Ajker Patrika

৪০ কোটি ব্যবহারকারীর তথ্য চুরির ঘটনায় তদন্তের মুখে টুইটার

প্রযুক্তি ডেস্ক
৪০ কোটি ব্যবহারকারীর তথ্য চুরির ঘটনায় তদন্তের মুখে টুইটার

টুইটারের ৪০ কোটি টুইটার ব্যবহারকারীর তথ্য চুরির ঘটনায় তদন্তের ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ডের ‘ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)’। এই ঘটনায় টুইটারের কার্যক্রম স্থানীয় তথ্য নিরাপত্তা আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল কি না তা পর্যালোচনা করে দেখার কথা জানিয়েছে ডিপিসি।

বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, ব্রিচড হ্যাকিং ফোরাম’ নামক একটি ওয়েবসাইটে ‘রিউশি’ নামের একজন হ্যাকার সেই তথ্য বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন। এই সাইটে সাধারণত ইন্টারনেট ব্যবহারকারীর চুরি হওয়া ব্যক্তিগত তথ্য বিক্রি করা হয়। ৪০ কোটি ব্যবহারকারীর তথ্যের জন্য ২ লাখ ডলার হাঁকিয়েছেন ওই হ্যাকার।

টুইটারের নতুন মালিক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে এ বিষয়ে সতর্ক করে সেই হ্যাকার বলেন, ৪০ কোটি টুইটার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিক্রি করা হবে। তথ্য সুরক্ষা এবং গোপনীয়তা ভঙ্গের দায়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হওয়ার আগেই মাস্ককে এগুলো কিনে নিতে বলেন তিনি। তবে এই প্রসঙ্গে সংবাদকর্মীদের কোনো প্রশ্নের উত্তরে সাড়া দেয়নি টুইটার কর্তৃপক্ষ।

এরই মধ্যে প্রায় ১ হাজার টুইটার ব্যবহারকারীর তথ্য অনলাইনে ফাঁস করেছেন সেই হ্যাকার। তথ্য ফাঁস হওয়া টুইটার ব্যবহারকারীর তালিকায় রয়েছেন — গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই, অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, মার্ক কিউবাসহ হাইপ্রোফাইল বেশ কয়েকজন তারকা ও রাজনীতিবিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত