Ajker Patrika

চীনে লিংকডইন বন্ধ করতে যাচ্ছে মাইক্রোসফট

অনলাইন ডেস্ক
আপডেট : ২১ অক্টোবর ২০২১, ০৮: ৫৯
চীনে লিংকডইন বন্ধ করতে যাচ্ছে মাইক্রোসফট

চীনে সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন পরিষেবা বন্ধ করতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। গতকাল বৃহস্পতিবার লিংকডইনের পক্ষ থেকে এমনটি বলা হয়।  

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ক্যারিয়ার-নেটওয়ার্কিং সাইটটি কয়েকজন সাংবাদিকের প্রোফাইল ব্লক করে প্রশ্নের সম্মুখীন হওয়ার পরই এ ঘোষণা দিয়েছে। 

লিংকডইনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাক শ্রফ তার ব্লগে জানিয়েছেন, 'চীনে আমরা অপারেটিংয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জিং পরিবেশের সম্মুখীন হচ্ছি।'

লিংকডইন জানিয়েছে,  চলতি বছরের শেষের দিকে তাদের সাইটে শুধু 'ইনজবস' নামে একটি চাকরির সংস্করণ চালু করবে । সেখানে সামাজিক ফিড ও কোনো ধরনের আর্টিকেল পোস্ট করা বা শেয়ারের অপশন থাকবে না।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, 'চলতি বছরের শেষ দিকে চীনে আমরা লিংকডইনের  স্থানীয় সংস্করণ বন্ধ করতে যাচ্ছি। তবে সেখানে আমাদের নতুন কৌশলে আরও শক্তিশালী উপস্থিতি থাকবে এবং বছরের শেষ দিকে নতুন 'ইনজবস' চালুর ব্যাপারে উচ্ছ্বসিত।'

গত এক দশক ধরে ফেসবুক ও টুইটার চীনে নিষিদ্ধ। এ ছাড়া হ্যাক ও সেন্সরশিপের কারণে ২০১০ সালে চীন ছাড়ে গুগল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত