ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা আগের চেয়েও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মে, যেখানে প্রতিনিয়ত ব্যক্তিগত তথ্য আদান-প্রদান করে অনেকেই। স্মার্টফোন চুরি হলে বা গোপনে অন্য কেউ ব্যবহার করলে এসব তথ্যের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক গোপনীয়তা নষ্ট হতে পারে। তবে ব্যক্তিগত চ্যাটগুলো আরও সুরক্ষিত রাখতে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে ‘চ্যাট লক’ ফিচার।
এই ফিচারের মাধ্যমে নির্দিষ্ট কিছু চ্যাট লক করে রাখতে পারবেন, যা শুধু আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি দিয়ে খোলা যাবে। লক করা চ্যাটগুলো আলাদা ‘চ্যাট লকস’ ফোল্ডারে জমা থাকে,। ফলে অন্য কেউ ফোন ব্যবহার করলেও ব্যক্তিগত বার্তা বা ছবি দেখতে পারবে না। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি আইফোনেও এই সুবিধা ব্যবহার করা যায়
অ্যান্ড্রয়েডে চ্যাট লক করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যেসব চ্যাট গোপন রাখতে চান সেগুলো ট্যাপ করে নির্বাচন করুন। নির্বাচন করা হলে চ্যাটের প্রোফাইল ছবির ওপর সবুজ টিক চিহ্ন দেখা যাবে।
৩. এখন ডান পাশে ‘তিন ডট’ আইকোনে ট্যাপ করুন। ফলে ছোট একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘লক চ্যাট’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘লক চ্যাট’ অপশন নির্বাচন করার পর ‘কিপ দিজ চ্যাট লকড অ্যান্ড হিডেন’ বার্তা দেখা যাবে।
৬. এরপর ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করে আঙুলের ছাপ বা ফোনের পাসকোড দিলেই চ্যাটটি লক হয়ে যাবে। ফোন লক করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করেছেন তার ওপর নির্ভর করেই আঙুলের ছাপ বা ফোনের পাসকোড দিতে হবে।
এভাবে চ্যাটগুলো লকড ফোল্ডার চলে যাবে। লকড ফোল্ডারের ওপর ট্যাপ করে আঙুলের ছাপ বা পাসকোড দিলেই ফোল্ডারটি খুলে যাবে এবং লুকানো চ্যাটগুলো দেখা যাবে।
আইফোনে চ্যাট লক করার পদ্ধতি
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যে চ্যাটটি লক করতে চান, তা খুলুন।
৩. কন্টাক্টের নামের ওপর ট্যাপ করুন।
৪. এরপর অপশনগুলো থেকে চ্যাট লক নির্বাচন করুন।
৫. এখন ‘লক দিস চ্যাট উইথ ইউওর ফেস আইডি’ অপশনে পাশের ‘টগল’ বাটনের ওপর ট্যাপ করুন। এই বাটনটি এখন সবুজ রঙের হয়ে যাবে। যে আইফোনে হোম বাটন রয়েছে, সেখানে টাচ আইডি ব্যবহার করতে হবে। যদি কোনো প্রম্পট আসে, তবে ‘ওকে’ বাটনে ট্যাপ করুন।
৪. এখন ফেস আইডি যাচাই করবে আইফোন।
৫. এবার ‘ভিউ’ অপশনে ট্যাপ করে সব লক করা চ্যাট দেখতে পারবেন।
অ্যান্ড্রয়েডে লুকোনো চ্যাট আবার ফিরিয়ে আনবে যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. ‘লকড চ্যাটস’ ফোল্ডারে ক্লিক করতে হবে।
৩. এরপর যে চ্যাট আনলক করতে চান, সেটির ওপর চাপ দিয়ে ধরুন। এর ফলে চ্যাটটি নির্বাচিত হবে ও প্রোফাইল ছবির পাশে সবুজ রঙের টিক চিহ্ন দেখা যাবে।
৪. এখন ‘তিনটি ডট’ বাটনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৫. মেনু থেকে ‘আনলক চ্যাট’ অপশন নির্বাচন করে আঙুলের ছাপ বা পাসকোড দিতে হবে।
আইফোনে লুকোনো চ্যাট আবার ফিরিয়ে আনবে যেভাবে
১. হোয়াটসঅ্যাপে চ্যাট লক ফোল্ডারে যান।
২. এরপর যে চ্যাট আনলক করতে চান, সেটির কন্টাক্ট নামের ওপর চাপ দিয়ে ধরুন।
৩. এরপর অপশনগুলো থেকে চ্যাট লক অপশন নির্বাচন করুন।
৪. এখন ‘লক দিস চ্যাট উইথ ইউওর ফেস আইডি’ অপশনে পাশের ‘টগল’ বাটনের ওপর ট্যাপ করুন। এই বাটনটি এখন সবুজ রং থেকে ধূসর হয়ে যাবে।
যে আইফোনে হোম বাটন রয়েছে, সেখানে টাচ আইডি ব্যবহার করতে হবে। যদি কোনো প্রম্পট আসে, তবে ‘ওকে’ বাটনে ট্যাপ করুন।
৫. ফেস আইডি যাচাই করবে আইফোন।
এভাবে আইফোনে নির্দিষ্ট চ্যাট লক বন্ধ হয়ে যাবে এবং চ্যাটগুলোতে আর ফেসআইডি বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সুরক্ষা থাকবে না।
আরও পড়ুন:–
ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা আগের চেয়েও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মে, যেখানে প্রতিনিয়ত ব্যক্তিগত তথ্য আদান-প্রদান করে অনেকেই। স্মার্টফোন চুরি হলে বা গোপনে অন্য কেউ ব্যবহার করলে এসব তথ্যের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক গোপনীয়তা নষ্ট হতে পারে। তবে ব্যক্তিগত চ্যাটগুলো আরও সুরক্ষিত রাখতে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে ‘চ্যাট লক’ ফিচার।
এই ফিচারের মাধ্যমে নির্দিষ্ট কিছু চ্যাট লক করে রাখতে পারবেন, যা শুধু আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি দিয়ে খোলা যাবে। লক করা চ্যাটগুলো আলাদা ‘চ্যাট লকস’ ফোল্ডারে জমা থাকে,। ফলে অন্য কেউ ফোন ব্যবহার করলেও ব্যক্তিগত বার্তা বা ছবি দেখতে পারবে না। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি আইফোনেও এই সুবিধা ব্যবহার করা যায়
অ্যান্ড্রয়েডে চ্যাট লক করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যেসব চ্যাট গোপন রাখতে চান সেগুলো ট্যাপ করে নির্বাচন করুন। নির্বাচন করা হলে চ্যাটের প্রোফাইল ছবির ওপর সবুজ টিক চিহ্ন দেখা যাবে।
৩. এখন ডান পাশে ‘তিন ডট’ আইকোনে ট্যাপ করুন। ফলে ছোট একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘লক চ্যাট’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘লক চ্যাট’ অপশন নির্বাচন করার পর ‘কিপ দিজ চ্যাট লকড অ্যান্ড হিডেন’ বার্তা দেখা যাবে।
৬. এরপর ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করে আঙুলের ছাপ বা ফোনের পাসকোড দিলেই চ্যাটটি লক হয়ে যাবে। ফোন লক করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করেছেন তার ওপর নির্ভর করেই আঙুলের ছাপ বা ফোনের পাসকোড দিতে হবে।
এভাবে চ্যাটগুলো লকড ফোল্ডার চলে যাবে। লকড ফোল্ডারের ওপর ট্যাপ করে আঙুলের ছাপ বা পাসকোড দিলেই ফোল্ডারটি খুলে যাবে এবং লুকানো চ্যাটগুলো দেখা যাবে।
আইফোনে চ্যাট লক করার পদ্ধতি
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যে চ্যাটটি লক করতে চান, তা খুলুন।
৩. কন্টাক্টের নামের ওপর ট্যাপ করুন।
৪. এরপর অপশনগুলো থেকে চ্যাট লক নির্বাচন করুন।
৫. এখন ‘লক দিস চ্যাট উইথ ইউওর ফেস আইডি’ অপশনে পাশের ‘টগল’ বাটনের ওপর ট্যাপ করুন। এই বাটনটি এখন সবুজ রঙের হয়ে যাবে। যে আইফোনে হোম বাটন রয়েছে, সেখানে টাচ আইডি ব্যবহার করতে হবে। যদি কোনো প্রম্পট আসে, তবে ‘ওকে’ বাটনে ট্যাপ করুন।
৪. এখন ফেস আইডি যাচাই করবে আইফোন।
৫. এবার ‘ভিউ’ অপশনে ট্যাপ করে সব লক করা চ্যাট দেখতে পারবেন।
অ্যান্ড্রয়েডে লুকোনো চ্যাট আবার ফিরিয়ে আনবে যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. ‘লকড চ্যাটস’ ফোল্ডারে ক্লিক করতে হবে।
৩. এরপর যে চ্যাট আনলক করতে চান, সেটির ওপর চাপ দিয়ে ধরুন। এর ফলে চ্যাটটি নির্বাচিত হবে ও প্রোফাইল ছবির পাশে সবুজ রঙের টিক চিহ্ন দেখা যাবে।
৪. এখন ‘তিনটি ডট’ বাটনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৫. মেনু থেকে ‘আনলক চ্যাট’ অপশন নির্বাচন করে আঙুলের ছাপ বা পাসকোড দিতে হবে।
আইফোনে লুকোনো চ্যাট আবার ফিরিয়ে আনবে যেভাবে
১. হোয়াটসঅ্যাপে চ্যাট লক ফোল্ডারে যান।
২. এরপর যে চ্যাট আনলক করতে চান, সেটির কন্টাক্ট নামের ওপর চাপ দিয়ে ধরুন।
৩. এরপর অপশনগুলো থেকে চ্যাট লক অপশন নির্বাচন করুন।
৪. এখন ‘লক দিস চ্যাট উইথ ইউওর ফেস আইডি’ অপশনে পাশের ‘টগল’ বাটনের ওপর ট্যাপ করুন। এই বাটনটি এখন সবুজ রং থেকে ধূসর হয়ে যাবে।
যে আইফোনে হোম বাটন রয়েছে, সেখানে টাচ আইডি ব্যবহার করতে হবে। যদি কোনো প্রম্পট আসে, তবে ‘ওকে’ বাটনে ট্যাপ করুন।
৫. ফেস আইডি যাচাই করবে আইফোন।
এভাবে আইফোনে নির্দিষ্ট চ্যাট লক বন্ধ হয়ে যাবে এবং চ্যাটগুলোতে আর ফেসআইডি বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সুরক্ষা থাকবে না।
আরও পড়ুন:–
জিবলি আর্টের উন্মাদনায় কাঁপছে বিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই দেখা যায়, প্রায় অধিকাংশ নেটাগরিক তাঁদের প্রিয় মুহূর্তের ধারণ করা ছবিগুলোকে স্টুডিও জিবলি আর্টের ধরনে অ্যানিমেশন করছেন। কেউ প্রোফাইল পিকচারে দিচ্ছেন, কেউ বা অনেক পুরোনো স্মৃতিও ফিরিয়ে আনছেন জিবলি আর্টে রূপান্তর করার মাধ্যমে।
২ দিন আগেএক্সএআই এবং এক্স ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির কিছু নির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়, যেমন: বিনিয়োগকারীরা এই শেয়ার স্থানান্তর অনুমোদন করেছে কিনা বা বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে ইত্যাদি বিষয় অস্পষ্ট।
৬ দিন আগেফেসবুক স্টোরি একধরনের সাময়িক পোস্ট। এই ধরনের পোস্ট ২৪ ঘণ্টা ধরে দেখা যায় এবং পরে অদৃশ্য হয়ে যায়। তবে এগুলো একেবারেই ফেসবুক থেকে হারিয়ে যায় না। এগুলো আর্কাইভ নামের এক ফোল্ডারে থাকে। এই ফোল্ডারে সব স্টোরি একই সঙ্গে পাওয়া যায়।
৬ দিন আগেগুগল তাদের সার্চ, ম্যাপস এবং জেমিনিতে বেশ কিছু নতুন ফিচার চালু করছে। ব্যবহারকারীর ছুটির পরিকল্পনা করতে এগুলো সাহায্য করবে। এসব নতুন ফিচার অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। ব্যবহারকারীরা আগে যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি থেকে ছুটির পরিকল্পনা তৈরি করতে অভ্যস্ত ছিলেন, তেমনি গুগলের টুলগুলো
৭ দিন আগে