরো মিশ্রণ আবারও গরম পানিতে দিয়ে মাঝারি আঁচে প্রায় ১৫ মিনিট ধরে ফুটতে দিন। এ সময়েও মাঝে মাঝে নাড়তে থাকুন। চেখে দেখুন। লাগলে প্রয়োজনে আরও লবণ যোগ করুন।
একটি ছোট প্যানে মাখন গলিয়ে সুগন্ধ বের হওয়া পর্যন্ত শুকনো পুদিনা সেদ্ধ করে নিন। তারপর এটি স্যুপে যোগ করুন এবং ভালোভাবে নাড়ুন। তারপর নামিয়ে পরিবেশন করা যাবে।

আমাদের দেশে ধীরে ধীরে স্যুপ খাওয়াটা জনপ্রিয় হয়ে উঠছে মূলত চায়নিজ রেস্তোরাঁগুলোর কারণে। সুস্বাদু ও বিচিত্র নুডলস স্যুপ পাওয়া যায় এখন ঢাকাসহ বিভিন্ন শহরের রেস্তোরাঁগুলোতে। ভাবার কোনো কারণ নেই, স্যুপ শুধু রেস্তোরাঁয় গিয়েই খেতে হবে। বাড়িতেও তৈরি করতে পারেন মজাদার বিভিন্ন স্যুপ। কিন্তু মনে রাখা চাই, মাংস দিয়ে কিছু স্যুপ রান্না করতে গেলে খানিক সময় লাগবে। তারপরই উপভোগ করা যাবে মজাদার স্যুপ।
আপনাদের জন্য দুটি স্যুপের রেসিপি রইল।
লানঝাউ বিফ নুডলস স্যুপ, চীন
চীনে নুডলস দিয়ে তৈরি খাবার ও চায়নিজ নুডলস স্যুপ রেসিপির কোনো ঘাটতি নেই। বলা হয়, এর বৈচিত্র্য চীনের ভূগোলের মতোই বিশাল এবং প্রতিটি অত্যন্ত সুস্বাদু। কিন্তু অসংখ্য নুডলস ডিশের, বিশেষ করে নুডলস স্যুপের মধ্যে যেটি বিশেষভাবে উল্লেখযোগ্য, তা হলো লানঝাউ বিফ নুডলস স্যুপ।
সুস্বাদু, স্বচ্ছ ঝোল, পাতলা করে কাটা গরুর মাংস, নরম চায়নিজ মুলার ফালি, প্রচুর ধনেপাতা ও পেঁয়াজ কলি, গাঢ় লাল মরিচের তেল এবং হাতে তৈরি নুডলস দিয়ে রান্না করা হয় লানঝাউ বিফ নুডলস স্যুপ।
উপকরণ
৪ পাউন্ড গরুর মাংস, ১ কেজি গরুর হাঁটুর মাংস, অর্ধেক ভাজা মুরগি, ১০ কাপ পানি, ১ লিটার চিকেন স্টক, স্বাদ অনুযায়ী লবণ, ছোট চায়নিজ মুলার অর্ধেক, ১ পাউন্ড তাজা বা শুকনো সাদা নুডলস, গরম মরিচের তেল, পেঁয়াজ কলি, ধনেপাতা।
মসলা মিশ্রণের জন্য
৭টি তারকা মৌরি, ১২টি লবঙ্গ, ১টি দারুচিনি, ৫টি তেজপাতা, ৬টি বড় স্যান্ড জিঞ্জারের টুকরো, দেড় চা-চামচ মৌরি বীজ, ১ চা-চামচ জিরা বীজ, ২ চা-চামচ সিচুয়ান গোলমরিচ, দেড় চা-চামচ সাদা গোলমরিচ, ৫টি লিকোরিস মূলের টুকরো, ৩টি শুকনো কমলার খোসা, ১টি কালো এলাচি।
গরম মরিচের তেলের জন্য
এক কাপের ৪ ভাগের ৩ ভাগ তেল, ২টি তারকা মৌরি, ছোট দারুচিনির অর্ধেক, আধা চা-চামচ সিচুয়ান গোলমরিচ, ৩ টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, ১ চা-চামচ লবণ, সামান্য চিনি।
প্রস্তুত প্রণালি
মাংসের হাড়গুলো ধুয়ে নিন। ৪০০ ডিগ্রি তাপমাত্রায় বেকিং শিটে ৪৫ মিনিট বেক করে নিন। একটি বড় পাত্রে পানি ফুটিয়ে তাতে গরুর হাঁটুর মাংস এবং মুরগির মাংস যোগ করুন। সবকিছু আবার ফুটতে দিন। একবার ফুটে উঠলে হাঁটুর মাংস এবং মুরগি বের করে নিয়ে পানি ফেলে দিন এবং পাত্রটি পরিষ্কার করে নিন।
এরপর গরুর হাঁটুর মাংস এবং মুরগি আবার পাত্রে দিন। সঙ্গে বেক করে নেওয়া হাড়। এর সঙ্গে আরও ১০ কাপ পানি এবং ৪ কাপ চিকেন স্টক যোগ করুন। মসলার সব উপকরণ একত্র করে একটি পাতলা কাপড়ে পুঁটলি করে শক্তভাবে বেঁধে মসলার মিশ্রণ তৈরি করুন। এটি পাত্রে রেখে দিন। এরপর পাত্রে পরিমাণমতো লবণ দিয়ে সবকিছু ফুটতে দিন।
একবার ফুটে উঠলে আঁচ কমিয়ে দিয়ে প্রায় ২ ঘণ্টা ধরে সেদ্ধ হতে দিন। ২ ঘণ্টা পরে গরুর হাঁটুর মাংস বের করে সরিয়ে রাখুন। বাকি অংশে কাটা মুলা যোগ করে আরও ঘণ্টাখানেক সেদ্ধ হতে দিন। তারপর মসলার ব্যাগ, মুরগির হাড় বের করে ফেলে দিন। ঝোলে লবণের স্বাদ নিন এবং প্রয়োজন হলে মসলা সমন্বয় করুন। এতে স্যুপের বেজ তৈরি হয়ে যাবে।
উপকরণগুলো সেদ্ধ হওয়ার সময় মরিচের তেল তৈরি করে ফেলুন। একটি ছোট পাত্রে তেল, তারকা মৌরি, দারুচিনি এবং সিচুয়ান গোলমরিচ নিন। খুব কম আঁচে সবকিছু ধীরে ধীরে ১৫ মিনিট একসঙ্গে ভুনে নিন। একটি ছাঁকনি চামচ দিয়ে মসলাগুলো তেল থেকে আলাদা করে নিন। এরপর প্রায় ৫ মিনিট তেল ঠান্ডা করে তাতে মরিচগুঁড়া যোগ করে সেই হালকা গরম তেলে ধীরে ধীরে ভুনে নিন; যতক্ষণ না খুব সুগন্ধ ছড়ায়। লাল হয়ে গেলে তাতে লবণ ও চিনি মেশাতে হবে।
একবার ঝোল ও মরিচের তেল তৈরি হয়ে গেলে, আলাদা পাত্রে প্যাকেটের নির্দেশ অনুযায়ী নুডলস রান্না করুন। সেদ্ধ নুডলস ৬টি বাটিতে ভাগ করুন। ঠান্ডা হওয়া গরুর হাঁটুর মাংস পাতলা করে কেটে নুডলসের ওপর সাজান। এরপর তাতে একে একে ঝোল, মুলা, এক চামচ গরম মরিচের তেল এবং এক মুঠো করে কুচি করা পেঁয়াজ কলি এবং ধনেপাতা যোগ করে পরিবেশন করুন।

ইয়াইলা চোর্বাসি, তুরস্ক
তুরস্কের স্যুপের নাম ইয়াইলা চোর্বাসি। এর প্রধান উপকরণ সেদ্ধ চাল বা বার্লি। এর সঙ্গে যোগ করা হয় দই। বিশ্বাস করা হয়, এটি শীতকালে সর্দি প্রতিরোধ করে; কিছু তুর্কি হাসপাতালে সুস্থ হয়ে ওঠা রোগীদের দই স্যুপ পরিবেশন করা হয়।
শুকনো পুদিনা গুঁড়া দইয়ের হালকা টক স্বাদকে ভারসাম্যপূর্ণ করে তোলে। তাজা পাউরুটির সঙ্গে এটি পরিবেশন করুন।
উপকরণ
বাসমতী বা জেসমিনসহ যেকোনো ধরনের সাদা চাল, গ্রিক দই বা সাধারণ দই, স্যুপ ঘন করতে ডিম ও ময়দার সংমিশ্রণ, শুকনো পুদিনাপাতার গুঁড়া।
প্রস্তুত প্রণালি
যে চাল ব্যবহার করবেন, স্বাভাবিকের চেয়ে তাতে বেশি পানি দিয়ে প্রথমে নরম করে ভাত রান্না করুন। পানি ও ভাত এই স্যুপের ভিত্তি। একটি বাটিতে দই, ডিম, ময়দা ও লবণ ভালো করে মিশিয়ে নিন। পানি কমে গেলে ভাতে আরও পানি যোগ করুন এবং ভালোভাবে নাড়ুন। হয়ে গেলে নামিয়ে নিন। এরপর সুবিধামতো পাত্র নিয়ে ধীরে ধীরে ভাত ও পানি দই ও ডিমের মিশ্রণে যোগ করুন এবং ভালোভাবে নাড়তে থাকুন। এরপর এই পুরো মিশ্রণ আবারও গরম পানিতে দিয়ে মাঝারি আঁচে প্রায় ১৫ মিনিট ধরে ফুটতে দিন। এ সময়েও মাঝে মাঝে নাড়তে থাকুন। চেখে দেখুন। লাগলে প্রয়োজনে আরও লবণ যোগ করুন।
একটি ছোট প্যানে মাখন গলিয়ে সুগন্ধ বের হওয়া পর্যন্ত শুকনো পুদিনা সেদ্ধ করে নিন। তারপর এটি স্যুপে যোগ করুন এবং ভালোভাবে নাড়ুন। তারপর নামিয়ে পরিবেশন করা যাবে।

অ্যাপল ও চীনা স্মার্টফোন নির্মাতাদের টেক্কা দিতে বাজারে বছরের প্রথমেই নতুন ডিভাইস নিয়ে এল দক্ষিণ কোরীয় কোম্পানি স্যামসাং। গত বুধবার গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে এস২৫ সিরিজটি নিয়ে আসে কোম্পানিটি। এই সিরিজের মডেলগুলোকে কোয়ালকমের প্রসেসর ব্যবহার করা হয়েছে; যা আরও উন্নত এআই ফিচার প্রক্রিয়াধীনে সাহায্য কর
২৪ জানুয়ারি ২০২৫
রোজ শ্যাম্পু করার পর বোতলজাত যে কন্ডিশনার আমরা ব্যবহার করি; সেগুলোর ব্যবহার করলেই যে চুল কোমল, সুন্দর ও মসৃণ থাকবে, এ কথা ভাবাটা বোকামি। চুলের সার্বিক সুস্থতার জন্য এই ঋতুতে কিছু ঘরোয়া ডিপ কন্ডিশনিং প্যাক তৈরি করেও চুলে ব্যবহার করতে হবে। এতে পুরো শীতে চুল থাকবে নরম, মসৃণ ও জেল্লাদার। দেখে নিন...
১ ঘণ্টা আগে
সঞ্চয় করার দক্ষতা নিয়ে আজ লোকে আপনার প্রশংসা করবে। তবে সাবধান! কিপটেমি আর সঞ্চয়ের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। বন্ধুদের ট্রিট দেওয়ার সময় হুট করে ‘মানিব্যাগ ভুলে রেখে এসেছি’ বা ‘আমার নেট কাজ করছে না’ বলার পুরোনো কৌশলটি আজ বন্ধুদের কাছে ধরা পড়ে যেতে পারে।
২ ঘণ্টা আগে
নগুচি বলেছিলেন, ‘টিভিতে এভারেস্টের যে সুন্দর ছবি দেখতাম, ভেবেছিলাম পাহাড়টি তেমনই হবে। কিন্তু সেখানে গিয়ে দেখি চারদিকে শুধু আবর্জনা।’ সেই শুরু; নগুচি ২০০০ থেকে ২০০৭ সালের মধ্যে প্রায় ৯০ টন বর্জ্য সরিয়েছিলেন। কিন্তু আজ এখন সমস্যাটি আরও ভয়াবহ রূপ নিয়েছে।...
১৭ ঘণ্টা আগেফিচার ডেস্ক, ঢাকা

সাগরপৃষ্ঠ থেকে ৮ হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার উঁচু মাউন্ট এভারেস্ট শৃঙ্গটি মানুষের অদম্য সাহসের শেষ সীমানা হিসেবে পরিচিত। কিন্তু এসব তকমা ও শ্বেতশুভ্র সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক করুণ চিত্র। ২০০০ সালে জাপানি পর্বতারোহী কেন নগুচি যখন এভারেস্টে প্রথম সংগঠিত পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন, তখন তিনি যা দেখেছিলেন, তা ছিল রীতিমতো মর্মান্তিক। নগুচি বলেছিলেন, ‘টিভিতে এভারেস্টের যে সুন্দর ছবি দেখতাম, ভেবেছিলাম পাহাড়টি তেমনই হবে। কিন্তু সেখানে গিয়ে দেখি চারদিকে শুধু আবর্জনা।’ সেই শুরু; নগুচি ২০০০ থেকে ২০০৭ সালের মধ্যে প্রায় ৯০ টন বর্জ্য সরিয়েছিলেন। কিন্তু আজ এখন সমস্যাটি আরও ভয়াবহ রূপ নিয়েছে।
সম্প্রতি নেপাল সরকার প্রথমবারের মতো একটি ব্যাপক নীতিমালাসহ এভারেস্ট ক্লিনিং অ্যাকশন প্ল্যান (২০২৫-২০২৯) ঘোষণা করেছে। এভারেস্ট যে ধীরে ধীরে ‘বিশ্বের উচ্চতম ডাস্টবিনে’ পরিণত হচ্ছে, সেই আন্তর্জাতিক সমালোচনা বন্ধ করতেই এই দীর্ঘমেয়াদি উদ্যোগ।

সংকটের নেপথ্যে: প্লাস্টিক ও জলবায়ু পরিবর্তন
দশকের পর দশক ধরে আরোহী, গাইড এবং শেরপাদের ফেলে আসা অক্সিজেন সিলিন্ডার, প্লাস্টিকের বোতল, নাইলনের দড়ি এবং মানুষের মলমূত্রে পাহাড়ের ঢালগুলো বিষিয়ে উঠেছে; বিশেষ করে প্লাস্টিক এখন মূর্তিমান আতঙ্ক; একটি প্লাস্টিক ব্যাগ প্রকৃতিতে মিশে যেতে প্রায় ৫০০ বছর সময় নেয়। জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলে বেরিয়ে আসছে পুরোনো আবর্জনা এবং দীর্ঘদিনের চাপা পড়া মৃতদেহ, যা নিচের জনপদগুলোর পানীয় জলের উৎসকে দূষিত করছে।
নতুন পরিকল্পনা: একনজরে সরকারের রোডম্যাপ

নেপাল সরকারের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ঘোষিত পাঁচ বছর মেয়াদি এই পরিকল্পনায় বেশ কিছু বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো হলো,
বেস ক্যাম্প স্থানান্তর: খুম্বু হিমবাহের ওপর অবস্থিত বর্তমান বেস ক্যাম্পটি ক্রমবর্ধমান তাপমাত্রা ও আবর্জনার চাপে অস্থিতিশীল হয়ে পড়ছে। তাই এটি অন্য কোথাও সরিয়ে নেওয়া যায় কি না, তার সম্ভাব্যতা যাচাই করা হবে।
বর্জ্য ফেরাতে কড়া নজরদারি: আরোহীদের ব্যবহৃত প্রতিটি সরঞ্জাম, মই ও দড়ির তালিকা এন্ট্রি পয়েন্টে জমা দিতে হবে এবং নামার সময় তা মিলিয়ে দেখা হবে। প্রত্যেক আরোহী দলকে তাদের ব্যবহৃত সব সরঞ্জাম এবং নির্দিষ্ট পরিমাণ পুরোনো আবর্জনা পাহাড় থেকে নামিয়ে আনতে হবে।
ক্যাম্প-২-এ বর্জ্য সংগ্রহ কেন্দ্র: সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ৭৫০ মিটার উঁচুতে ক্যাম্প-২-এ বর্জ্য সংগ্রহের জন্য একটি অস্থায়ী কেন্দ্র করা হবে। এটি চেকপয়েন্ট হিসেবে কাজ করবে, যাতে উচ্চতর ক্যাম্পগুলোতে কেউ আবর্জনা ফেলে আসতে না পারে।
মাউন্টেন রেঞ্জার ও ড্রোন: পাহাড়ের ওপর বর্জ্য ব্যবস্থাপনা তদারক করতে প্রশিক্ষিত আরোহীদের নিয়ে একটি মাউন্টেইন রেঞ্জার দল গঠন করা হবে। এমনকি দুর্গম এলাকা থেকে আবর্জনা সংগ্রহে ড্রোনের ব্যবহারও খতিয়ে দেখা হচ্ছে।
আর্থিক নীতিমালা ও রয়্যালটি: বর্তমানে আরোহীদের ৪ হাজার ডলারের যে ডিপোজিট দিতে হয়, সেটিকে একটি অফেরতযোগ্য ফিতে রূপান্তরের প্রস্তাব করা হয়েছে পরিকল্পনায়, যা সরাসরি পাহাড়ের কল্যাণে ব্যয় হবে। এ ছাড়া ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এভারেস্টের রয়্যালটি ১১ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৫ হাজার ডলার করা হয়েছে।
আদালতের আদেশ ও সচেতনতা
এই মহাপরিকল্পনা মূলত গত বছর দেওয়া সুপ্রিম কোর্টের একটি আদেশের ফল। আদালত সরকারকে নির্দেশ দিয়েছিল পাহাড়ের ধারণক্ষমতা মেপে আরোহীদের পারমিট সংখ্যা নির্ধারণ করতে। এ ছাড়া ২০২৪ সাল থেকে বেস ক্যাম্পের ওপর ‘পুপ ব্যাগ’ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সরকার এখন পরিবেশ-সচেতনতাকে জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির পরিকল্পনা করছে।
একটি বিশাল কর্মযজ্ঞের শুরু
২০২৪ সালের বসন্ত মৌসুমে এভারেস্ট থেকে প্রায় ৮৫ টন বর্জ্য এবং ২৮ টন মানুষের মলমূত্র সরানো হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ শেষ করতে বড় অঙ্কের বাজেট প্রয়োজন, যা ১০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এভারেস্টের চূড়ায় আরোহীদের দীর্ঘ সারি আর যত্রতত্র আবর্জনার স্তূপ এখন বিশ্ববাসীর নজরে। এই পাঁচ বছরের মহাপরিকল্পনা কি পারবে বিশ্বের ছাদকে আবার তার আদি অকৃত্রিম রূপ ফিরিয়ে দিতে? সেটি সময় বলবে, তবে নেপাল সরকারের এই কাঠামোগত উদ্যোগ হিমালয়প্রেমীদের মনে আশার আলো জাগাচ্ছে।
সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

সাগরপৃষ্ঠ থেকে ৮ হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার উঁচু মাউন্ট এভারেস্ট শৃঙ্গটি মানুষের অদম্য সাহসের শেষ সীমানা হিসেবে পরিচিত। কিন্তু এসব তকমা ও শ্বেতশুভ্র সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক করুণ চিত্র। ২০০০ সালে জাপানি পর্বতারোহী কেন নগুচি যখন এভারেস্টে প্রথম সংগঠিত পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন, তখন তিনি যা দেখেছিলেন, তা ছিল রীতিমতো মর্মান্তিক। নগুচি বলেছিলেন, ‘টিভিতে এভারেস্টের যে সুন্দর ছবি দেখতাম, ভেবেছিলাম পাহাড়টি তেমনই হবে। কিন্তু সেখানে গিয়ে দেখি চারদিকে শুধু আবর্জনা।’ সেই শুরু; নগুচি ২০০০ থেকে ২০০৭ সালের মধ্যে প্রায় ৯০ টন বর্জ্য সরিয়েছিলেন। কিন্তু আজ এখন সমস্যাটি আরও ভয়াবহ রূপ নিয়েছে।
সম্প্রতি নেপাল সরকার প্রথমবারের মতো একটি ব্যাপক নীতিমালাসহ এভারেস্ট ক্লিনিং অ্যাকশন প্ল্যান (২০২৫-২০২৯) ঘোষণা করেছে। এভারেস্ট যে ধীরে ধীরে ‘বিশ্বের উচ্চতম ডাস্টবিনে’ পরিণত হচ্ছে, সেই আন্তর্জাতিক সমালোচনা বন্ধ করতেই এই দীর্ঘমেয়াদি উদ্যোগ।

সংকটের নেপথ্যে: প্লাস্টিক ও জলবায়ু পরিবর্তন
দশকের পর দশক ধরে আরোহী, গাইড এবং শেরপাদের ফেলে আসা অক্সিজেন সিলিন্ডার, প্লাস্টিকের বোতল, নাইলনের দড়ি এবং মানুষের মলমূত্রে পাহাড়ের ঢালগুলো বিষিয়ে উঠেছে; বিশেষ করে প্লাস্টিক এখন মূর্তিমান আতঙ্ক; একটি প্লাস্টিক ব্যাগ প্রকৃতিতে মিশে যেতে প্রায় ৫০০ বছর সময় নেয়। জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলে বেরিয়ে আসছে পুরোনো আবর্জনা এবং দীর্ঘদিনের চাপা পড়া মৃতদেহ, যা নিচের জনপদগুলোর পানীয় জলের উৎসকে দূষিত করছে।
নতুন পরিকল্পনা: একনজরে সরকারের রোডম্যাপ

নেপাল সরকারের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ঘোষিত পাঁচ বছর মেয়াদি এই পরিকল্পনায় বেশ কিছু বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো হলো,
বেস ক্যাম্প স্থানান্তর: খুম্বু হিমবাহের ওপর অবস্থিত বর্তমান বেস ক্যাম্পটি ক্রমবর্ধমান তাপমাত্রা ও আবর্জনার চাপে অস্থিতিশীল হয়ে পড়ছে। তাই এটি অন্য কোথাও সরিয়ে নেওয়া যায় কি না, তার সম্ভাব্যতা যাচাই করা হবে।
বর্জ্য ফেরাতে কড়া নজরদারি: আরোহীদের ব্যবহৃত প্রতিটি সরঞ্জাম, মই ও দড়ির তালিকা এন্ট্রি পয়েন্টে জমা দিতে হবে এবং নামার সময় তা মিলিয়ে দেখা হবে। প্রত্যেক আরোহী দলকে তাদের ব্যবহৃত সব সরঞ্জাম এবং নির্দিষ্ট পরিমাণ পুরোনো আবর্জনা পাহাড় থেকে নামিয়ে আনতে হবে।
ক্যাম্প-২-এ বর্জ্য সংগ্রহ কেন্দ্র: সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ৭৫০ মিটার উঁচুতে ক্যাম্প-২-এ বর্জ্য সংগ্রহের জন্য একটি অস্থায়ী কেন্দ্র করা হবে। এটি চেকপয়েন্ট হিসেবে কাজ করবে, যাতে উচ্চতর ক্যাম্পগুলোতে কেউ আবর্জনা ফেলে আসতে না পারে।
মাউন্টেন রেঞ্জার ও ড্রোন: পাহাড়ের ওপর বর্জ্য ব্যবস্থাপনা তদারক করতে প্রশিক্ষিত আরোহীদের নিয়ে একটি মাউন্টেইন রেঞ্জার দল গঠন করা হবে। এমনকি দুর্গম এলাকা থেকে আবর্জনা সংগ্রহে ড্রোনের ব্যবহারও খতিয়ে দেখা হচ্ছে।
আর্থিক নীতিমালা ও রয়্যালটি: বর্তমানে আরোহীদের ৪ হাজার ডলারের যে ডিপোজিট দিতে হয়, সেটিকে একটি অফেরতযোগ্য ফিতে রূপান্তরের প্রস্তাব করা হয়েছে পরিকল্পনায়, যা সরাসরি পাহাড়ের কল্যাণে ব্যয় হবে। এ ছাড়া ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এভারেস্টের রয়্যালটি ১১ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৫ হাজার ডলার করা হয়েছে।
আদালতের আদেশ ও সচেতনতা
এই মহাপরিকল্পনা মূলত গত বছর দেওয়া সুপ্রিম কোর্টের একটি আদেশের ফল। আদালত সরকারকে নির্দেশ দিয়েছিল পাহাড়ের ধারণক্ষমতা মেপে আরোহীদের পারমিট সংখ্যা নির্ধারণ করতে। এ ছাড়া ২০২৪ সাল থেকে বেস ক্যাম্পের ওপর ‘পুপ ব্যাগ’ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সরকার এখন পরিবেশ-সচেতনতাকে জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির পরিকল্পনা করছে।
একটি বিশাল কর্মযজ্ঞের শুরু
২০২৪ সালের বসন্ত মৌসুমে এভারেস্ট থেকে প্রায় ৮৫ টন বর্জ্য এবং ২৮ টন মানুষের মলমূত্র সরানো হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ শেষ করতে বড় অঙ্কের বাজেট প্রয়োজন, যা ১০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এভারেস্টের চূড়ায় আরোহীদের দীর্ঘ সারি আর যত্রতত্র আবর্জনার স্তূপ এখন বিশ্ববাসীর নজরে। এই পাঁচ বছরের মহাপরিকল্পনা কি পারবে বিশ্বের ছাদকে আবার তার আদি অকৃত্রিম রূপ ফিরিয়ে দিতে? সেটি সময় বলবে, তবে নেপাল সরকারের এই কাঠামোগত উদ্যোগ হিমালয়প্রেমীদের মনে আশার আলো জাগাচ্ছে।
সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

অ্যাপল ও চীনা স্মার্টফোন নির্মাতাদের টেক্কা দিতে বাজারে বছরের প্রথমেই নতুন ডিভাইস নিয়ে এল দক্ষিণ কোরীয় কোম্পানি স্যামসাং। গত বুধবার গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে এস২৫ সিরিজটি নিয়ে আসে কোম্পানিটি। এই সিরিজের মডেলগুলোকে কোয়ালকমের প্রসেসর ব্যবহার করা হয়েছে; যা আরও উন্নত এআই ফিচার প্রক্রিয়াধীনে সাহায্য কর
২৪ জানুয়ারি ২০২৫
রোজ শ্যাম্পু করার পর বোতলজাত যে কন্ডিশনার আমরা ব্যবহার করি; সেগুলোর ব্যবহার করলেই যে চুল কোমল, সুন্দর ও মসৃণ থাকবে, এ কথা ভাবাটা বোকামি। চুলের সার্বিক সুস্থতার জন্য এই ঋতুতে কিছু ঘরোয়া ডিপ কন্ডিশনিং প্যাক তৈরি করেও চুলে ব্যবহার করতে হবে। এতে পুরো শীতে চুল থাকবে নরম, মসৃণ ও জেল্লাদার। দেখে নিন...
১ ঘণ্টা আগে
সঞ্চয় করার দক্ষতা নিয়ে আজ লোকে আপনার প্রশংসা করবে। তবে সাবধান! কিপটেমি আর সঞ্চয়ের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। বন্ধুদের ট্রিট দেওয়ার সময় হুট করে ‘মানিব্যাগ ভুলে রেখে এসেছি’ বা ‘আমার নেট কাজ করছে না’ বলার পুরোনো কৌশলটি আজ বন্ধুদের কাছে ধরা পড়ে যেতে পারে।
২ ঘণ্টা আগে
আমাদের দেশে ধীরে ধীরে স্যুপ খাওয়াটা জনপ্রিয় হয়ে উঠছে মূলত চায়নিজ রেস্তোরাঁগুলোর কারণে। সুস্বাদু ও বিচিত্র নুডলস স্যুপ পাওয়া যায় এখন ঢাকাসহ বিভিন্ন শহরের রেস্তোরাঁগুলোতে। ভাবার কোনো কারণ নেই, স্যুপ শুধু রেস্তোরাঁয় গিয়েই খেতে হবে। বাড়িতেও তৈরি করতে পারেন মজাদার বিভিন্ন স্যুপ।
২ ঘণ্টা আগে