Ajker Patrika

এক টুইটেই চাকরি হারালেন টুইটার কর্মী 

প্রযুক্তি ডেস্ক
এক টুইটেই চাকরি হারালেন টুইটার কর্মী 

ইলন মাস্কের সঙ্গে টুইটারে তর্কের জেরে চাকরি হারালেন প্রতিষ্ঠানটির এক কর্মী। ওই কর্মী একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার। তিনি টুইটারের অ্যান্ড্রয়েড সংস্করণ বিভাগে দীর্ঘদিন কাজ করেছেন।

ইলন মাস্ক গত ১৪ নভেম্বর টুইটার ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়ে একটি পোস্ট করেন। টুইটে তিনি বলেন, ‘অনেক দেশেই টুইটার অনেক ধীর গতিতে কাজ করে! আমি এর জন্য ক্ষমা চাইছি।’ ইলন মাস্কের এই মন্তব্য ভালোভাবে নিতে পারেননি এরিক ফ্রনহফার। তিনি পাল্টা টুইট করে বলেন, ‘টুইটার অ্যাপের কারিগরি দিক নিয়ে মাস্কের বোঝায় ভুল আছে।’

টুইটের রিপ্লাইয়ে ইলন মাস্ক এরিক ফ্রনহফারের কাছে জানতে চান, ‘আমার মূল্যায়ন যদি সঠিক না হয়, তবে সঠিক মূল্যায়ন কী হবে?’ টুইটারের এ সমস্যা সমাধানে সেই ডেভেলপাররা কী কী কাজ করেছেন তাও জানতে চান মাস্ক। মাস্কের প্রশ্নের জবাব বিস্তারিতভাবে দেন ফ্রনহফার।

তবে ইতিমধ্যে এই বাদানুবাদে অংশ নিয়ে নেন টুইটারের ব্যবহারকারীরা। একজন ব্যবহারকারী ফ্রনহফারের কাছে জানতে চান তিনি কেন ইলন মাস্ককে ব্যক্তিগতভাবে তার ভুল বোঝার ব্যাপারটি জানাননি। এই প্রশ্নের উত্তরে ফ্রনহফার বলেন, ‘মাস্কের উচিত ছিল আমার কাছে ব্যক্তিগতভাবে স্ল্যাক অথবা ইমেইলের মাধ্যমে এ বিষয়ে জানতে চাওয়া।’

ফ্রনহফারের জবাবটি ইলন মাস্ককে ট্যাগ করে এক ব্যবহারকারী লেখেন, এরূপ আচরণকারী কোনো ব্যক্তিকে আপনি আপনার প্রতিষ্ঠানে রাখবেন কি না? এর জবাবে ইলন মাস্ক লেখেন, ‘তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এলডিসি থেকে উত্তরণ হলে রপ্তানি খাতে বছরে ৮ বিলিয়ন ডলার হারাবে বাংলাদেশ

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যু: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত