Ajker Patrika

বিভ্রান্তিকর তথ্য চিহ্নিতকরণ প্রক্রিয়ার পরিধি বাড়াচ্ছে টুইটার

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৫: ১৫
বিভ্রান্তিকর তথ্য চিহ্নিতকরণ প্রক্রিয়ার পরিধি বাড়াচ্ছে টুইটার

বিভ্রান্তিকর তথ্য চিহ্নিত করার পরীক্ষামূলক ফিচারের পরিধি বাড়াচ্ছে টু্ইটার। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

টুইটারের পক্ষ থেকে বলা হয়, পরীক্ষামূলক ফিচারটি কার্যক্ষমতা যাচাই করে দেখার সুযোগ পাবে ব্রাজিল, স্পেন আর ফিলিপাইনের ব্যবহারকারীরা। 

সাম্প্রতিক বছরগুলোতে নিজস্ব প্ল্যাটফর্মে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের প্রচার নিয়ে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে টুইটার। সমালোচনার মুখে গত বছরের আগস্ট মাসে বিভ্রান্তিকর তথ্য চিহ্নিতকরতে পরীক্ষামূলক ফিচারটি চালু করে প্রতিষ্ঠানটি।

প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করেছিল টুইটার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলক ফিচারটির মাধ্যমে এখন পর্যন্ত টুইটার কর্তৃপক্ষ ৩০ লাখ বিভ্রান্তিকর টুইটের অভিযোগ পেয়েছে।

এর আগে এক টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ব্যবহারকারীরা এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ বার এ ফিচার ব্যবহার করেছে। তারা যেসব টুইটকে নীতিবিরুদ্ধ মনে করেছে, মূলত তার বিরুদ্ধেই রিপোর্ট করা হয়েছে। 

গত বছর বার্ডওয়াচ নামের আরেকটি ফিচার শুরু করে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট । এই ফিচারটিতে অংশগ্রহণকারীরা টুইটের সঙ্গে বাড়তি নোট জুড়ে দিয়ে তাতে প্রয়োজনীয় আনুষঙ্গিক তথ্য যোগ করতে পারেন। বিভ্রান্তিকর ও ভুয়া টুইট মোকাবিলায় আরেকটি উপায় হিসেবে বিবেচনা করা হচ্ছে এই ফিচারটিকে। তবে, টুইটারের মূল সাইটে নয় নোটগুলো জমা থাকে একটি পৃথক ওয়েবসাইটে।

প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত