Ajker Patrika

এআই আনল চীনা সার্চ জায়ান্ট বাইদু, খরচ ডিপসিকের অর্ধেক

অনলাইন ডেস্ক
আর্নি এক্স ১ এর কার্যক্ষমতা ডিপসিক আর১-এর সমান ছবি: টেকগলি ডট কম
আর্নি এক্স ১ এর কার্যক্ষমতা ডিপসিক আর১-এর সমান ছবি: টেকগলি ডট কম

নতুন দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল প্রকাশ করেছে চীনের ইন্টারনেট সার্চ জায়ান্ট বাইদু। এর মধ্যে একটি নতুন রিজনিং বা যৌক্তিক মডেল রয়েছে। কোম্পানিটি দাবি করছে, ডিপসিকের মডেলের চেয়ে অর্ধেক খরচে তৈরি হলেও রিজনিং মডেলটি। তবে এটি সমান কার্যকরী এবং এসব মডেল বিনা মূল্যে ব্যবহার করা যাবে। এর ফলে এআই খাতে প্রতিযোগিতা আরও তীব্র হতে চলেছে।

এদিকে চলতি বছরের জানুয়ারিতে উন্মোচন হয় ডিপসিকের ‘আর১’ মডেল। ডিপসিক দাবি করে, যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় মডেলগুলোর (চ্যাটজিপিটি) সমান বা তার চেয়েও ভালো এই মডেল। তবে অন্য মডেলগুলোর তুলনায় এটি অর্ধেক খরচে তৈরি করা হয়েছে। তাই ডিপসিকের এই মডেল উন্মোচনের পর তা প্রযুক্তিশিল্পে তোলপাড় সৃষ্টি করে এবং বৈশ্বিক এআই প্রতিযোগিতাকে পুনরুজ্জীবিত করেছে।

এখন নিজেদের নতুন মডেল ‘আর্নি এক্স১’ সম্পর্কে বাইদু বলেছে, ‘আর্নি এক্স১’-এর কার্যক্ষমতা ডিপসিক আর১-এর সমান। অথচ ডিপসিকের মডেল চেয়ে অর্ধেক খরচে এটি তৈরি করতে হয়েছে। এটির ‘শক্তিশালী বোঝাপড়া, পরিকল্পনা, প্রতিফলন ও বিবর্তন সক্ষমতা রয়েছে এবং এটি প্রথম গভীর চিন্তাভাবনার মডেল, যা স্বতন্ত্রভাবে বিভিন্ন টুলস ব্যবহার করতে পারে।

এ ছাড়া একটি নতুন ফাউন্ডেশন মডেল ‘আর্নি ৪.৫’ উন্মোচন করেছে বাউডু, যা তাদের এআই চ্যাটবট ‘আর্নি বট’-এ ব্যবহার করা যাবে।

বাইদু আরও জানিয়েছে যে, তাদের সর্বশেষ ফাউন্ডেশন মডেল ‘আর্নি ৪.৫’-এ রয়েছে চমৎকার মাল্টিমোডাল বোঝাপড়ার ক্ষমতা। এর ভাষাগত দক্ষতা আরও উন্নত এবং এর বোঝাপড়া, সৃষ্টি, যৌক্তিকতা ও স্মৃতি সংরক্ষণের ক্ষমতা ব্যাপকভাবে উন্নত হয়েছে।

এ ছাড়া এটির ‘উচ্চ ইকিউ’ রয়েছে এবং এটি নেটওয়ার্ক মিম এবং উপহাসমূলক কার্টুন সহজেই বুঝতে পারে।

মাল্টিমোডাল এআই সিস্টেমগুলো বিভিন্ন ধরনের ডেটা যেমন—টেক্সট, ভিডিও, ছবি ও অডিও প্রক্রিয়াধীন এবং একীভূত করতে পারে এবং এসব ফরম্যাটের মধ্যে কনটেন্ট রূপান্তর করতে পারে।

পূর্বনির্ধারিত সময়ের দুই সপ্তাহ আগে এই মডেলগুলো ব্যবহারকারীদের জন্য ফ্রি করে দিয়েছে বাইদু। এর আগে কোম্পানির নতুন এআই মডেলগুলো ব্যবহার করতে ব্যবহারকারীদের একটি মাসিক সাবস্ক্রিপশন ফি দিতে হতো। বাইদু তার ‘আর্নি’ এআই মডেলগুলোকে ওপেন সোর্স করার পরিকল্পনা ঘোষণা করেছে, যা ৩০ জুন থেকে কার্যকর হবে।

বেইজিং-ভিত্তিক এই কোম্পানি ২০২৩ সালে চীন থেকে প্রথমবারের মতো একটি জেনারেটিভ এআই প্ল্যাটফর্ম প্রকাশ করেছিল। তবে টিকটকের মালিক বাইটড্যান্স এবং মুনশট এআইয়ের মতো প্রতিদ্বন্দ্বী চ্যাটবটগুলো তখন থেকে বেশি ব্যবহারকারী অর্জন করেছে।

বাইদু বর্তমানে কঠোর প্রতিযোগিতার মুখে। কারণ ডিপসিক তার মডেল দিয়ে দেশি ও বিদেশি বাজারে বিপ্লব ঘটিয়েছে। তবে বাইদু নিজেও ডিপসিকের আর১ রিজনিং মডেলকে তার সার্চ ইঞ্জিনে একীভূত করেছে।

গত ফেব্রুয়ারিতে উইচ্যাটের মালিক টেনসেন্ট একটি নতুন এআই মডেল প্রকাশ করেছে, যা তারা দাবি করেছে ডিপসিকের চেয়ে দ্রুত প্রশ্নের উত্তর দেয়। যদিও তারা তাদের প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি তাদের মেসেজিং প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করেছে।

একই মাসে অ্যাপলের আইফোনের জন্য এআই প্রযুক্তি উন্নত করতে অ্যাপলের সঙ্গে অংশীদারত্ব করেছে চীনের আলিবাবা। কোম্পানিটি আগামী তিন বছরে এআইতে ৩৮০ বিলিয়ন ইউয়ান (৫২ বিলিয়ন ডলার) বিনিয়োগের ঘোষণা দেয়। চলতি মাসে এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপের জন্য নিজস্ব ওপেন সোর্স কিউওয়েন রিজনিং মডেল একটি নতুন সংস্করণ প্রকাশ করেছে আলিবাবা।

তথসূত্র: রয়টার্স

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত