Ajker Patrika

ব্রিটিশ সেনাবাহিনীর টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক

অনলাইন ডেস্ক
ব্রিটিশ সেনাবাহিনীর টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক

নিজেদের টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ সেনাবাহিনী। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। 

বিবিসি জানায়, ধনকুবের ইলন মাস্কের ছবি ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির একাধিক ভিডিও হ্যাক হওয়া ইউটিউব চ্যানেলে দেখা গেছে। আর হ্যাক হওয়া টুইটার ফিডে এনএফটি (এক ধরনের বিনিয়োগযোগ্য ইলেকট্রনিক আর্টওয়ার্ক) সম্পর্কিত বেশ কয়েকটি পোস্ট রিটুইট হতে দেখা গেছে। 

ব্রিটিশ সেনাবাহিনী তাদের টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট সাময়িক হ্যাক হওয়ার তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে জানিয়েছে যে, তারা তথ্য সুরক্ষাকে ‘অত্যন্ত গুরুত্বের’ সঙ্গে নিয়েছে এবং সমস্যাটির সমাধান করছে। দুটি অ্যাকাউন্টই পুনরুদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। 

সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ‘আমরা এরই মধ্যে সমস্যাটির সমাধান করেছি এবং তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর বেশি মন্তব্য করা ঠিক হবে না।’ 

হ্যাকিংয়ের একপর্যায়ে ব্রিটিশ সেনাবাহিনীর টুইটার অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে ‘ব্যাপ্সক্ল্যান’ করা হয়। সেই সঙ্গে প্রোফাইল পিকচারও পরিবর্তন করে ক্লাউনের ছবি দেওয়া হয়। রোববার সন্ধ্যা নাগাদ টুইটার অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে কর্তৃপক্ষ। 

সেনাবাহিনী পরে টুইট করে, ‘সাময়িক সমস্যার জন্য ক্ষমাপ্রার্থী। আমরা এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করব এবং এ ঘটনা থেকে শিক্ষা নেব। আমাদের অনুসরণ করার জন্য ধন্যবাদ। স্বাভাবিক পরিষেবা আবার শুরু হয়েছে।’ 

এটিই প্রথমবার নয় যে টুইটারে হাই-প্রোফাইল অ্যাকাউন্টকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগে ২০২০ সালের জুলাইয়ে একটি বিটকয়েন কেলেঙ্কারিতে হ্যাকাররা মার্কিন গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। 

যে অ্যাকাউন্টগুলো হ্যাক হয়েছিল, তার মধ্যে রয়েছে—ইলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটস, বারাক ওবামা, জো বাইডেন ও কেনি ওয়েস্ট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত