প্রযুক্তি ডেস্ক
অ্যান্ড্রয়েড আর অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতা করতে নতুন স্মার্টফোন আনবেন কি না সে প্রসঙ্গে প্রথমবারের মতো তাঁর মন্তব্য জানালেন ইলন মাস্ক। ব্যবহারকারীদের ধারণা ‘টেসলা পাই’ অথবা ‘টেলনফোন’ নামের স্মার্টফোন নিয়ে এর মধ্যেই কাজ শুরু করেছে ইলন মাস্ক।
গত ২৬ নভেম্বর ‘লিজ হুইলার শো’ এর উপস্থাপক লিজ হুইলার এক টুইটে লেখেন, ‘অ্যাপল এবং গুগল যদি তাদের অ্যাপ স্টোর থেকে টুইটারকে বাদ দিয়ে দেয় তাহলে ইলন মাস্কের উচিত হবে নিজের স্মার্টফোন তৈরি করা। সেটি হলে দেশের অর্ধেক জনগণ আনন্দের সঙ্গে পক্ষপাতদুষ্ট আইফোন এবং অ্যান্ড্রয়েডকে ত্যাগ করবে। মাস্ক মঙ্গল গ্রহে যাওয়ার রকেট বানিয়েছেন, সেহেতু সাধারণ স্মার্টফোন বানানো তো তার জন্য সহজই হওয়ার কথা, তাই না?’
একই দিনে টুইটটির জবাবে ইলন মাস্ক লেখেন, ‘আশা করছি নিজের স্মার্টফোন ব্র্যান্ড চালু করব না কখনো। তবে যদি আর কোনো উপায় না দেখতে পাই, তবে সেদিকেই পা বাড়াতে হবে।’
ইলন মাস্কের কাছ থেকে রিপ্লাই পেয়ে টুইটারে অনলাইন ভোট চালু করে হুইলার। পোলে স্মার্টফোন ব্যবহারকারীদের উদ্দেশ্যে করে জিজ্ঞেস করা হয় তাঁরা ‘টেলনফোন’ কিনবেন কিনা। পোলে ১ লাখ ৩০ হাজারের কিছু বেশি ব্যবহারকারী ভোট করেছেন। যার ৫১ দশমিক ২ শতাংশ ব্যবহারকারী ভোট করেছেন কেনার পক্ষে।
অ্যান্ড্রয়েড আর অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতা করতে নতুন স্মার্টফোন আনবেন কি না সে প্রসঙ্গে প্রথমবারের মতো তাঁর মন্তব্য জানালেন ইলন মাস্ক। ব্যবহারকারীদের ধারণা ‘টেসলা পাই’ অথবা ‘টেলনফোন’ নামের স্মার্টফোন নিয়ে এর মধ্যেই কাজ শুরু করেছে ইলন মাস্ক।
গত ২৬ নভেম্বর ‘লিজ হুইলার শো’ এর উপস্থাপক লিজ হুইলার এক টুইটে লেখেন, ‘অ্যাপল এবং গুগল যদি তাদের অ্যাপ স্টোর থেকে টুইটারকে বাদ দিয়ে দেয় তাহলে ইলন মাস্কের উচিত হবে নিজের স্মার্টফোন তৈরি করা। সেটি হলে দেশের অর্ধেক জনগণ আনন্দের সঙ্গে পক্ষপাতদুষ্ট আইফোন এবং অ্যান্ড্রয়েডকে ত্যাগ করবে। মাস্ক মঙ্গল গ্রহে যাওয়ার রকেট বানিয়েছেন, সেহেতু সাধারণ স্মার্টফোন বানানো তো তার জন্য সহজই হওয়ার কথা, তাই না?’
একই দিনে টুইটটির জবাবে ইলন মাস্ক লেখেন, ‘আশা করছি নিজের স্মার্টফোন ব্র্যান্ড চালু করব না কখনো। তবে যদি আর কোনো উপায় না দেখতে পাই, তবে সেদিকেই পা বাড়াতে হবে।’
ইলন মাস্কের কাছ থেকে রিপ্লাই পেয়ে টুইটারে অনলাইন ভোট চালু করে হুইলার। পোলে স্মার্টফোন ব্যবহারকারীদের উদ্দেশ্যে করে জিজ্ঞেস করা হয় তাঁরা ‘টেলনফোন’ কিনবেন কিনা। পোলে ১ লাখ ৩০ হাজারের কিছু বেশি ব্যবহারকারী ভোট করেছেন। যার ৫১ দশমিক ২ শতাংশ ব্যবহারকারী ভোট করেছেন কেনার পক্ষে।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১১ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১৩ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৪ ঘণ্টা আগে