কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কনটেন্টের জন্য নতুন ‘পরিচয় নির্ধারণব্যবস্থা’ গ্রহণ করতে যাচ্ছে চীন। এসব কনটেন্টে মানুষের পঠনযোগ্য এবং মেশিন-পঠনযোগ্য নোটিফিকেশন (মেটাডেটা বা লেবেল) থাকবে। গত সপ্তাহে এআই নিয়ে এসব নতুন নিয়মাবলি ঘোষণা করেছে চীনা কর্তৃপক্ষ।
নতুন নিয়মাবলি অনুসারে ছবি, ভিডিও, অডিও এবং ‘ভার্চুয়াল দৃশ্য’গুলোতে মেটাডেটা অন্তর্ভুক্ত করতে হবে। এসব মেটাডেটার মাধ্যমে সহজেই বোঝা যাবে এগুলো এআই দিয়ে তৈরি। স্পষ্ট নোটিফিকেশনগুলো এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করবে।
ভিডিও বা অডিও কনটেন্টের শুরুতে, মাঝখানে এবং শেষের দিকে এসব নোটিফিকেশন থাকতে হবে। এ ছাড়া, যেসব ফাইল ডাউনলোডে করা যাবে, সেগুলোকেও লেবেল দিতে হবে যাতে ব্যবহারকারীরা বুঝতে পারে তারা কী ধরনের কনটেন্ট ডাউনলোড করতে যাচ্ছেন।
এ ছাড়া, অ্যাপ স্টোরগুলোকেও এই নিয়মগুলো অনুসরণ করতে হবে। তবে ‘সামাজিক উদ্বেগ’ বা ‘শিল্পের প্রয়োজনে’ ব্যবহারকারীরা চাইলে এআই দিয়ে তৈরি কনটেন্টে লেবেল না দেওয়ার অনুরোধ করতে পারবে। তবে অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীকে এই নিয়মের বিষয়ে অবহিত করবে এবং এই তথ্য সংরক্ষণ করে রাতে পরবর্তীতে এআই কনটেন্ট চিহ্নিত করা সহজ হয়।
এ ছাড়া, এই লেবেল ও মেটাডেটা মুছে ফেলা বা পরিবর্তন করার কাজ নিষিদ্ধ করেছে চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএসি)। একইভাবে, মানব তৈরি কনটেন্টের মধ্যে এআই লেবেল যোগ করা যাবে না। এ ছাড়া, এসব কাজের জন্য কোনো টুল সরবরাহ করাও নিষিদ্ধ।
চীনা কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলে, এই নিয়মের লক্ষ্য হলো মিথ্যা তথ্যের প্রচার রোধ করা এবং এআই শিল্পের উন্নয়ন ও জাতীয় নিরাপত্তার সমন্বয় সাধন করা।
এখন পর্যন্ত, কোনো ধরনের শাস্তির কথা ঘোষণা করেনি চীন। এআই নিয়ে এই ধরনের নিয়ম চীনই প্রথম প্রবর্তন করেনি। এর আগে ২০২৪ সালে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা আইন’ প্রণয়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন।
এই লেবেলিং নিয়মাবলি আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কনটেন্টের জন্য নতুন ‘পরিচয় নির্ধারণব্যবস্থা’ গ্রহণ করতে যাচ্ছে চীন। এসব কনটেন্টে মানুষের পঠনযোগ্য এবং মেশিন-পঠনযোগ্য নোটিফিকেশন (মেটাডেটা বা লেবেল) থাকবে। গত সপ্তাহে এআই নিয়ে এসব নতুন নিয়মাবলি ঘোষণা করেছে চীনা কর্তৃপক্ষ।
নতুন নিয়মাবলি অনুসারে ছবি, ভিডিও, অডিও এবং ‘ভার্চুয়াল দৃশ্য’গুলোতে মেটাডেটা অন্তর্ভুক্ত করতে হবে। এসব মেটাডেটার মাধ্যমে সহজেই বোঝা যাবে এগুলো এআই দিয়ে তৈরি। স্পষ্ট নোটিফিকেশনগুলো এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করবে।
ভিডিও বা অডিও কনটেন্টের শুরুতে, মাঝখানে এবং শেষের দিকে এসব নোটিফিকেশন থাকতে হবে। এ ছাড়া, যেসব ফাইল ডাউনলোডে করা যাবে, সেগুলোকেও লেবেল দিতে হবে যাতে ব্যবহারকারীরা বুঝতে পারে তারা কী ধরনের কনটেন্ট ডাউনলোড করতে যাচ্ছেন।
এ ছাড়া, অ্যাপ স্টোরগুলোকেও এই নিয়মগুলো অনুসরণ করতে হবে। তবে ‘সামাজিক উদ্বেগ’ বা ‘শিল্পের প্রয়োজনে’ ব্যবহারকারীরা চাইলে এআই দিয়ে তৈরি কনটেন্টে লেবেল না দেওয়ার অনুরোধ করতে পারবে। তবে অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীকে এই নিয়মের বিষয়ে অবহিত করবে এবং এই তথ্য সংরক্ষণ করে রাতে পরবর্তীতে এআই কনটেন্ট চিহ্নিত করা সহজ হয়।
এ ছাড়া, এই লেবেল ও মেটাডেটা মুছে ফেলা বা পরিবর্তন করার কাজ নিষিদ্ধ করেছে চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএসি)। একইভাবে, মানব তৈরি কনটেন্টের মধ্যে এআই লেবেল যোগ করা যাবে না। এ ছাড়া, এসব কাজের জন্য কোনো টুল সরবরাহ করাও নিষিদ্ধ।
চীনা কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলে, এই নিয়মের লক্ষ্য হলো মিথ্যা তথ্যের প্রচার রোধ করা এবং এআই শিল্পের উন্নয়ন ও জাতীয় নিরাপত্তার সমন্বয় সাধন করা।
এখন পর্যন্ত, কোনো ধরনের শাস্তির কথা ঘোষণা করেনি চীন। এআই নিয়ে এই ধরনের নিয়ম চীনই প্রথম প্রবর্তন করেনি। এর আগে ২০২৪ সালে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা আইন’ প্রণয়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন।
এই লেবেলিং নিয়মাবলি আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
১ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৩ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৪ ঘণ্টা আগেতথ্য চুরির জন্য প্রতিনিয়ত নতুন কৌশল বের করছে সাইবার অপরাধীরা। ইন্টারনেট ব্যবহারকারীরা যখন ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট, প্রতারণামূলক ইমেইল ও ছদ্মবেশী স্ক্যামের ব্যাপারে সচেতন হচ্ছে, তখন হ্যাকাররা তাদের পদ্ধতিতে নতুনত্ব আনছে। সাম্প্রতিক সময়ে হ্যাকাররা যেসব কৌশল ব্যবহার করছে, তার একটি হলো—ইউএসবি ফ্ল্যাশ
৫ ঘণ্টা আগে