Ajker Patrika

সকালে এসে দুপুরেই হাওয়া হয়ে গেল টুইটারের ‘অফিশিয়াল’ লেবেল

প্রযুক্তি ডেস্ক
সকালে এসে দুপুরেই হাওয়া হয়ে গেল টুইটারের ‘অফিশিয়াল’ লেবেল

টুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোর জন্য ‘অফিশিয়াল’ লেবেল চালুর ঘোষণা দিয়েছিল নির্মীয়মাণ পণ্যবিষয়ক নির্বাহী এস্থার ক্রফোর্ড। শুরুতে মূলত সরকারি সংস্থা, টুইটারের ব্যবসায়িক অংশীদার, বড় মিডিয়া আউটলেট, প্রকাশনা সংস্থাসহ বিখ্যাত ব্যক্তিরা টুইটারে ‘অফিশিয়াল’ লেবেল পাবেন বলে জানান তিনি।

এর ধারাবাহিকতায় গতকাল বুধবার সন্ধ্যায় জাতিসংঘ, নাসা, সিএনএনসহ বেশ কিছু মিডিয়া আউটলেটের টুইটার প্রোফাইলে সবার প্রথমে দেখা গিয়েছিল ‘অফিশিয়াল’ লেবেল। লেবেলটি মূলত একটি ধূসর চেক মার্ক এবং পাশে ‘অফিশিয়াল’ লেখা শব্দের সমন্বয়। 

বুধবার সকাল থেকেই অফিশিয়াল ব্যাজ পাওয়া শুরু করে ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো। তবে দুপুরের কিছু আগেই লেবেলটি উধাও হয়ে যায়। 

অফিশিয়াল লেবেলটি অদৃশ্য হয়ে যাওয়া নিয়ে টুইট করেন ইলন মাস্ক। তিনি বলেন, ‘টুইটার সামনের দিনগুলোতে অনেক বোকার মতো সিদ্ধান্ত নেবে। তবে আমরা সেই সিদ্ধান্তগুলোকেই বজায় রাখব যেগুলো কার্যকরী হবে এবং সেই সিদ্ধান্তগুলোকে বাদ দেব যেগুলো কার্যকরী হবে না’। 

কিছুক্ষণ পরেই এস্থার ক্রফোর্ড আরেকটি টুইটে ইলন মাস্কের টুইটের ব্যাখ্যা দেন। টুইটে তিনি বলেন, ‘অফিশিয়াল লেবেলটি এখনো আমাদের টুইটার ব্লু টিক লঞ্চের একটি অংশ। আমরা আপাতত শুধু সরকারি এবং বাণিজ্যিক সংস্থাগুলোকে দিয়েই অফিশিয়াল লেবেল দেওয়ার কার্যক্রম শুরু করছি। মাস্ক তাঁর টুইটে বুঝিয়েছে যে, আমরা এখনই কোনো স্বতন্ত্র ব্যক্তিকে অফিশিয়াল লেবেল দিচ্ছি না।’

তবে জাতিসংঘ, নাসা, সিএনএনের মতো সংস্থাগুলোর টুইটার অ্যাকাউন্ট থেকেও অফিশিয়াল লেবেল অদৃশ্য হয়ে যাওয়া মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়াচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এলডিসি থেকে উত্তরণ হলে রপ্তানি খাতে বছরে ৮ বিলিয়ন ডলার হারাবে বাংলাদেশ

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যু: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাবা, তোমরা আরও অন্তত পাঁচ-দশ বছর আমাদের নেতা থাকো: আসিফ নজরুল

আমাদের কথা শোনা বন্ধ করায় বিএনপির পতন শুরু হয়েছে: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত