Ajker Patrika

টুইটারে মাসিক ২০ ডলারে ব্লু টিক, টিকটকের প্রতিদ্বন্দ্বী আনার ইঙ্গিত

প্রযুক্তি ডেস্ক
টুইটারে মাসিক ২০ ডলারে ব্লু টিক, টিকটকের প্রতিদ্বন্দ্বী আনার ইঙ্গিত

জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার কেনার পর থেকে একের পর এক ব্যবসায়িক পরিকল্পনার ইঙ্গিত দিয়ে যাচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। টুইটারে পণ্যের বিজ্ঞাপন দেওয়ার সুযোগ থাকবে এ ইঙ্গিত তিনি অনেক আগেই দিয়েছেন। এবার ব্যবহারকারী ভেরিফিকেশনের প্রক্রিয়া সংশোধনের ঘোষণা দিলেন। 

জানা গেছে, যে কোনো প্রকৃত ব্যবহারকারী টুইটারে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। এর জন্য মাসে তাঁকে গুনতে হবে ২০ ডলার। অর্থাৎ মাসিক এই চার্জেই পাওয়া যাবে ব্লু টিক। এই ফি কেউ চাইলে বাৎসরিকও দিতে পারবেন। 

প্রযুক্তি নিউজলেটার প্ল্যাটফর্মারের প্রতিবেদন অনুসারে, ব্লু টিকের জন্য মাসে ৪ দশমিক ৯৯ ডলার বাড়িয়ে ১৯ দশমিক ৯৯ ডলার ফি নির্ধারণ করতে চান ইলন মাস্ক। যাচাইকৃত ব্যবহারকারীরা ব্লু টিক পাওয়ার জন্য আবেদন করতে অথবা নীতিমালা লঙ্ঘনের জন্য ব্লু টিক হারাতে ৯০ দিন সময় পাবেন। যেখানে নেটফ্লিক্সে সাবস্ক্রিপশনের জন্য মাসে খরচ করতে হয় ৪ দশমিক ৯৯ ডলার থেকে ৬ দশমিক ৯৯ ডলার। 

ইলন মাস্ক অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে গতকাল রোববার ১১ কোটির বেশি ফলোয়ারদের উদ্দেশ তিনি টুইট করেছেন, ‘পুরো ভেরিফিকেশন প্রক্রিয়াটি শিগগিরই সংশোধন করা হবে।’ 

আজ সোমবার সকালে শুরু হওয়া একটি টুইটার ভোট ফ্ল্যাগ করেছেন মাস্ক। ভোটে টুইটার ব্যবহারকারীদের জিজ্ঞাসা করা হয়েছে যে, ব্লু টিকের জন্য মাসে তাঁরা কত টাকা দিতে রাজি আছেন: ৫ ডলার; ১০ ডলার; ১৫ ডলার; অথবা এর জন্য কোনো ‘টাকা দেবেন না’। টুইটার জরিপটি চালু করেছেন কারিগরি বিনিয়োগকারী জেসন ক্যালাকানিস। মাস্কের সহযোগী তিনি। ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনা এবং ব্যবসা পরিচালনায় সহায়তা করার জন্য কোটিপতিদের যে গ্রুপটিকে মাস্ক সম্মত করেছেন তাঁদের জেসন অন্যতম। 

অধিগ্রহণের পর থেকে টুইটারের জন্য মাস্ক তাঁর পরিকল্পনাগুলো মূলত এই প্ল্যাটফর্মেই একের পর এক প্রকাশ করছেন। কোম্পানিতে বড় পরিবর্তনের আরেকটি ইঙ্গিত দিয়েছেন তিনি। আজ সোমবার একটি টুইটার জরিপে মাস্ক জিজ্ঞেস করেছেন, ‘ভাইন’ ফিরিয়ে আনবেন কি না। ভিডিও শেয়ারিং অ্যাপটিকে টিকটকের অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়। যদিও ২০১৬ সালে টুইটার এটি বন্ধ করে দেয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এলডিসি থেকে উত্তরণ হলে রপ্তানি খাতে বছরে ৮ বিলিয়ন ডলার হারাবে বাংলাদেশ

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যু: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাবা, তোমরা আরও অন্তত পাঁচ-দশ বছর আমাদের নেতা থাকো: আসিফ নজরুল

আমাদের কথা শোনা বন্ধ করায় বিএনপির পতন শুরু হয়েছে: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত